বিগত ৩০ বছরের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বিষয় চাকরির প্রশ্ন সমাধান PDF,বিগত ১ বছরের সকল চাকরির পরীক্ষার আসা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রশ্ন সমাধান

বিগত ৩০ বছরের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বিষয় চাকরির প্রশ্ন সমাধান PDF,বিগত ১ বছরের সকল চাকরির পরীক্ষার আসা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রশ্ন সমাধান

01. A patriot is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country. They are the best friends of the people.

বঙ্গানুবাদ: যিনি নিজের দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন এবং দেশের জন্য যুদ্ধ করতে ও জীবন দিতে চান। তিনিই দেশপ্রেমিক। প্রত্যেক সৈনিক তার কর্তব্য সম্পাদনে বাধ্য কিন্তু শ্ৰেষ্ঠ সৈনিকরা এর চেয়ে বেশি কিছু করে থাকেন। দেশকে ভালোবাসেন বলেই তারা জীবনের ঝুঁকি নেন। তারা। জনগণের সর্বোত্তম বন্ধু।

02. A newspaper is a storehouse of knowledge. We can know the condition, manners, and customs of other countries of the world from newspapers. It is in fact the summary of all current history. It supplies information to all classes of people. The businessman finds the condition of the world market regarding his goods.

সংবাদপত্র জ্ঞানভাণ্ডারস্বরূপ। সংবাদপত্রের মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থা, আচার-আচরণ ও প্রথা সম্পর্কে জানতে পারি। প্রকৃতপক্ষে এটি হলো চলতি ঘটনার একটি সারসংক্ষেপ। সর্বশ্রেণির লোকের কাছে এটি তথ্য সরবরাহ করে থাকে। ব্যবসায়ী তার পণ্য সম্পর্কে বিশ্ববাজারের অবস্থা জেনে নেন এটির মাধ্যমেই।

03.  A man’s sight is the greatest treasure. There is no greater misfortune in life than blindness. A blind person cannot see the beauty of nature. He cannot discover the treasure of human thought lying in books. He cannot write to express his thought.

বঙ্গানুবাদ: মানুষের দৃষ্টিশক্তি সবচেয়ে বড় সম্পদ। আপতন চেয়ে বড় দুর্ভাগ্য জীবনে আর কিছু নেই। একজন জন প্রকৃতির সৌন্দর্য দেখতে পান না। গ্রন্থের মধ্যে নিতি চিন্তার সম্পদ তিনি উদঘাটন করতে পারেন না। তিনি তা ভাবকে লেখার মাধ্যমে প্রকাশ করতে পারেন না।

04.  A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake.  He also makes them confident and proves them clever.  Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.

একজন সুশিক্ষক যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ র মধ্যে অন্যতম। বাংলাদেশে সুশিক্ষকের প্রয়োজন রয়েছে। একজন সুশিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলেন। তিনি শিক্ষার্থীদের সক্রিয় রাখেন। তিনি তাদেরকে আত্মবিশ্বাসী এবং ছাত্র: চালাক-চতুর করে গড়ে তোলেন। প্রত্যেকের মাঝেই মূল্যবান কিছু। থাকে। একজন সুশিক্ষক প্রত্যেক ছাত্রের মধ্যকার সুপ্ত সম্পদকে উদ্ঘাটন করেন।

৪০০+ ইংরেজি থেকে বাংলা অনুবাদ পিডিএফ

05.A truly active man always finds time for everything. He is never in a hurry and never sits idle. Such a man never spends a single moment for nothing. He never leaves a letter unanswered. He does not set his hand to many things at a time but when he once undertakes a task he does not rest till it is well finished.

বঙ্গানুবাদ: একজন সত্যিকারের কর্মঠ ব্যক্তি সবকিছু করার জন্য। সময় বের করে নেন। তিনি কখনো তাড়াহুড়ো করেন না আবার। হাত গুটিয়ে বসেও থাকেন না। এমন লোক একটি মুহূর্তও অপচয়। করেন না। তিনি কোনো কাজ ফেলে রাখেন না। তিনি একই সাথে অনেক কাজ হাতে নেন কিন্তু যেটি নেন তা যথাযথভাবে শেষ করেন।

06. A student is a learner. He must mind his studies first. He should go through his homework and attend school regularly. A good student needs to know a lot even outside his prescribed textbooks. He loves knowledge for the sake of knowledge. He loves his teachers as he loves his parents.

বঙ্গানুবাদ: একজন ছাত্রই শিক্ষার্থী। প্রথমত তাকে পড়াশুনায় মনোযোগ দিতে হবে। তাকে বাড়ির কাজ করতে হবে এবং নিয়মিত স্কুলে যেতে হবে। একজন ভালো ছাত্রের জন্য তার আলাপ পাঠ্যবই ছাড়াও অনেক কিছু জানার প্রয়োজন হয়। সে জ্ঞান লাভের জন্যই জ্ঞানকে পছন্দ করে। সে মা-বাবাকে যেমন ভালোবাসে তেমনি তার শিক্ষকদেরও ভালোবাসে।

07. Bangladesh is now a free country. She suffered much ng the last twenty-five years. But for her, the day of suffering is over. She is going to enter into an age of great prosperity. The golden land of Bangladesh will again be flowing with milk and honey.

বাংলাদেশ এখন একটি স্বাধীন দেশ। গত পঁচিশ বছরে অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু এখন তার কষ্ঠের দিন শেষ হয়েছে। সে এখন সমদ্ধির দুয়ারে পদার্পণ করতে যাচ্ছে। বাংলাদেশের স্বর্ণভূমি আবারো সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।

09. The Bengali language has a glorious tradition. In this country, students and people laid down their lives to keep the honor of our language. Those martyrs are the pride of our nation and history.

বঙ্গানুবাদ: বাংলা ভাষার রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এদেশে ছাত্র-জনতা আমাদের ভাষার মান রাখতে জীবন দিয়েছে। সেই শহিদেরা আমাদের ইতিহাস ও জাতির গর্ব।

10. Bangladesh declared independence on 26 March 1971. It became free from Pakistan on 16 December 1971 after the great liberation war. It is a democratic country with many kinds of people. Bangladesh is also a beautiful country with many resources. It has a rich deposit of oil, gas, and coal. It can utilize these resources and become prosperous.

বঙ্গানুবাদ: ১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে। এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তান হতে মুক্ত হয়। এটি বিভিন্ন ধরনের লোকের সংমিশ্রণে গঠিত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এছাড়াও বাংলাদেশ প্রচুর সম্পদে সমৃদ্ধ একটি সুন্দর দেশ। এর তেল, গ্যাস ও কয়লার বিশাল মজুদ রয়েছে। এসব সম্পদের সদ্ব্যবহার করতে পারলে আমাদের দেশ হবে সমৃদ্ধ।

11. Bangladesh is the land of our birth. The blue sky and the fresh air of this land are very dear to us. It is our duty to build up our dear Bangladesh. It is our sacred duty. If we do our respective duties, then only our country will make progress.

বঙ্গানুবাদ: বাংলাদেশ আমাদের জন্মভূমি। এদেশের নীল আকাশ আর নির্মল বাতাস আমাদের কাছে খুবই প্রিয়। আমাদের প্রিয়। বাংলাদেশকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এটা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করলে তবেই আমাদের দেশ উন্নত হবে।

12. Books are man’s best companion in life. You must have very good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and do you much harm. But books are always ready to be by your side. Some books may make you laugh. Some others may give you much pleasure.

বই মানুষের জীবনে সর্বোক্তৃষ্ট সঙ্গী। তোমার অবশ্যই অনেক ভালো বন্ধু আছে কিন্তু তোমার প্রয়োজনের সময় তুমি তাদেরকে পাবে না। তারা তোমার সাথে ভদ্রভাবে কথা নাও বলতে পারে । দু’একজন মেকি প্রমাণিত হতে পারে এবং তোমার অনেক ক্ষতিও করতে পারে। কিন্তু বই সর্বদাই তোমার পাশে থাকার জন্য প্রস্তুত। কিছু বই তোমাকে হাসাতে পারে। অন্য কিছু বই তোমাকে আনন্দ দিতে পারে।

13. Books introduce us to the best society; they bring us into the presence of the greatest minds that have ever lived. We hear what they said and did. We see them as if they are really alive. We are participators in their thoughts, we sympathize with them, grieve with them and we feel as if we were major actors in the scenes which they describe. The great and the good do not die even in this world. Emblemed in books, the spirits walk about the book as living voices.

বই আমাদের উৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়; পৌছে দেয় চিরঞ্জীব মহান হৃদয়ের অধিকারীদের কাছে। আমরা শুনি যা তারা বলেছেন এবং করেছেন। মনে হয় প্রকৃত অর্থেই আমরা তাদের জীবিত দেখি। আমরা তাদের চিন্তার অংশীদার, আমরা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করি। তাদের সাথে শোকাহত হই এবং অনুভব করি যেন যে দৃশ্য তারা বর্ণনা করেছেন আমরা তার প্রধান অভিনেতা। মহান ও বিখ্যাত ব্যক্তিরা কখনো মৃত্যুবরণ করেন না। বইয়ের প্রতীকে বইয়ে যে বার্তা ঘুরে বেড়ায় তাই জীবন্ত কণ্ঠস্বর।

14. Bangladesh is an independent state. It is mainly an agricultural country.  She depends on her agriculture for her existence. The peasants who produce valuable raw materials for the country live in villages. The prosperity of the villages means the prosperity of the cultivators. A prosperous peasantry brings prosperity to the country  as a whole.

বঙ্গানুবাদ: বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট। এটি মূলত একটি কৃষিপ্রধান দেশ। অস্তিত্ব টিকিয়ে রাখতে এটি কৃষির উপরই নির্ভর করে। দেশের জন্য মুল্যবান কাঁচামাল উৎপাদনকারী কৃষকেরা গ্রামে বসবাস করে। কৃষকের সমদ্ধি মানেই গ্রামের সমৃদ্ধি। সমৃঙ্খলা কৃষক সম্প্রদায় সামগ্রিকভাবে দেশের সমৃদ্ধি বয়ে আনে।

15. Bangladesh has its own National flag. It stands for our Sovereignty and is the symbol of our national pride and prestige. It is the symbol of our national hopes and id All Bangladeshis are honored by the National Flag. It is also honored by people of all other countries of the world as we do their National Flag.

বঙ্গানুবাদ: বাংলাদেশের নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। এটি আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় গৌরব ও সম্মানের প্রতীক। এটি আমাদের জাতীয় আশা ও আদর্শের প্রতীক। সকল বাংলাদেশি। জাতীয় পতাকাকে সম্মান করে। পৃথিবীর অন্য সকল দেশের। লোকজন কর্তৃকও এটিকে সম্মান প্রদর্শন করে যেমন করে আমরা। তাদের জাতীয় পতাকাকে সম্মান করি।’

16. Books are always to be by your side. Some books may make you laugh. Some others may give you much pleasure and others again give you Knowledge and new ideas.

বঙ্গানুবাদ বই সবসময়ই তোমার পাশে থাকে। কিছু বই হাসির খোরাক জোগায়। আবার কিছু বই অনাবিল আনন্দ দেয়, কিছু বই। জ্ঞান এবং নতুন নতুন ধারণা দিয়ে থাকে।

17. Can you say why Bangladesh came out victorious in this war? There are two Reasons. First, the people of Bangladesh believed that they fought for freedom of the nation. They fought in the name of the freedom of our homeland Bangladesh. The Pakistanis were defeated because they wanted to take the country of others. Second, we had a very great leader.

বঙ্গানুবাদ: বলতে পার কেন বাংলাদেশ এই যুদ্ধে বিজয়ী হয়েছিল? এর দুটি কারণ আছে। প্রথমত, বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল যে, তারা জাতির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তারা আমাদের মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার নামে যুদ্ধ করেছিল। পাকিস্তানিরা পরাজিত হয়েছিল কারণ তারা অন্যের দেশ দখল করতে চেয়েছিল। দ্বিতীয়ত, আমাদের একজন মহান নেতা ছিল।

18. Computer is one of the greatest inventions of modern science. At present, it has become a part and parcel of modern life. the computer can perform the tasks of thousands of men in a very short time. There are such computers able to solve lacs of problems within a few seconds. It can run a business, play chess or even compose music. It has brought revolutionary changes in our life.

বঙ্গানুবাদ: আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার কম্পিউটার। বর্তমানে এটা আমাদের আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কম্পিউটার খুব স্বল্প সময়ে হাজার হাজার মানুষের কাজ সম্পন্ন করতে পারে। এমন কম্পিউটার আছে যা কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ সমস্যা সমাধানে সক্ষম। কম্পিউটার ব্যবসা পরিচালনা করতে পারে, দাবা খেলতে পারে। এমন কি গান রচনা করতে পারে। এটা আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

19. Dishonest men are never trusted. They adopt dishonesty to achieve success. They cannot hide their dishonesty for long. It is exposed sooner or later. They deceive others once or twice. But if they are once known to be dishonest they are never more trusted.

বঙ্গানুবাদ: অসৎ ব্যক্তি কখনও বিশ্বস্ত হয় না। তারা সফল করতে অসততার আশ্রয় নেয়। তারা চিরতরে অসতর পারে না। আগে পরে এটা প্রকাশ পায়ই। তারা অন্যদের, একবার দুবার প্রতারিত করে। কিন্তু তারা যদি একবার অসৎ টি পরিচিত হয় তাহলে আর কখনোই বিশ্বাসী হবে না।

20. Education is the backbone of a nation. No progress is possible without education. Ignorance is like dark So the light of education is necessary for so Everybody will appreciate this truth. Students both boys and girls must be conscious of responsibility. Otherwise, the nation will not see the light of hope.

বঙ্গানুবাদ: শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। অজ্ঞতা অন্ধকারতুল্য। সমাজের জন্য তাই শিক্ষার আলো দরকার। প্রত্যেককে এই সত্য উপলব্ধি করতে হবে। ছাত্রছাত্রী উভয়কেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। তা না হলে জাতি আশার আলো দেখতে সমর্থ হবে না ।

21. Education is important in our personal, Social, and national life for several reasons. Firstly, no nation can progress without education, Education is said to be the backbone of a nation. So a nation becomes paralyzed without education. Today we find that the nation which is more educated is more developed. If the people of a nation are educated, they remain conscious of their responsibilities towards the people and nation and can perform their duties accordingly. Secondly, education is very much essential for the person and makes him worthy to meet challenges. It broadens our outlook and teaches us patience and universal brotherhood. Thirdly, education is also essential for our family life.

বঙ্গানুবাদ: বেশকিছু কারণে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে শিক্ষা গুরুত্বপূর্ণ। প্রথমত, শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতি করতে পারে না। শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। তাই শিক্ষা ছাড়া জাতি অচল হয়ে পড়ে। বর্তমানে আমরা দেখি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। একটি জাতির জনগণ যদি শিক্ষিত হয় তবে তারা দেশের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে । দ্বিতীয়ত, ব্যক্তির বাধাকে অতিক্রম করার জন্য যোগ্য হয়ে উঠতে শিক্ষা খুবই প্রয়োজন। ইহা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং আমাদের ধৈর্য ও বিশ্বভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তৃতীয়ত, পারিবারিক জীবনের জন্যও শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।

22. Education is not only limited to schools, colleges, and universities. We have learned a lot from family, society, and the whole world. Which we learn from our real experience of life is no less important than that we learn traditionally from schools and the colleges. Therefore, it can be said that education is a lifelong process. This education begins from our birth and ends with our death.

বঙ্গানুবাদ: শিক্ষা কেবল স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই । সীমাবদ্ধ নয়। পরিবার, সমাজ এবং বিশ্বের কাছ থেকে আমরা। অনেক কিছু শিখছি। জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা পেয়ে থাকি, প্রথাগতভাবে স্কুল ও কলেজের শিক্ষা থেকে তা কম গুরুত্বপূর্ণ নয়। তাই বলা যায়, শিক্ষা জীবনব্যাপী একা? ধারাবাহিক প্রক্রিয়া মাত্র। এই শিক্ষা আমাদের জন্মলগ্ন থেকে আরম্ভ হয় এবং তার পরিসমাপ্তি ঘটে মৃত্যুতে। ‘

23.

Family is the first school where the child learns these lessons, the first lessons are very essential for developing his mind. He sees, hears, and begins to learn in his family! Family builds his character. In a good family, honest and healthy men are made.

বঙ্গানুবাদ: পরিবার হচ্ছে শিশুর প্রথম পাঠশালা যেখানে সে তার পাঠ শেখে। তার মানসিক উন্নয়নে এই প্রথম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেখে, শোনে এবং এভাবেই পরিবারে শিখতে আরম্ভ করে। পরিবার তার চরিত্র গঠন করে। একটি আদর্শ পরিবারেই সৎ ও স্বাস্থ্যবান মানুষ গড়ে ওঠে।

24. Globalization has become a buzzword in the new era of international relations. Basically, it is a process of expanding trade and commerce all over the world by creating a borderless market. But it has had a far-reaching effect on many aspects of life. With the development of hi-tech communication media and rapid transportation facilities, the world has come closer.

৪০০+ ইংরেজি থেকে বাংলা অনুবাদ পিডিএফ

আর্ন্তজাতিক সম্পর্কের নবযুগে বিশ্বায়ন একটি গুঞ্জন ধ্বনিতে পরিণত হয়েছে। মূলত, এটা হচ্ছে সীমান্তবিহীন বাজার মাধ্যমে পৃথিবীব্যাপী ব্যবসায়-বাণিজ্য সম্প্রসারণের একটি করা কি জীবনের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর একটি বগলার প্রভাব রয়েছে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন যোগাযোগ মাধ্যম এ দত পরিবহন সুবিধার উন্নয়নের মাধ্যমে পৃথিবী অত্যন্ত নিকট সান্নিধ্যে চলে এসেছে।

25. Good books are a storehouse of knowledge and wisdom. one who has the key can enter these storehouses and hold himself. What is the key? Simply the ability to read. He who can read can store his mind with the great thoughts of the great thinkers of the world. The man who never opens a book has an empty mind.

ভালো বই জ্ঞান ও বিচক্ষণতার ভাণ্ডার। যে কেউ, যার চাবি আছে, সে এসব ভাণ্ডারে প্রবেশ করতে পারে এবং নিজেকে সাহায্য করতে পারে। চাবিটি কী? সহজ কথায় পড়ার যোগ্যতা। যে পড়তে পারে সে-ই বিশ্বের মহান চিন্তাবিদগণের মহৎ চিন্তার দ্বারা তার মনকে পরিপূর্ণ করতে পারে। যে ব্যক্তি কখনো বই খোলেনি তার মন অন্তঃসারশূন্য।

26. Honesty is a great virtue. If you do not deceive others, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealing with others, you are an honest man. Honesty is the best policy. An honest man is respected by all. No one can prosper in life if he is not honest.

বঙ্গানুবাদ: সততা একটি মহৎ গুণ। যদি তুমি কাউকে প্রতারিত না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি অন্যদের সাথে পুরোপুরি সঠিক ও সুন্দর ব্যবহার করো, তাহলে তুমি একজন সৎ মানুষ। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। একজন সৎ মানুষ সকলের দ্বারা সম্মানিত হয়। কেউ জীবনে উন্নতি করতে পারে না, যদি সে সৎ না হয়।

27. Industry is the root of development. It is not possible to achieve anything great without hard work. Our Bangladesh is a poor country, but we take pride in “calling it golden Bengal. Hard work is necessary to make it into golden Bengal truly. The people of the developed countries are very hard working. On the contrary, many of us are lazy and averse to hard work.

বঙ্গানুবাদ: পরিশ্রম উন্নতির মূল। বিনা পরিশ্রমে কোনো মহৎ কাজ সাধন করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশ একটি দরিদ্র দেশ কিন্তু আমরা একে সোনার বাংলা বলে গর্ব করি। সত্যিকার সোনার বাংলা গড়ে তুলতে কঠোর পরিশ্রম প্রয়োজন। উন্নত দেশের আবাসীরা অত্যন্ত পরিশ্রমী। পক্ষান্তরে, আমরা অনেকেই অলস ও কর্মবিমুখ।

28. Health is wealth. The sound condition of the body means health. Good health is a guarantee of happiness. A healthy poor man is happier than a sick wealthy man. A healthy man is an asset to his family. A sick man, on the other hand, is a liability to all.

স্বাস্থ্যই সম্পদ। শারীরিক সুস্থতার নামই স্বাস্থ্য। | স্বাস্থ্য হয় সুখের নিশ্চয়তা। একজন স্বাস্থ্যবান দরিদ্র ব্যক্তি রুগ্ন ধনী ব্যক্তি অপেক্ষা অধিকতর সুখী। একজন স্বাস্থ্যবান মানুষ তার পরিবারের সম্পদ। পক্ষান্তরে, রুগ্ন ব্যক্তি সকলের কাছে বোঝাস্বরূপ।

29. Home is the first school where the child learns his first lessons. The first lessons are very important for the development of his mind. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home honest and healthy men are made.

বঙ্গানুবাদ: গৃহ শিশুর প্রথম পাঠশালা যেখানে সে তার প্রথম পাঠ শেখে। তার মানসিক উন্নয়নে এই প্রথম পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেখে, শোনে এবং এভাবেই গৃহে শিখতে আরম্ভ করে। গৃহ হচ্ছে সেই জায়গা যা তার চরিত্র গঠন করে। একটি আদর্শ গৃহই। সৎ ও স্বাস্থ্যবান মানুষ তৈরি করে।

30.  Honesty is the best policy. The value of honesty is very, great. It wins love, respect and fearlessness. Honesty is a noble virtue. It is the secret of success in every sphere of life.

বঙ্গানুবাদ: সততা সর্বোকৃষ্ট পন্থা । সততার মূল্য অনেক বেশি। এটা ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভীকতাকে জয় করতে পারে। সততা। একটি মহৎ গুণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের গোপন রহস্য হচ্ছে সততা ।

31. It is to books that I owe everything that is good to me. Even In my youth, I realized that art is more generous than people are. I am a book-lover, and each one of them seems a miracle to me and the author the magician, I am unable to speak of books without using the deepest emotion and joyous enthusiasm. That may seem ridiculous but it is the truth.

বঙ্গানুবাদ: আমার ভিতরে যা কিছু ভালো আছে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। এমনকি আমি আমার তরুণ বয়সে অনুধাবন করেছি যে, মানুষের চেয়ে শিল্প বেশি উদার। আমি একজন বইপ্রেমী, লেখক এবং জাদুকরের মধ্যে প্রত্যেককেই আমার কাছে অলৌকিক মনে হয়েছে। আমি গভীর আবেগ ও আনন্দময় উৎসাহ ব্যতীত কোনো বই সম্পর্কে বলতে পারি না । হাস্যকর মনে হলেও এটাই সত্য।

32.  Here is my mother. There is none else like my mother. How affectionate she is to me! She always takes care of me. If I fall ill, my mother grows very anxious.

বঙ্গানুবাদ: এই আমার মা। আমার মায়ের মতো আর কেউ নেই। আমার প্রতি তিনি কত না স্নেহশীল ! তিনি সর্বদা আমার যত্ন নেন। আমি অসুস্থ হলে মা বড়ই চিন্তিত হন।

33. In this life there are no gains without pain. Life indeed, would be dull if there were no difficulties. Games lose their rest, if there is no struggle and if the result is a forgone conclusion. Both winner and loser enjoy a game most if it is closely contested to the last.

বঙ্গানুবাদ: কষ্ট ছাড়া এ জীবনে কিছুই অর্জিত হয় না। বাধা-বিঘ্ন থাকলে প্রকৃতপক্ষে জীবন একঘেয়ে হয়ে পড়ত। খেলায় যদি প্রতিযোগিতা না থাকে আর তার ফলাফল পূর্বনির্ধারিত হয় তবে সে খেলা তার মজা হারিয়ে ফেলে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলে বিজয়ী এবং বিজিত উভয় দলই দারুণভাবে খেলা উপভোগ করে।

34.  It is very difficult to be great. Some qualities are required to become great. Honesty and Courage are two of them. People of former times possessed these qualities. Now these qualities are very rare.

বঙ্গানুবাদ: মহৎ হওয়া খুব কষ্টকর। মহৎ হতে হলে কিছু ভালো গুণ অর্জন করতে হয়। সততা আর সাহসিকতা এদের দুটি। অতীতে মানুষ এ সকল গুণের অধিকারী ছিল। এখন এসব গুণ। খুবই দুর্লভ।

35.Illiteracy is a great problem in our country. No development efforts can succeed unless illiteracy is eradicated. Eradication of illiteracy in a country like Bangladesh with so a vast population is undoubtedly a gigantic task. No individual community, organization, not even the government is capable of solving this huge problem single-handed. It is the social responsibility of all literate people to make some concerted efforts to remove illiteracy from the country.

বঙ্গানুবাদ: নিরক্ষরতা আমাদের দেশের একটি বড় সমস্যা। নিরক্ষরতা দূরীভূত না হলে কোনো উন্নয়ন প্রচেষ্টাই সফল হতে। পারে না। বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে নিরক্ষরতা দুরীকরণ নিঃসন্দেহে একটি বৃহৎ ব্যাপার। কোনো একক সম্প্রদায়, সংস্থা এমনকি সরকারের পক্ষে একাকী এ বিরাট সমস্যার সমাধান করা সম্ভব নয়। সকল শিক্ষিত লোকের সামাজিক দায়িত্ব হলো দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে সম্মিলিতভাবে কাজ করা।

36.In the modern world, women have proved that they can go ahead with men shoulder to shoulder. It is not that their only duty is to serve as a mother and wives. They have many things to do there remain many ways open for them. They can work in offices, schools, colleges, and universities. They have formed a great asset to the nation.

বঙ্গানুবাদ: আধুনিক বিশ্বে নারীরা প্রমাণ করেছে যে তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারে। মা এবং স্ত্রী হিসেবে সেবা করাই তাদের একমাত্র দায়িত্ব নয়। তাদের অনেক কিছু করার আছে। কাজ করার অনেক ক্ষেত্র তাদের সামনে উন্মোচিত হয়েছে। তারা এখন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়েও। কাজ করে। তারা জাতির জন্য মূল্যবান সম্পদ তৈরি করেছে।

 37.It may be surprising but true that export of leather and leather goods rank second in our export list. But it is about three and a half percent of our total export of nearly USD 40 billion; the bulk of that being garments. Admittedly the leather sector has made slow but gradual and steady progress in the last decade fetching USD 1.5 billion foreign exchange now, keeping up our effort to diversify our export and reduce reliance on one sector solely.

বঙ্গানুবাদঃ আশ্চর্যজনক হলেও সত্য যে, রফতানি তালিকায়। চামড়া এবং চামড়াজাত দ্রব্য দ্বিতীয় অবস্থানে রয়েছে। এটা মূল রফতানির সাড়ে তিন শতাংশ; প্রায় ৪০ বিলিয়ন ইউএসডি যেটি কি না বৃহত্তর গার্মেন্টসশিল্পের অবদান। চামড়াশিল্প খুব ধীরে ধীরে উন্নতি করছে। কিন্তু ধারাবাহিকভাবে এবং অবিচলভাবে তা বজায় রাখছে। গত দশকে এটি ১.৫ বিলিয়ন ইউএসডি বৈদেশিক মুদ্রা আনয়ন করেছে। এই শিল্পটি বৈচিত্র্যতার ক্ষেত্রে নিজের প্রচেষ্টা বজায় রেখেছে এবং নির্দিষ্ট একটি সেক্টরের ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে।

38.Knowledge is vaster than an Ocean. The more we gather knowledge, the more our thirst for it increases. So any kind of restriction on the pursuit of knowledge is not at all desirable. Everybody has the right to walk freely in the Ocean of knowledge.

বঙ্গানুবাদ: জ্ঞান মহাসাগরের চেয়েও বিশালতর। আমরা যতই জ্ঞান আহরণ করি, এর প্রতি আমাদের তৃষ্ণা ততই বেড়ে যায়। তাই জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনোরকম বাধ্যবাধকতা থাকা মোটেও বাঞ্ছনীয় নয়। জ্ঞানসমুদ্রে মুক্তভাবে বিচরণের অধিকার প্রত্যেকেরই রয়েছে।

39. Last year the students started a co-operative shop in their school. The shop was profitable. The student took turns working in this shop. All the year they learned how to work! together. In this way, they made a good profit. They made a plan to make a garden in the schoolyard. They called a meeting and discussed many points about gardening. They have decided to work in the garden every day.

বঙ্গানুবাদ: গত বছর শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে একটি সয় দোকান চালু করেছিল। দোকানটি ছিল লাভজনক। শিক্ষা পর্যায়ক্রমে দোকানটিতে কাজ করেছে। পুরো বছর ধরে। শিখেছে কীভাবে একত্রে কাজ করতে হয়। এভাবে তারা ভালো মুনাফা অর্জন করে। তারা স্কুল প্রাঙ্গনে একটি বাগান পরিকল্পনা করেছে। তারা একটি সভা ডেকে বাগান করার মা, দিক নিয়ে আলোচনা করেছে। প্রতিদিন বাগানে কাজ করা সিদ্ধান্ত নিয়েছে তারা।

40. Patriotism is a very noble virtue. Its means love for one’s country. A person who loves his/her country more than anything else is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the well being and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure and even his life for the sake of his/her country. To a true patriot mother and the motherland are the same.

বঙ্গানুবাদ : দেশপ্রেম একটি খুব মহৎ পুণ্য। এর অর্থ কারও দেশের প্রতি ভালবাসা। যে ব্যক্তি তার দেশকে অন্য যে কোন কিছুর চেয়ে বেশি ভালবাসে তাকে দেশপ্রেমিক বলা হয়। দেশপ্রেম একজন মানুষকে দেশের মঙ্গল ও উন্নতির জন্য ন্যায়বিচার ও ন্যায্য সবকিছু করতে অনুপ্রাণিত করে। এটি সেই অমূল্য গুণ যা একজন ব্যক্তিকে তার নিজের দেশের স্বার্থে নিজের স্বার্থ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং এমনকি নিজের জীবন উৎসর্গ করতে প্ররোচিত করে। একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে মা এবং মাতৃভূমি একই রকম।

41. Man cannot live alone. So he likes to keep company. He cannot do without the help of others even for a day. For this reason men have been living together for many days. This is called social life.

বঙ্গানুবাদ : মানুষ একা থাকতে পারে না। সুতরাং সে সঙ্গ রাখতে পছন্দ করেন। সে এক দিনের জন্যও অন্যের সাহায্য ছাড়া করতে পারেন না। এই কারণে মানুষেরা বহু দিন ধরে একসাথে বসবাস করছেন। একে বলা হয় সামাজিক জীবন।

42. A good teacher is one of the most important people in any country. Bangladesh needs good teachers. A good teacher makes lessons interesting. He keeps pupils and students awake. He also makes them confident and proves them clever. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside each student.

বঙ্গানুবাদ : একজন ভাল শিক্ষক যে কোনও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের ভালো শিক্ষকের দরকার। একজন ভাল শিক্ষক পাঠকে আকর্ষণীয় করে তোলে। তিনি ছাত্র এবং ছাত্রদের জাগ্রত রাখেন। তিনি তাদের আত্মবিশ্বাসীও করেন এবং চালাক প্রমাণ করেন। প্রত্যেকেরই তার মধ্যে মূল্যবান কিছু রয়েছে। একজন ভাল শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর ভিতরে লুকানো ধন (মেধা) আবিষ্কার করেন।

43.Punctuality is to be cultivated and formed into a habit. This quality is to be acquired through all over boyhood. Boyhood is the seed time. The habit formed at this time will continue all through our life. Everything at the right time, should be our motto.

বঙ্গানুবাদ : সময়ানুবর্তিতা চর্চা করে অভ্যসে পরিণত করতে হবে। এই গুণটি শৈশব থেকেই অর্জন করতে হবে। শৈশব বীজ বপনের সময়। এই সময়ে গঠিত অভ্যাসটি আমাদের সারা জীবন চলবে। সঠিক সময়ে সবকিছুই আমাদের লক্ষ্য হতে হবে।

44. Trees are our friends. It helps us in different ways. It gives us shade, food, fuel, medicine and oxygen. Trees make our environment beautiful. Trees are our valuable wealth. It is very much necessary to make afforestation programme successful.

বঙ্গানুবাদ : গাছ আমাদের বন্ধু। এটি আমাদের বিভিন্ন উপায়ে সহায়তা করে। এটি আমাদের ছায়া, খাদ্য, জ্বালানী, ওষুধ এবং অক্সিজেন দেয়। গাছ আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। গাছ আমাদের মূল্যবান সম্পদ। বনায়ন কর্মসূচী সফল করার জন্য এটি খুব প্রয়োজন।

45. Shaheed Minar is the symbol of our love and sincerity for supreme sacrifice of our language martyrs. It is located in front of Dhaka Medical College. Hamidur Rahman, a famous architect designed this significant monument. Its vertical lines symbolize the manifestations of inner strength. The four columns on both sides of the central structure reflect the balance and harmony of united stand. Today, it has become a part of our political as well as cultural achievement and national source of inspiration.

বঙ্গানুবাদ : শহীদ মিনার আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ ত্যাগের জন্য আমাদের ভালবাসা এবং আন্তরিকতার প্রতীক। এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত। হামিদুর রহমান, একজন বিখ্যাত স্থপতি এই উল্লেখযোগ্য স্মৃতিস্তম্ভটির নকশা করেছিলেন। এর উল্লম্ব লাইনগুলি অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশের প্রতীক। কেন্দ্রীয় কাঠামোর উভয় পক্ষের চারটি কলাম যুক্ত ঐক্যবদ্ধ অবস্থানের ভারসাম্য এবং সামঞ্জস্যকে প্রতিফলিত করে। আজ, এটি আমাদের রাজনৈতিক পাশাপাশি সাংস্কৃতিক কৃতিত্ব এবং জাতীয় অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।

46.We should bear the courage to say the right thing. We need not fear men nor care for what others think of us. So long as our purpose is honest, God will be on our side. And with his help, we shall be able to encourage the weak. Thus we shall be able to march in life and search its goal.

বঙ্গানুবাদ : উচিত কথা বলার মতো সাহস আমাদের থাকা উচিত। আমাদের মানুষদের ভয় পাওয়া এবং আমাদের সম্পর্কে তারা কি ভাবছে, তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যতক্ষণ আমাদের উদ্দেশ্য সৎ, ঈশ্বর আমাদের পক্ষে থাকবেন। এবং তার সাহায্যে, আমরা দুর্বলদের উত্সাহিত করতে সক্ষম হব। সুতরাং আমরা জীবনে পদযাত্রা করতে এবং এর লক্ষ্য সন্ধান করতে সক্ষম হব।

47.Bangladesh is the land of our birth. The blue sky and the air of this land are very dear to us. It is our duty to build up our dear Bangladesh. It is our sacred duty. If we do our respective duties, only then our country will make progress.

বঙ্গানুবাদ : বাংলাদেশ আমাদের জন্মভূমি। নীল আকাশ এবং এই ভূমির বাতাস আমাদের খুব প্রিয়। আমাদের প্রিয় বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। এটা আমাদের পবিত্র কর্তব্য। আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি তবেই আমাদের দেশ উন্নতি করবে।

48. The life of a student is a life of preparation— preparation for the struggle of life. To make him well fitted for the struggle, education is necessary. Students of today will lead the nation tomorrow. But if their education is not completed they will not be able to lead the country to peace and prosperity.

বঙ্গানুবাদ : ছাত্রজীবন হচ্ছে প্রস্তুতির সময় – জীবনের সংগ্রামের জন্য প্রস্তুতি। নিজেকে লড়াইয়ে প্রস্তুত করার জন্য সুস্থ করার জন্য পড়াশোনা করা জরুরি। আজকের শিক্ষার্থীরা আগামীকাল জাতিকে নেতৃত্ব দেবে। তবে তাদের শিক্ষা সমাপ্ত না হলে তারা দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবে না।

49. Many people put off for tomorrow the work they can do today. Students also very often put off their class lessons for tomorrow. Nothing is more injurious than this habit. Men do not know what will happen tomorrow. This is why it is wise to value the present moments to make our life meaningful. A lot of troubles and dangers may come and upset everything. So. we must not neglect out time.

বঙ্গানুবাদ : অনেকেই আজ যে কাজটি করতে পারে, তা আগামীকালকের জন্য তুলে রাখে। শিক্ষার্থীরাও প্রায়শই তাদের পড়া আগামীকালের জন্য তুলে রাখে। এই অভ্যাসের চেয়ে বেশি কিছুই ক্ষতিকারক নয়। মানুষ জানে না আগামীকাল কী হবে। এ কারণেই আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে বর্তমান মুহুর্তগুলিকে মূল্য দেওয়া বুদ্ধিমানের কাজ। প্রচুর ঝামেলা এবং বিপদ আসতে পারে এবং সবকিছুকে বিপর্যস্ত করে। তাই। আমাদের অবশ্যই সময়কে অবহেলা করা উচিত নয়।

৪০০+ ইংরেজি থেকে বাংলা অনুবাদ পিডিএফ

সকল চাকরির পরীক্ষার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রশ্ন ও সমাধান pdf, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বিষয় নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান PDF Download, ৫০০ টি নিয়োগ পরীক্ষার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রশ্ন সমাধানের PDF ফাইল

যা যা থাকবে

  • editable pdf
  • PDF Size: 05 MB
  • PDF Total Paper : 147 Page
  • PDF Download limit : 05
  • Download expiry : 05 day
  • 400+ইংরেজি থেকে বাংলায় অনুবাদ প্রশ্ন ও সমাধান

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

৪০০+ ইংরেজি থেকে বাংলা অনুবাদ পিডিএফ

  • পরীক্ষার ধরণ: MCQ/ লিখিত
  • পূর্ণমান: ৭০ অথবা ১০০
  • পাস নাম্বার: ৬০% বা সবোচ্চ নাম্বার যারা যারা পাবে
বিষয়নম্বরনম্বর
বাংলা২৫২০
ইংরেজি২৫২০
গণিত২৫২০
সাধারণ জ্ঞান২৫১০
মোট১০০ নম্বর৭০ নম্বর

নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান

যা যা পড়তে হবে

১ম থেকে সকল বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক

Professor Primary Assistant Teacher book লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

ইংরেজি

ইংরেজি ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
Parts of Speech প্রশ্ন ও উত্তর লিংক Abbreviations or
Elaboration Terms
প্রশ্ন ও উত্তর লিংক
Articleপ্রশ্ন ও উত্তর লিংক One word Substitutionsপ্রশ্ন ও উত্তর লিংক
Appropriate Preposition প্রশ্ন ও উত্তর লিংক English literatureপ্রশ্ন ও উত্তর লিংক
Prepositionপ্রশ্ন ও উত্তর লিংক Sentence Correctionপ্রশ্ন ও উত্তর লিংক
Right forms of verbপ্রশ্ন ও উত্তর লিংক Translation /Vocabularyপ্রশ্ন ও উত্তর লিংক
Voice প্রশ্ন ও উত্তর লিংক Spellingপ্রশ্ন ও উত্তর লিংক
Narrationপ্রশ্ন ও উত্তর লিংক Synonym-Antonymপ্রশ্ন ও উত্তর লিংক
Phrase and Idioms প্রশ্ন ও উত্তর লিংক Word Meaningপ্রশ্ন ও উত্তর লিংক
prefix and suffixপ্রশ্ন ও উত্তর লিংক প্রায় ৩০০টি প্রশ্ন উত্তরসহ প্রশ্ন ও উত্তর লিংক

বিগত ৩০ বছরের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ বিষয় চাকরির প্রশ্ন সমাধান

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

বাংলা

বিগত ৩০ বছরে বাংলা সাহিত্য ও ব্যাকরণ নিয়োগ পরীক্ষায় আষার সকল MCQ নৈবিত্তিক প্রশ্ন সমাধান এক সাথে, নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান প্রশ্ন ও উত্তর লিংক

বাংলা ব্যাকরণ

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
সন্ধিপ্রশ্ন ও উত্তর লিংক শেখ হাসিনাপ্রশ্ন ও উত্তর লিংক
বিপরীত শব্দপ্রশ্ন ও উত্তর লিংক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানপ্রশ্ন ও উত্তর লিংক
সমার্থক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক জাতীর ৪ নেতাপ্রশ্ন ও উত্তর লিংক
শুদ্ধ বানানপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন চুক্তি
বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত
প্রশ্ন ও উত্তর লিংক
এককথায় প্রকাশপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধ সেক্টরপ্রশ্ন ও উত্তর লিংক
তৎসম অর্ধতৎসম তদ্ভব
বিদেশী ও দেশি শব্দ
প্রশ্ন ও উত্তর লিংক রােহিঙ্গা সমস্যাপ্রশ্ন ও উত্তর লিংক
উপসর্গপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের জনপদপ্রশ্ন ও উত্তর লিংক
সমাসপ্রশ্ন ও উত্তর লিংক সংবিধানপ্রশ্ন ও উত্তর লিংক
বাগধারা, প্রবাদ ও প্রবচনপ্রশ্ন ও উত্তর লিংক মুক্তিযুদ্ধপ্রশ্ন ও উত্তর লিংক
কারক-বিভক্তিপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের ভৌগলিকপ্রশ্ন ও উত্তর লিংক
যুক্ত বর্ণেরপ্রশ্ন ও উত্তর লিংক কবি সাহিত্যিকের রচনা বা জন্ম মৃত্যুপ্রশ্ন ও উত্তর লিংক
ধ্বনি, বর্ণপ্রশ্ন ও উত্তর লিংক উপন্যাস/রচনাসমগ্রপ্রশ্ন ও উত্তর লিংক
বাক্য (সরল, জটিল, যৌগিক) প্রশ্ন ও উত্তর লিংক ভাষা আন্দোলপ্রশ্ন ও উত্তর লিংক
পদ নির্ণয়প্রশ্ন ও উত্তর লিংক বিখ্যাত স্থানপ্রশ্ন ও উত্তর লিংক
পারিভাষিক শব্দপ্রশ্ন ও উত্তর লিংক
দ্বিরুক্ত শব্দ/ দ্বন্দ্ব প্রশ্ন ও উত্তর লিংকস্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের চলচ্চিত্র প্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের কৃষ্টি
ও সংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন
প্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার সম্পর্কে সাধারণ জ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

গণিত

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
দশমিকের (যোগ, বিয়োগ, গুণ*, ভাগ) প্রশ্ন ও উত্তর লিংক বীজগাণিতিক মান নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
শতকরা, লাভ-ক্ষতি, মুনাফাপ্রশ্ন ও উত্তর লিংক উৎপাদক নির্ণয়, গড়, মধ্যক, প্রচুরক নির্ণয় প্রশ্ন ও উত্তর লিংক
ল.সা.গু, গ.সা.গু প্রশ্ন ও উত্তর লিংক ত্রিভুজক্ষেত্র, বর্গক্ষেত্র প্রশ্ন ও উত্তর লিংক
ঐকিক নিয়ম (কাজ, খাদ্য, সৈন্য)প্রশ্ন ও উত্তর লিংক আয়তক্ষেত্রের বেসিক
সূত্রের অংকসমূহ, সরলরেখা
প্রশ্ন ও উত্তর লিংক
অনুপাত:সমানুপাত প্রশ্ন ও উত্তর লিংক গাছের উচ্চতা/
মিনারের উচ্চতা
প্রশ্ন ও উত্তর লিংক
সংখ্যা পদ্ধতি প্রশ্ন ও উত্তর লিংক
মইয়ের দৈর্ঘ্য/সূর্যের উন্নতি
প্রশ্ন ও উত্তর লিংক
বিগত সালে প্রশ্ন প্রশ্ন ও উত্তর লিংক পরিমাপ ও পরিমান প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

কম্পিউটার

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তরপ্রশ্ন ও উত্তর লিংক বাংলাদেশের তথ্য

যোগাযোগ প্রযুক্তি
প্রশ্ন ও উত্তর লিংক
কম্পিউটার প্রশ্ন ও উত্তর লিংক সেটেলাইট-১প্রশ্ন ও উত্তর লিংক
LAN, WAN
কম্পিউটার নেটওয়ার্ক
প্রশ্ন ও উত্তর লিংক কম্পিউটার সংক্ষিপ্ত
শব্দের পূর্ণরুপ
প্রশ্ন ও উত্তর লিংক
গুগলপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীডপ্রশ্ন ও উত্তর লিংক
৩জি,৪জি, ৫ জি প্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

General Knowledge (GK) সাধারণ জ্ঞান বিজ্ঞান 

প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর প্রশ্ন পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর
ইতিহাস , সভ্যতা ও সংস্কৃতি প্রশ্ন ও উত্তর লিংক পুরস্কার ও সম্মাননাপ্রশ্ন ও উত্তর লিংক
গভর্নর জেনারেল ও
ভাইসরয়দের তালিকা
প্রশ্ন ও উত্তর লিংক খেলাধুলাপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলার শাসন আমল প্রশ্ন ও উত্তর লিংক জিন-কোষপ্রশ্ন ও উত্তর লিংক
ভূপ্রকৃতি ও জলবায়ুপ্রশ্ন ও উত্তর লিংক বিভিন্ন রোগব্যাধিপ্রশ্ন ও উত্তর লিংক
বিখ্যাত উক্তিপ্রশ্ন ও উত্তর লিংক পরিমাপক যন্ত্রপ্রশ্ন ও উত্তর লিংক
সংক্ষিপ্ত রূপ বা বিস্তারিত শর্তাবলীপ্রশ্ন ও উত্তর লিংক রসায়নপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক সংস্থার সংক্ষিপ্ত নামপ্রশ্ন ও উত্তর লিংক ভূগোলপ্রশ্ন ও উত্তর লিংক
আন্তর্জাতিক দিবস ও জাতীয় দিবসপ্রশ্ন ও উত্তর লিংক পদার্থ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের আয়তন ও রাজধানী প্রশ্ন ও উত্তর লিংক জীববিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
বিভিন্ন দেশের মুদ্রা নামপ্রশ্ন ও উত্তর লিংক গাণিতিক পরিমাপের এককপ্রশ্ন ও উত্তর লিংক
বাংলাদেশের আলােচিত ঘটনাবলীপ্রশ্ন ও উত্তর লিংকসাধারণ বিজ্ঞানপ্রশ্ন ও উত্তর লিংক
সাম্প্রতিক সোস্যাল মিডিয়াপ্রশ্ন ও উত্তর লিংকবাংলাদেশের স্বাধীনতা পুরস্কার এর জানা ও অজানা সকল তথ্যপ্রশ্ন ও উত্তর লিংক

নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক

লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান

গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক আন্তর্জাতিক বিষয়াবলী
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
সমাধান / উত্তর লিংক
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান সমাধান / উত্তর লিংক
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধানসমাধান / উত্তর লিংক
রচনা ,প্রবন্ধ উত্তর লিংক ভাবসম্প্রসারণ উত্তর লিংক
আবেদন পত্র ও Application উত্তর লিংক অনুচ্ছেদ রচনা উত্তর লিংক
চিঠি Letter উত্তর লিংক প্রতিবেদন উত্তর লিংক
ইমেলEmail উত্তর লিংক সারাংশ ও সারমর্ম উত্তর লিংক
Paragraphউত্তর লিংক Compositionউত্তর লিংক
CVউত্তর লিংক Seen, Unseenউত্তর লিংক
Essayউত্তর লিংক Completing Storyউত্তর লিংক
Dialog/সংলাপউত্তর লিংক Short Stories/Poems/খুদেগল্পউত্তর লিংক
অনুবাদউত্তর লিংক Sentence Writingউত্তর লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

Leave a Comment