বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর Mcq/ নৈবিত্তিক পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ২০২১, Bangladesh Bureau of Statistics নিয়োগ পরীক্ষার পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ২০২১

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষার সময় : ২২ অক্টোবর ২০২১ পদ : অফিস সহায়ক

প্রশ্ন : প্রতি এক ঘণ্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করবে?
উত্তর : ২বার।

প্রশ্ন : ০.১ এর বর্গমূল কত?
উত্তর : কোনােটিই নয় (০.১ এর বর্গমূল ০.৩১৬)

প্রশ্ন : নিচের কোন ভগ্নাংশটি ছােট?
উত্তর : ৩/১১

প্রশ্ন : – 40 হতে -50 এর বিয়ােগফল কত?
উত্তর : ১০

প্রশ্ন : ১১ টি সংখ্যার যােগফল ৫৬১। প্রথম ৬ টির গড় ৪৬ এবং শেষ ৬ টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?
উত্তর : ৫১

প্রশ্ন : কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যােগ করলে যােগফল ৩৫ হবে?
উত্তর : ৬০

প্রশ্ন : ০.০২ ০.২ ১০ এর মান কত?
উত্তর : ০.০৪

প্রশ্ন : ৯০০ কোন এর সম্পূরক কোণের মান কত?
উত্তর : ৯০

প্রশ্ন : X এর মান কত হলে x-3/3 এর মান শূন্য হবে?
উত্তর : ৩

প্রশ্ন : ১+২+৩+8+……+৯৯ = কত?
উত্তর : ৪৯৫০।

প্রশ্ন : a= -2, b= -1, c=2, d=1 হলে -a-(-b)+(-c)+(+d) এর মান কত?
উত্তর : ০ ১২. কোনটি মৌলিক সংখ্যা?

প্রশ্ন : ১৩. ৫% বার্ষিক মুনাফায় কত টাকার ২ বছরের মুনাফা ১২০ টাকা?
উত্তর : ১২০০টাকায়

প্রশ্ন : ৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানাে হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত?
উত্তর : ১:১০

প্রশ্ন : ২, ৩, ৮, ২ অংকগুলাে দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
উত্তর : ৫১২৪।

ইংরেজি অংশের সমাধান…

প্রশ্ন : Opposite of obscure’ is-
Test: lucid

প্রশ্ন : What is the verb form of power?
উত্তর : Empower

প্রশ্ন : What type of tense is used in the following sentence? I have forgotten to pay my exam fees.
উত্তর : Present perfect

প্রশ্ন : Which one is the correct sentence?
উত্তর : None of the above

প্রশ্ন : A baker’s dozen means
উত্তর : Thirteen

প্রশ্ন : Types of infinite inood
উত্তর : 4 types

প্রশ্ন : Which one is correct?
উত্তর : You, he and I are present

প্রশ্ন : Meteor involves –
উত্তর : Implicit comparison

প্রশ্ন : Which one is the simple sentence?
উত্তর : We hired a boat to go there

প্রশ্ন : Which sentence is transitive form?
উত্তর : She slept a sound sleep

বাংলা অংশের সমাধান…

প্রশ্ন : নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর : ইতি

প্রশ্ন : ‘পটল তােলা’ এর সমার্থক বাগধারা কোনটি?
উত্তর : কোনটিই নয় (সঠিক মারা যাওয়া)

প্রশ্ন : ‘হাসান’ বই পড়ছে’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
উত্তর : ঘটমান

প্রশ্ন : নিচের কোনটি ৬ ভাগে বিভক্ত?
উত্তর : কারক

প্রশ্ন : ‘পঞ্চায়েত কোন শব্দ?
উত্তর : বিশেষ্য ।

প্রশ্ন : বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
উত্তর : কোনটি নয় (পদ)

প্রশ্ন : ‘গীতিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ?
উত্তর : ক্ষুদ্রার্থে ।

প্রশ্ন : ঝনঝন শব্দটি যে ধরনের দ্বিরক্তি?
উত্তর : ধনাত্নক

প্রশ্ন : “লােকটি ধনী কিন্তু কৃপণ”- কোন ধরণের বাক্য?
উত্তর : যৌগিক।

প্রশ্ন : খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর : ২১

প্রশ্ন : বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
উত্তর : ২

প্রশ্ন : কোনটি শূণ্য প্রত্যয়ের শব্দ?
উত্তর : জয়

প্রশ্ন : “ষষ্ঠ” শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : ষষ+থ 

প্রশ্ন : ‘হায়রে আমড়া” কেবল আঁটি আর চামড়া প্রবাদটির অর্থ কী?
উত্তর : অন্তঃসারশূন্য অবস্থা ।

প্রশ্ন : ভাষার মূল উপকরণ কী?
উত্তর : বাক্য

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment