বাণিজ্যিক ভূগােল, আবহাওয়া ও জলবায়ু কী লিখবে

বি এম- ০৬ (ক)

খ বিভাগ- বাণিজ্যিক ভূগােল

১। আবহাওয়া ও জলবায়ু দ্বারা কৃষি প্রভাবিত হয়। “কৃষির উন্ননে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য” বর্তমানে কৃষির উন্নয়নে
কোন কোন প্রযুক্তি ব্যবহারের পক্ষে তুমি সুপারিশ করবে।
নির্দেশনাঃ

(ক) আবহাওয়া ও জলবায়ু কী লিখবে।

উত্তর:

আবহাওয়া কী?

তোমরা দেখ, কখনও রোদ, কখন বৃষ্টি। কখনও বা গরম , কখন শীত। আবার কখন মেঘ, কখনও বা কুয়াশা। বায়ু কখনও বা খুব জোরে প্রবাহিত হয়। বায়ুকে কখন ভেজা মনে হয় ,কখন শুষ্ক মনে হয়।

কোন জায়গার রোদ, বৃষ্টি,তাপমাত্রা,বায়ুপ্রবাহ এ অবস্থাগুলো মিলে হয় আবহাওয়া। এই অবস্থাগুলো অল্প সময়ের মধ্যে পাল্টে যেতে পারে। আবার একই সময়ে দুটো কাছাকাছি জায়গার আবহাওয়া ভিন্ন হতে পারে।

জলবায়ু কী?

আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ভিন্ন সম্পর্ক থাকলেও এরা এক নয়। আবহাওয়া হল কোন জায়গার অল্প সময়ের অবস্থা। জলবায়ু হল কোন জায়গার অনেক বছরের আবহাওয়ার একটি সামগ্রিক অবস্থা। যেমন আমরা দেখি বাংলাদেশে তিনমাসের মত সময়ব্যাপী শীত পড়ে। বছরের বাকী সময়টা গরম পড়ে। তিনমাস বৃষ্টি হয়। বায়ু ভেজা বা আর্দ্র থাকে। বিশ বা তিরিশ বছর ধরে বাংলাদেশের সামগ্রিক আবহাওয়া অর্থাৎ জলবায়ু মোটামোটি একই রকম দেখা যায়। বাংলাদেশের জলবায়ু তাই উষ্ণ ও আর্দ্র।

(খ) কৃষি প্রযুক্তি কী লিখবে।

উত্তর:

যে যন্ত্রগুলি দিয়ে কৃষিকাজ সম্পাদনা করা হয় তা ই কৃষি প্রযুক্তি|যেমন টাক্টর,মাড়াই করা মেশিন,সেচ যন্ত্র ইত্যাদি কৃষি প্রযুক্তি|

(গ) বিভিন্ন রকম কৃষি প্রযুক্তি উল্লেখসহ ইহার ব্যবহার লিখবে।

উত্তর:

1
2

H.S.C

1 thought on “বাণিজ্যিক ভূগােল, আবহাওয়া ও জলবায়ু কী লিখবে”

Leave a Comment