বাপরে! বাপরে! বাপ!
শ্যামল বণিক অঞ্জন
বাপরে! বাপরে! বাপ
এরা এতো তেল কোথায় রাখে!
ইচ্ছে মতো যখন তখন
কর্তারে তেল মাখে।
হায়রে হায়রে হায়
মুখের মধু তেলবাজিতে
টেকা বড় দায়!
ওদের তেলের তেলেসমাতি
চমকে চমকায়!
ভাইরে ভাইরে ভাই
ওদের দাপট প্রভাবে আজ
সৎ লোকের স্থাণ নাই!
নেইতো মোদের আদর কদর
পাইনা কোথাও ঠাঁই।
আমরা যাবো কই?
উদাস হয়ে রই!
আমরা দেখি এই সমাজে
থাকার যোগ্যই নই।