বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক বিশ্লেষণ, আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা করতে পারবে, ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের নীতি, বিনিয়ােগ সিদ্ধান্তের ধারণা, বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক

শ্রেণি: ৯ম / 2022 বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্টেরের উত্তর 2022
এসাইনমেন্টের ক্রমিক নংঃ 01 বিষয় কোডঃ 152
বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/

সকল প্রকার সাজেশন: পিএসসি,জেএসসি,এসএসসি, এইচএসসি, অনাস , ডিগ্রী


এসাইনমেন্ট শিরোনামঃ বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক বিশ্লেষণ।

শিখনফল/ বিষয়বস্তুঃ

অর্থায়নের ধারণা বর্ণনা করতে পারবে অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে

আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলি বর্ণনা করতে পারবে

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিম্নের বিষয়গুলাে ও সহায়ক তথ্য বিবেচনা করতে হবে।

  • উদাহরণসহ যে কোনাে ২ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের ধারণা ব্যাখ্যা করতে হবে। বিনিয়ােগ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত অর্থায়নের দুটি নীতি করতে হবে।
  • উদাহরণসহ বিনিয়ােগ সিদ্ধান্তের ধারণা ও চলতি বিনিয়ােগ সিদ্ধান্তের ধারণা ব্যাখ্যা করতে হবে।
  • সহায়ক তথ্য : জনাব রাহাত অর্থায়ন বিষয়ে লেখাপড়া না করেও ১টি কোম্পানির আর্থিক ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। চলতি বছরের শুরুতে তিনি চলমান পণ্যের পাশাপাশি আরাে ৫টি আইটেম বাজারে আনার জন্য বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থ বিনিয়ােগের সিদ্ধান্ত নেন এতে মুনাফা বৃদ্ধি পেলেও কোম্পানি পর্যাপ্ত কাঁচামাল ক্রয়ের সামর্থ্য হারায়। ফলে তিনি পরামর্শ চাইলেন। এমতাবস্থায় বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক বিশ্লেষণ করে তাকে পরামর্শ দিতে হবে।
  • প্রদত্ত তথ্যের আলােকে বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক বিশ্লেষণপূর্বক অর্থায়নের নীতির ত্রুটি চিহ্নিতকরণ ও সঠিক পরামর্শ প্রদান করতে হবে।

ক. ব্যবসায় অর্থায়নের ধারণা,
খ. অর্থায়নের নীতি,
গ. বিনিয়ােগ সিদ্ধান্তের ধারণা,
ঘ. বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক,


ক. ব্যবসায় অর্থায়নের ধারণা,

উত্তর:

ব্যবসায় অর্থায়ন বলতে একটি ব্যবসায় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কী পরিমাণ অর্থের প্রয়োজন, কোন কোন উৎস হতে সে অর্থ সংগ্রহ করা হবে এবং সংগৃহীত অর্থ কোন কোন খাতে তা বিনিয়োগ করা হবে তাকে বুঝায়। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে ব্যবসায় অর্থায়ন।

ব্যবসায় প্রতিষ্ঠান বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্য লাভ বা ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত প্রতিষ্ঠানকে বুঝায়। ফলে একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে, তাকে ব্যবসায় অর্থায়ন বলে।

ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য অর্জনের জন্য তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়ার মাধ্যমে তহবিলের সংগ্রহ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা সহজ হয়।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


খ. অর্থায়নের নীতি,

উত্তর:

তারল্য বনাম মুনাফানীতি: একজন ব্যবসাী আনুষাঙ্গিক সকল ভাইয়ের কথা চিন্তা করে অনেক সময় ব্যবসায়ের মুনাফার অংশ নিজের কাছে রাখে এবং নিজের কাছে মুনাফার যে অংশ রাখে তা হলো তারল্য নীতি। আবার ব্যাংকে জমা রাখায় মুনাফা বৃদ্ধি পাবে নগদ অর্থ বেশি নিজের কাছে রাখলে মুনাফা কমে যায় আবার মুনাফা বৃদ্ধিকল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তারল্য ও মুনাফার মধ্যে উপর্যুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি।

উপযুক্ততার নীতি: একটি প্রতিষ্ঠানকে  স্বল্প মেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। যেই কোন প্রতিষ্ঠান সঠিক সিদ্ধান্ত নিতে ব্যথ হলে প্রতিষ্ঠান টিকে রাখা অসম্ভব হয়ে পড়ে। তাই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে উপযুক্ততার নীতি অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কারবারের বৈচিত্রায়ন ও ঝুঁকি  বন্টন:  প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ঝুঁকি খাৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে।  ফলে ব্যবসায়ীকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিক দুর্ঘটনার কারনে ব্যবসায়ের একই ধরনের পণ্যের ক্ষেত্রে ঝুঁকি থাকে। তাই ব্যবসায়ীকে একের অধীক পন্য সংগ্রহের মাধ্যমে ঝুঁকি বন্টন করতে হয়। ঝুঁকি বন্টনের নীতি অনুসরণ করে অনিশ্চিত বাজার পরিস্থিতিতেও প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


গ. বিনিয়ােগ সিদ্ধান্তের ধারণা,

উত্তর:

একজন দর্জি দোকানের সেলাই মেশিন লয়-সংক্রান্ত সিদ্ধান্ত একটি বিনিয়ােগ সিদ্ধান্ত। মুদি দোকানের আসবাবপত্র, রেফ্রিজারেটর ক্রয়-সংক্রান্ত একটি বিনিয়ােগ সিদ্ধান্ত। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য উৎপাদনমুখী মেশিন ক্রয়, কারখানা নির্মাণের খরচও এই জাতীয় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে প্রত্যাশিত আগমন-নির্গমনের একটি পরিকল্পনা করতে হয়। যেমন; প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মেশিন ক্রয়-সংক্রান্ত সিদ্ধান্তটি গৃহীত হয়। যদি মেশিন দ্বারা প্রস্তুতকৃত পণ্যসামগ্রীর বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, এতে করে যদি মুনাফা ও নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং সর্বমােট নগদ প্রবাহ যদি মেশিনের ক্রয় মূল্য থেকে বেশি হয়।

অর্থাৎ, মেশিনটি যদি আগামী দশ বছর ব্যবহার করা যাবে মনে হয়, তাহলে মেশিনের বিনিয়ােগ সিদ্ধান্তটির জন্য আগামী দশ বছরে মালামাল বিক্রয় থেকে যে অর্থের আগমন হবে তার সাথে মেশিনের ক্রয়মূল্যের তুলনা করতে হবে। সুতরাং আগামী দশ বছরে -, , দশ বছরে ) দশ বছরের বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব। নগদ প্রবাহ হতে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করতে হয়। ভবিষ্যতের পণ্য বিক্রয়ের পরিমাণ ও পণ্যের মূল্য নির্ধারণ একটি দুরূপ কাজ বলে বিনিয়ােগ সিদ্ধান্তটি প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


ঘ. বিনিয়ােগ সিদ্ধান্ত ও ব্যবসায় অর্থায়নের নীতির সম্পর্ক,

উত্তর:

বইয়ের সাহায্য নেও

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও


অন্য সকল ক্লাস এর অ্যাসাইনমেন্ট উত্তর সমূহ :-

  • ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল (১০ম শ্রেণির) অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
  • HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
  • Class: 6 To 10 Assignment Answer Link

৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর,

৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর , ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর

১০ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর


উন্মুক্ত বিশ্ববিদ্যালয় SSC এসাইনমেন্ট :উন্মুক্ত বিশ্ববিদ্যালয় HSC এসাইনমেন্ট
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
মানবিক ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
বিজ্ঞান ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক
ব্যবসায় ১ম ও ২য় বর্ষের এসাইনমেন্ট লিংক

বাংলা নিউজ এক্সপ্রেস// https://www.banglanewsexpress.com/



Leave a Comment