চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন
অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ৩য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বিশ্বসভ্যতার ইতিহাস (History of World Civilizations ) সুপার সাজেশন Department of : Islamic History and Culture & Other Department Subject Code: 231613 |
২০২৪ এর অনার্স ৩য় বর্ষের ১০০% কমন সাজেশন |
বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন,বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস, অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ৩য় বর্ষের ১০০% কমন বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন,
অনার্স ৩য় বর্ষের পরীক্ষার সাজেশন ২০২৪ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৪
বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন 2024
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ‘Civilization’ এর বাংলা অর্থ কী?
উত্তর: ‘Civilization’ এর বাংলা অর্থ সভ্যতা।
২. ‘Civitas শব্দের অর্থ কী?
উত্তর: ‘Civitas শব্দের অর্থ নাগরিক।
৩. নদীতীরবর্তী ৩টি সভ্যতার নাম লেখ।
উত্তর: নদীতীরবর্তী ৩টি সভ্যতার নাম হলো–১. মিসরীয় সভ্যতা, ২. সিন্ধু সভ্যতা, ৩. মেসোপটেমীয় সভ্যতা।
৪. পিরামিড কী?
উত্তর: মিসরীয় সভ্যতাং ফারাওগণের মৃত্যুর পরে আত্মা ও দেহ সুরক্ষিত করার জন্য মমি অবস্থায় বিশাল সমাধিসৌধে সমাহিত করা হতো যা পিরামিড নামে পরিচিত।
৫. প্রাচীন মিসরীয় শাসকদের কী বলা হতো?
উত্তর: প্রাচীন মিসরীয় শাসকদের ফারাও বলা হতো।
৬. প্রাচীন মিসরীয়দের বর্ণমালার নাম কী ছিল?
উত্তর: প্রাচীন মিসরীয়দের বর্ণমালার নাম কী ছিল হারারোগ্লিফিক।
৭. স্ফিংস কী?
উত্তর: স্ফিংস হলো প্রাচীন মিসরীয় সভ্যতায় মানুষের মাথা ও সিংহের দেহের সমন্বয়ে তৈরি পাথরের ভাস্কর্য।
৮. মেসোপটেমীয়া শব্দের অর্থ কী? বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন
উত্তর: মেসোপটেমীয়া শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী ভূমি বা স্থান।
৯. ডুঙ্গি কে ছিলেন?
উত্তর: ডুঙ্গি ছিলেনসুমেরীয় রাজা।
১০. কোন সভ্যতার সময়ে গিলগামেশ মহাকাব্য রচিত হয়?
উত্তর: সুমেরীয় সভ্যতার সময়ে গিলগামেশ মহাকাব্য রচিত হয়।
১১. এসেরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর:এসেরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম আসুর উবলিতকে।
১২. ক্যালডীয়দের সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন?
উত্তর: ক্যালডীয়দের সবচেয়ে প্রসিদ্ধ রাজা নেবুচাঁদনেজার ছিলেন।
১৩. ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন?
উত্তর: ব্যাবিলনের শূন্য উদ্যান নেবুচাঁদনেজার নির্মাণ করেন।
১৪. জরথুস্ত্রবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: জরথুস্ত্রবাদের পবিত্র ধর্মগ্রন্থের নাম’জেন্দাবেস্তা’।
১৫. পৃথিবীতে প্রথম কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর: পৃথিবীতে প্রথম গ্রিসে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
১৬. হোমার গ্রিসের বিখ্যাত কবি ছিলেন?
উত্তর: হোমার কে ছিলেন।
১৭. হোমারের দুটি বিখ্যাত মহাকাব্যের নাম লেখ।
উত্তর: হোমারের দুটি বিখ্যাত মহাকাব্যের নাম ইলিয়ড ওডিসি।
১৮. হেরোডোটাস কে ছিলেন?
উত্তর: হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক।
১৯. জ্যামিতিক জনক কাকে বলা হয়?
উত্তর: জ্যামিতিক জনক ইউক্লিডরক বলা হয়।
২০. হিউয়েন সাং কে ছিলেন?
উত্তর: হিউয়েন সাং ছিলেন একজন চৈনিক পরিব্রাজক।
২১. চীনের মহাপ্রচীর নির্মাণের পরিকল্পনা করেছিলেন কে?
উত্তর: চীনের মহাপ্রচীর নির্মাণের পরিকল্পনা করেছিলেন সম্রাট শিহুয়াংতি।
২২. রোমান আইন সংকলন করেন কে?
উত্তর: রোমান আইন সংকলন করেন সম্রাট জাস্টিনিয়ান।
২৩. ‘History of Rome’ কে রচনা করেন?
উত্তর: ‘History of Rome’ ঐতিহাসিক লিভি রচনা করেন।
২৪. প্রাচীন বাংলার সার্বভৌম রাজা কে?
উত্তর: প্রাচীন বাংলার স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক।
২৫. কবুলাই খান কে ছিলেন?
উত্তর: কবুলাই খান ছিলেন টুলিখানের পুত্র ও মোঙ্গল শাসক।
২৬. জাপানের অভিজাত পরিবারের নাম কী ছিল?
উত্তর: জাপানের অভিজাত পরিবারের নাম মিনামাতো ছিল।
২৭. বৌদ্ধধর্ম প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বৌদ্ধধর্ম প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ।
২৮. সামন্ততন্ত্রের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: সামন্ততন্ত্রের উৎপত্তি কোন Feudum থেকে।
২৯. জেরিকো শহর কোথায় অবস্থিত?
উত্তর: জেরিকো শহর জেরুজালমে অবস্থিত।
৩০. ক্রসেড অর্থ কী?
উত্তর: ক্রসেড অর্থ হলেন ধর্মযুদ্ধ।
PDF Download বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন 2024
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সভ্যতা বলতে কি বুঝ?
২.পুরোপলীয় যুগ বলতে কী বুঝ?
৩. নবোপলীয় যুগ বলতে কী বুঝ?
৪. মিশরীয়দের লিখন পদ্ধতির ধারণা দাও।
৫. আক্কাদীয়দের পরিচিতি তুলে ধর।
৬. সফিস্ট কারা?
৭. হরপ্পা নগরের বর্ণনা দাও?
৮. হিব্রু জাতির উৎপত্তির ইতিহাস সংক্ষেপে আলোচনা কর।
৯. জুলিয়াস সিজার কে ছিলেন?
১০.সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন?
১১. গৌড় রাজ্যের পরিচয় দাও?
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১২. তাংবংশ সম্পর্কে যা জানো লেখ।
১৩. মোঙ্গলদের পরিচয় দাও।
১৪. মধ্যযুগ বলতে কী বোঝ?
১৫. পোপতন্ত্র বলতে কি বুঝ?
১৬. রেনেসাঁ সম্বন্ধে একটি টীকা লেখ।
১৭. সামন্তপ্রথা পতনের কারণ ব্যাখ্যা কর।
১৮. হামুরাবির আইন সংহিতা সম্পর্কে লেখ।
১৯. উর্বর অর্ধচন্দ্রের দেশ বলতে কি বুঝায়?
২০. কনফুসিয়াস কে ছিলেন?
2024 বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
গ-বিভাগ রচনামূলক প্রশ্নগুলি
১. সভ্যতার উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তথ্য সংক্ষেপে বর্ণনা কর।
২. সভ্যতার সংজ্ঞা দাও। নদীরতীরবর্তী সভ্যতাগুলোর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৩. মানব সভ্যতা বিকাশে মিশরীয় সভ্যতার অবদান পর্যালোচনা কর।
৪. উর্বর ক্ষীণচন্দ্রের দেশ বলতে কী বুঝায়? একে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন?
৫. হামুরাবির আইনের বিশেষ উল্লেখপূর্বক ব্যাবিলনীয় সভ্যতার বিবরণ দাও।
৬. দর্শন ও বিজ্ঞানের গ্রীকদের অবদান আলোচনা কর।
৭. বিজ্ঞানের উন্নয়নে প্রাচীন গ্রিকরা কিভাবে ভূমিকা রেখেছেন? আলোচনা কর।
৮. সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বিবরণ দাও।
৯. মানবসভ্যতায় রোমানদের অবদান মূল্যায়ন কর।
১০. রোমান সাম্রাজ্যের পতনের কারণসমূহ বর্ণনা কর।
১১. হর্ষবর্ধনের রাজত্বকাল পর্যালোচনা কর।
১২. মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খানের ভূমিকা উল্লেখ কর।
১৩. জাপানের উত্থান ও বিকাশ এর ইতিহাস আলোচনা কর।
১৪. মধ্যযুগ বলতে কী বুঝ? এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৫. মঠ প্রথার উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
১৬. ক্রুসেড কী? সভ্যতার ইতিহাসে এর প্রভাব বিশ্লেষণ কর। বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন
২০২৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস পরীক্ষার সাজেশন, 2024 অনার্স তৃতীয় বর্ষ বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন
১৭. মধ্যযুগের ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৮. পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৯. মধ্যযুগের কারণসমূহ আলোচনা কর।
২০. সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন
Honors 3rd year Common Suggestion 2024
আজকের সাজেশস: অনার্স ৩য় বর্ষের বিশ্বসভ্যতার ইতিহাস স্পেশাল সাজেশন 2024,Honors History of World Civilizations Suggestion 2024
PDF Download বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সুপার সাজেশন, বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন অনার্স ৩য় বর্ষের, অনার্স ৩য় বর্ষ বিশ্বসভ্যতার ইতিহাস সাজেশন, বিশ্বসভ্যতার ইতিহাস অনার্স ৩য় বর্ষ সাজেশন,