অনার্স ৩য় বর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য (Bangla Comedy and Literature of Traveling) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 231013 |
2024 এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য, অনার্স ৩য় বর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ’কমলাকান্ত’ কত খন্ড রচিত? খন্ডগুলোর নাম লেখ।
উত্তর: ’কমলাকান্ত’ ৩ খন্ডে রচিত। খন্ডগুলো হল—১. কমলাকান্তের দপ্তর, ২. কমলাকান্তের পত্র ও ৩. জোবানবন্দি।
২. কমলাকান্ত আর কী থাকলে অন্য কোন শুক চান না?
উত্তর: জাতির উপর তার প্রীতি থাকলে কমলাকান্ত আর অন্য কোন শুক চান না।
৩. কারা রূপের গৌরবে পা মাটিতে দেন না?
উত্তর: রমণীকুল রূপের গৌরবে মাটিতে দেন না।
৪. প্রসন্ন গোয়ালিনীর গাভীর নাম কী?
উত্তর: প্রশ্ন গোয়ালিনীর গাভীর নাম মঙ্গলা।
৫. সাহিত্যের বাজারে কমলাকান্ত বাংলা সাহিত্যকে কোন রূপে দেখতে পেল?
উত্তর: বাজারে কমলাকান্ত বাংলা সাহিত্যের ধারা খবরের কাগজে পড়ানো কিছু অপক্ক কদলি রূপে বিক্রি হতে দেখেন।
৬. বিড়ালের মতে ধর্ম কী?
উত্তর: বিড়ালের মতে পরোপকারী ধর্ম।
৭. বঙ্গদর্শন কী?
উত্তর: বঙ্গদর্শন হলো একটি মাসিক পত্রিকা।
৮. রাজা মুচিরাম রায়বাহাদুর কোন রকমের ’পলিটিশিয়ান’?
উত্তর: রাজা মুচিরাম রায় বাহাদুর জাতীয় ‘পলিটিশিয়ান’।৯. আবুল মনসুর আহমদ কোন পত্রিকায় সাংবাদিকতা করতেন?উত্তর: সাংবাদিকতার ২০ বছরের পেশাগত জীবনে সুলতান মুসলমান খাদেম দৈনিক কৃষক দৈনিক নবযুগ ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন।
১০. হায়না গল্পগ্রন্থে কতটি গল্প আছে?
উত্তর: হায়না গল্পগ্রন্থের সাতটি গল্প আছে।
১১. হুজুর কেবলা গল্পে এমদাদ কলেজ ছেড়ে দিয়ে কোন আন্দোলনে যোগ দিলো?
উত্তর: হুজুর কেবলা গল্পে এমদাদ কলেজ ছেড়ে দিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দিল।
১২. কলেজে এমদাদের কী বিষয় জানার ছিল?
উত্তর: কলেজের এমদাদের দর্শন বিষয়ে অনার্স ছিল।
১২. পীর সাহেব কত বছর বয়সে নববার বিয়ে করেছিলেন?
উত্তর: পীর সাহেব ৬০ বছর বয়সে নবমবার বিয়ে করেছিলেন।
১৩. ’পথে এক এক করিয়া সমস্ত আর্য দুধের সাগরে ডুবিয়ে মরিল’।– কোন গল্পে দুর্ঘটনা ঘটেছে? উত্তর: ’পথে এক এক করিয়া সমস্ত আর্য দুধের সাগরে ডুবিয়ে মরিল’। গো দেওতা কা দেশ গল্পে এ দুর্ঘটনা ঘটেছে।
১৪. আহলে হাদিসগুলো পত্রিকার সম্পাদক কে হলেন?
উত্তর: আহলে হাদিস পত্রিকার সম্পাদক হলেন মাওলানা মোঃ ইসমাইল সাহেব।
১৫. রবীন্দ্রনাথের য়ুরোপ প্রবাসীর পত্র কত সালে প্রকাশিত হয়?
উত্তর: রবীন্দ্রনাথের ইউরোপ প্রবাসীর পত্র ১২৮৮ বঙ্গাব্দে বা ১৮৮৮ সালে প্রকাশিত হয়।
১৬. চাণক্য থাকলেই লেখককে কী পরামর্শ দিতেন?
উত্তর: চাণক্য থাকলেই লেখককে লেডিদের কাছ থেকে দশ হাজার হাত দূরে থাকতে পরামর্শ দিতেন।
১৭. ক্যাপ্টেন ভন্ড কে?
উত্তর: ক্যাপ্টেন ভন্ড- মিস্টার জ-্এর পিতৃব্য বোন অস্ট্রেলিয়া প্রবাসী মিস ই-এর নববর।
১৮. আলেকজান্দ্রিয়ার সাধারণ ভাষা কোনটি?
উত্তর: আলেকজান্দ্রিয়ার সাধারণ ভাষা ফ্রেঞ্চ।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
PDF Download বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
১৯. লেখক প্যারিস থেকে কোথায় গেলেন?
উত্তর: লেখক প্যারিস থেকে লন্ডনে গেলেন।
২০. গ্লাডস্টোন কী?
উত্তর: ইংল্যান্ডের হাউস আপ কমন্সের একজন সাংসদ গ্লাডস্টোন।
২১. জাহাজের নিয়োজিত ইংরেজ চাকরদের বাঙালি জাতির কিভাবে সম্বোধন করতে?
উত্তর: জাহাজে নিয়োজিত ইংরেজদেরকে বাঙালি জাতির স্যার বলে সম্বোধন করত।
২২. সাহেবি ইংরেজি উচ্চারণের পদ্ধতি কী?
উত্তর: সাহেব ইংরেজি উচ্চারণের পদ্ধতি ইংরেজি শব্দের প্রান্তদেশে জোর দিয়ে কথা বলা।
২৩. পেশোয়ার থেকেই জালালাবাদের দূরত্ব কত দূরত্ব?
উত্তর: পেশোয়ার থেকেই জালালাবাদের দূরত্ব একশ মাইল।
২৪. কাবুলের দরবারী ভাষা কী ছিল?
উত্তর: কাবুলের দরবারী ভাষা ফারসি।
২৫. জশন কী?
উত্তর: জশন অর্থ স্বাধীনতা দিবস।
২৬. মৌলানা জিয়া উদ্দিন কবিতাটি কার রচনা?
উত্তর: মৌলানা জিয়া উদ্দিন কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।
২৭. পাঠানদের কাছে মোক্ষম লড়াই কী?
উত্তর: অধিক আনন্দলাভ করে বিদেশি অতিথি বাড়িতে এলে।
২৮. মুিইন-উস- সুলতান কে?
উত্তর: মুিইন-উস- সুলতান হলেন আমির হাবিবুল্লাহর পুত্র।
২৯. ‘মরবার হলে এদেসশ স্বমীর সঙ্গেই মরবেন।’-উক্তিটি কার?
উত্তর: ‘মরবার হলে এদেসশ স্বমীর সঙ্গেই মরবেন।’-উক্তিটি মৌলানা জিয়াউদ্দিনির স্ত্রীর।
৩০. সৈয়দ মুজতবা আলী কার নিষ্ঠাবান অনুরাগী ছিলেন?
উত্তর: সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের নিষ্ঠাবান অনুরাগী ছিলেন।
৩১. ইয়াকুব বিন লোয়েস কখন কাবুল দখল করেন?
উত্তর: ইয়াকুব বিন লোয়েস ৮৭১ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন।
বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. কমলাকান্তের চরিত্র সৃষ্টির পেছনে বঙ্কিমচন্দ্রের উদ্দেশ্য কী?
২. কমলাকান্তের মতে, মনুষ্যজন্ম কেন বৃথা হয়?
৩. কমলাকান্তের দৃষ্টিতে বিদ্যার বাজারের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও।
৪. ‘দেখিলাম এ সংসার কেবল ঢেঁকিশালা- ব্যাখ্যা কর।
৫. ‘আপনার বেলায লীলাখেলা পাপপুণ্য পরের বেলা!’ ‘কাকতাড়ুয়া’ প্রবন্ধের প্রসন্নের উক্তিটি বিশ্লেষণ কর।
৬. ‘নায়েবে নবী’ গল্পে ‘ভলান্টিয়ার’রা কেন ‘তুর্কি টুপি’ পড়াতে চেয়েছিল?— ব্যাখ্যা করো।
৭. ‘নেতার অভাব এই আবার বাঙলা অন্ধকার হইল’—ব্যাখ্যা কর।
৮. ‘বিদ্রোহী সংঘ’ গল্পে কে, কী নিয়ে বিদ্রোহ করেছিল তার বর্ণনা দাও।
৯. রবীন্দ্র- মানসে পরাধীনতার গ্লানি ‘য়ুরোপ প্রবাসীর পত্রে’ কিভাবে প্রতিফলিত হয়েছে?
১০. শিক্ষকের পরিবারের রবীন্দ্রনাথের অভিজ্ঞতা তোমার ভাষায় লেখ।
১১. রবীন্দ্রনাথের দেখা ব্রিটিশ পার্লামেন্টের বর্ণনা দাও।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২. ব্রিটিশ পার্লামেন্টে আইরিশদের অবস্থা কেমন ছিল?
১৩. ‘য়ুরোপ প্রবাসীর পত্র’— এ বর্ণিত সুয়েজ শহরের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১৪. ‘আপনার মুখে ফুলচন্দন পড়ুক।’লেখক কাকে, কেন একথা বলেন?
১৫. আফগান সরাইয়ের সাম্যবাদী চালচিত্র তুলে ধরে।
১৬. সংক্ষেপে আব্দুর রহমানের পরিচয় দাও।
১৭. ‘রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার হওয়া— একবার চড়লে আর নামবার উপায় নেই।’ প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি বুঝিয়ে লেখ।
১৮. মৌলানা জিয়াউদ্দিন কে? আলোচনা কর।
১৯. ‘নায়েবে নবী’ গল্পের 2 মৌলভীর দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে বর্ণনা কর।
2024 বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. ‘কমলাকান্ত বঙ্কিমচন্দ্রের আত্মদর্শনের প্রতিরূপ’- বিশ্লেষণ কর।
২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্র বিশ্লেষণ অসাধারণ দক্ষতায় পরিচয় দিয়েছেন ‘কমলাকান্ত’ গ্রন্থের আলোকে আলোচনা কর।
৩. বাংলা রম্য রচনার পথিকৃৎ হিসেবে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা কর।
৪. ‘মনুষ্য ফল’ প্রবন্ধে ‘সিভিল সার্ভিস’ অধ্যাপক ও ‘লেখক’দের সম্পর্কে কমলাকান্তের মনোভাব তুলে ধর।
৫. ‘হুযুর কেবলা’ গল্পের শিল্পমূল্য বিচার করো।
৬. আবুল মনসুর আহমদের ‘আয়না’ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা কর।
৭. আবুল মনসুর আহমদের ‘আয়না’ গল্পগ্রন্থের ‘লীডরে- কাওম’ গল্প অবলম্বনে ইসমাইলের চরিত্র বিশ্লেষণ কর।
৮. ‘মুজাহেদীন’ গল্পের মূল বক্তব্য আলোচনা কর।
৯. ‘ধর্ম-রাজ্য’ গল্পের বিষয়বস্তু আলোচনা কর।
১০. ‘ইউরোপ প্রবাসীর পত্র’ ভাষারীতির পরিচয় তুলে ধর।
১১. ‘ইউরোপ প্রবাসীর পত্র’ অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যচেতনা পরিচয় দাও।
১২. ‘ইউরোপ প্রবাসীর পত্র’ ইংরেজরা রবীন্দ্রনাথকেই যে দৃষ্টিতে দেখেছে তা মূল্যায়ন কর।
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ইউরোপ প্রবাসীর পত্র’ ভ্রমণ কাহিনী অনুসারে ইঙ্গ–বঙ্গদের মানসিকতা তুলে ধর।
১৪. সৈয়দ মুজতবা আলী ‘দেশে-বিদেশে’ গ্রন্থে হাস্যরস দৃষ্টিতে যে পারঙ্গমতার পরিচয় দিয়েছেন, তা আলোচনা কর।
১৫. ‘দেশে বিদেশে’ গ্রন্থে সৈয়দ মুজতবা আলীর চরিত্র চিত্রণ দক্ষতার পরিচয় দাও।
১৬. ‘দেশে-বিদেশে’ গ্রন্থে অবলম্বনে আফগানিস্তানের সমাজচিত্র আলোচনা কর।
১৭. বাদশা আমানুল্লাহর ক্ষমতা গ্রহণ ও পদত্যাগ আফগান রাজনীতিতে কি ধরনের প্রভাব বিস্তার করেছে? এর ফলাফল তুলে ধর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য সাজেশন
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য স্পেশাল সাজেশন 2024,Honors Bangla Comedy and Literature of Traveling Suggestion 2024