বাংলাদেশ কৃষি পন্যের বাজারজাতকরণে প্রধান প্রধান সমস্যা

বাংলাদেশ কৃষি পন্যের বাজারজাতকরণে প্রধান প্রধান সমস্যা চিহ্নিত পূর্বক সমধানের উপায় পাঠ্য বইয়ের আলােকে উল্লেখ কর

উত্তর:

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ । কৃষির উন্নতির ওপর এদেশের অর্থনৈতিক উন্নয়ন সার্বিকভাবে নির্ভরশীল । কিন্তু বাংলাদেশের । গেড়ে বসে আছে । নিম্নে কৃষিপণ্যের বাজারজাতকরণের বিভিন্ন সমস্যা , অসুবিধা ও অস্তরায় সম্পর্কে আলােচনা করা হলাে

১। সরকারের উদাসীনতা ও সরকারি উদ্যোগে দেশের বিপণন ব্যবস্থার উন্নতির জন্য তেমন কোন পদক্ষেপ নেওয়া হয় না । সরকারি পর্যায়ে কৃষকদের ঋণ প্রদানের কার্যকরী কর্মসূচি প্রায় নেই । অথচ গ্রাম্য মহাজনদের কাছ থেকে অত্যন্ত চড়া সুদে ঋণ নেওয়া । সম্পূর্ণরূপে অলাভজনক । তাই সরকারের এহেন উদাসীনতা বাংলাদেশে কৃষিজাত পণ্য বিপণনে প্রতিকূল প্রভাববিস্তার করে ।

২৷ মধ্যস্থকারবারিদের সংখ্যাধিক্য ও আমাদের দেশে কৃষিজাত পণ্য বিপণনের কাজে অসংখ্য মধ্যস্থকারবারি জড়িত থাকে , যেমন- ব্যাপারি , ফড়িয়া , আড়তদার , দালাল , পাইকার , খুচরা কারবারি ইত্যাদি । এদের কাজকর্মের ফলে বিপণন ব্যবস্থা অনেকগুণ বৃদ্ধি পায় , ফলে পণ্যের ওপর এর প্রতিকূল প্রভাব ফেলে ।

[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]

৩। প্রতারণামূলক প্রথা ও আমাদের কৃষিজাত পণ্য বিপণনে বিভিন্ন রকম প্রতারণামূলক প্রথা চালু আছে , যেমন- অসত্য ওজন ও পরিমাপ ব্যবহার , নানা ধরনের চার্জ ইত্যাদি । কৃষিপণ্যের বিক্রয়কালে বিভিন্ন স্থানে স্থানীয় প্রথাভিত্তিক বিভিন্ন ধরনের ওজন ও পরিমাপের ব্যবহার সবার জন্য দুঃখজনক ।

৪। আর্থিক সমস্যা ও আমাদের দেশের দরিদ্র কৃষকগণ আর্থিক দৈন্যতায় জর্জরিত থাকে । এজন্য তারা ফসল কাটার মৌসুমেই দেনা পরিশােধ করার জন্য স্বল্পমূল্যে ফসল বিক্রয় করে দিতে বাধ্য হয় । আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে , উৎপাদনের আগেও আর্থিক অসচ্ছলতার জন্য আগাম ফসল বিক্রয় করে থাকে । ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় ।

৫। সমবায় বিপণনের অভাব ও বর্তমান বিশ্বের অনেক উন্নত কৃষিপ্রধান দেশে সমবায় বিপণনের মাধ্যমে কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যবস্থা করা হয় । আমাদের মতাে কৃষি উন্নয়নশীল দেশে কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য কৃষি সমবায়ের গুরুত্ব অপরিসীম । কিন্তু বাংলাদেশের কৃষকরা যেমন নিজেদের উদ্যোগে কৃষিকাজ চালায় তেমনি নিজেদের উদ্যোগে বাজারজাতকরণ করে । ফলে মধ্যস্থকারবারিরা কৃষকদের শােষণ করার সুযােগ পায় । এজন্যই কৃষকদের সমবায় বিপণন পদ্ধতির প্রয়ােজন ।

৬। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ সমস্যা ও কৃষিজাত পণ্যের বাজারজাতকরণের জন্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ খুবই প্রয়ােজনীয় । আমাদের দেশে কৃষিপণ্য বাজারজাতকরণের একটি বৃহত্তম সমস্যা হলাে প্রমিতকরণ ও পর্যায়িতকরণের অভাব । আমাদের দেশের কৃষকরা প্রমিতকরণ ও পর্যায়িতকরণ একেবারেই বুঝে না ।

৭। সংরক্ষণ ব্যবস্থার অভাব ও বাংলাদেশে কৃষিপণ্য সংরক্ষণের জন্য সঠিক এবং সুগঠিত পণ্যাগার ও হিমাগারের যথেষ্ট অভাব রয়েছে । আর যাও বা আছে তা এদেশের কৃষকের নাগালের বাইরে । এজন্য কৃষকরা অবৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের নিজস্ব পন্থায় পণ্য সংরক্ষণ করে । এর ফলে বিভিন্নভাবে পণ্যের ক্ষতিসাধন হয় ।

[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]

৮। পরিবহন ব্যবস্থার অভাব ঃ বাংলাদেশে পরিবহন ব্যবস্থা অনুন্নত বলে কৃষি উৎপাদনকারীর কাছ থেকে ব্যবহারকারী বা ভােক্তার কাছে দ্রব্য বা কৃষিপণ্য প্রেরণ করা খুবই ব্যয়সাপেক্ষ । অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার ফলে পণ্য চলাচলে অসুবিধার সৃষ্টি হয় এবং এর ফলে প্রাথমিক বাজারজাতকরণের ব্যয় অনেকগুণ বেড়ে যায় ।

১০। অন্যান্য বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনে উল্লিখিত সমস্যাগুলাে ছাড়া আরও যেসব সমস্যা রয়েছে সেগুলাের মধ্যে অসংগঠিত বাজারজাতকরণ , ভেজাল মিশ্রণ , ঝুঁকি , মূল্যের ওঠানামা , প্রক্রিয়াজাতকরণের অভাব , প্রশিক্ষণ ও শিক্ষার অভাব অনিশ্চিত উৎপাদন ও বণ্টন , চাহিদার পূর্বানুমানের অভাব ইত্যাদি উল্লেখযােগ্য । কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা নানাবিধ সমস্যায় জর্জরিত । নানাবিধ কারণে এদেশে কৃষিপণ্যের বিপণনে অনেক ত্রুটি – বিচ্যুতি শিকড় ।

১১। পরিচ্ছন্নকরণ ও শুষ্ককরণ ও কৃষিপণ্যের সঠিক মূল্য পেতে হলে বিপণনের পূর্বে এসব দ্রব্য সুন্দরভাবে পরিষ্কার ও শুদ্ধ করা খুবই প্রয়ােজন । কিন্তু বাস্তবে দেখা যায় , সুযােগ – সুবিধার অভাবে কৃষকরা তা করতে পারে না এবং মাঠ থেকে যে অবস্থায় ফসল সংগ্রহ করে প্রায় সে অবস্থাতেই তারা সেগুলাে বাজারে আনয়ন করে । ফলে কৃষকরা স্বিল্পমূল্যে সেগুলাে বিক্রয় করতে বাধ্য হয় ।

[Note: Sample Answer: Md Rakib Hossain Sojol (Bangla News Express)]

পরিশেষে বলা যায় যে , আমাদের দেশে কৃষিপণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বহুবিধ সমস্যা রয়েছে । তাই দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এসব সমস্যার আশু সমাধান হওয়া প্রয়ােজন । এক্ষেত্রে ব্যক্তিগত , সামাজিক ও সরকারিভাবে কৃষিপণ্য

H.S.C

S.S.C

1 thought on “বাংলাদেশ কৃষি পন্যের বাজারজাতকরণে প্রধান প্রধান সমস্যা”

Leave a Comment