বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ?, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মতাদর্শ কী?, বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য কী?, বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বেশির ভাগ সিদ্ধান্ত কে গ্রহণ করে?
বিকেন্দ্রীকরণ বলতে কী বুঝ?
উত্তর : কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসঙ্গতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বণ্টনই বিকেন্দ্রীকরণ।
গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মতাদর্শ কী?
উত্তর : স্থানীয় পর্যায়ে প্রশাসন ও সংশ্লিষ্ট নীতিনির্ধারণী বিষয়াবলিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের মতাদর্শ।
গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণকৃত প্রশাসন কাকে বলে?
উত্তর : প্রশাসনিক সংস্থার কার্যাদি ও দায়িত্বসমূহ তার কেন্দ্রে বা কেন্দীয় সংস্থার উপর ন্যস্ত না থেকে বিভিন্ন অধস্তন সংস্থাসমূহ বা কেন্দ্রসমূহে অথবা স্থানীয় বা আঞ্চলিক কর্মকর্তাদের উপর হস্তান্তর করা হলে এমন প্রশাসনকে বিকেন্দ্রীকরণকৃত প্রশাসন বলা হয়ে থাকে।
বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য কী?
উত্তর : কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বণ্টনই বিকেন্দ্রীকরণের উদ্দেশ্য।
বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে বেশির ভাগ সিদ্ধান্ত কে গ্রহণ করে?
উত্তর : আঞ্চলিক সংগঠন বা সংস্থাগুলো গ্রহণ করে।
বাংলাদেশের রাজনৈতিক বিকেন্দ্রীকরণের প্রকৃষ্ট উদাহরণ কী?
উত্তর : জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি।
ক্ষমতা বিকেন্দ্রীকরণের কারণগুলো কী কী?
উত্তর : (ক) প্রশাসনিক কারণ, (খ) ক্রিয়ামূলক কারণ, (গ) বাহ্যিক কারণ ।
বিকেন্দ্রীকরণের প্রশাসনিক উপাদানগুলো কী কী?
উত্তর : সংস্থার বয়স, সংস্থার নীতি ও পদ্ধতিসমূহের স্থায়িত্ব, সংস্থার আঞ্চলিক কর্মচারীদের দক্ষতা, সংস্থার কর্মসম্পাদনে গতি ও মিতব্যয়িতা এবং প্রশাসনিক দৃঢ়তা ইত্যাদি।
বিকেন্দ্রীকরণের প্রতিবন্ধকতাসমূহ কী কী?
উত্তর : (ক) ঐতিহ্যগত প্রভাব, (খ) কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা, (গ) স্থানীয় চাপসৃষ্টিকারী৷ গোষ্ঠীসমূহের প্রভাব এবং (ঘ) বিভিন্ন বিকেন্দ্রিক সংস্থাসমূহের মধ্যে সমন্বয়।
বিকেন্দ্রীকরণের তিনটি সুবিধা উল্লেখ কর।
উত্তর : (ক) জনগণের নিয়ন্ত্রণ ও অংশগ্রহণ নিশ্চিত করে, (খ) সহযোগিতা স্থাপনের সুযোগ সৃষ্টি করে এবং (গ) সমন্বয়সাধন করে।
বিকেন্দ্রীকরণের ৩টি অসুবিধা উল্লেখ কর।
উত্তর : (ক) নীতিনির্ধারণ ও রক্ষায় বাধার সৃষ্টি করে; (খ) দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হয় এবং (গ) ব্যয় ভার বৃদ্ধি করে।
গণতন্ত্র ও বিকেন্দ্রীকরণের মধ্যে তিনটি সম্পর্ক উল্লেখ কর।
উত্তর : (ক) জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ; (খ) গণতন্ত্রের রূপকার; (গ) স্থানীয় নেতৃত্ব তৈরি।
সবুজ বিপ্লব বলতে কী বুঝ?
উত্তর : সবুজ বিপ্লব বলতে চল্লিশ দশক থেকে শুরু করে সত্তর দশক পর্যন্ত পরিচালিত কৃষি সম্পর্কিত গবেষণা, উন্নয়ন ও প্রযুক্তির উন্নয়নকে বুঝানো হয়।
Father of Green Revolution বলা হয় কাকে?
উত্তর : নরম্যান বোরলাক (Norman Borlaug)।
পল্লিউন্নয়ন বা গ্রামীণ উন্নয়নের প্রধান শর্ত কী?
উত্তর : সরকারকে গ্রামবাসীদের যথেষ্ট মাত্রায় শিক্ষিত করে তুলতে হবে এবং সামাজিক কু-প্রথাগুলোর সাথে ধর্মের যে কোন রকম সম্পর্ক নেই তাও বুঝাতে হবে।
গ্রামীণ উন্নয়নের পথে সর্বপ্রথম বাধা কী?
উত্তর : গ্রামবাসীদের কুসংস্কার।
উন্নয়ন কাকে বলে?
উত্তর : সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে উন্নয়ন বলে ।
পল্লিউন্নয়ন কাকে বলে?
উত্তর : গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে যে বিভিন্ন কর্মসূচি ও কৌশল অবলম্বন করা হয় তাকে পল্লিউন্নয়ন বলে।
পল্লি উন্নয়নের উদ্দেশ্য কী?
উত্তর : পল্লি উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে পল্লির সকল শ্রেণি ও স্তরের জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধন।
উন্নয়ন কৌশলের উদ্দেশ্য কী?
উত্তর : উন্নয়ন কৌশলের উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
বাংলাদেশের পল্লি উন্নয়নের প্রধান সমস্যা কী?
উত্তর : মূলধনের অভাব।
সামাজিক পরিবর্তন কী?
উত্তর : মানুষের জীবন প্রণালিতে যেসব পরিবর্তন ঘটে তাই সামাজিক পরিবর্তন ।
সামাজিক পরিবর্তনের উপাদানসমূহ কী?
উত্তর : (ক) শিক্ষা, (খ) পেশা এবং (গ) ক্রমবর্ধমান জনসংখ্যা ইত্যাদি ।
পল্লিউন্নয়ন নীতি কবে প্রণীত হয়েছে?
উত্তর : ২০০১ সালে।
পল্লিউন্নয়ন নীতি ২০০১ প্রণীত হয়েছে কেন?
উত্তর : পল্লির জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই পল্লিউন্নয়নকে সাংবিধানিকভাবে মূল্যায়ন করার লক্ষে প্রণীত হয়েছে ‘জাতীয় পল্লিউন্নয়ন নীতি ২০০১’।
গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে প্রথম ধাপ কী ছিল?
উত্তর : ১৮৮৫ সালে ব্রিটিশ শাসনামলে গঠিত Local Self-government Act ছিল গ্রমীণ উন্নয়নের ক্ষেত্রে প্রথম ধাপ ।
পল্লি উন্নয়নের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর : উপজেলা।
বাংলাদেশের জমিগুলো বিচ্ছিন্ন কেন?
উত্তর : উত্তরাধিকারসূত্রে জমি ভাগাভাগির কারণে এদেশের কৃষিজমিগুলো বিভক্ত।
বাংলাদেশে নীলচাষ কবে বন্ধ হয়?
উত্তর : ১৮৫৯-৬০ সালে।
বাংলায় ‘Workers and Peasants Party’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২৬ সালে।
১৯৩৫ সালের ভারত শাসন আইনে কৃষকদের কোন শর্তে ভোটাধিকার প্রদানের সুযোগ দেয়া হয়?
উত্তর : ন্যূনতম ছয়আনা কর প্রদানের মাধ্যমে।
সিরাজগঞ্জে কৃষক বিদ্রোহ কত সালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৮৭২-৭৩ সালে।
তেভাগা কী?
উত্তর : বর্গাচাষি কর্তৃক চাষকৃত জমির উৎপন্ন ফসলের তিনভাগের দুইভাগ চাষির ও একভাগ ভূ-স্বামীর, এ ব্যবস্থা হচ্ছে তেভাগা।
তেভাগা আন্দোলনের মূল সময়কাল কখন?
উত্তর : ১৯৪৬-৪৭ সালে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ্রামীণ সমাজে পরিবর্তন ত্বরান্বিত করে- এমন পাঁচটি উপাদানের নাম লিখ।
উত্তর : (১) শিক্ষা, (২) গণমাধ্যম, (৩) যোগাযোগ ব্যবস্থা, (৪) মুদ্রা এবং (৫) নগর সংশ্লিষ্টতা।
কৃষিক্ষেত্রে নবধারার ৪টি উপাদানের উল্লেখ কর।
উত্তর : (১) সেচ ব্যবস্থা, (২) রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার, (৩) উন্নত বীজ এবং (৪) আধুনিক যন্ত্রপাতি (ট্রাক্টর, পাওয়ার টিলার)।
বাংলাদেশে মাথাপিছু কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৮৪ হেক্টর।
বর্তমানে কত শতাংশ মানুষ গ্রামে বাস করে?
উত্তর : প্রায় ৭৩ শতাংশ
কোন মডেলকে বাংলাদেশের গ্রমীণ উন্নয়নের পথিকৃৎ বলা হয়?
উত্তর : কুমিল্লা মডেলকে।
কুমিল্লা মডেল বা BARD কে, কতসালে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ড. আখতার হামিদ খান, ১৯৫৯ সালে।
BARD-এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Bangladesh Academy for Rural Development.
অংশগ্রহণ কি?
উত্তর : অংশগ্রহণ হচ্ছে সরকারের কার্যক্রমে সরাসরি সম্পৃক্তকরণ
রাজনীতি কী?
উত্তর : রাজনীতি হচ্ছে সরাসরি বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ও সরকারের সাথে সম্পর্কযুক্ত জনসাধারণের জীবন ও কার্যাবলী ।
রাজনৈতিক অংশগ্রহণ কি?
উত্তর : রাজনৈতিক অংশগ্রহণ হলো রাজনৈতিক ব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমাজের সদস্যদের সংশ্লিষ্টতা।
রাজনৈতিক অংশগ্রহণকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়?
উত্তর : রাজনৈতিক অংশগ্রহণকে প্রধানত দু’ভাগে ভাগ করা যায় : সনাতন (Conventional) ও অসনাতন (Unconventional)
সনাতন অংশগ্রহণ বলতে কি বুঝায়?
উত্তর : সনাতন অংশগ্রহণ বলতে একজন নাগরিকের স্বাভাবিক ও বৈধ রাজনৈতিক কার্যাবলিকে বুঝায়।
অসনাতন রাজনৈতিক অংশগ্রহণ বলতে কি বুঝায়?
উত্তর : অসানাতন রাজনৈতিক অংশগ্রহণ বলতে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়া উগ্র বা কট্টর রাজনৈতিক কর্মকাণ্ড বা বিপ্লবী রাজনৈতিক কর্মকাণ্ডকে বুঝায় ।
অসনাতন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি?
উত্তর : অসনাতন রাজনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভূক্ত রয়েছে বিক্ষোভ প্রদর্শন, মার্চ করা, নাগরিক অসহযোগিতা বা অনানুগত্য, ধর্মঘট, দাঙ্গা, গেরিলা কার্যক্রমে যুক্ত হওয়া, বিল্পব বা বিদ্রোহ (Rebelion)