বাড়িতে ঈদের নামাজ পড়ার নিয়ম eider namazer niyom

ঈদের সালাত ঘরে আদায় করার নিয়ম
~~~~~
❌ ঈদের দিন ঈদের সালাতের আগে অন্য কোন সালাত নেই ❌

✅ প্রথম রাকাত

➜ তাকবীরে তাহরীমা দিয়ে বুকে হাত বেঁধে সানা পড়বেন
➜ সানা শেষে এরপর অতিরিক্ত ৭টি তাকবীর দিবেন এবং এই সময় রাফউল ইয়াদাইন ও হাত বুকে বাঁধবেন (অর্থাৎ হাত ছেড়ে রাখবেন না প্রতি তাকবিরের মধ্যে)।
➜ এরপর সূরা ফাতিহার সাথে সূরা “আলা” বা সূরা “কাফ” অথবা অন্য যে কোন একটি সূরা বা সূরার অংশবিশেষ পড়বেন
➜ স্বাভাবিক রুকু ও সিজদার সাথে প্রথম রাকাত শেষ করবেন।

✅ দ্বিতীয় রাকাত

➜ দ্বিতীয় রাকাতে তাকবীর দিয়ে উঠে দাঁড়ানোর পর আবারো অতিরিক্ত ৫টি তাকবীর দিবেন এবং এই সময়ও রাফউল ইয়াদাইন ও হাত বুকে বাঁধবেন।
➜ এরপর সূরা ফাতিহার সাথে সূরা “কামার” বা “গাশিয়া” অথবা অন্য কোন একটি সূরা বা সূরার অংশবিশেষ পড়বেন
➜ স্বাভাবিক রুকু সিজদা এবং সবশেষে সালামের মাধ্যমে সালাত শেষ করবেন

✴ অতিরিক্ত তাকবীর সমূহ বলতে ভুলে গেলে বা গণনায় ভুল হলে তা পুনরায় বলা বা সাহু সিজদার প্রয়োজন নেই ✴

✳ পরিবারের সকলে মিলে একসাথে জামাতে সালাত আদায় করুন ও ঈদের সালাত বাসায় আদায় করলে এতে কোন খুৎবা নেই। ✳

➜ দেখুনঃ বুখারী ৯৮৭, ইবনে মাজাহ ১২৭৭

Leave a Comment