বিশ্বব্যাপী বাজারজাতকরণের খাতসমূহ বা চ্যালেঞ্জসমূহ আলােচনা কর,বিশ্বব্যাপী বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ আলােচনা কর,বিশ্বব্যাপী বাজারজাতকরণের খাতসমূহ আলােচনা কর,বাজারজাতকরণের খাসমূহ বা চ্যালেঞ্জসমূহ আলােচনা কর

প্রশ্ন সমাধান: বিশ্বব্যাপী বাজারজাতকরণের খাতসমূহ বা চ্যালেঞ্জসমূহ আলােচনা কর,বিশ্বব্যাপী বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ আলােচনা কর,বিশ্বব্যাপী বাজারজাতকরণের খাতসমূহ আলােচনা কর,বাজারজাতকরণের খাসমূহ বা চ্যালেঞ্জসমূহ আলােচনা কর

ভূমিকা : গ্লোবাল মার্কেটিং এর অনেক হলেও এর কতকগুলাে সমস্যা বা অসুবিধা বিদ্যমান, নিমে কালী বাজারজাতকরণের অসুবিধাসমূহ আলােচনা করা হলাে : | , আইনগত অসুবিধা : আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মনতেম বাধা হচ্ছে আইনগত বিধিনিষেধ। বিশ্বের বিভিন্ন দেশের শিল্প বাণিজ্যিক ভােক্তা অধিকার, আইন, রপ্তানি আইন বিভিন্ন ধরনের হয়। এক দেশের আইনের সাথে অন্য দেশের আইনের মিল থাকে না।

আইনগত বাধ্যবাধকতার কারণে এক দেশে পণ্য উৎপাদন করে অন্য দেশে রপ্তানি করা এবং বাজারজাতকরণ করা অত্যন্ত জটিল বিষয়। তাই আইনগত অসুবিধার কারণে বিশ্বব্যাপী বাজারজাতকরণ কাক্ষিত সাফল্য অর্জন করতে পারে না।

২. বাণিজ্যিক বা অর্থনৈতিক জোট : আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করার জন্য বিভিন্ন দেশ বাণিজ্যিক জোট গঠন করে থাকে। এসব বাণিজ্যিক জোট বিভিন্ন আঞ্চলিক পরিমণ্ডলে গড়ে উঠে। যেমন- NAFTA, SAFTA, EU, মার্ক, G-8 ইত্যাদি যার ফলে একজোটের দেশের পণ্য অন্য দেশের পণ্য অন্য দেশেতে পাঠাতে গেলে বিভিন্ন ট্যারিফ ও নন-ট্যারিফ বাধাগুলাে মােকাবিলা করতে হয়, যা করা যথেষ্ট কষ্টকর। তাই বাণিজ্যিক জোট কারণে আন্তর্জাতিক বাজারে নিজ দেশের পণ্য বাজারজাতকরণ করা কঠিন হয়ে পড়ে।

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

৩. সাংস্কৃতিক প্রতিবন্ধকতা : বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ করা যায় । সাংস্কৃতিকৃত পার্থক্যের কারণে একেক দেশের জনগােষ্ঠীর মধ্যে চাহিদা, রুচি ও পছন্দের পার্থক্য লক্ষণীয়। তাই এসব কারণে একই ব্র্যান্ডে ও মানের পণ্য বিশ্বব্যাপী বাজারজাতকরণ করা যথেষ্ট কষ্টকর বিষয়। সাংস্কৃতিক পরিবেশের উপর নির্ভর করে বিশ্বব্যাপী বাজারজাতকরণ করার জন্য একজন বাজারজাতকারীকে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রতিযােগিতার সম্মুখীন হতে হয়। |

৪. রাজনৈতিক বাধা : উৎপাদনকারীর নিজ দেশের সাথে যেসব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকে, সেসব দেশে বাজারজাতকরণের ক্ষেত্রে সুবিধা পেয়ে থাকে। কিন্তু রাজনৈতিক মতবিরােধের কারণে শত্রুতাপূর্ণ দেশের বাজারে বাজারজাতকরণে উৎপাদনকারীকে বিরূপ প্রতিযােগিতার মুখােমুখি হতে হয়। তাই বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক মতভেদ বিশ্বব্যাপী বাণিজ্যের উপর প্রভাব পড়ে, যা বাজারজাতকরণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে।

৫. আন্তর্জাতিক প্রতিযােগিতা: আন্তর্জাতিক বাজারজাতকরণের ফলে দেশীয় প্রতিষ্ঠানগুলাে হুমকির মুখে পড়ে। কারণ বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রতিযােগিতায় টিকতে না পেরে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। |

৬. বাজার হাতছাড়া হওয়া : বিশ্বব্যাপী বাজারজাতকরণের ফলে, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলাের সাথে প্রতিযােগিতায় টিকতে না। পেরে দুর্বল প্রতিষ্ঠানগুলাে তাদের বাজার হারাতে থাকে।

৭. ক্ষুদ্র ও কুটিরশিল্প : বৈশ্বিক বাজারের অবাধ বিচরণের ফলে দেশের ক্ষুদ্র ও কুটিরশিল্প হুমকির মুখে পড়ে। আন্তর্জাতিক বাজারের পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকলে মানুষ বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট হয় এবং দেশীয় পণ্যের প্রতি বিমুখতা বেড়ে যায়। এর ফলে দেশীয় শিল্পগুলাে হুমকির সম্মুখীন হয়।

৮. বেকার সমস্যা সৃষ্টি : বহুজাতিক প্রতিষ্ঠানের প্রভাবে দেশীয় প্রতিষ্ঠানগুলাে ক্রমাগত বাজার হারাতে তাকে, এর ফলে দেশে বেকার সমস্যা সৃষ্টি হয়। . উপসংহার : উপরিউক্ত আলােচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, যে, বিশ্বব্যাপী বাজারজাতকরণের ক্ষেত্রে উপরিউক্ত সমস্যাগুলাে আমরা বুঝতে পারি, যা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিষয়গুলাে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment