বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন

চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাজারজাতকরণ গবেষণা সাজেশন,

অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা সাজেশন 2025

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৪র্থ বর্ষের
BA, BSS, BBA & BSC অনার্স ৪র্থ বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
বাজারজাতকরণ গবেষণা (Marketing Research ) সুপার সাজেশন
Department of : Management & Other Department
Subject Code: 242617
২০২৫ এর অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন সাজেশন

বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা, অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৪র্থ বর্ষের ১০০% কমন বাজারজাতকরণ গবেষণা সাজেশন

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক

সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫

বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন 2025

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১. গবেষণায় সমস্যা বলতে কি বুঝ?
উত্তর : যে বিষয়সমূহের সম্পর্কে অনুসন্ধান করে জানতে হবে বা যা অনুসন্ধানের বিষয় তাকেই গবেষণার সমস্যা বলে।

২. ক্রেতা ভ্যালু কী?
উত্তর : প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোন পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দুয়ের পার্থক্যকে ক্রেতার প্রত্যক্ষণ ক্রেতা ভ্যালু বলে।

৩. মার্কেট প্লেস কী?
উত্তর : যখন কোন ব্যক্তি দোকান থেকে পণ্য ক্রয় করতে যায় তখন ঐ স্থানের বাহ্যিক অবস্থানকে মার্কেট প্লেস বলে।

৪. এসবিইউ (SBU) এর পূর্ণরূপ লিখ।
উত্তর : এসবিইউ (SBU) এর পূর্ণরূপ Strategic Business Unit.

৫. সরকারি বাজার কী?
উত্তর : যে সকল সরকারী প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের পণ্য বা সেবা ক্রয় করে তাদেরকে সরকারি বাজার বলে।

৬. মনোভাব কী?
উত্তর : মনোভাব হচ্ছে- মনোভাবের মাধ্যমে একটি বিষয় বা ধারণার প্রতি ব্যক্তির তুলনামূলক দৃঢ় মূল্যায়ন, অনুভূতি এবং প্রবণতা প্রকাশিত হয়।

৭. বাজার কেন বিভক্ত করা হয়?
উত্তর : বিক্রয় বৃদ্ধি, ভোক্তা চিহ্নিতকরণ, ভোক্তা সন্তুষ্টি প্রতিযোগিতায় সাফল্য অর্জনের জন্য বাজার বিভক্ত করা হয়।

৮. ব্যষ্টিক বাজারজাতকরণ কী?
উত্তর : নির্দিষ্ট কোন ব্যক্তি এবং অঞ্চলের রুচি অনুযায়ী পণ্য তৈরী ও বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করাকে ব্যষ্টিক বাজারজাতকরণ বলে।

৯. ব্রান্ড কী?
উত্তর : ব্রান্ড হচ্ছে এক বা একাধিক শব্দ বা বর্ণের সমষ্টি যা দ্বারা একটি নামের সৃষ্টি হয়। যেমনÑ ব্যতিক্রম, স্কয়ার, মেরিল ইত্যাদি।

১০. বাজার নেতা কে?
উত্তর : সংশ্লিষ্ট পণ্যের বাজারের মধ্যে যার বাজার শেয়ার সর্বোচ্চ তাকে বাজার নেতা বলে ।

১১. শপিং পণ্য কী?
উত্তর : যে সব পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা পণ্যের উপযুক্ততা, গুণাগুণ, মূল্য স্টাইল ইত্যাদি বৈশিষ্ট্য বিবেচনা করে সেসব পণ্যকে শপিং পণ্য বলে।

১২. ফ্যাড কী?
উত্তর : ফ্যাড হচ্ছে সেসব ফ্যাশন যা খুব দ্রুত প্রবেশ করে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় আবার দ্রুত বাজার থেকে বিতাড়িত হয়।

১৩. সেবা কী?
উত্তর : সন্তুষ্টি বিক্রির জন্য যেসব কার্য পরিবেশিত হয় কিংবা দ্রব্য বিক্রির সাথে যেগুলো প্রদান করা হয় তাকে সেবা বলে।

১৪. কর্পোরেট সংস্কৃতি কি?
উত্তর : কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তাধারা মনোভাব, আত্ম-বিশ্লেষণ বিশ্বাস, মূল্যবোধ বিনিময়ের পদ্ধতি হচ্ছে কোম্পানির কর্পোরেট সংস্কৃতি।

১৫. বাজার নীতি কে?
উত্তর : কোনো ফার্ম বা প্রতিষ্ঠান কোনো বাজারের সমগ্র অংশ দখলের চিন্তা না করে একটি বিভাগ দখলের চিন্তা করে অভীষ্ট লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার নীতি বলে।

১৬. বাজার চ্যালেঞ্জার কাকে বলে?
উত্তর : বাজার চ্যালেঞ্জার বলতে সেসব প্রতিষ্ঠানকে বুঝায় যারা বেতার নিকটতম প্রতিদ্বন্দ্বী।

১৭. অযাচিত পণ্য কি
উত্তর : যে সব পণ্য ক্রেতা দেখেনি বা দেখলেও সাধারণভাবে কেনার কথা ভাবেনি সেসব পণ্যকে অবাচিত পণ্য বলা হয়।

১৮. পণ্য মিশ্রণ কাকে বলে?
উত্তর : কোন কোম্পানি বিক্রয়ের জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকেই পণ্য মিশ্রণ বলে।

১৯. বি.সি.জি এর পূর্ণরূপ লিখ।
উত্তর : বি.সি.জি এর পূর্ণরূপ Boston Consulting Group.

২০. বাজারজাতকরণ ক্ষীণ দৃষ্টির সংজ্ঞা দাও।
উত্তর : ক্রেতা সুবিধার পরিবর্তে পণ্যের প্রতি গুরুত্ব প্রদানের দৃষ্টিভঙ্গিকে বাজারজাতকরণ ক্ষীণ দৃষ্টি বলে।

২১. কৌশলগত ব্যবসায় একক কাকে বলে?
উত্তর : কৌশলগত ব্যবসায় একক হচ্ছে কোম্পানির একটি মাত্র পণ্য, পণ্য লাইন বা বিভাগ যার প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে এবং উক্ত উদ্দেশ্য অর্জনের জন্য পৃথক পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়।

২২. সহ-ব্র্যান্ডিং কি?
উত্তর : একাধিক ব্যান্ডের সমন্বয়ে নতুন ব্যান্ড উপস্থাপনাকে সহ ব্র্যাডিং বলে।

২৩. পণ্য পৃথকীকরণ বলতে কি বুঝ?
উত্তর : প্রতিযোগীরা যে অর্পণ উপস্থাপন করে তা থেকে কোম্পানির পণ্যের সতন্ত্র অর্পণকে পণ্য পৃথকীকরণ বলা হয়।

২৪. পণ্য লাইন কি?
উত্তর : পণ্য সারি হলো এমন কতিপয় পণ্যের সেট যা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।

আরো ও সাজেশন:-

Honors Suggestion Linksপ্রশ্ন সমাধান সমূহ
Degree Suggestion LinksBCS Exan Solution
HSC Suggestion Links2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর
SSC Suggestion Linksবিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন

বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন PDF Download 2025

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন

১. বাজারজাতকরণ গবেষণার সংজ্ঞা দাও।
২. বাজারজাতকরণ গবেষণার বৈশিষ্ট্য/প্রকৃতি আলোচনা কর।
৩. মিশন কী? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
৪. একটি ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে ব্যবসায় বাজারের সাথে সম্পর্ক স্থাপন করে?
৫. কার্যকর বাজার বিভক্তিকরণের আবশ্যকীয় শর্তসমূহ লেখ।
৬. উদঘাটন/অনুসন্ধানমূলক গবেষণা বলতে কি বুঝায়?

৭. পরিমাণগত গবেষণার সংজ্ঞা দাও।
৮. পণ্যের জীবনচক্রের পতন স্তরে ব্যবহৃত বাজারজাতকরণ কৌশলগুলো বর্ণনা কর ।
৯. বাজারজাতকরণ গবেষণার আওতা আলোচনা কর।
১০. বাজারজাতকরণ তথ্য ব্যবস্থার গুরুত্ব আলোচনা কর।

১১. কিভাবে বাজার নেতা বাজার শেয়ার রক্ষা করতে পারে।
১২. পণ্য মোড়কীকরণের সঙ্গে জড়িত বিষয়গুলো বর্ণনা কর।
১৩. কার্যকর বাজার বিভক্তির শর্তসমূহ কি?
১৪. মূল্য নির্ধারণের উদ্দেশ্য বর্ণনা কর।
১৫. কোম্পানি কিভাবে পণ্য পৃথকীকরণ করে থাকে?
১৬. হলিস্টিক বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা কর।

PDF Download বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন 2025

গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন

১. হলিস্টিক বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা কর।
২. বাজার নেতা কীভাবে তার বাজার শেয়ার রক্ষা করে?
৩. মূল্য নির্ধারণে সাধারণ ভুলগুলো কী?
৪. ৫টি দেশি ও ৫টি বিদেশি মূল্যবান ব্রান্ডের নাম লিখ।
৫. (ক) সেবা বাজারজাকরণকে প্রভাবিত করে এমন স্বতন্ত্র বৈশিষ্ট্য গুলো বর্ণনা কর।
(খ) পণ্য সমর্থনকারী সেবা ব্যবস্থাপনা ব্যাখ্যা কর ।

৬. (ক) মূল্য নিধারণের সাধারণ ভুলগুলো কী?
(খ) ভোক্তা কর্তৃক মূল্য বিশ্লেষণ ও মূল্যায়ন সম্পর্কে আলোচনা কর।
৭. (ক) সুযোগ ও হুমকি মেট্রিক্সের সাহায্যে SWOT বিশ্লেষণ ব্যাখ্যা কর।
(খ) ভোক্তা ক্রয় আচরণ বলতে কী বুঝ?
৮. (ক) বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা কর।
(খ) একটি কোম্পানি কিভাবে কৌশলগত পরিকল্পনা গ্যাপ পূরণ করে?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৯. (ক) বাজারজাতকরণ ব্যবস্থাপনার ধাপগুলো আলোচনা কর।
(খ) কোম্পানি কিভাবে বাজারজাতকরণ হাতিয়ার হিসাবে ওয়ারেন্টি ও গ্যারান্টি ব্যবহার করে?
১০. (ক) কৌশলগত পরিকল্পনার গ্যাপ বলতে কি বুঝায়?
(খ) কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের যে কোনো একটি এপ্রোচ বা মডেল আলোচনা কর।
১১. (ক) বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়ার ধাপগুলো আলোচনা কর।
(খ) একটি কোম্পানি কিভাবে কৌশলগত পরিকল্পনা গ্যাপ পূরণ করে?

১২. (ক) সুযোগ ও হুমকি মেট্রিক্সের সাহায্যে SWOT বিশ্লেষণ ব্যাখ্যা কর।
(খ) ভোক্তা ক্রয় আচরণ বলতে কী বুঝ?
১৩. (ক) বিশ্বের শীর্ষ দশটি মূল্যবান ব্রান্ডের নাম উল্লেখ কর।
(খ) বাজার নেতা কর্তৃক গৃহীত বাজারজাতকরণ কৌশলসমূহ ব্যাখ্যা কর।

১৪. (ক) বাজার বিভক্তিকরণ প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা কর।
(খ) পোর্টারের পাঁচ শক্তি বিশিষ্ট মডেলটি আলোচনা কর।
১৫. একটি সমস্যার ধারণা উন্নয়ন থেকে গবেষণার নকশা প্রণয়ন কিভাবে ভিন্নতর হয়?
১৬. বাজারজাতকরণ গবেষণার প্রস্তাবনাগুলো বর্ণনা কর।

2025 বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড

অধ্যায় 1

ক বিভাগ

  • বাজার জাত করণ তথ্য ব্যবস্হা কী
  • MIS এর পূর্ণরুপ কী
  • দ্বি-বিভাজিত প্রশ্ন কী

খ বিভাগ 

  • বাজারজাত করণ গবেষণা ও বাজার জাত করণ তথ্য ব্যবস্হার মধ্যে পার্থক্য দেখাও
  • বাজার জাত করণ গবেষণা ভূমিকা বর্ণনা কর

গ বিভাগ 

  • বাজার জাত করণ সিধান্ত গ্রহনে বাজার জাত করণ গবেষণার ভূমিকা আলোচনা কর

অধ্যায় 2 

ক বিভাগ

  • সমস্যা নিরীক্ষা বলতে কী বুঝ
  • লিড ইউজার জরিপের সংজ্ঞা দাও
  • প্রাথমিক উপাও বলতে কী বুঝ?

খ বিভাগ 

  • বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী মডেল ব্যাখ্যা কর
  • ব্যবস্হাপনার সিধান্ত সমস্যা এবং বাজারজাত করণ গবেষণা সমস্যার মধ্যে পার্থক্য গুলো কী 
  • পরিমাপের প্রাথমিক স্কেলগুলো ব্যাখ্যা কর

গ বিভাগ 

  • মাধ্যমিক উপাওের শ্রেণিবিভাগ আলোচনা কর

অধ্যায় 3 

ক বিভাগ 

  • গবেষণার নকশা সংজ্ঞা দাও
  • হাইপোথেসিস কী
  • ক্রেতা ভ্যালু কি
  • কার্যকরণ গবেষণা কি

খ বিভাগ 

  • ভূল হ্রাসের উপায়সমূহ আলোচনা কর

গ বিভাগ 

  • বাজার জাত করণ গবেষণা ডিজাইনের শ্রেণিবিভাগ আলোচনা কর

অধ্যায় 4.1 

ক বিভাগ 

  • অভ্যন্তরীণ মাধ্যমিক উপাও কি

খ ও গ বিভাগ 

  • গবেষক কিভাবে মাধ্যমিক উপাওের উৎস গুলো চিহৃিত করবে
  • মাধ্যমিক উপাও মূল্যায়নের মানদন্ডসমূহ বর্ণনা কর

অধ্যায়4.2

  • পরিমাণগত গবেষণা কী 
  • ফোকাস গ্রুপ কি

খ বিভাগ 

  • ফোকাস গ্রুপের প্রয়োগ ক্ষেএ সমূহ আলোচনা কর
  • ফোকাস গ্রুপের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর

গ বিভাগ 

  • ফোকাস গ্রুপ সাক্ষাৎকারের বৈশিষ্ট্যসমূহ আলোতচনা কর
  • নিবিড় সাক্ষাৎকার কৌশলসমূহ আলোচনা কর

অধ্যায় 5 

ক বিভাগ 

  • জরিপ কী
  • পর্যবেক্ষণ কী
  • ব্রান্ড কী
  • ব্রান্ড ইক্যুইটি কি
  • ট্রেডমার্ক কী

খ বিভাগ 

  • জরিপ পদ্ধতি ও পর্যবেক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও

গ বিভাগ 

  • পর্যবেক্ষণ পদ্ধতিসমূহ আলোচনা কর

অধ্যায়6 

ক বিভাগ 

  • সমগ্রক কী
  • বাহ্যিক চলক কি 

খ বিভাগ 

  • সারণিবদ্ধ করণের সংজ্ঞা দাও
  • যর্থার্থ সীমা কী

গ বিভাগ 

  • কারণও অনুসন্ধান গবেষণার বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লিখ

অধ্যায় 07 

ক বিভাগ 

  • স্কেলিং কী
  • অবিরত রেটিং স্কেল কি
  • ব্যবধান স্কেল কি

২০২৫ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2025 অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা পরীক্ষার সাজেশন, 2025 অনার্স চতুর্থ বর্ষ বাজারজাতকরণ গবেষণা সাজেশন

খ বিভাগ 

  • পরিমাপ বলতে কী বুঝ
  • স্কেলিং কৌশল পছন্দ করা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর

গ বিভাগ 

  • উদাহরণসহ তুলনামূলক স্কেলিং পদ্ধতিগুলে আলোচনা কর

অধ্যায় 8

ক বিভাগ

  • খোলা প্রশ্ন কাকে বলে?
  • CAPI এর পূর্ণরুপ লিখ
  • টেলিস্কোপিং কি

খ বিভাগ 

  • প্রশ্নমালার প্রকার ভেদ বর্ণনা কর
  • প্রশ্নমালা তৈরী করার ক্ষেএে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর

গ বিভাগ 

  • প্রশ্নমালার নকশা প্রক্রিয়া আলোচনা কর

অধ্যায়9 

ক বিভাগ 

  • নমুনা জরিপ কাকে বলে
  • নমুনা কী
  • নিয়মানুযায়ী নমুনায়ন কি

খ বিভাগ 

  • অনুনায়ন ক্রটির কারণ কি কি
  • নমুনা ও শুমারির পার্থক্য গুলো বর্ণনা কর

গ বিভাগ 

  • সম্ভাবনা নমুনায়ন কৌশল গুলো আলোচনা কর
  • নমুনায়ন ডিজাইন প্রক্রিয়াটি আলোচনা কর

Honors 4th year Common Suggestion 2025

আজকের সাজেশস: অনার্স ৪র্থ বর্ষের বাজারজাতকরণ গবেষণা স্পেশাল সাজেশন 2025,Honors Marketing Research Suggestion 2025

PDF Download বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সুপার সাজেশন, বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বাজারজাতকরণ গবেষণা সাজেশন অনার্স ৪র্থ বর্ষের, অনার্স ৪র্থ বর্ষ বাজারজাতকরণ গবেষণা সাজেশন, বাজারজাতকরণ গবেষণা অনার্স ৪র্থ বর্ষ সাজেশন,

Leave a Comment