বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষার সময় : ২২ অক্টোবর ২০২১ পদ : অফিস সহায়ক
প্রশ্ন : প্রতি এক ঘণ্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর কতবার লম্বভাবে অবস্থান করবে?
উত্তর : ২বার।
প্রশ্ন : ০.১ এর বর্গমূল কত?
উত্তর : কোনােটিই নয় (০.১ এর বর্গমূল ০.৩১৬)
প্রশ্ন : নিচের কোন ভগ্নাংশটি ছােট?
উত্তর : ৩/১১
প্রশ্ন : – 40 হতে -50 এর বিয়ােগফল কত?
উত্তর : ১০
প্রশ্ন : ১১ টি সংখ্যার যােগফল ৫৬১। প্রথম ৬ টির গড় ৪৬ এবং শেষ ৬ টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?
উত্তর : ৫১
প্রশ্ন : কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যােগ করলে যােগফল ৩৫ হবে?
উত্তর : ৬০
প্রশ্ন : ০.০২ ০.২ ১০ এর মান কত?
উত্তর : ০.০৪
প্রশ্ন : ৯০০ কোন এর সম্পূরক কোণের মান কত?
উত্তর : ৯০
প্রশ্ন : X এর মান কত হলে x-3/3 এর মান শূন্য হবে?
উত্তর : ৩
প্রশ্ন : ১+২+৩+8+……+৯৯ = কত?
উত্তর : ৪৯৫০।
প্রশ্ন : a= -2, b= -1, c=2, d=1 হলে -a-(-b)+(-c)+(+d) এর মান কত?
উত্তর : ০ ১২. কোনটি মৌলিক সংখ্যা?
প্রশ্ন : ১৩. ৫% বার্ষিক মুনাফায় কত টাকার ২ বছরের মুনাফা ১২০ টাকা?
উত্তর : ১২০০টাকায়
প্রশ্ন : ৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানাে হলে চিনি মিশ্রিত দুধে চিনি ও দুধের অনুপাত কত?
উত্তর : ১:১০
প্রশ্ন : ২, ৩, ৮, ২ অংকগুলাে দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
উত্তর : ৫১২৪।
ইংরেজি অংশের সমাধান…
প্রশ্ন : Opposite of obscure’ is-
Test: lucid
প্রশ্ন : What is the verb form of power?
উত্তর : Empower
প্রশ্ন : What type of tense is used in the following sentence? I have forgotten to pay my exam fees.
উত্তর : Present perfect
প্রশ্ন : Which one is the correct sentence?
উত্তর : None of the above
প্রশ্ন : A baker’s dozen means
উত্তর : Thirteen
প্রশ্ন : Types of infinite inood
উত্তর : 4 types
প্রশ্ন : Which one is correct?
উত্তর : You, he and I are present
প্রশ্ন : Meteor involves –
উত্তর : Implicit comparison
প্রশ্ন : Which one is the simple sentence?
উত্তর : We hired a boat to go there
প্রশ্ন : Which sentence is transitive form?
উত্তর : She slept a sound sleep
বাংলা অংশের সমাধান…
প্রশ্ন : নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
উত্তর : ইতি
প্রশ্ন : ‘পটল তােলা’ এর সমার্থক বাগধারা কোনটি?
উত্তর : কোনটিই নয় (সঠিক মারা যাওয়া)
প্রশ্ন : ‘হাসান’ বই পড়ছে’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
উত্তর : ঘটমান
প্রশ্ন : নিচের কোনটি ৬ ভাগে বিভক্ত?
উত্তর : কারক
প্রশ্ন : ‘পঞ্চায়েত কোন শব্দ?
উত্তর : বিশেষ্য ।
প্রশ্ন : বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে-
উত্তর : কোনটি নয় (পদ)
প্রশ্ন : ‘গীতিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ?
উত্তর : ক্ষুদ্রার্থে ।
প্রশ্ন : ঝনঝন শব্দটি যে ধরনের দ্বিরক্তি?
উত্তর : ধনাত্নক
প্রশ্ন : “লােকটি ধনী কিন্তু কৃপণ”- কোন ধরণের বাক্য?
উত্তর : যৌগিক।
প্রশ্ন : খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উত্তর : ২১
প্রশ্ন : বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার?
উত্তর : ২
প্রশ্ন : কোনটি শূণ্য প্রত্যয়ের শব্দ?
উত্তর : জয়
প্রশ্ন : “ষষ্ঠ” শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : ষষ+থ
প্রশ্ন : ‘হায়রে আমড়া” কেবল আঁটি আর চামড়া প্রবাদটির অর্থ কী?
উত্তর : অন্তঃসারশূন্য অবস্থা ।
প্রশ্ন : ভাষার মূল উপকরণ কী?
উত্তর : বাক্য
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান