১। মুন্নি বিল্ডার্স লিঃ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ১০ ,০০,০০০ টাকা চুক্তিমূল্যে একটি কনস্টরাকশন কাজ আরম্ভ করে। ঠিকা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি নিচে দেয়া হল।
কাঁচামালের ১০%, শ্রম ব্যয়ের ৩% ও উপরি ব্যয়ের ২% প্রদানের পরে ব্যয়িত হয়েছে। যন্ত্রপাতির অবচয়ের হার ১০%। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কার্যক্ষেত্রে কাঁচামালের পরিমান ৩২,৫০০ টাকা। ঠিকাকার্য হিসাব তৈরি কর। এবং লাভ-ক্ষতি হিসাবে কী পরিমান মুনাফা ক্রেডিট করা যেতে পারে তা নির্ণয় কর।
উত্তর:
২। মান ব্যয় ও প্রকৃত ব্যয় এর মধ্যে তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর:
৩। পরিবর্তনশীল খরচ একক প্রতি ২০০ টাকা হারে একটি কোম্পানি ৫০,০০০ একক উৎপাদন করার ৩,৭৫,০০০ পরিকল্পনা করেছে। স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ধরা হয়েছে ব্যয়ের উপর ২০% মুনাফা ধরে বিক্রয় মূল্যনির্ধারণ করা হয়েছে।
করণীয়: (ক) লাভ পরিমান অনুপাত।
(খ) সমচ্ছেদ বিন্দু।
(গ) বিক্রয় মূল্য ১৫% হ্রাস পেলে লাভ পরিমান অনুপাত এবং সমচ্ছেদ বিন্দু।
উত্তর:
৪। নগদান বাজেট থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তা বিশ্লেষন কর।
উত্তর:
৫। কোন একটি প্রতিষ্ঠান নগদান বাজেট প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয় বিবেচনা করা যেতে পারে তা বিশ্লেষণ কর।
উত্তর:
H.S.C
- ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা(Necessity of business values and Ethics)
- বাজারজাতকরণ প্রসার মূলক কার্যাবলী কোভিড ১৯ এর সময় কিভাবে প্রভাব রেখেছে তা উল্লেখ করো
- মার্কেটিং কাকে বলে?, ভোক্তা কে কেন্দ্র করে বাজারজাতকরণের মিশ্র উপাদান গুলো পরিচালিত হয় তোমার মত উল্লেখ করো
- প্রতিযোগিতামূলক পরিবেশ সফল ভাবে টিকে থাকার জন্য বাজারজাতকরণ টিকে কে তার প্রয়োজন“ অনুভব করতে হবে এই মন্তব্যের আলোকে এর মৌলিক ধারণা গুলো বিশ্লেষণ পূর্বক মতামত দাও
- সাকিব ও রাকিব বিডি কোম্পানী লিঃ এর দু’জন কর্মচারী। তাদের ২০১৯ সালের ডিসেম্বর মাসের নিম্নোক্ত তথ্যাবলি হতে মজুরি বিবরণী প্রস্তুত
- ২০১৯ সালে ইয়াসমিন এন্ড কোং এর কাঁচামাল ক্রয় ও নির্গমন নিচে দেওয়া হল। পরের মাল আগে ছাড়া (LIFO) পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
- কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়
- “X” কারখানায় উৎপাদিত পণ্য গুদাম জাত করণে কিভাবে রিন কার্ড সংরক্ষন করা যায়
- মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বর্ণনা কর
- সবিরাম এবং অবিরাম উৎপাদন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।
3 thoughts on “বিএম-১১(খ) এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর”