প্রশ্ন সমাধান: বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব পার্থক্য, বাস্তব প্রতিবিম্ব vs অবাস্তব প্রতিবিম্ব পার্থক্য, বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব তুলনামূলক আলোচনা, অবাস্তব প্রতিবিম্ব ও বাস্তব প্রতিবিম্ব মধ্যে পার্থক্য, বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে,তুলনা বাস্তব প্রতিবিম্ব: বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্ব আলোচনা
বাস্তব প্রতিবিম্বঃ
কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃত পক্ষে মিলিত হয় তাহলে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে।
অবাস্তব প্রতিবিম্বঃ
কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচেব্ছ বলে মনে হয়, তবে ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে।
বাস্তব প্রতিবিম্ব ও অবাস্তব প্রতিবিম্বের মধ্যে পার্থক্যঃ
১। প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। অন্যদিকে অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলোর প্রকৃত মিলন হয় না।
২। বাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় এবং পর্দাও ফেলা যায়। অন্যদিকে অবাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না।
৩। বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়। অন্যদিকে অবাস্তব প্রতিবিম্ব সব রকম দর্পণ ও লেন্স উৎপন্ন হয়।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- কিং কোড কি?
- উত্তম কর্পোরেট গভর্নেন্স চর্চার উদ্দেশ্যমূলক কোড সমূহ আলোচনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডারদের অসুবিধা সমূহ বর্ণনা কর
- OECD এর নীতিমালা শেয়ার হোল্ডার টি সুবিধা সমূহ বর্ণনা কর
- OECD নীতি শেয়ার হোল্ডারদের অধিকারের তালিকা সমূহ লিখ
- ইজারার দাতার বইতে ইজারা হিসাব সমূহ কেমন ধরনের হয়ে থাকে