বাংলা পারিভাষিক শব্দ থেকে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান
ইংরেজি “terminology” শব্দের বাংলা প্রতিশব্দ হলো পরিভাষা। পরিভাষা শব্দের আভিধানিক অর্থ ‘বিশেষ অর্থজ্ঞাপক শব্দ বা সংজ্ঞা”।
পারিভাষিক চাকরির পরীক্ষার জন্য কমন
যে শব্দের দ্বারা সংক্ষেপে কোনো বিষয় সুনির্দিষ্ট ভাবে প্রকাশ করা যায় তাই পরিভাষা।
এখন প্রশ্ন হলো পারিভাষিক শব্দ ( parivashik shobdo kake bole) বলতে কি বুঝায়?
পারিভাষিক শব্দ কাকে বলে :-
পারিভাষিক শব্দ হলো – জ্ঞান-বিজ্ঞান ও সমাজ বাস্তবতার সুনির্দিষ্ট ক্ষেত্রে যেসব শব্দ
সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় তাকেই পারিভাষিক শব্দ বলে।
আবার আমরা বলতে পারি, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাব অনুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে।
জ্ঞানচর্চার অংশ হিসেবে বিভিন্ন জ্ঞান শাখা ভিত্তিক যোগাযোগের প্রয়োজনে এবং বাংলা ভাষায় সেই সংশ্লিষ্ট কোনো যথোপযুক্ত শব্দ না
থাকায় কখনও কখনও নতুন পারিভাষিক শব্দ তৈরি করে নিতে হয়।
পারিভাষিক শব্দ সৃষ্টি করার চেয়ে তার প্রচলন নিশ্চিত করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কখনও কখনও দেখা যায় যে,
অন্য ভাষা থেকে আগত শব্দের পরিভাষা তৈরির পরও ওই শব্দটিই কৃতঋণ হিসেবে বেশি প্রচলিত হয়ে পড়ে।
এসব ক্ষেত্রে শেষ পর্যন্ত পরিভাষাটিই ক্রমশ অপরিচিত হয়ে যায়।
যেমন Oxygen-এর বাংলা পরিভাষিক শব্দ অম্লজান করা হলেও বর্তমানে অক্সিজেন হিসেবেই এটি বেশি পরিচিত।
আবার কম্পিউটার, ল্যাপটপ প্রভৃতি শব্দের তো বাংলা পরিভাষা তৈরির কোনো উদ্যোগই গৃহীত হয়নি।
সেলুলার ফোন বা মোবাইল ফোনের বাংলা পরিভাষা হিসেবে ‘মুঠোফোন’ সৃষ্টির চেষ্টা গৃহীত হলেও তা যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয় না।
তাই বলা যায় যে, পারিভাষিক শব্দ তৈরিতে ভাষা ব্যবহারকারীদের আগ্রহ এবং তাগিদ উভয়েরই বিশেষ ভূমিকা রয়েছে।
পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা :-
পৃথিবীর কোনো ভাষাই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রয়োজনীয় সব শব্দ সব সময় সব ভাষাতে পাওয়া যায় না।
বিকল্প ও সহজবোধ্যতার জন্যই পারিভাষিক শব্দ ব্যবহার করা হয়। নিন্মে পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা আলোচনা করা হলো –
2016 – 2024 সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান পেতে ক্লিক করুন
১ – পরিভাষার মাধ্যমে ভাষার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়।
২ – জ্ঞান-বিজ্ঞানের অনেক ক্ষেত্রে শব্দকে বিশিষ্ট অর্থে প্রয়োগের জন্য পারিভাষিক শব্দের প্রয়োজন হয়।
৩ – অনুবাদের ক্ষেত্রে পরিভাষা বা পারিভাষিক শব্দ অপরিহার্য ভূমিকা পালন করে।
৪ – পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে যে কোনো ভাষার শব্দ সংখ্যা বৃদ্ধি পায়।
৫ – পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারের ফলে অন্যান্য ভাষার শব্দের সাথে একটি যোগাযোগ তৈরি হয়।
৬ – পরিভাষা বা পারিভাষিক শব্দ ব্যবহারে ভাষা গতিশীল হয়।
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
১ | Audio শব্দের পারিভাষিক শব্দ কি? | শ্রুতি |
২ | Bulletin | জ্ঞাপনপত্র |
৩ | Dialect | উপভাষা |
৪ | Urban | পৌর |
৫ | Eye-witness | প্রত্যক্ষদর্শী |
৬ | Fiction | কথাসাহিত্য |
৭ | Skull | মাথার খুলি |
৮ | Leap-year | অধিবর্ষ |
৯ | Para | অনুচ্ছেদ |
10 | Custom শব্দের পারিভাষিক শব্দ কি? | আচার/প্রথা |
11 | Interpreter | দোভাষী |
12 | Republic | প্রজাতন্ত্র |
13 | Principle | নীতি |
14 | Nursery | তরুশালা/শিশুশালা |
15 | Vision | অন্তর্দৃষ্টি |
16 | Plosive | ধ্বনি/স্পর্শবর্ণ |
17 | Annexation | সংযুক্তি/সংযোজন |
18 | Undertaking | অঙ্গীকার/প্রতিশ্রুতি |
19 | Prescription | ব্যবস্থাপত্র |
20 | By-election শব্দের পারিভাষিক শব্দ কি? | উপনির্বাচন |
21 | Racism | বৈষম্য |
22 | Correspondent | সংবাদদাতা |
23 | Latitude | অক্ষাংশ |
24 | Eye-wash | ধোঁকা |
25 | Hostage | জিম্মি |
26 | Banquet | ভূরিভোজ |
27 | Grant | মঞ্জুরি/অনুদান |
28 | Dynamic | বিধ্বংসী বোমা |
29 | Ethics | নীতিবিদ্যা |
30 | Attestation শব্দের পারিভাষিক শব্দ কি? | সত্যায়ন |
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
৩১ | Booklet এর পারিভাষিক শব্দ কি? | পুস্তিকা |
৩২ | Chief whip | মুখ্যসচেতক |
৩৩ | Deputation | প্রেষণ |
৩৪ | Home Ministry | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
৩৫ | Governing body | পরিচালক পর্ষদ |
৩৬ | Notice board | বিজ্ঞপ্তি ফলক |
৩৭ | Prepaid | আগাম প্রদত্ত |
৩৮ | X-ray | রঞ্জনরশ্মি |
৪০ | Settlement এর পারিভাষিক শব্দ কি? | নিষ্পত্তি |
৪১ | Tribunal | বিচারালয় |
৪২ | External | বহিঃস্থ/বৈদেশিক |
৪৩ | Autonomous | স্বায়ত্তশাসিত |
৪৪ | Black-out | নিষ্প্রদীপ |
৪৫ | Diplomatic | কূটনৈতিক |
৪৬ | Endorsement | স্বাক্ষর/পৃষ্ঠাঙ্কন |
৪৭ | Feudal | সামন্ততান্ত্রিক/সামন্ত |
৪৮ | Horticulture | উদ্যানবিদ্যা |
৪৯ | Idealism | আদর্শবাদ |
৫০ | Landscape এর পারিভাষিক শব্দ কি? | ভূদৃশ্য |
৫১ | Memorandum | স্বরকলিপি |
৫২ | Non-aligned | জোট নিরপেক্ষ |
৫৩ | Ordinance | অধ্যাদেশ |
৫৪ | Pioneer | পথিকৃৎ |
৫৫ | Remark | মন্তব্য |
৫৬ | Worship | পূজা |
৫৭ | Affidavit | হলফনামা |
৫৮ | Fundamental | মৌলিক |
৫৯ | Galaxy | ছায়াপথ |
৬০ | Oath এর পারিভাষিক শব্দ কি? | শপথ |
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
৬১ | Sabotage শব্দটির পারিভাষিক শব্দ কি? | অন্তর্ঘাত |
৬২ | Catalogue | তালিকা |
৬৩ | Manifesto | ইশতাহার |
৬৪ | Rank | পদমর্যাদা |
৬৫ | Note | মন্তব্য |
৬৬ | Secular | পার্থিব |
৬৭ | Code | সংকেত |
৬৮ | Quality | গুণ |
৬৯ | File | নথি |
৭০ | Theory শব্দটির পারিভাষিক শব্দ কি? | তত্ত্ব/মত |
৭১ | Biodata | জীবনবৃত্তান্ত |
৭২ | Dual | দ্বৈত |
৭৩ | Epitaph | সমাধিলিপি |
৭৪ | Fine Arts | চারুকলা |
৭৫ | Interim | সাময়িক |
৭৬ | Manuscript | পাণ্ডুলিপি |
৭৭ | Octave | অষ্টক |
৭৮ | Parole | বন্দির শর্তাধীন মুক্তি |
৭৯ | Quarterly | ত্রৈমাসিক |
৮০ | Refugee শব্দটির পারিভাষিক শব্দ কি? | উদ্বাস্ত্ত |
৮১ | Sponsor | ব্যয়ভার বহনকারী |
৮২ | Up-to-date | হালনাগাদ |
৮৩ | Violation | লঙ্ঘন |
৮৪ | Wristwatch | হাতঘড়ি |
৮৫ | Zoom | বর্ধিতকরণ |
৮৬ | Ad-hoc | তদর্থক |
৮৭ | Caption | শিরোনাম |
৮৮ | Data | তথ্য |
৮৯ | Idiom | বাগধারা |
৯০ | Kindergarten শব্দটির পারিভাষিক শব্দ কি? | বিদ্যানিকেতন |
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
৯১ | Landscape শব্দের পারিভাষিক শব্দ কি? | ভূদৃশ্য |
৯২ | Nebula | নীহারিকা |
৯৩ | Parade | কুচকাওয়াজ |
৯৪ | Quarter | চতুর্থাংশ |
৯৫ | Rational | যুক্তিবাদী |
৯৬ | Syntax | বাক্যরীতি |
৯৭ | Autograph | স্বাক্ষর/স্বহস্তলিপি |
৯৮ | Bilingual | দ্বিভাষিক |
৯৯ | Comet | ধূমকেতু |
১০০ | Evaluation শব্দের পারিভাষিক শব্দ কি? | মূল্যায়ন |
১০১ | Farce | প্রহসন |
১০২ | Global | বৈশ্বিক |
১০৩ | Immigrant | অভিবাসী |
১০৪ | Legend | কিংবদন্তি |
১০৫ | Nutrition | পুষ্টি |
১০৬ | Prefix | উপসর্গ |
১০৭ | Rotation | আবর্তন |
১০৮ | Symbol | প্রতীক |
১০৯ | Abstract | বিমূর্ত |
১১০ | Bidder শব্দের পারিভাষিক শব্দ কি? | নিলাম ডাকিয়ে |
১১১ | Cold War | স্নায়ুযুদ্ধ |
১১২ | Queue | সারিবদ্ধভাবে দাঁড়ানো |
১১৩ | Embargo | নিষেধাজ্ঞা |
১১৪ | Face value | অভিহিত মূল্য |
১১৫ | Gratuity | আনুতোষিক |
১১৬ | Hygiene | স্বাস্থ্যবিদ্যা |
১১৭ | Initial | প্রারম্ভিক |
১১৮ | Myth | পৌরাণিক কাহিনি |
১১৯ | Justice | ন্যায়বিচারক |
১২০ | Power house শব্দের পারিভাষিক শব্দ কি? | বিদ্যুৎকেন্দ্র/শক্তিঘর |
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক |
আবেদন পত্র | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক |
চিঠি ও ইমেল | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক |
Paragraph | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
Application | উত্তর লিংক | উত্তর লিংক | |
Essay | উত্তর লিংক | Letter | উত্তর লিংক |
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
১২১ | Pen-friend এর পারিভাষিক শব্দ কি? | পত্রমিতা/কলমি-বন্ধু |
১২২ | Trial | বিচার |
১২৩ | Walk-out | সভাবর্জন/বয়কট |
১২৪ | Token | প্রতীক |
১২৫ | Uniform | উর্দি |
১২৬ | Lease | ইজারা |
১২৭ | retirement | অবসর |
১২৮ | Marketing | বিপণন |
১২৯ | Forecast | পূর্বাভাষ |
১৩০ | Epitaph এর পারিভাষিক শব্দ কি? | সমাধিলিপি |
১৩২ | Bail | জামিন |
১৩৩ | Allegation | অভিযোগ |
১৩৪ | Impeachment | অভিসংশন |
১৩৫ | Validity | বৈধতা |
১৩৬ | War-criminal | যুদ্ধপরাধী |
১৩৭ | Museum | জাদুঘর |
১৩৮ | Aid | সাহায্য |
১৩৯ | Book-post | খোলা ডাক |
১৪০ | Cartoon এর পারিভাষিক শব্দ কি? | ব্যঙ্গচিত্র |
১৪১ | Editor | সম্পাদক |
১৪২ | Green room | সাজঘর |
১৪৩ | Index | নিদের্শক/নির্ঘন্ট |
১৪৪ | Quack | হাতুড়ে |
১৪৫ | Venue | স্থান |
১৪৬ | Zone | অঞ্চল/বলয় |
১৪৭ | Blue-print | নীলনক্শা |
১৪৮ | Brand | মার্কা |
১৪৯ | Pass-word | সংকেত/গুপ্ত শব্দ |
১৫০ | Concession এর পারিভাষিক শব্দ কি? | সুবিধা |
পার্ট-৫(১৫০-২০০)
ক্রমিক | প্রশ্ন | উত্তর |
১৫১ | Surety শব্দটির পারিভাষিক শব্দ কি? | জামানত |
১৫২ | Subsidy | ভর্তুকি |
১৫৩ | Publicity | প্রচার |
১৫৪ | White-paper | শ্বেতপত্র |
১৫৫ | Acknowledgement | প্রাপ্তিস্বীকার |
১৫৬ | Honorarium | সম্মানি |
১৫৭ | Invoice | চালান |
১৫৮ | Public service | জনসেবা |
১৫৯ | Vice-versa | তদ্বিপরীত |
১৬০ | War-crime শব্দটির পারিভাষিক শব্দ কি? | যুদ্ধাপরাধ |
১৬১ | Referendum | গণভোট |
১৬২ | Debate | বিতর্ক |
১৬৩ | Bankrupt | দেউলিয়া |
১৬৪ | Public-works | গণপূর্ত |
১৬৫ | Circle | বৃত্ত |
১৬৬ | Prime | প্রধান |
১৬৭ | Ballot | ভোট |
১৬৮ | Lien | কর্মস্বত্ব |
১৬৯ | Neutral | নিরপেক্ষ |
১৭০ | Copyright শব্দটির পারিভাষিক শব্দ কি? | স্বত্ব |
১৭১ | Keyword | প্রধান শব্দ/মূল শব্দ |
১৭২ | Unskilled | অদক্ষ |
১৭৩ | Reality | বাস্তবতা |
১৭৪ | payee | প্রাপক |
১৭৫ | Get-up | অঙ্গ-সজ্জা |
১৭৬ | Goodwill | সুনাম |
১৭৭ | Pay bill | বেতন বিল |
১৭৮ | Campus | শিক্ষাঙ্গন |
১৭৯ | Analysis | বিশ্লেষণ |
১৮০ | Vehicle শব্দটির পারিভাষিক শব্দ কি? | যানবাহন |
১৮১ | Deed | দলিল |
১৮২ | Cargo | মাল |
১৮৩ | Ratio | অনুপাত |
১৮৪ | Tradition | ঐতিহ্য |
১৮৫ | Donor | দাতা |
১৮৬ | Exchange | বিনিময় |
১৮৭ | Humanity | মানবতা |
১৮৮ | Bond | মুচলেকা |
১৮৯ | Stock Market | শেয়ার বাজার |
১৯০ | Census শব্দটির পারিভাষিক শব্দ কি? | আদমশুমারি |
১৯১ | Phonetics | ধ্বনিবিজ্ঞান |
১৯২ | Cabinet | মন্ত্রিপরিষদ |
১৯৩ | Agenda | আলোচ্যসূচি |
১৯৪ | Broker | দালাল |
১৯৫ | Donation | দান |
১৯৬ | Renew | নবায়ন |
১৯৭ | Signal | সংকেত |
১৯৮ | Fact | ঘটনা, তথ্য |
১৯৯ | Architecture | স্থাপত্যবিদ্যা, স্থাপত্য |
২০০ | Millennium | সহস্রাব্দ, সহস্রবর্ষিক |
আজকের :পারিভাষিক চাকরির পরীক্ষার জন্য কমন, কমন পারিভাষিক চাকরির পরীক্ষার জন্য,Most Important পারিভাষিক চাকরির পরীক্ষা
পারিভাষিক চাকরির পরীক্ষার জন্য কমন,