বাজার ঝুঁকি ও পরিহারযোগ্য ঝুঁকি পার্থক্য, বাজার ঝুঁকি vs পরিহারযোগ্য ঝুঁকি পার্থক্য, বাজার ঝুঁকি ও পরিহারযোগ্য ঝুঁকি মধ্যে পার্থক্য আলোচনা

বাজার ঝুঁকি ও পরিহারযোগ্য ঝুঁকি পার্থক্য, বাজার ঝুঁকি vs পরিহারযোগ্য ঝুঁকি পার্থক্য, বাজার ঝুঁকি ও পরিহারযোগ্য ঝুঁকি মধ্যে পার্থক্য আলোচনা

বাজার ঝুঁকি ও পরিহারযোগ্য ঝুঁকির মধ্যে বিদ্যমান পার্থক্যগুলো নিচে দেখানো হলো-

১. পরিহারযোগ্যতা : বাজার ঝুঁকি হলো বিনিয়োগকারীর মোট ঝুঁকির সেই অংশ যা পরিহার করা বা এড়ানো যায় না। কিন্তু পরিহাযোগ্য ঝুঁকি হলো মোট ঝুঁকির ঐ অংশ যা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে এড়ানো সম্ভব ।

২. উৎস : বাজার ঝুঁকির বিভিন্ন বাহ্যিক কারণ, যেমন- সামগ্রিক অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সংস্কার, পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন ইত্যাদি কারণে সৃষ্টি হয়। এই ঝুঁকির উপর বিনিয়োগকারী বা কোম্পানির কোন নিয়ন্ত্রন থাকে না। কিন্তু পরিহারযোগ্য ঝুঁকির বিভিন্ন অভ্যন্তরীণ কারণ, যেমন-অদক্ষ ব্যবস্থাপনা, ত্রুটিপূর্ণ উৎপাদন ব্যবস্থা, শ্রমিক অসন্তোষ ইত্যাদি কারণে সৃষ্টি হয়। এ সকল কারণ বিনিয়োগকারী বা কোম্পানি ইচ্ছে করলে নিয়ন্ত্রণ করতে পারে ।


আরো ও সাজেশন:-

৩. পরিহারের উপায় : বিনিয়োগ পত্রকোষে একাধিক কোম্পানির শেয়ারের অন্তর্ভুক্তির সাথে বাজার বা অপরিহারযোগ্য ঝুঁকির কোনো সম্পর্কে নেই। কিন্তু বিনিয়োগ পত্রকোষ অধিক কোম্পানি শেয়ার অন্ত র্ভুক্ত করার ফলে পরিহারযোগ্য ঝুঁকি কমানো সম্ভব ।

৪. আয়ের সাথে সম্পর্ক : বিনিয়োগকারী যেহেতু বাজার ঝুঁকি এড়াতে পারে না। সেহেতু বাজার ঝুঁকির উপর ভিত্তি করেই একটি ন্যূনতম প্রত্যাশিত আয় আশা করে ।

৫. নির্দেশক : বাজার ঝুঁকি সাধারণত Beta দ্বারা প্রকাশ করা হয় এবং শেয়ারের আয়ের হারকে বাজার আয়ের হারের সূচির উপর Regression করে তা পরিমাণ করা হয় ।

পক্ষান্তরে পরিহাযোগ্য ঝুঁকি সাধারণরত Error Terms দ্বারা
প্রকাশ করা হয় ।

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

Leave a Comment