বিবাহ কি?,লেভিরেট বিবাহ কি?, লেভিরেট কি?,সরোরেট বিবাহ কি?, The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?
বিবাহ কি?
উত্তর : বিবাহ হচ্ছে বয়ঃপ্রাপ্ত পুরুষ ও মহিলার মধ্যে এমন এক ধরনের চুক্তির সম্পর্ক, যার মাধ্যমে তারা একত্রে যৌন সম্পর্ক স্থাপন করার এবং একই পরিবারে বসবাস করার সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক সমর্থন লাভ করে।
লেভিরেট বিবাহ কি? অথবা, লেভিরেট কি?
উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।
সরোরেট বিবাহ কি?
উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।
The History of Human Marriage’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।
পরিবার কি?
উত্তর : পরিবার হল স্বামী স্ত্রী দ্বারা গঠিত একটি সংঘ, যেখানে সন্তানাদি থাকতেও পারে নাও পারে।
বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।
উত্তর : কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? উত্তর : পরিবার
বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা? উত্তর : নারীরা।
Ancient Society গ্রন্থের লেখক কে? উত্তর : নৃ-বিজ্ঞানী মর্গান ।
জ্ঞাতি সম্পর্ক কত প্রকার ও কি কি?
উত্তর : চার প্রকার যথা-
১. রক্তসম্পর্কীয় বন্ধন, ২. বৈবাহিক বন্ধন,
৩. কাল্পনিক বন্ধন ও ৪. প্রথাগত বন্ধন ।
এল এইচ মর্গান জ্ঞাতি সম্পর্ককে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : ২ ভাগে । যথা- ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক ।