অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২ পরীক্ষার সাজেশন, অনার্স চতুর্থ বর্ষ বাংলা ছোটগল্প ২ সাজেশন,
অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২ সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা ছোটগল্প ২ (Bangla Short Stories 2) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 241011 |
২০২৪ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন |
বাংলা ছোটগল্প ২ সাজেশন,বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২, অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২ ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাংলা ছোটগল্প ২ সাজেশন
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ৩ ডিসেম্বর ১৯৫৬ সালে মৃত্যুবরণ করেন।
২. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়।
৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প অতসী মাসী (১৯৩৫)।
৪. ভিখুর দল কোথায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে?
উত্তর : ভিখুর দল বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে।
৫. ‘প্রাগৈতিহাসিক’ গল্পে বসিরের সঞ্চয় কত ছিল?
উত্তর : ‘প্রাগৈতিহাসিক’ গল্পে বসিরের সঞ্চয় ছিল টাকায় আধুলিতে একশত টাকার ওপর।
৬. ‘সিঁড়ি’ গল্পের সিঁড়ির ধাপ কয়টি?
উত্তর : ‘সিঁড়ি’ গল্পের সিঁড়িটা চৌষট্টি ধাপের।
৭. চারুর ছোট বোনের নাম কী?
উত্তর : চারুর ছোট বোনের নাম পরী।
৮. পরী কার ছোট বোন?
উত্তর : পরী চারুর ছোট বোন।
৯. ‘সরীসৃপ’ পল্পে কার একাদশী পালনের কথা বলা হয়েছে?
উত্তর : ‘সরীসৃপ’ গল্পে পরীর একাদশী পালনের কথা বলা হয়েছে।
১০. ‘সরীসৃপ’ গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘সরীসৃপ’ গল্পগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩৯ সালে।
১১. বিয়ের কত বছর পর যতীনের কুষ্ঠরোগ ধরা পড়ে?
উত্তর : বিয়ের চার বছর পর যতীনের কুষ্ঠরোগ ধরা পড়ে।
১২. ‘হারানের নাতজামাই” গল্পের কৃষকনেতার নাম লেখ।
অথবা, ‘হারানের নাতজামাই’ গল্পের কৃষকের পক্ষে নেতৃত্ব দিয়েছিলে কে?
উত্তর : ‘হারানের নাতজামাই’ গল্পে কৃষক নেতার নাম ভুবন মণ্ডল।
১৩. হারান দাসের গ্রামের নাম কী?
উত্তর : হারান দাসের গ্রামের নাম ছোট হাঁসতলা।
১৪. ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্পের যাত্রীর নাম কী?
উত্তর : ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্পের যাত্রীর নাম দিবাকর।
১৫. ছোট বকুলপুরের লোকেরা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল?
উত্তর : ছোট বকুলপুরের লোকেরা ঐক্যবদ্ধ হয়েছিল চৌধুরী এবং ঘোষদের বিরুদ্ধে।
১৬. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কী?
উত্তর : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম তারকানাথ গঙ্গোপাধ্যায়।
১৭. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম কী?
উত্তর : নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম ‘বীতংস’।
১৭. ‘বীতংস’ গল্পে ভন্ড সাধু কে?
উত্তর : ‘বীতংস’ গল্পে ভণ্ডসাধু হলেন সুন্দরলাল।
১৯. সাঁওতালরা কোন পূজায় মুরগি বলি দেয়?
উত্তর : সাঁওতালরা বোঙার পূজায় মুরগি বলি দেয়।
২০. সাঁওতালদের মোড়ল কে?
উত্তর : সাঁওতালদের মোড়ল ঝড়ু সাঁওতাল।
২১. ‘বীতংস’ গল্পগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘বীতংস’ গল্পগ্রন্থ ১৩৫২ সালে প্রকাশিত হয়।
২২. ‘হাড়’ গল্পে রায়বাহাদুর ও প্রমথ কোন স্কুলে একসঙ্গে পড়তেন?
উত্তর : ফরিদপুরের ঈশান স্কুলে রায়বাহাদুর ও প্রমথ একসঙ্গে পড়তেন।
২৩. ‘পুষ্করা’ পালনের জন্য কোন পূজা করা হয়?
উত্তর : ‘পুষ্করা’ পালনের জন্য কালীপূজা করা হয়।
২৪. রাজা বাহাদুর চতুর্থ রাতে রয়েল বেঙ্গল টাইগার শিকারে টো হিসেবে কী ব্যবহার করেছিলেন?
উত্তর : রাজা বাহাদুর চতুর্থ রাতে রয়েল বেঙ্গল টাইগার শিকারে টোপ হিসেবে মানব শিশুটিকে ব্যবহার করেছিলেন।
২৫. কোন রাতে তর্করত্ন কালীপূজায় বসেছিলেন?
উত্তর : শুক্লা চতুর্দশীর রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিল।
২৬. শুক্লা চতুর্দশীর রাতে তর্করত্ন কোন পূজায় বসেছিল?
উত্তর : শুক্লা চতুর্দশীর রাতে তর্করত্ন কালীপূজায় বসেছিল।
২৭. কুলবীর কে?
উত্তর : শিউকুমারীর বাবার নাম কুলবীর।
২৮. ‘দুঃশাসন’ গল্পে কাপড়ের আড়তদার কে?
উত্তর : ‘দুঃশাসন’ গল্পে কাপড়ের আড়তদার দেবীদাস।
২৯. ‘ভাঙা চশমা’ গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘ভাঙা চশমা’ গল্পটি দুঃশাসন গল্পগ্রন্থের অন্তর্গত।
৩০. হেডমাস্টার স্কুলঘরের চালা দিয়েছিলেন কীসের টাকায়?
উত্তর : হেডমাস্টার স্কুলঘরের চালা দিয়েছিলেন বৌয়ের হার বিক্রির টাকায়।
৩১. ‘লোকটি অন্ধ নাকি?’ – এই প্রশ্নটি কার?
উত্তর : ‘লোকটি অন্ধ নাকি?’ – এ প্রশ্নটি নয়নচারা গল্পের আমুর।
৩২. ‘নয়নচারা’ গল্পে লালপেড়ে শাড়ি পরে কে?
উত্তর : ‘নয়নচারা’ গল্পে লালপেড়ে শাড়ি পরে দয়ালু মেয়েটা।
৩৩. চেতনাপ্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ ওয়ালীউল্লাহ্ এমন একটি গল্পের নাম লেখ।
উত্তর : চেতনাপ্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ ওয়ালীউল্লাহর ‘মৃত্যু-যাত্রা’ নামক গল্পে ।
৩৪. ‘মৃত্য-যাত্রা’ গল্পে কাদের যন্ত্রণা, আর্তি ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে?
উত্তর : ‘মৃত্যযাত্রা’ গল্পে দুর্ভিক্ষপীড়িত মানুষের যন্ত্রণা, আর্তি ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে।
৩৫. ‘মৃত্যু-যাত্রা’ গল্পে খেয়াঘাটের খেয়ার মালিকের নাম কী?
উত্তর : ‘মৃত্যু-যাত্রা’ গল্পের খেয়াঘাটের খেয়ার মালিক শুকুল কাহার।
৩৬. ‘পরাজয়’ গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে কে?
উত্তর : ‘পরাজয়’ গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে ছমির কুলসুম।
৩৭. ‘পরাজয়’ গল্পে কার বেদনার চিহ্ন আঁকা হয়েছে?
উত্তর : ‘পরাজয়’ গল্পে কুলসুমের বেদনার চিহ্ন আঁকা হয়েছে।
৩৮. ‘দুই তীর’ গল্পটিতে ওজিফা পাঠ করে কে?
উত্তর : ‘দুই তীর’ গল্পটিতে ওজিফা পাঠ করে মরিয়ম।
৩৯. আফসার উদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার সাথে চলে যায়?
উত্তর : আফসার উদ্দিনের স্ত্রী হাসিনা তাকে ছেড়ে তার মার সাথে চলে যায়।
৪০. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি কোন পটভূমিতে রচিত?
উত্তর: ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পটি দেশভাগের পটভূমিতে রচিত।
৪১. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে গানের শখ কার?
উত্তর : ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে গানের শখ ছিল হাবিবুল্লার।
৪২. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে তুলসী গাছটি প্রথমে কে দেখতে পায়?
উত্তর : ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পে তুলসী গাছটি প্রথমে মোদাব্বের দেখতে পায়।
৪৩. উঠোনের শেষে তুলসীগাছটা শুকিয়ে কী রং ধারণ করে?
উত্তর : উঠোনের শেষে তুলসীগাছটা শুকিয়ে খয়েরি রং ধারণ করে।
৪৪. আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ লেখ।
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সাল।
৪৫. আখতারুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ কোনটি?
উত্তর : আখতারুজ্জামানের প্রথম গল্পগ্রন্থ ‘অন্য ঘরে অন্য স্বর’।
৪৬. ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পে ননীদার ছেলেমেয়ের সংখ্যা কত?
উত্তর : ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পে ননীদার ছেলেমেয়ের সংখ্যা পাঁচ জন।
৪৭. অমিত কে?
উত্তর : অমিত ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পের ননী গোপালের বড় ছেলে।
৪৮. নুরুল হুদাকে কার জন্য এক্সটা তটস্থ থাকতে হয়?
উত্তর : নুরুল হুদাকে মিন্টুর জন্য এক্সটা তটস্থ থাকতে হয়।
৪৯. ‘পায়ের নিচে জল’ গল্পটিতে যমুনা বাঁধের নাম কী?
উত্তর : ‘পায়ের নিচে জল’ গল্পটিতে যমুনা বাঁধের নাম ওয়াপদা বাঁধ।
৫০. ‘পায়ের নিচে জল’ গল্পে রাক্ষুসে পোকার নাম কী?
উত্তর : ‘পায়ের নিচে জল’ গল্পে রাক্ষুসে পোকার নাম শুয়োপোকা।
৫১. আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র।
৫২. ‘কীটনাশকের কীর্তি’ গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ‘কীটনাশকের কীর্তি’ গল্পটি ‘দোজখের ওম’ গল্পগ্রন্থের অন্তর্গত।
৫৩. অছিমুন্নেছার মৃত্যু হয় কীভাবে?
উত্তর : অসিমুন্নেছা কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
৫৪. ‘অপঘাত’ গল্পে অপঘাতে মৃত্যু হয়েছে কার?
উত্তর : ‘অপঘাত’ গল্পে অপঘাতে মৃত্যু হয়েছে বুলুর।
৫৫. ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ গল্পটিতে কে স্বপ্নের কথা বয়ান করে?
উত্তর : ‘জাল স্বপ্ন, স্বপ্নের জাল’ গল্পটিতে বুলেট স্বপ্নের কথা বয়ান করে।
৫৬. ‘রেইনকোট’ গল্প কোন পটভূমিতে রচিত?
উত্তর : ‘রেইনকোট’ গল্প ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
৫৭. ‘রেইনকোট’ গল্পে কী বারে বৃষ্টি শুরু হয় বলে উল্লেখ আছে?
উত্তর: ‘রেইনকোট’ গল্পে মঙ্গলবারে বৃষ্টি শুরু হয় বলে উল্লেখ আছে।
৫৮. ‘রেইনকোর্ট’ গল্পে মিলিটারিরা কোথায় ক্যাম্প করেছিল?
উত্তর : ‘রেইনকোর্ট’ গল্পে মিলিটারি কলেজের জিমনাশিয়ামে ক্যাম্প করেছিল।
৫৯. অধ্যক্ষের ওখান থেকে মিলিটারিরা কাদের জিপে তোলে?
উত্তর : অধ্যক্ষের ওখান থেকে মিলিটারিরা আব্দুস সাত্তার ও নুরুল হুদাকে জিপে তোলে।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি।’ – ব্যাখ্যা কর।
২. ‘সে আর এখন ক্ষুধা তৃষ্ণা অনুভব করিতে পারে না।’ – কার কথা এবং বলা হয়েছে?
৩. ‘মরিবে না। সে কিছুতেই মরিবে না।’ – কার কথা, কেন বলা হয়েছে?
৪. চারু কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫. বাড়ি নিয়ে চারু এবং বনমালীর মধ্যে কী সমস্যার সৃষ্টি হয়েছিল?
৬. ‘কুষ্ঠ রোগীর বউ’ গল্পের মূলভাব সংক্ষেপে লেখ।
৭. ‘সমুদ্রের স্বাদ’ গল্পে নীলার সমুদ্র দেখা হয় না কেন?
৮. ‘হাড়’ গল্পের মৌল উপজীব্য কী?
৯. ‘হাড়’ গল্পের প্রতীকী ব্যঞ্জনা সংক্ষেপে তুলে ধর।
১০. ‘পুষ্করা’ গল্পের শশ্মশানের বর্ণনা দাও।
১১. কুলবীর কে? তার পরিচয় দাও।
১২. শিউকুমারী কে? তার পরিচয় দাও।
১৩. ‘তিতির’ গল্পে বর্ণিত দাঙ্গার স্বরূপ আলোচনা কর।
১৪. সুখলালের জীবনে দাঙ্গার পরিণতি বর্ণনা কর।
১৫. ‘নয়নচারা’ গল্পে কুকুর ও মানুষের পার্থক্যের যে রূপ ফুটে উঠেছে তা বর্ণনা কর।
১৬. ‘নয়নচারা’ গল্পে আমুর শহরের লোকটিকে অন্ধ মনে করার কারণ কী?
১৭. ‘নয়নচারা গাঁয়ে কী মায়ের বাড়ি?’ – কে কাকে, কেন এ উক্তি করেছে?
PDF Download বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2024
১৮. ‘নয়নচারা’ গল্পে শহরের মানুষের হাসি আমুর কাছে অসহ্য লাগে কেন?
১৯. ‘জাহাজী’ গল্প অবলম্বনে ছাত্তারের কাহিনী সংক্ষেপে লেখ।
২০. ‘পরাজয়’ গল্পে কে, কার কাছে পরাজিত হয়েছে?
২১. ‘হাসিনা কি তার মায়ের দ্বন্দ্বই বহন করে চলেছে?’ – ‘দুই তীর’ গল্প অবলম্বনে আলোচনা কর।
২২. উদ্বাস্তু মুসলমানরা যে বাড়িটা দখল করেছিল তার বর্ণনা।
২৩. বাড়ির বাসিন্দা পরিবর্তন তুলসী গাছটির ক্ষেত্রে কী ধরনের প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল সংক্ষেপে লেখ।
২৪. জয়নাবের দুধভাত খাওয়ানোর সাধ কীভাবে সম্পূর্ণ হয়? আলোচনা কর।
অথবা, ‘দুধভাতে উৎপাত’ গল্পে দুধ খাওয়ার সাধ কীভাবে সম্পন্ন করা হয়েছে বর্ণনা কর।
২৫. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে জীবনযুদ্ধ কাতর মানুষের যে মহিমা বিধৃত হয়েছে তার স্বরূপ ব্যাখ্যা কর।
২৬. ‘দুধভাতে উৎপাত’ গল্পের কসিমুদ্দিনের পরিচয় দাও।
২৭. ‘পায়ের নিচে জল’ গল্পে গ্রামীণ জোতদারদের শোষণের কৌশলগুলোর বর্ণনা দাও।
২৮. ‘কীটনাশকের কীর্তি’ গল্পের রমিজের সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৯. ‘অপঘাত’ গল্পটিতে বুলুর মৃত্যুদৃশ্য আলোচনা কর।
৩০. নুরুল হুদাকে মিলিটারিরা কেন তুলে নিয়ে যায় এবং ক্যাম্পে তার অবস্থা সম্পর্কে বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘মধ্যবিত্তের চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচনে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সিদ্ধহস্ত।’ -বিশ্লেষণ কর।
২. ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প বিষয় বৈচিত্র্য ও রচনারীতিতে স্বাতন্ত্র্যের স্বাক্ষর বিস্ময়কর।’ – ছোটগল্পকার হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের সার্থকতা বিচার কর।
৩. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ পদ্ম অনুসরণে ভিখুর চরিত্র চিত্রণ কর।
৪. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ গল্প অবলম্বনে পাঁচী চরিত্রটি চিত্রণ কর।
৫. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।
৬. ‘সরীসৃপ’ গল্পে সভ্যতার মুখোশের আড়ালে যে রূপটি অনাবৃত রয়েছে তা আলোচনা কর।
৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘সরীসৃপ’ গল্পের মৌল উপজীব্য আলোচনা কর।
৮. মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ‘সরীসৃপ’ গল্পে মানুষের নেতিবাচক প্রবৃত্তিগুলো কীভাবে উন্মোচিত হয়েছে তা আলোচনা কর।
৯. ‘ছোট বকুলপুরের যাত্রী’ গল্পে শোষক ও শোষিতের সমাজ ইতিহাসের যে দ্বন্দ্বমূলক সত্য উপস্থাপিত হয়েছে তার স্বরূপ বিশ্লেষণ কর।
১০. ছোটগল্পে সমকালীন সামাজিক সংকটের চিত্র উপস্থাপনে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্বাতন্ত্র্য চিহ্নিত কর।
১১. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পের শিল্পরীতি বিশ্লেষণ কর।
অথবা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের শিল্প সার্থকতা আলোচনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২. ‘নাটকীয় ব্যঞ্জনাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের প্রাণ।’ মন্তব্যটি পরীক্ষা কর।
১৩. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ‘বীতংস’ গল্পের উপজীব্য আলোচনা কর।
১৪. ‘হাড়’ গল্প অবলম্বনে ৪৩ এর কলকাতার মন্বন্তরের বর্ণনা দাও।
১৫. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন’ গল্পের মূল বিষয়বস্তু আলোচনা কর।
১৬. ‘সমকালীন সময়, সমাজ ও রাজনীতির বিরুদ্ধ রূপই উন্মোচিত হয়েছে সৈয়দ ওয়ালীউল্লাহর গল্পে।’ – আলোচনা কর।
১৭. সৈয়দ ওয়ালীউল্লাহর ছোটগল্পের বিষয় ও শিল্পরূপ আলোচনা কর।
১৮. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘নয়নচারা’ গল্পের নামকরণের সার্থকতা নিরূপণ কর।
১৯. ‘নয়নচারা’ গল্পের বিষয় ও শিল্পরূপ আলোচনা কর।
২০. সৈয়দ ওয়ালীউল্লাহর ‘জাহাজী’ গল্প অবলম্বনে করিম সারেংয়ের জীবনচিত্র তুলে ধর।
২১. ‘একটি তুলসী গাছের কাহিনী’ গল্পের নামকরণের সার্থকতা বিচার কর।
২২. একজন গল্পকার হিসেবে আখতারুজ্জামান ইলিয়াসের মূল্যায়ন কর।
অথবা, বাংলা ছোটগল্পে আখতারুজ্জামান ইলিয়াসের অবদান আলোচনা কর।
২৩. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে মুক্তিযুদ্ধের যে চিত্র প্রতিফলিত হয়েছে, তা আলোচনা কর।
২৪. আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাষাশৈলীর পরিচয় দাও।
২৫. ছোটগল্পকার হিসেবে আখতারুজ্জামান ইলিয়াস যে কৃতিত্বের পরিচয় দিয়েছেন তোমার পাঠ্য গল্পসমূহ অবলম্বনে তা আলোচনা কর।
২৬. আখতারুজ্জামান ইলিয়াসের ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পের রাজনৈতিক অনুষঙ্গ বিচার কর।
২৭. কীটনাশকের কীর্তি’ গল্পের যে শিল্প-কৌশল আলোচনা কর।
২৮. ‘রেইনকোট’ গল্পের মূল উপজীব্য বিশ্লেষণ কর।
অথবা, ‘রেইনকোট’ গল্পের বিষয়বৈচিত্র্য আলোচনা কর।
২৯. ‘রেইনকোট’ গল্পে মুক্তিযুদ্ধের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা কর।
অথবা, আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রভাবজাত গল্প। – আলোচনা কর।
2024 বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
অধ্যায় 1
ক বিভাগ
- মানিক বন্দ্যেপাধ্যয়ের প্রকৃত নাম কী
- প্রাগৈতিহাসিক যুগের অর্থ কি?
- প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় কত ছিল
- রাতে কয় ক্রোশ পথ হেঁটে ভিখু চিতল পুরে পৌঁছায়
- ভিখুর দল কোথায় ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে
- সিঁড়ি গল্পের সিঁড়িটা কত ধাপের ছিল
- চারুর ছোট বোনের নাম কি?
- পরী কার ছোট বোন
- সরীসৃপ গল্পে কার একাদশী পালনের কথা বলা হয়েছে
- বিয়ের কত বছর পর যতীনের কুষ্ঠ রোগ ধরা পড়ে
- হারান দাসের গ্রামের নাম কি?
- ছোট বকুলপুরের যাএী গল্পের নাম কী
- চারুর ছোট বোনের নাম কী
খ বিভাগ
- সেই রাএি হতে ভিখুর আদিম অসভ্য জীবন দ্বিতীয় পর্যায় আরমেভ হইল ব্যাখ্যা কর
- সেই হইল তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি ব্যাখ্যা কর
- সমুদ্রের স্বাদ গল্পে নীলার সমুদ্র দেখা হয় না কেন
- হারানোর নাত জামাই গল্পে কোন আন্দোলন মুর্ত হয়ে উঠেছে? আলোচনা কর
- বাড়ি নিয়ে চারু এবং বনমালীর মধ্যে কি সমস্যার সৃষ্টি হয়েছিল
- মরিবে না৷ সে কিছুইতে মরিবে না ৷কার কথা কেন বলা হয়েছে
গ বিভাগ
- মানিক বন্দ্যেপাধ্যয়ের প্রাগৈতিহাসিক গল্প অনুসরণে ভিকুর চরিএ চিএিত কর
- প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার কর
- মানিক বন্দোপাধ্যায় রচিত সরীসৃপ গল্পে মানুষের নেতিবাচক প্রবৃওিগুলো কিভাবে উন্মোচিত হয়েছে তা আলোচনা কর
- মানিক বন্দোপাধ্যায়ের সরীসৃপ গল্পের মৌল উপজীব্য আলোচনা কর
- মধ্যবিওের চারিএিক বৈশিষ্ট্য উন্মোচনে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সিদ্ধহস্ত বিশ্লেষণ কর
- সরীসৃপ গল্পে সভ্যতার মুখোশের আড়ালে যে রুপ টি অনাবৃত হয়েছে তা আলোচনা কর
অধ্যায় 2
ক বিভাগ
- নারায়ন গঙ্গোপাধ্যয়ের পিতৃপ্রদও নাম কি?
- সাঁওতালরা কোন পুজায় মুরগি বলি দেয়
- ভাঙ্গা চশমা গল্পটি কোন গল্পগ্রন্হের অন্তর্গত
- বীতংস গল্পগ্রন্হ কত সালে প্রকাশিত হয়
- হাড় গল্পে রায় বাহাদুর ও প্রমথ কোন স্কুলে এক সঙ্গে পড়তেন
- কলবীর কে
- শুক্রা চতুর্দশীর রাতে তর্করন্ত কোন পুজায় বসেছিল
- দুঃশাসন গল্পে কাপড়ের আড়তদার কে
- কানাই দেবীদাসকে চাঁদার কত টাকা বের করার নির্দেশ দেয়
- বহু শতকন্ঠে স্বাধীনতার অমর মন্ত্র কি
- তিতির গল্পে দীর্ঘদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ ঘটেছিল কোথায়
খ বিভাগ
- সুন্দরশাল কিভাবে সাঁওতালদের মধ্যে শ্রদ্ধা ও বিস্বাসের পাএ হয়ে ওঠে
- হাড় গল্পের মৌল উপজীব্য কি ?
- কুলবীর কে? তার পরিচয় দাও
- পুষ্করা গল্পের শ্মাশানের বর্ণনা দাও
- যাএা পালা শেষ করে দেবীদাস ফেরার পথে মুচিপাড়ায় ঘটনা তুলে ধর
- ভাঙ্গা চশমা গল্পে প্রথম ঘন্টার পর স্কুল ছুটির ঘটনা সংক্ষেপে লেখ
- সুখলালের জীবনে দাঙ্গার পরিণতি বর্ণনা কর
- মহীতোষ কেন শিউকুমারীকে রেখে চলে যায়
গ বিভাগ
- নারায়ন গঙ্গোপাধ্যায়ের ছোটগল্পে বিধৃত শোষণের বিচিএ রুপের পরিচয় দাও
- নারায়ণ গঙ্গোপাধ্যয়েরর ছোটগল্পের শিল্পরীতি বিশ্লেষণ কর
- হাড় গল্প অবসম্বনে 43 এর কলকাতার মম্বন্তরের বর্ণনা দাও
- বন- জ্যোৎস্না বিষয় ভাবনার পরিচয় দাও
- নারায়ণ গঙ্গোপাধ্যয়ের বন- জ্যোৎস্না গল্পে ব্যক্তি প্রেমের চেয়ে দেশপ্রেম প্রাধান্য পেয়েছে৷আলোচনা কর
- নারায়ন গঙ্গোপাধ্যয়ের দুঃশাসন গল্পের মূল ভাবনা তুলে ধর
- নারায়ণ গঙ্গোপাধ্যয়ের গল্পের শিল্পসার্থকতা নিরুপণ কর
অধ্যায় 3
ক বিভাগ
- নয়নচারা গ্রাম টি কোন নদীর তীরে অবস্হিত
- লোকটি অন্ধ নাকি এই প্রশ্নটি কার
- নয়নচারা গল্পে লালপেড়ে শাড়ি পরে কে
- মৃত্যুযাএা গল্প কোন পটভূমিকায় রচিত
- মৃত্যুযাএা গল্পে কাদের যন্ত্রণা আর্তি ও বিষণ্নতা রুপায়িত হয়েছে
- ম়ত্যুযাএা গল্পে খেয়াঘাটের মালিকের নাম কি
- রাজ্জাক কার কাছে সেলাই শিখত
- আফসার উদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার সাথে চলে যায়
- একটি তুলসী গাছের কাহিনি গল্প কোন পটভূমিতে রচিত
- একটি তুলসি গাছের কাহিনি গল্পে তুলসি গাছটি প্রথমে কে দেখতে পাই
খ বিভাগ
- শহর প্রসঙ্গে আমুর অনুভূতির স্বরুপ চিএিত কর
- নয়নচারা গল্পে কুকুর ও মানুষের পার্থক্যের যে রুপ ফুটে উঠেছে তা বর্ণনা কর
- নয়নচারা গল্পে শহরের মানুষের হাসি আমুর কাছে অসহ্য লাগে কেন
- গল্পের নাম মৃত্যুযাএা কি অর্থ? ব্যাখ্যা কর
- জাহাজী গল্পে বৃদ্ধ সারেং তার বাড়ি ফেরার সিধান্ত পরিবর্তন করল কেন
- পরাজয় গল্পে কে কার কাছে পরাজিত হয়েছে
- উদ্ধাস্ত মুসলনানরা যে বাড়িটা দখল করেছিল তার বর্ণনা কর
- নয়নচারা গল্পে আমু চরিএ বিশ্লেষণ কর
- ছোট গল্পকার হিসেবে ওয়ালীউলাহুর সাফল্য বিবেচনা কর
- সৈয়দ ওয়ালীউল্লাহুর ছোটগল্পের বিষয় ও শিল্পরুপ আলোচনা কর
- সৈয়দ ওয়ালীউল্লাহুর জাহাজী গল্প অবলম্বনে করিম সারেং এর এর জীবন চিএ তুলে ধর
- একটি তুলসি গাছের কাহিনি গল্পে সমকালীন সমাজবাস্তবতার যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও
- সৈয়দ ওয়ালীউল্লাহুর পরাজয় গল্পের নামকরনের সার্থকতা বিশ্লেষণ কর
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২ পরীক্ষার সাজেশন, 2024 অনার্স চতুর্থ বর্ষ বাংলা ছোটগল্প ২ সাজেশন
অধ্যায় 4
ক বিভাগ
- আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ কত
- অন্য ঘরে অন্য স্বর গল্পের ননীদার ছেলে মেয়ের সংখ্যা কত৷
- ননীর মেয়েকে কলেজেরে পথে কারা ডিস্টাব করত
- পায়ের নিচে জল গল্পটিতে যমুনা বাঁধের নাম কি
- পায়ের নিচে জল গল্পে রাক্ষুসে পোকার নাম কি
- জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পটিতে কে স্বপ্নের কথী বয়ান করে
- রেইনকোর্ট গল্প কোন পটভূমিতে রচিত
- নুরুল হুদাকে কার জন্য এক্রটা তটস্হ থাকতে হয়
খ বিভাগ
- দুধভাতে উৎপাত গল্পের কাসিমুদ্দিনের পরিচয় দাও
- অপঘাত গল্পটিতে বুলুর মৃত্য দৃশ্য আলোচনা কর
- মুর্দা দাফন শেষে আফাজ আলির মোনাজাতের স্বরুপ তুলে ধর
- রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদেক জেনারেল মুনসুর ব্যাখ্যা কর
গ বিভাগ
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাষাশৈলির পরিচয় দাও
- ছোটগল্পকার হিসেবে আখতারুজ্জামান ইলিয়াস যে কৃতিত্ব পরিচয় দিয়েছেৱ তোমার পাঠ্য গল্প সমূহ অবলম্বনে তা আলোচনা কর
- কীটনাশকের কীর্তি গল্পের শিল্প কৌশল আলোচনা কর
Honors 4th year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাংলা ছোটগল্প ২ স্পেশাল সাজেশন 2024,Honors Bangla Short Stories 2 Suggestion 2024
PDF Download বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাংলা ছোটগল্প ২ সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প ২ সাজেশন, বাংলা ছোটগল্প ২ অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,