বিএম-১১(খ) এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর

১। মুন্নি বিল্ডার্স লিঃ ২০১৯ সালের ১ জানুয়ারি তারিখে ১০ ,০০,০০০ টাকা চুক্তিমূল্যে একটি কনস্টরাকশন কাজ আরম্ভ করে। ঠিকা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলি নিচে দেয়া হল।

কাঁচামালের ১০%, শ্রম ব্যয়ের ৩% ও উপরি ব্যয়ের ২% প্রদানের পরে ব্যয়িত হয়েছে। যন্ত্রপাতির অবচয়ের হার ১০%। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কার্যক্ষেত্রে কাঁচামালের পরিমান ৩২,৫০০ টাকা। ঠিকাকার্য হিসাব তৈরি কর। এবং লাভ-ক্ষতি হিসাবে কী পরিমান মুনাফা ক্রেডিট করা যেতে পারে তা নির্ণয় কর।

উত্তর:

dd 1

২। মান ব্যয় ও প্রকৃত ব্যয় এর মধ্যে তারতম্য বিশ্লেষণ কর।

উত্তর:

dd 2

৩। পরিবর্তনশীল খরচ একক প্রতি ২০০ টাকা হারে একটি কোম্পানি ৫০,০০০ একক উৎপাদন করার ৩,৭৫,০০০ পরিকল্পনা করেছে। স্থায়ী ব্যয় ২,০০,০০০ টাকা ধরা হয়েছে ব্যয়ের উপর ২০% মুনাফা ধরে বিক্রয় মূল্যনির্ধারণ করা হয়েছে।

করণীয়: (ক) লাভ পরিমান অনুপাত।

(খ) সমচ্ছেদ বিন্দু।

(গ) বিক্রয় মূল্য ১৫% হ্রাস পেলে লাভ পরিমান অনুপাত এবং সমচ্ছেদ বিন্দু।

উত্তর:

dd 3

৪। নগদান বাজেট থেকে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তা বিশ্লেষন কর।

উত্তর:

dd 4

৫। কোন একটি প্রতিষ্ঠান নগদান বাজেট প্রস্তুত করতে গেলে কোন কোন বিষয় বিবেচনা করা যেতে পারে তা বিশ্লেষণ কর।

উত্তর:

dd 5

H.S.C

3 thoughts on “বিএম-১১(খ) এইচএসসি বিএম প্রডাকশন প্লানিং কন্ট্রোল এন্ড কস্টিং এ্যাসাইনমেন্ট উত্তর”

Leave a Comment