প্রশ্ন সমাধান: বিবাহের সংজ্ঞা দাও ,বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স কত?,বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত?,কারা যৌতুক প্রথার সৃষ্টি করে?,হিন্দু সমাজে কেন যৌতুক প্রথার প্রচলন হয়?,যৌতুক কী?,যৌতুক বিরোধী আইন প্রণীত হয় কত সালে?
বিবাহের সংজ্ঞা দাও।
উত্তর : বিবাহ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে একজন নারী ও একজন পুরুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় যা সন্তান জন্মদানের পরও কিছুদিন স্থায়ী হয়।
বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশের ছেলেদের বিবাহের বয়স ২১ বছর।
বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স কত?
উত্তর : বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ১৮ বছর।
কারা যৌতুক প্রথার সৃষ্টি করে?
উত্তর : হিন্দু সমাজ যৌতুক প্রথার সৃষ্টি করে।
হিন্দু সমাজে কেন যৌতুক প্রথার প্রচলন হয়?
উত্তর : হিন্দু আইনে কন্যা সন্তান পৈত্রিক সম্পত্তির উত্তরাধিকারী হয় না। বিধায় পাত্রস্থ করার সময় নগদ অর্থ ও দ্রব্যসামগ্রী দেয়ার প্রথা তথা যৌতুক প্রথার প্রচলন হয়।
যৌতুক কী?
উত্তর : যৌতুক হলো এমন একটি সামাজিক কুপ্রথা বা ঘৃণ্য প্রথা যাতে কন্যা পাত্রস্থ করার সময় কনে ও বর পক্ষের মধ্যে দরকষাকষির মাধ্যমে বরপক্ষকে নগদ অর্থ, দ্রব্যসামগ্রী বা অন্য কোনো আর্থিক সুবিধাদানে কন্যাপক্ষকে বাধ্য করা হয় ।
যৌতুক বিরোধী আইন প্রণীত হয় কত সালে?
উত্তর : যৌতুক বিরোধী আইন প্রণীত হয় ১৯৮০ সালে।
যৌতুক বিরোধী আইনের মূল কথা কী?
উত্তর : যৌতুক বিরোধী আইনের মূল কথা হচ্ছে যৌতুক দেয়া ও নেয়া সামাজিক অপরাধ।
চাকার এ পরিবারকে কী বলা হয়?
উত্তর : পরিবারকে সমাজের ক্ষুদ্রতম সামাজিক একক বলা হয়।
বলে।
আরো ও সাজেশন:-
পরিবারের সংজ্ঞা দাও ।
উত্তর : পরিবার হলো এমন একটি জ্ঞাতিভিত্তিক গোষ্ঠী যার সদস্যরা একত্রে বসবাস করে। অর্থনৈতিক এবং অন্যান্য
উদ্দেশ্য অর্জনের একক হিসেবে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে কাজ করে।
অনুপরিবার কাকে বলে?
উত্তর : স্বামী-স্ত্রীর দুইজনের পরিবার অথবা তাদের সঙ্গে তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত পরিবারকে অনুপরিবার বলা হয়।
যৌথ পরিবার কাকে বলে?
উত্তর : কোন পরিবারের বার্তার সঙ্গে যদি তার বাবা-মা একাধিক ভাই ও তাদের সন্তান-সন্ততি বা নিকট আত্মীয় স্বজন বসবাস করে তবে তাকে যৌথ পরিবার বলা হয়।
শহরের পরিবারসমূহ কিরূপ?
উত্তর : শহরের পরিবার মূলত অনুপরিবার।
যৌথ পরিবার কোথায় দেখা যায়?
উত্তর : যৌথ পরিবার মূলত গ্রামে বেশি দেখা যায়।
যৌথ পরিবারের নেতৃত্ব দেন কে?
উত্তর : বয়স্ক পুরুষ ব্যক্তি যৌথ পরিবারের নেতৃত্ব দেন।
প্রাচীন কালে যৌথ পরিবার কিরূপ ছিল?
উত্তর : প্রাচীন কালে যৌথ পরিবার ছিল উৎপাদন ও ভোগের এক একটি ইউনিট বা একক।
বাংলাদেশের পরিবারসমূহের ধরন কিরূপ?
উত্তর : বাংলাদেশের পরিবারসমূহ মূলত এক বিবাহভিত্তিক পিতৃপ্রধান পরিবার।
এক বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষ এবং একজন স্ত্রীলোকের মধ্যে বিবাহের ভিত্তিতে যে পরিবার বিবাহভিত্তিক পরিবার ।
গড়ে উঠে তার নাম এক বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবার কাকে বলে?
উত্তর : একজন পুরুষের সাথে একাধিক স্ত্রীলোকের বিয়ের ভিত্তিতে গঠিত পরিবারকে বহু-স্ত্রী বিবাহভিত্তিক পরিবার
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তিন পুরুষের পরিবারকে কী বলে?
উত্তর : তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
পিতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : পরিবারের সামগ্রিক ব্যবস্থাপনা ও.বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার ক্ষমতা যখন পরিবারের বয়স্ক পুরুষের উপর ন্যস্ত করা হয় তখন তাকে পিতৃপ্রধান পরিবার বলে।
মাতৃপ্রধান পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে নেতৃত্বদানের ক্ষমতা বয়স্ক মেয়েদের উপর ন্যস্ত থাকে তাকে মাতৃপ্রধান পরিবার বলে ।
বাংলাদেশের কোন সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়?
উত্তর : বাংলাদেশের গারো সমাজে মাতৃপ্রধান পরিবারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পিতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি প্রথা অনুযায়ী স্বামীর পিতৃবাসে বসবাস করলে তাকে পিতৃবাস পরিবার বলে।
মাতৃবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পতি যদি স্ত্রীর পিতৃগৃহে বা মাতৃগৃহে বসবাস করে তবে তাকে মাতৃবাস পরিবার বলে।
নয়াবাস পরিবার কাকে বলে?
উত্তর : বিবাহের পর নবদম্পত্তি যদি স্বামীর পিতৃগৃহে বা স্ত্রীর মাতৃগৃহে বাস না করে সম্পূর্ণভাবে তাদের নতুন বাড়িতে বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে।
মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : মাতৃকুলের পরিচয়ে যে পরিবারের সন্তানের পরিচয় নির্ধারিত হয় এবং সন্তান মাতৃকুলের বংশধর হিসেবে বিবেচিত হয় সে পরিবারকে বলা হয় মাতৃসূত্রীয় পরিবার।
পিতৃসূত্রীয় পরিবার কাকে বলে?
উত্তর : যে পরিবারে সন্তান পিতৃপুরুষের বংশধর হিসেবে গণ্য হয় এবং সন্তানের পরিচয় পিতৃকুলের পরিচয়ের পরিপ্রেক্ষিতে নির্ধারিত হয়। সে পরিবারকে বলা হয় পিতৃসূত্রীয় পরিবার।
পরিবারের মনস্তাত্ত্বিক কাজ কী?
উত্তর : সন্তান-সন্তটির আবেগীয় চাহিদা মিটানো পরিবারের মনস্তাত্ত্বিক কাজ।
পরিবারের অর্থনৈতিক কাজ কী?
উত্তর : পরিবারের সকল সদস্যের ভরণপোষণ তথা তাদের আর্থিক চাহিদা মিটানো পরিবারের অর্থনৈতিক কাজ।
বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহার হয় কখন?
উত্তর : বিবাহকে কেন্দ্র করে বা বিবাহ উপলক্ষে পাত্র-পাত্রী এবং তাদের বাবা-মা এবং নিকট জ্ঞাতির মধ্যে দান উপাহার-উপঢৌকন এবং অন্যান্য সামাজিক বা ধর্মীয় প্রথানুযায়ী প্রদেয় দেনা-পাওনাকে বুঝানোর জন্য বৈবাহিক লেনদেন প্রত্যয়টি ব্যবহৃত হয়।
মোহর বা দেন-মোহর কী?
উত্তর : ধর্মীয় বিধান অনুযায়ী মুসলিম সমাজে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সময় বর কর্তৃক কন্যাকে প্রদেয় নগদ অর্থ, অলংকার বা অন্য কোন বিষয়বস্তু বা সম্পত্তিকে মোহর বা দেন-মোহর হিসেবে আখ্যায়িত করা হয়।
জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও।
উত্তর : আত্মীয়-স্বজন, জ্ঞাতি গোষ্ঠীর সদস্য এবং ঘনিষ্ঠ নিকট জনের মধ্যে পারস্পরিক সম্পর্কই হলো জ্ঞাতি সম্পর্ক।
Family শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Torte.
উত্তর : Family শব্দের উৎপত্তি হয়েছে রোমান শব্দ Famielus হতে।
Famielus শব্দটি রোমানরা ব্যবহার করে কেন?
উত্তর : রোমান আইনব্যবস্থায় উৎপাদক ও কৃতদাস গোষ্ঠী অন্যান্য ভৃত্য ও অভিন্ন বংশ যা বিবাহ সম্পর্কিত অন্যান্য সদস্যদের বুঝাতে Famielus শব্দটি ব্যবহার করা হয়।
সামাজিকীকরণের সংজ্ঞা দাও।
উত্তর : সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানব শিশু ক্রমে সামাজিক মানুষে পরিণত হয়।
বহুপতি বিবাহ কাকে বলে?
উত্তর : একজন নারী যখন বহু স্বামী গ্রহণ করে, তখন তাকে বহুপতি বিবাহ বলে।
Paragraph/Composition/Application/Email/Letter/Short Stories | উত্তর লিংক |
ভাবসম্প্রসারণ/প্রবন্ধ, অনুচ্ছেদ/ রচনা/আবেদন পত্র/প্রতিবেদন/ চিঠি ও ইমেল | উত্তর লিংক |
গোষ্ঠী বিবাহ কাকে বলে?
উত্তর : যখন একাধিক পুরুষের স্ত্রী লোকের একই কালে বিবাহ হয়, তখন এ বিবাহকে গোষ্ঠী বিবাহ বলে।
স্বগোত্র বা অম্ভবিবাহ কাকে বলে?
উত্তর : যখন একই গোত্র হতে পাত্রপাত্রী উভয়ের নির্বাচন সঙ্গত বিধি বলে গণ্য হয় তখন তাকে স্বগোত্র বা অন্ত বিবাহ বলে ।
বহিঃগোত্র বিবাহ কাকে বলে?
অনুলোম বিবাহ কী?
উত্তর : উচ্চ বংশের পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণির কন্যার বিবাহকে অনুলোম বিবাহ বলে।
প্রতিলোম বিবাহ কী?
উত্তর : যখন একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কাউকে বিবাহ করা হয় এবং দুটি ভিন্ন গোষ্ঠী হতে পাত্রপাত্রী নির্বাচন সঙ্গত বলে বিবেচিত হয় তখন এ প্রকার বিবাহকে বহিঃগোত্র বিবাহ বলে।
উত্তর : নিম্ন বংশগত পাত্রের সাথে অপেক্ষাকৃত উচ্চ শ্রেণির বিবাহকে প্রতিলোম বিবাহ বলা হয় ।
বিষম কাজিন বিবাহ কী?
উত্তর : মায়ের ভাইয়ের ছেলেমেয়ের সাথে বাবার ছেলেমেয়ের মধ্যে অনুষ্ঠিত বিবাহ রীতিকে বিষম কাজিন বিবাহ বলে ।
সমান্তরাল কাজিন বিবাহ কাকে বলে?
উত্তর : চাচাতো, খালাতো ভাইবোনের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে সমান্তরাল কাজিন বিবাহ বলে।
সংযোজিত বিবাহ কাকে বলে?
উত্তর : যাত অভিভাবক বা আত্মীয়স্বজন দ্বারা পাত্র-পাত্রী মনোয়ন করে বিবাহের ব্যবস্থা করা হয়। তখন এ ধরনের বিবাহকে সংযোজিত বিবাহ বলে।
স্বনির্বাচিত বিবাহ কী?
উত্তর : পাত্র-পাত্রী যখন নিজে নিজে জীবন সাথীকে নির্বাচন করে বিবাহ সম্পন্ন করে, তখন তাকে স্বনির্বাচিত বিবাহ বলে।
বৈধ সন্তান জন্মদানের উপায় কী?
উত্তর : বৈধ সন্তান জন্মদানের উপায় বিবাহ।
লেভিরেট কী?
উত্তর : কোন বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলা হয়।
জ্ঞাতি সম্পর্ক কত প্রকার?
উত্তর : জ্ঞাতি সম্পর্ক ৪ প্রকার। যথা : ১. জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন, ৪. কৃত্রিম বা প্রথাগত বন্ধন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization