‘কোথায় স্বর্গ কোথায় নরক,কে বলে তা
বহুদূর;মানুষের মাঝে স্বর্গ-নরক,মানুষেতে সুরাসুর।
—–শেখ ফজলল করিম।
– ‘বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’——জীবনানন্দ দাশ।
“মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায়…”— রক্তাক্ত প্রান্তর,মুনির চৌধুরী।
‘সাহিত্য জাতির দর্পন স্বরূপ’——প্রমথ চৌধুরী।
‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”——জসীম উদ্দিন।
‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”—কৃষ্ণচন্দ্র মজুমদার।
“প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”—–রবীন্দ্রনাথ ঠাকুর।
‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’—-সুকান্ত ভট্টাচার্য।
‘‘সুরঞ্জনা,ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”—–জীবনানন্দ দাশ।
‘এ জগতে , হায়,সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।‘–-(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর।
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’— রঙ্গলাল মুখোপাধ্যায়।
‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ
সময়,এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”—–হেলাল হাফিজ।
‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়’—-রবীন্দ্রনাথ ঠাকুর।
‘কাঁদতে আসিনি,ফাঁসির দাবী নিয়ে এসেছি’—মাহবুব উল আলম চৌধুরী।
‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,
আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,”—রুদ্র মোঃ শহীদুল্লাহ।
’কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি’—রবীন্দ্রনাথ ঠাকুর।
‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।’—কামিনী রায়
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সাফল্যের ৩টি শর্তঃ
– অন্যের থেকে বেশী জানুন!
– অন্যের থেকে বেশী কাজ করুন!
– অন্যের থেকে কম আশা করুন!
—————————————————————- উইলিয়াম শেক্সপিয়ার।
♠♠♠ আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়
—————————————————————- শেকসপীয়ার।
♠♠♠ চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।
—————————————————————- রবি ঠাকুর।
♠♠♠ ”মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে”
—————————————————————- কাজী নজরুল ইসলাম।
♠♠♠ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।
—————————————————————- কাজী নজরুল ইসলাম।
♠♠♠ জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম,
যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না।
—————————————————————- জন ডব্লু গার্ডনার।
♠♠♠ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা …
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়
শুরু করে তারা তা নিজেও জানেনা ।
—————————————————————- সমরেশ মজুমদার ।
♠♠♠ বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না । পৃথিবী তে ফ্রড মাত্র ই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় ।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ প্রেম হয় শুধু দেখা ও চোখের
ভাল লাগা থেকে, রাগ থেকে
প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম
হয়, প্রেম হয়
অপমান থেকে, এমনকি প্রেম
হয় লজ্জা থেকেও। প্রেম
আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের
প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ
পেলেই সে জেগে উঠে।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ একজন সুন্দর, আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘণ্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে!! এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন!!
—————————————————————- আলবার্ট আইনস্টাইন।
♠♠♠ আমি সবসময়ই পরীক্ষার বিরোধীতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোন ভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তা হলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম।
—————————————————————-আইনস্টাইন।
♠♠♠ দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।
—————————————————————-অ্যারিস্টটল।
♠♠♠ স্বপ্ন সেটা নয় , যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে
সপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না
—————————————————————- ডঃ এ.পি.জে.আব্দুল কালাম।
♠♠♠ আমি বিশ্বের সব ইহুদী মারতাম, কিন্তু কিছু ইহুদী বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি”
—————————————————————- হিটলার।
♠♠♠ যখন তুমি মারা যাবা
তখন তোমার ব্যাংকে
যে পরিমান টাকা থাকবে
সেটা হল ওই টাকা
যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে
অতিরিক্ত কাজ করে আয় করেছ…..
—————————————————————- হিটলার।
♠♠♠ ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,
কিন্তূ সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে |
—————————————————————- শেকসপীয়ার।
♠♠♠ মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ পাখি উড়ে গেলেও পলক
ফেলে যায় আর মানুষ
চলে গেলে ফেলে রেখে যায়
স্মৃতি ।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া
বেঁচে থাকাটা কষ্টকর
কিন্তু
অসম্ভব কিছু নয়।
কারো জন্য কারো জীবন
থেমে থাকে না,
জীবন তার মতই প্রবাহিত হবে।
তাই
যেটা ছিল না সেটা না পাওয়ায় থাক,
সব পেয়ে গেলে জীবনটাও
একঘেয়েমি হয়ে যায়।
মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী।
—————————————————————-হুমায়ূন আহমেদ।
♠♠♠ পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে সমান সমান।
বিজ্ঞানের ভাষায়-Conservation of আনন্দ।
একজন কেউ চরম আনন্দ পেলে,অন্য জনকে চরম দুঃখ পেতে হবে।
—————————————————————- আজ হিমুর বিয়ে (হুমায়ূন আহমেদ)
♠♠♠ “কাউকে প্রচন্ডভাবে ভালবাসার
মধ্যে এক ধরনের
দুর্বলতা আছে।
নিজেকে তখন তুচ্ছ
এবং সামান্য মনে হয়।
এই ব্যাপারটা নিজেকে ছোট
করে দেয়।”
—————————————————————-হুমায়ূন আহমেদ (তিথির নীল তোয়ালে)
♠♠♠ “নিজের সার্টিফিকেট নিজেই দিও না।খেয়াল করে দেখ যে, সবাই তোমাকে কি ভাবে।তাদের কাছেই সার্টিফিকেট নাও।নিজের সমালোচনা করেই দেখ না,শুদ্ধ
হওয়া কঠিন কিছু না।”
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা! মুখে বলা লাগলো না… এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি আবার বলতেও ইচ্ছা হচ্ছে না !
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ মেয়েদের তৃতীয় নয়ন থাকে।
এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে।
পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে।
মুরুব্বি কোন মানুষ মা- মা বলেপিঠে হাত বুলাচ্ছে – সেই স্পর্শ থেকেও
সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে।
—————————————————————-হুমায়ূন আহমেদ।
♠♠♠ ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে,
কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে।
হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে।
কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য।
তবে প্রেমে তারা পড়বেই…
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ যদি নাই বুঝতে পারি বেঁচে আছি
তবে জীবনের কি মূল্য ?
সব সময় নিজেকে বা অন্যকে
আনন্দে রেখে দেখই না…
বাহ্,
জীবনটাতো মন্দ নয়
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ আমার হারিয়ে ফেলার কেউ নেই,
কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই,
আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই !”
—————————————————————- হুমায়ুন আহমেদ.।
♠♠♠ “যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।”
—————————————————————- আমার ছেলেবেলা (হুমায়ূন আহমেদ)
♠♠♠ মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অংক ।যতই দিন যাচ্ছে,ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি ।
—————————————————————- হুমায়ূন আহমেদ ।
♠♠♠ মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। সে চায় তাঁকে খুঁজে বের করুক।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ পৃথিবীতে এমন কোনো কাজ নেই
যা করলে জীবন ব্যার্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যার্থ করা খুবই কঠিন…..”
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ “যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘণ্টা সময় থাকে।।
তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘণ্টা ব্যায় করব”
—————————————————————- আব্রাহাম লিঙ্কন!!
♠♠♠ যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না,
কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে?”
—————————————————————- শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
♠♠♠ ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল
মেয়েদের হাসি।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত…
—————————————————————- হুমায়ুন আহমেদ
♠♠♠ তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা।
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।”
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান।
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক…
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ “জন্ম ও মৃত্যু দুটোই আশ্চর্য রকমের। দুটো স্মৃতি একান্তই নিজের। কারন এ দুটো কারো সাথেই শেয়ার করা যায় না।”
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালবাসা মেশান থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়……
—————————————————————- হুমায়ূন আহমেদ।
♠♠♠ যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর…♥
—————————————————————- হুমায়ুন আহমেদ।
♠♠♠ বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।
—————————————————————- জর্জ হাবার্ট।
♠♠♠ শীতের কুয়াশার সে কোন অন্তিম পোচড়ের ফাঁকে-ফাঁকে বৃহস্পতি কালপুরুষ অভিজিৎ সিরিয়াস যেন লন্ঠন হাতে করে এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে কোন সুদূরযানের পথে চলেছে, কেমন একটা আশ্চর্য দূর পরলোকের নিক্কণ শোনা যায় যেন।
—————————————————————- জীবনানন্দ দাশ (মাল্যবান)
♠♠♠ বিয়ে একটি জুয়া খেলা – পুরুষ বাজী রাখে স্বাধীনতা আর নারী বাজী রাখে সুখ।
—————————————————————- মাদ সোয়াজেন।
♠♠♠ নিজেকে নিয়ন্ত্রণ কর
তারপর অন্যকে অনুশাসন কর
নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে
নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন …।
—————————————————————- গৌতম বুদ্ধ।
♠♠♠ দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে,
কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে
অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে।
—————————————————————- মার্ক টোয়েন ।
♠♠♠ যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিষ বুঝতে
পারার গৌরব করতে পারে।
—————————————————————- জে. বি. ইয়েটস।
♠♠♠ চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না !
—————————————————————- স্বামী বিবেকানন্দ।
♠♠♠ আলোতে একাকী হাটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাটা উত্তম।
—————————————————————- হেলেন কিলার।
♠♠♠ যদি কোনো নারীর ফাসি হয়, ফাসিতে যাওয়ার আগেও
সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে ।
—————————————————————- চেমফোর্ড ।
♠♠♠ শিক্ষকের জীবনের থেকে চোর,
চোরাচালানি, দারোগার জীবন
অনেক আকর্ষণীয়। এ সমাজ
শিক্ষক চায় না, চোর- চোরাচালানি-
দারো গা চায়।
—————————————————————- হুমায়ুন আজাদ।
♠♠♠ ”তৃতীয় বিশ্বে রাজনীতি করুণ হিংস্র এক প্রহসন;কোটি কোটি টাকা ব্যয়ে অভিনীত
হয়ে থাকে এ রাষ্ট্রীয় রঙ্গ নাট্য!”
—————————————————————- হুমায়ূন আজাদ।
♠♠♠ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই।
মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।
—————————————————————- হুমায়ূন আজাদ।
♠♠♠ নষ্টদের কোন দল নেই। এরা স্বার্থের জন্য সকল পরিচয়েই পরিচিত হতে চায় যা তাদের স্বার্থের অনুকূলে যায়।
—————————————————————-নষ্ট আজাদ।
♠♠♠ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন
সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে!”
—————————————————————- বিল গেটস।
♠♠♠ বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা।।
——————————————————- শুপেনহাওয়ার।
♠♠♠ ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না,ডেকে আনতে হয়।
—————————————————————–ইলা অলড্রিচ
♠♠♠ তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো।
————————————————————জন অফ কেনেডি
♠♠♠ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় ।
————————————————————– জন এ শেড
♠♠♠ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়
—————————————————-– হযরত সুলায়মান
♠♠♠ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ।
————————————————————–– সক্রেটিস
♠♠♠ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায় ।
————————————————————– রবার্ট ফ্রস্ট
♠♠♠“ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে॥ ”
————————————————————– বায়রন।
♠♠♠“ অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না॥ ”
————————————————————– সাইরাস।
♠♠♠“ কান্নায় অনন্ত সুখ আছে তাইতো কাঁদতে এত ভালোবাসি॥ ”
————————————————————– স্বামী বিবেকানান্দ।
♠♠♠“ জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই॥ ”
—————————————————————– গীতা।
♠♠♠“ যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥ ”
————————————————————– জর্জ গ্রসভিল।
♠♠♠“ আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই॥ ”
————————————————————– সুইফট।
♠♠♠“ বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়॥ ”
————————————————————– প্লেটো।
♠♠♠“ অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোন মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না॥ ”
————————————————————– জন বেকার।
♠♠♠“ সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ॥ ”
————————————————————– হযরত আলী (রাঃ)।
♠♠♠“ আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়॥ ”
————————————————————– জন এ শেড।
♠♠♠“ সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে॥ ”
————————————————————– ডব্লিউ এস ল্যান্ডের।
♠♠♠“ একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ॥ ”
————————————————————– এস টি কোলরিজ।
♠♠♠“ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও॥ ”
————————————————————– মেরিডিথ।
♠♠♠“ সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়॥ ”
————————————————————– হযরত সোলায়মান (আঃ)।
♠♠♠“ যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না॥ ”
————————————————————– জন বেকার।
♠♠♠“ যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী॥ ”
————————————————————– জন লিলি।
♠♠♠“ ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল॥ ”
————————————————————– জনসন।
♠♠♠“ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥ ”
————————————————————– উলিয়ামস হেডস।
♠♠♠“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন॥ ”
————————————————————– রবীন্দ্রনাথ ঠাকুর।
♠♠♠“ সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে॥ ”
————————————————————– লর্ড হ্যলি ফক্স।
♠♠♠“ সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন॥ ”
————————————————————– মার্ক টোয়েন।
♠♠♠“ পুরুষের লক্ষ্য রাখা উচিত যত দিন বেশী তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে॥ ”
————————————————————– জর্জ বার্নাডস।
♠♠♠“ যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য॥ ”
————————————————————– আলেকজান্ডার।
♠♠♠“ বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন॥ ”
————————————————————– সক্রেটিস।
♠♠♠“ যে সব দৃশ আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই সে সব দৃশ্য কখনো ভালভাবে দেখতে পারি না সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়॥ ”
————————————————————– রবার্ট ফ্রস্ট।
♠♠♠“ ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে॥ ”
————————————————————– স্কট।
♠♠♠“ বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র॥ ”
————————————————————– আল হাদিস।
সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com
১. ”যথাস্থানে পা রেখেছ কিনা তা আগে নিশ্চিত হও, এরপর দৃঢ়ভাবে দাঁড়াও”
——-আব্রাহাম লিঙ্কন
২. “সাফল্যের ৩টি শর্তঃ a.অন্যের থেকে বেশি জানুন b. অন্যের থেকে বেশি কাজ করুন c.অন্যের থেকে কম আশা করুন”
——-উইলিয়াম শেক্সপিয়ার
৩. ”কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে। তখন বিশ্বাস হারাবেন না”
——–স্টিভ জবস
৪. ”আমাদেরকে সোনার দেশের সোনার মানুষ হতে হবে”
—–বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৫.”ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে”
——- স্কট
৬. “এই প্রথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো”
—–স্যামুয়েল জনসন
৭. “যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে”
—–আব্রাহাম লিঙ্কন
৮. “অনুকরণ করে কোনো মানুষ কখনোই বড় হতে পারে না”
—–স্যামুয়েল জনসন
৯. “যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর”
—–সাইরাস
১০. “জ্ঞান হলো সকল প্রকার সম্পদের জননী”
——রুশো
১১. “আমার অভিধানে ‘অসম্ভব’ নামে কোন শব্দ নেই”
—–নেপোলিয়ান
১২. ”আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো”
——নেলসন ম্যান্ডেলা
১৩. “ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি”
——-মাদার তেরেসা
১৪. “কয়েক টন ব্যক্তিত্বের থেকে এক আউন্স ধৈর্য অনেক দামি”
——মহাত্মা গান্ধী
১৫. “যে মানুষের কল্পনা নেই, তার ডানা নেই”
——মুহাম্মদ আলী ক্লে
১৬. ”অনেক সময় মানুষ ভাবে এক, হয় আর এক। এর জন্য তার ভাগ্য দায়ী নয়, দায়ী তার কর্মফল”
——কার্লাইল
১৭. “বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা”
—–কাজী নজরুল ইসলাম এরে বিখ্যাত উক্তি
১৮. “দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেয়া”
——মার্ক জুকারবার্গ এর বিখ্যাত উক্তি
১৯. “যারা নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে”
——-জুভেনাল
২০. “নিজের জন্য নিজেকেই এগিয়ে আসতে হবে। চিন্তা করতে হবে, ভাবনার সাথে প্রয়গিক বাস্তবতার সন্নিবেসন ঘটাতে হবে”
——জ্যাক মা
২১. “জীবনে অনেক উপরে উঠতে হলে ২৫ বছর থেকেই শুরু করুন, নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন।”
——-জ্যাক মা
২২. “তোমার মাথাকে কখনো নত হতে দিও না, সবসময় উঁচু করে রাখ চোখ বরাবর”
——হেলেন কেলার
২৩. ”একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা”
——হুমায়ূন আহমেদ এর বিখ্যাত উক্তি
২৪. “যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ঘন্টা ব্যয় করব”
——আব্রাহাম লিঙ্কন
২৫. “যদি সূর্যের মত আলো ছড়াতে চাও আগে এর মত জ্বলতে হবে”
——এডলফ হিটলার
২৬. “সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।”
——অ্যালবার্ট আইনস্টাইন
২৭. “স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না”
——-এ. পি. জে. আবুল কালাম এর বিখ্যাত উক্তি
২৮. “ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই”
——-এরিস্টটল
২৯. “তরুণ বয়সে অর্জিত ভালো অভ্যাসই ভিন্নতা এনে দেয়”
——-এরিস্টটল
৩১. “যখন সম্ভব হাসুন, কারণ এটি হলো সবচেয়ে সস্তা ঔষধ”
——-বায়রন
৩২. “লোকে যাই বলুক, যাই অনুভব করুক, নিজের কাছে আমি অনন্য”
——–আহমদ ছফা
৩৩. “সত্য কথা সুস্পষ্টভাবেই বলো যাতে অসাধুরা ভয় পায়”
——বেল জনসন
৩৪. “জীবনকে যদি তুমি ভালোবাস তাহলে সময়ের অপচয় করো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি”
——–বেঞ্জামিন ফ্রাংকলিন
৩৫. “যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে”
——বেঞ্জামিন ফ্রাংকলিন
৩৬. “আত্মহত্যা নয় আত্মসমৃদ্ধিই জীবনের উদ্দেশ। আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে।”
—–বারট্রান্ড রাসেল
৩৭. “যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে;”
——বিল গেটস এর বিখ্যাত উক্তি
৩৮. “চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পূর্ব পর্যন্ত লড়াই, সবসময়”
——চে গুয়েভারা
৩৯. “একটি দোষ বহু গুণকেও গ্রাস করে”
——চাণক্য
৪০. “বিপ্লবী হতে চাও? বিপ্লবের প্রথম শর্ত, শিক্ষিত হও”
—–চে গুয়েভারা
৪১. “কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাস”
——-ডেল কার্নেগি
৪২. “নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না”
——চার্লি চ্যাপলিন
৪৩. “যে অলস, অলব্ধ-লাভ তার হয় না”
——চাণক্য
৪৪. “যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে অসুখী সে দুর্ভাগাই বটে”
——ডেমিক্রিটাস
৪৫. “আমাদের ধৈর্য আমাদের শক্তির চেয়েও বেশি কিছু দেয়”
—–এডমণ্ড বার্ক
৪৬. “দুঃখ-কষ্ট নিয়েই মানুষের জীবন, কিন্তু দুঃখের পর সুখ আসবে, এটাই ধ্রুব সত্য”
——এডওয়ার্ড ইয়ং
৪৭. “বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না”
—–ইমারসন
৪৮. “অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম”
——ডেমিক্রিটাস
৪৯. “অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন”
——ডেল কার্নেগি এর বিখ্যাত উক্তি
৫০. “কুসুম আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করিও”
—–বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫১. “অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়”
——ইমারসন
৫২. “আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের ৩৫ বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়, আপনি এটি প্রত্যাসা করেন। কারন আপনি আপনার যুবক বয়সকে কোন কাজে লাগাতে পারেন নি, আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন”
——-জ্যাক মা
৫৩. “সুখ ভবিষ্যতের জন্য রেখে দেয়ার বিষয় নয়। বরং এটি বর্তমানের জন্য”
——-জিম রন
৫৪. “নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম”
——জর্জ বার্নাড শ
৫৫. “আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়”
—–মার্ক জুকারবার্গ
৫৬. “ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়”
——-জর্জ বার্নাড শ
৫৭. “মনের দিক থেকে যে দুর্বল কর্মক্ষেত্রেও সে দুর্বল”
——জন রে
৫৮. “ঝুঁকি নেওয়ার জন্য যার যথেষ্ট সাহস নেই, জীবনে সে কিছুই অর্জন করতে পারবে না”
——মুহাম্মদ আলী ক্লে
৫৯. “বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেন্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি।”
—–মুহাম্মদ আলী ক্লে
৬০. “গতকাল চলে গেছে, আগামিকাল এখনো আসেনি, আমাদের জন্য আছে আজকের দিন, এখনই শুরু করা যাক”
——মাদার তেরেসা
৬১. “বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে”
——প্লেটো
৬২. “কখনোই সব ডিম এক ঝুড়িতে রাখবেন না”
——ওয়ারেন বাফেট
৬৩. “রেগে গেলেন তো হেরে গেলেন”
——ডেল কার্নেগি
৬৪. ”মানুষ যখন তার শ্রেষ্ট স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে”
—–হুমায়ূন আজাদ
৬৫. “যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না”
—–হুমায়ূন আহমেদ
৬৬. “পশিক্ষণের প্রতিটি মিনিটকেই আমি ঘৃণা করেছি, কিন্তু নিজেকে বলেছি, ‘এখন কষ্ট করো’ সারাজীবন চ্যাম্পিয়ন হয়ে কাটাতে পারবে।”
——মুহাম্মদ আলী ক্লে
৬৭. “ক্ষুধার্ত থাকো এবং স্বপ্নের পেছনে দৌড়াও”
—–জ্যাক মা
৬৮. “নতুন কিছু করাই তরুণের ধর্ম”
—–জর্জ বার্নাড শ
৬৯. “পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা নিজ থেকেই শুরু করো”
——মহাত্মা গান্ধী
৭০. “লক্ষ্য এবং অর্জনের মধ্যকার সেতু হচ্ছে শৃঙ্খলা”
—–জিম রন
৭১. ”যে মানব সন্তান ক্ষুদ্র কমনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে”
—–হুমায়ূন আহমেদ
৭২. “যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না”
——ডেল কার্নেগি
৭৩. “সফলতা উৎযাপন করা ভালো তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে”
—–বিল গেটস
৭৪. “সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি স্মার্ট মানুষের চিন্তায় তারা কখনো ব্যর্থ হবে না এটি ঢুকিয়ে দেয়”
——বিল গেটস
৭৫. “একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা”
——বিল গেটস
৭৬. “আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ”
——-বিল গেটস
৭৭. “চিন্তা করার মানসিকতাকে কখনো নিরুৎসাহিত করো না, কারণ একমাত্র চিন্তার মাধ্যমেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব”
——বারট্রান্ড রাসেল
৭৮. “ভেবে উত্তর দাও নতুবা লজ্জিত হবে”
—–এরিস্টটল
৭৯. “সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে”
——-বায়রন
৮০. “অল্প বয়সী মনটা হিসেবে বড় হতে পারে যদি সে সময় নষ্ট না করে”
——ফ্রান্সিস বেকন
৮১. “সফলতার গল্প পড়ো না কারন তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যার্থতার গল্প পড় তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারনা পাবে”
—–এ. পি. জে. আবুল কালাম
৮২. “তুমি তোমার ভবিষ্যত পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যত পরিবর্তন করবে”
——এ. পি. জে. আবুল কালাম
৮৩. “যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের অর্জন অন্তঃসারশূন্য, উৎসাহহীন সাফল্য চারদিকে তিক্ততার উদ্ভব ঘটায়”
——এ. পি. জে. আবুল কালাম
৮৪. “যারা বাঁচতে চায়, তারা লড়াই করে বাঁচুক। আর যারা লড়তে চায় না, তাদের বাঁচার কোন অধিকার নেই”
—–এডলফ হিটলার
৮৫. “বিজয়ীকে কেউ কখনো জিজ্ঞাসা করেনা সে সত্য বলছে কিনা”
——এডলফ হিটলার
৮৬. “এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে।”
—–অ্যালবার্ট আইনস্টাইন
৮৭. “যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি”
——অ্যালবার্ট আইনস্টাইন
৮৮. “জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে”
——-এ. পি. জে. আবুল কালাম
৮৯. “আমি নিজের কাজ নিজে করতে শিখেছি”
——অ্যালবার্ট আইনস্টাইন
৯০. “কেউ ভুল করে ফেললে, সবার সামনে তাকে তিরস্কার না করে, আলাদাভাবে তাকে বলে শুধরে নেয়ার সুযোগ দিন”
——–অ্যালবার্ট আইনস্টাইন
৯১. “শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি”
——এরিস্টটল
৯২. “আমি চিন্তা করেছি মাসের পর মাস, বছরের পর বছর। আমার চিন্তাগুলো ৯৯ বারই ভুল হয়েছে তবে শততম বারে আমি সফল হয়েছি”
—–অ্যালবার্ট আইনস্টাইন
৯৩. “মানুষ হয়ত সবসময় তোমার মুখের কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার কাজে তারা সবসময়ই বিশ্বাস করবে”
——এডলফ হিটলার
৯৪. “শাস্তির চেয়ে ক্ষমা মহৎ”
——আব্রাহাম লিঙ্কন
৯৫. “মন্দ সাহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো”
——ডেল কার্নেগি
৯৬. “দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা”
——ডেল কার্নেগি
৯৭. “কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?”
——কৃষ্ণচন্দ্র মজুমদার
৯৮. “সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে”
——-ডেমিক্রিটাস
৯৯. “দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই”
——এরিস্টটল
১০০. “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”
—–রবীন্দ্রনাথ ঠাকুর
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১। “প্রণমিয়া পাটনী কহিল জোর হাতে
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”
—– অন্নদামঙ্গল কাব্য (ভারতচন্দ্র রায়গুণাকর)
২। ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’—– ভারতচন্দ্র রায়গুণাকর
৩। ‘অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়’—– মুকুন্দরাম।
৪। ‘এক সে পদ্ম তার চৌষট্টি পাখনা,———চর্যাপদ
৫। ‘সই, কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া।’—– চণ্ডীদাস।
৬। ‘রূপলাগি অখিঁ ঝুরে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।’ ——-চণ্ডীদাস।
৭। ‘বামন চিনি পৈতা প্রমাণ বামনী চিনি কিসে রে।’ —লালন
৮। ‘‘সেই সুমধুর স্তব্ধ দুপুর , পাঠশালা – পলায়ন —
ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন !”
——- (দুই বিঘা ) রবীন্দ্রনাথ ঠাকুর
৮। ‘মেয়ের সম্মান মেয়েদের কাছেই সব চেয়ে কম। তারা জানেও না যে, এইজন্যে মেয়েদের ভাগ্যে ঘরে ঘরে অপমানিত হওয়া এত সহজ।
তারা আপনার আলো আপনি নিবিয়ে বসে আছে। তারপরে কেবলই মরছে ভয়ে,…ভাবনায়,…অযোগ্য লোকের হাতে…খাচ্ছে মার, আর মনে করছে সেইটে নীরবে সহ্য করাতেই স্ত্রীজন্মের সর্বোচ্চ চরিতার্থ।’
……..যোগাযোগ, রবীন্দ্রনাথ ঠাকুর।
৯। ‘বিশ্বপিতা স্ত্রী ও পুরুষের কেবল আকারগত কিঞ্চিত ভেদ সংস্থাপন করিয়াছেন মাত্র। মানসিক শক্তি বিষয়ে ন্যূনাধিক্য স্থাপন করেন নাই। অতএব বালকেরা যেরূপ শিখিতে পারে বালিকারা সেরূপ কেন না পারিবেক।———-মদনমোহন তর্কালঙ্কার
১০। ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সফল অশোভন।’———শেখ ফজলল করিম।
১০।‘কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর; মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।—– শেখ ফজলল করিম
১১।‘যে জন দিবসে মনের হরষে জালায় মোমের বাতি’
——(সদ্ভাব শতক)- কৃষ্ণচন্দ্র মজুমদার
১২।‘সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে মানুষ করনি।’—— রবীন্দ্রনাথ ঠাকুর
১৩। ‘‘আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রন ছবির মতো এই দেশে একবার বেড়িয়ে যান।”—— আবু হেনা মোস্তাফা কামাল।
১৪। “নমোনমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি !
গঙ্গার তীর স্নিগ্ধ সমীর , জীবন জুড়ালে তুমি ।
–(দুই বিঘা ) রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’
—– সত্যেন্দ্রনাথ দত্ত।
১৬। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর’—— জীবনানন্দ দাশ
১৭। ‘‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।”
— সুফিয়া কামাল
১৮। ‘‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।”—– জীবনানন্দ দাশ।
১৯। ‘হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছাসে,”— সুকান্ত ভট্টাচার্য।
২০। ‘মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।’
——অতুল প্রসাদ সেন।
২১। ‘‘বহু দেশ দেখিয়াছি বহু নদ-নলে / কিন্তু এ স্নেহের তৃঞ্চা মিটে কার জলে?”—— মধুসূদন দত্ত।
২২। ‘‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে, (অবোধ আমি) অবহেলা করি, পর ধন লোভে মত্ত করিনু ভ্রমণ”— মধুসূদন দত্ত।
২৩।”তুমি যাবে ভাই? যাবে মোর সাথে,/ আমাদের ছোট গাঁয়?
গাছের ছায়ায় লতায় পাতায়/ উদাসী বনের বায় ?” —- জসীমউদ্দীন
২৪। ‘‘এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় /দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়-/ লোক ভয়, রাজভয়, মৃত্যু ভয় আর/দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার।”——-রবীন্দ্রনাথ ঠাকুর
২৫। “মানুষ মরে গেলে পচে যায় ,বেঁচে থাকলে বদলায়…”
——–রক্তাক্ত প্রান্তর, মুনির চৌধুরী
২৬। “আমারে নিবা মাঝি লগে?”
পদ্মা নদীর মাঝি”,-মানিক বন্দ্যোপাধ্যায়
২৭।”অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে”-বিলাসী (শরৎচন্দ্র চট্টোপাধ্যায় )
২৮। সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি—— মদনমোহন তর্কালঙ্কার
২৯। ‘পাখি সব করে রব রাতি পোহাইল।”- মদনমোহন তর্কালঙ্কার
৩০। সাহিত্য জাতির দর্পন স্বরূপ——প্রমথ চৌধুরী
৩১। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত——প্রমথ চৌধুরী
৩২। শিক্ষার ‘স্ট্যান্ডার্ড’ মানে জ্ঞানের ‘স্ট্যান্ডার্ড’, মিডিয়ামের ‘স্ট্যান্ডার্ড’ নয়।——আবুল মনসুর আহমদ
৩৩। বিদেশি ভাষা শিখিব মাতৃভাষায় শিক্ষিত হইবার পর, আগে নয়।——আবুল মনসুর আহমদ
৩৪। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, – জীবনান্দ দাশ
৩৫। ‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”
—– সৈয়দ এমদাদ আলী।
৩৬। ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”——– জসীম উদদীন।
৩৭। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”—— জসীম উদদীন।
৩৮।‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,”—– সুকান্ত ভট্টাচার্য।
৩৯। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’—— রবীন্দ্রনাথ ঠাকুর।
৪০। ‘চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?”
— কৃষ্ণচন্দ্র মজুমদার।
৪১।”এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেওনা”
………কাজী নজরুল ইসলাম
৪২। ‘তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।’— কাজী নজরুল ইসলাম
৪৩। “প্রহরশেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।”—–রবীন্দ্রনাথ ঠাকুর
৪৪। ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ’
—— যতীন্দ্রমোহন বাগচী
৪৫। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’
—- সুকান্ত ভট্টাচার্য।
৪৭। “রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা রাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে”- সুকান্ত ভট্টাচার্য।”——- সুকান্ত ভট্টাচার্য।
৪৮। ‘‘আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।” —— রজনীকান্ত সেন
৪৯। ‘‘সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়”- রবীন্দ্রনাথ ঠাকুর।
৫০। ‘‘মহাজ্ঞানী মহাজন, যে পথে ক’রে গমন হয়েছেন প্রাতঃস্মরনীয়।”——হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৫১। ‘‘হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছে পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীদের অন্ধকারে মালয় সাগরে”—– জীবনানন্দ দাশ।
৫২। ‘‘সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেন দেন; থাকে শুধু অন্ধকার”—- জীবনানন্দ দাশ।
৫৩। ‘‘আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি”
—— জীবনানন্দ দাশ।
৫৪।‘শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে; কাল রাতে ফাণ্ডুন রাতের চাঁদ মরিবার হলো তার সাধ”—– জীবনানন্দ দাশ।
৫৫। ‘‘সুরঞ্জনা, ঐখানে যেয়ো না তুমি বোলো নাকো কথা ওই যুবকের সাথে,”—– জীবনানন্দ দাশ।
৫৬। ‘‘হে সূর্য! শীতের সূর্য! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি,”—– সুকান্ত ভট্টাচার্য।
৫৭। ‘হে মহা জীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন, কঠোর গদ্য আনো’ —–সুকান্ত ভট্টাচার্য।
৫৯। ‘‘আজি হতে শত বর্ষে পরে কে তুমি পড়িছ, বসি আমার কবিতাটিখানি কৌতূহল ভরে,”—— রবীন্দ্রনাথ ঠাকুর।
৬০। ‘‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে’ – —-কাজী নজরুল ইসলাম
৬১। ‘মহা নগরীতে এল বিবর্ন দিন, তারপর আলকাতরার মত রাত্রী’
—– সমর সেন।
৬২। ‘‘আমি কিংবদন্তীর কথা বলছি, আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি” —-আবু জাফর ওবায়দুল্লাহ।
৬৩। ‘ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোটো এ তরী, আমারি সোনার ধানে গিয়েছে ভরি।’—— রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৪।. ‘জন্মেই কুঁকড়ে গেছি মাতৃজরায়ন থেকে নেমে, সোনালী পিচ্ছিল পেট আমাকে উগড়ে দিলো যেন’—— শহীদ কাদরী।
৬৫। ‘‘জন্মই আমার আজন্ম পাপ, মাতৃজরায়ু থেকে নেমেই জেনেছি আমি”——- দাউদ হায়দার।
৬৬। ‘‘আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।”—— জসীম উদ্দিন।
৬৭।‘‘যে শিশু ভুমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুমঃ সে পেয়েছে ছাড়পত্র এক,”——- সুকান্ত ভট্টাচার্য।
৬৮।এ জগতে , হায় , সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি —
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি ।
–(দুই বিঘা )রবীন্দ্রনাথ ঠাকুর
৬৯। ‘ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবীরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।”——– জসীম উদ্দিন।
৭০। ‘তাল সোনাপুরের তালেব মাস্টার আমি, আজ থেকে আরম্ভ করে চল্লিশ বছর দিবসযামী’ ——-আশরাফ ছিদ্দিকী।
৭১। ‘‘কুহেলী ভেদিয়া জড়তা টুটিয়া এসেছে বসন্তরাজ”
—– সৈয়দ এমদাদ আলী।
৭২।“মানুষের উপর বিশ্বাস হারানো পাপ’ – রবীন্দ্রনাথ ঠাকুর
৭৩।“এতই যদি দ্বিধা তবে জন্মেছিলে কেন?”– নির্মলেন্দু গুণ
৭৪। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
– জীবনান্দ দাশ
৭৫। “ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহো,/ঝিনুক নীরবে সহে যাও,
ভিতরে বিষের থলি/ মুখ বুঝে মুক্তা ফলাও।” —- আবুল হাসান
৭৬।”এইখানে সরোজিনী শুয়ে আছে, জানিনা সে এইখানে শুয়ে আছে কিনা”- জীবনানন্দ দাস
৭৭। অপদার্থ মানুষকে অনুকরণ করে নিজের মনুষ্যত্বকে হীন কর না, শুধু অর্থ ও সম্পদের সামনে তোমার মাথা যেন নত না হয়।
—মোহাম্মদ লুতফর রহমান
৭৮। রাজনীতিবিদদের কামড়াকামড়ির দায় রাজনীতির নয়,বরং বুর্জোয়া কাঠামোর নড়বড়ে গঠনই রাষ্ট্রের বারোটা বাজিয়ে দেয় ।
—–(সংস্কৃতির ভাঙ্গা সেতু)আখতারুজ্জামান ইলিয়াস
৭৯। “বিপ্লব, অবিশ্যি, শান্ত ভাবেও হতে পারে- অনেকখানি সময় লাগিয়ে ছোট-মাঝারি কিস্তিতে; বহু শত বৎসর পরে যোগফলে মহাবিপ্লবের চেহারাটা অনুমান করা যাবে। বড় বিপ্লব দিয়েই শুরু হতে পারে- ততটা শান্ত ভাবে নয়- বেশি মানবীয় শক্তি খরচ করে নয়। যে সভ্যতা দর্শনের আঁধার-খননে আবছা হয়ে ছিল এতকাল, তাকে যুক্তির পথে চালিয়ে নিয়ে ক্রমেই আলোকিত করে তুলবার জন্যে- পৃথিবীর সকলেরই নিঃশ্রেয়সের জন্যে এই বিপ্লব। অনেকেই এই রকম কথা বলছে। কিন্তু বিপ্লব আসেনি এখনও।—– জীবনানন্দ দাশ।
৮০। “বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিন”- সুকান্ত ভট্টাচার্য
৮১। বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।——কাজী নজরুল ইসলাম
৮২।‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে’— রঙ্গলাল মুখোপাধ্যায়।
৮৩। যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জয় করে ভোগ করা তাহাকেই সাজে। ——রবীন্দ্রনাথ ঠাকুর
৮৪।‘‘এখন যৌবন যার মিছিলে যাবার সময় তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।”—– হেলাল হাফিজ।
৮৫। “মুক্ত করো ভয়/ আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়।/ সংকোচের বিহ্বলতা নিজের অপমান/সংকোচের কল্পনাতে হয়ো না ম্রিয়মাণ/দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো/নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।”——-রবীন্দ্রনাথ ঠাকুর
৮৬।”তরবারি গ্রহণ করতে হয় উচ্চশিরে উদ্ধত হস্ত তুলে,
মালা গ্রহণ করতে হয় উচ্চশির অবনমিত করে,
উদ্ধত হস্ত যুক্ত করে ললাট ঠেকিয়ে।”—কাজী নজরুল ইসলাম
৮৭। ‘রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা’
—- কাজী নজরুল ইসলাম
৮৮। ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’—- রবীন্দ্রনাথ ঠাকুর
৮৯। ‘অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশ ভূমি।’ ——সুকান্ত ভট্টাচার্য।
৯০। ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা’—- নির্মলেন্দু গুন।
৯১। ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’
—মাহবুব উল আলম চৌধুরী
৯২।‘‘জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই।” হতমানে অপমানে নয়, সুখ সম্মানে। ———সিকান্দার আবু জাফর।
৯৩। ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’
—- শামসুর রাহমান।
৯৪।‘স্মৃতির মিনার ভেঙ্গেছে তোমার? ভয়কি কি বন্ধু, আমরা এখনো’ —–আলাউদ্দিন আল আজাদ।
৯৫। ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপালে ভাঙলো, সিথির সিদুঁর মুছে গেল হরিদাসীর”——- শামসুর রাহমান।
৯৬।‘‘আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,”——- রুদ্র মোঃ শহীদুল্লাহ।
৯৭। “পৃথিবীর সবকটা সাদা কবুতর/ ইহুদী মেয়েরা রেঁধে পাঠিয়েছে/
মার্কিন জাহাজে”—- আল মাহমুদ
৯৮। সত্যি যেদিন পাখিকে খাঁচা থেকে ছেড়ে দিতে পারি/সেদিন বুঝতে পারি পাখিই আমাকে ছেড়ে দিলে।/যাকে আমি খাঁচায় বাঁধি সে আমাকে
আমার ইচ্ছেতে বাঁধে, সেই ইচ্ছের বাঁধন যে শিকলের বাঁধনের চেয়েও শক্ত। ……ঘরে বাইরে, রবীন্দ্রনাথ ঠাকুর
৯৯। “মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন দিনের স্রোতে,
এসে হেসেই বলে যাই যাই যাই।
—–মাধবী ফুল গাছ সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর
১০০। যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।
————–রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। ……যেন হাঁক দিয়ে আসে/অপূর্ণের সংকীর্ণ খাদে/পূর্ণ স্রোতের ডাকাতি……/অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে/কালবৈশাখীর-ঘূর্ণি-মার-খাওয়া অরণ্যের বকুনি।——–রবীন্দ্রনাথ ঠাকুর
১০২।’কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি’
—————রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। ‘‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে।”——কামিনী রায়।
১০৪। মনে যখন একটা প্রবল আনন্দ
একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন
মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন
হঠাৎ আত্নবিসর্জনের
ইচ্ছা বলবতী হইয়া ওঠে।
-রবীন্দ্রনাথ ঠাকুর (মধ্যবর্তিনী)।
১০৫। সংসারের কোন কাজেই
যে হতভাগ্যের বুদ্ধি খেলে না,
সে নিশ্চয়ই ভাল বই লিখিবে।
-রবীন্দ্রনাথ ঠাকুর(সম্পাদক)।
১০৬। যে ছেলে চাবামাত্রই পায়,
চাবার পুর্বেই যার অভাব মোচন
হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা।
ইচ্ছা দমন করতে না শিখে কেউ
কোনকালে সুখী হতে পারেনা।
– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।
১০৭। সামনে একটা পাথর পড়লে যে লোক
ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ
সংক্ষেপ করতে চায়-বিলম্ব তারই
অদৃষ্টে আছে।
– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।
১০৮। বিধাতা আমাদের
বুদ্ধি দেননি কিন্তু স্ত্রী দিয়েছেন, আর
তোমাদের বুদ্ধি দিয়েছেন;
তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ
স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পন
করেছেন।- আমাদেরই জিত।
– রবীন্দ্রনাথ ঠাকুর (কর্মফল)।
১০৯।
বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়,
তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায়
না।
-রবীন্দ্রনাথ ঠাকুর(শেষের কবিতা)।
১১০। লোকে ভুলে যায়
দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন
ওকে নতুন করে সৃষ্টি করা চাই।
– রবীন্দ্রনাথ ঠাকুর(শেষের কবিতা)।
১১১।পূর্ণ প্রাণে যাবার যাহা
রিক্ত হাতে চাসনে তারে,
সিক্ত চোখে যাসনে দ্বারে।
– রবীন্দ্রনাথ ঠাকুর (শেষের কবিতা)।
১১২। সোহাগের সঙ্গে রাগ
না মিশিলে ভালবাসার স্বাদ থাকে না। তরকারীতে লঙ্কামরিচের মত।
-রবীন্দ্রনাথ ঠাকুর (চোখের বালি)।
[ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
সবার আগে সাজেশন আপডেট পেতে Follower ক্লিক করুন
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
ইংরেজি
বাংলা
বাংলা ব্যাকরণ
গণিত
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উত্তর-২৩ মার্চ, ১৯৭২,বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উত্তর- ১২ অক্টোবর, ১৯৭২,গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উত্তর-০৪ নভেম্বর,১৯৭২,কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উত্তর-১৬ ডিসেম্বর, ১৯৭২
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান