বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব, বাংলা সা‌হি‌ত্যের পঞ্চপাণ্ডব কারা?, আধুনিক বাংলা কবিতায় ‘পঞ্চপান্ডব’ খ্যাত কবিদের অবদান, বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব pdf,পঞ্চপান্ডব মূলত কি,বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব ও পঞ্চকবির নাম মনে রাখার

বিষয়: বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব, বাংলা সা‌হি‌ত্যের পঞ্চপাণ্ডব কারা?, আধুনিক বাংলা কবিতায় ‘পঞ্চপান্ডব’ খ্যাত কবিদের অবদান, বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব pdf,পঞ্চপান্ডব মূলত কি,বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব ও পঞ্চকবির নাম মনে রাখার,

পঞ্চপাণ্ডব

পঞ্চপাণ্ডব ধারণা‌টি এ‌সে‌ছে মহাভার‌ত থে‌কে। মহাভারত-এ বর্ণিত পাণ্ডুর পাঁচ পুত্র হ‌লেন- যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকূল, সহদেব। এ‌দের ম‌ধ্যে যুধিষ্ঠির, ভীম ও অর্জুন কুন্তীর সন্তান এবং নকূল ও সহদেব মাদ্রীর সন্তান। এদের যথাক্রমে ধর্ম, পবন, ইন্দ্র ও অশ্বিনীকুমারদ্বয়ের সন্তান বলা হয়ে থাকে।

ক‌থিত আ‌ছে যে, এই পাঁচ পুত্রই বিশেষ শৌর্যশালী এবং দেববলে উৎপন্ন, কেউই পাণ্ডুর ঔরসজাত নয়।

বাংলা সা‌হি‌ত্যের পঞ্চপাণ্ডব

বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব না‌মে খ্যাত হ‌লেন ত্রিশের দশকের বিশিষ্ট ৫ জন কবি। রবীন্দ্রপ্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন তাঁরা। সা‌হি‌ত্যে নি‌জে‌দের সাতন্ত্র্য বজায় রে‌খে আধু‌নিক বাংলা ক‌বিতায় অসামান্য অবদান রাখায় তাদের ৫ জনকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তাঁরা হ‌লেন-

১.অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭)।

২.বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪)।

৩.জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)।

৪.বিষ্ণু দে (১৯০৯-৮২)।

৫.সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০)।

[বাংলা সা‌হি‌ত্যের পঞ্চপাণ্ডবের নাম মনে রাখার কৌশল- জীবন অমিয় সুধী বুদ্ধ বিষ্ণু] 

বাংলা সা‌হি‌ত্যের পঞ্চপাণ্ডব সম্পর্কে কতিপয় তথ্য নিম্নরূপ: 

১.অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭)।

অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭) একজন কবি, গবেষক ও শিক্ষাবিদ। অমিয় চক্রবর্তী ১০ এপ্রিল, ১৯০১ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ-এ জন্মগ্রহণ করেন। অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫; তাঁর প্রথম প্রকাশিত বই কবিতাবলী (১৯২৪-২৫)। তাঁর অন্যান্য গ্রন্থ: উপহার (১৯২৭), খসড়া (১৯৩৮), এক মুঠো (১৯৩৯), মাটির দেয়াল (১৯৪২), অভিজ্ঞান বসন্ত (১৯৪৩), পারাপার (১৯৫৩), পালাবদল (১৯৫৫), ঘরে ফেরার দিন (১৯৬১), হারানো অর্কিড (১৯৬৬), পুষ্পিত ইমেজ (১৯৬৭), অমরাবতী (১৯৭২), অনিঃশেষ (১৯৭৬), নতুন কবিতা (১৯৮০), চলো যাই (১৯৬২), সাম্প্রতিক (১৯৬৩)। তাছাড়া ইংরেজি ভাষায় রচিত তাঁর ৯টি বই রয়েছে।

২.বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪)।

বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪) একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক। বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। পদ্যগদ্য মিলিয়ে বুদ্ধদেব বসুর গ্রন্থসংখ্যা শতাধিক। সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: কবিতা- বন্দীর বন্দনা (১৯৩০), কঙ্কাবতী (১৯৩৭), দ্রৌপদীর শাড়ী (১৯৪৮), শীতের প্রার্থনা: বসন্তের উত্তর (১৯৫৫), যে আঁধার আলোর অধিক (১৯৫৮); উপন্যাস লাল মেঘ (১৯৩৪), রাতভর বৃষ্টি (১৯৬৭), পাতাল থেকে আলাপ (১৯৬৭), গোলাপ কেন কালো (১৯৬৮); গল্পগ্রন্থ: অভিনয়, অভিনয় নয় (১৯৩০), রেখাচিত্র (১৯৩১), ভাসো আমার ভেলা (১৯৬৩); নাটক: তপস্বী ও তরঙ্গিণী (১৯৬৬), কলকাতার ইলেকট্রা, সত্যসন্ধ (১৯৬৮); প্রবন্ধ: কালের পুতুল (১৯৪৬), সাহিত্যচর্চা (১৯৫৪), রবীন্দ্রনাথ: কথাসাহিত্য (১৯৫৫), স্বদেশ ও সংস্কৃতি (১৯৫৭); ভ্রমণ ও স্মৃতিকথা: হঠাৎ আলোর ঝলকানি (১৯৩৫), সব-পেয়েছির দেশে (১৯৪১), জাপানি জার্নাল (১৯৬২), দেশান্তর (১৯৬৬), আমার ছেলেবেলা (১৯৭৩), আমার যৌবন (১৯৭৬); অনুবাদ: কালিদাসের মেঘদূত (১৯৫৭), শার্ল বোদলেয়ার: তাঁর কবিতা (১৯৬০), রাইনের মারিয়া রিলকের কবিতা (১৯৭০) ইত্যাদি। 


আরো ও সাজেশন:-

৩.জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪)।

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) একজন কবি ও শিক্ষাবিদ ছিলেন। জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। জীবনানন্দ দাশের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। জীবনানন্দের কাব্যচর্চার শুরু অল্পবয়স থেকেই। স্কুলে ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়। মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ধূসর পান্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন (১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১)। এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 

৪.বিষ্ণু দে (১৯০৯-৮২)।

বিষ্ণু দে (১৯০৯-৮২) একজন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। ১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় বিষ্ণু দের জন্ম। গদ্য ও পদ্যে বিষ্ণু দের বহু সংখ্যক গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ: উর্বশী ও আর্টেমিস (১৯৩৩), চোরাবালি (১৯৩৭), সাত ভাই চম্পা (১৯৪৪), রুচি ও প্রগতি (১৯৪৬), সাহিত্যের ভবিষ্যৎ (১৯৫২), নাম রেখেছি কোমল গান্ধার (১৯৫৩), তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৫৮), স্মৃতি সত্তা ভবিষ্যত (১৯৬৩), রবীন্দ্রনাথ ও শিল্পসাহিত্যে আধুনিকতার সমস্যা (১৯৬৬), মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা (১৯৬৭), In the Sun and the Rain (১৯৭২), উত্তরে থাকো মৌন (১৯৭৭), সেকাল থেকে একাল (১৯৮০), আমার হূদয়ে বাঁচো (১৯৮১) ইত্যাদি। In the Sun and the Rain নামে রচনা সংকলনের প্রাপ্য রয়্যালটি তিনি কমিউনিস্ট পার্টিতে দান করেছিলেন। ছড়ানো এই জীবন নামে বিষ্ণু দের একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ আছে। এছাড়াও রয়েছে ১০টি কাব্য সংকলন, ৭টি অনুবাদগ্রন্থ এবং ২টি সম্পাদিত গ্রন্থ। তাঁর একটি সম্পাদিত গ্রন্থ হচ্ছে এ কালের কবিতা। 

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৫.সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০)।

সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে সুধীন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। 

আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন। সুধীন্দ্রনাথ দত্তের উল্লেখযোগ্য গ্রন্থগুলি: কাব্য তন্বী (১৯৩০), অর্কেস্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তরফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫০), দশমী (১৯৫৬); গদ্যগ্রন্থ স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে সুধীন্দ্রনাথ দত্তের একটি অনুবাদগ্রন্থও আছে।

সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান। তিনি বাংলা গদ্যের আধুনিক রূপেরও প্রবর্তক। ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় তাঁর মৃত্যু হয়।  

এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

Leave a Comment