১২। প্রথম জীবন বীমাকারীর নাম কী?
ক) উইলিয়াম গিবস
খ) লয়েডস
গ) রিচার্ড মার্টিন
ঘ) বারবন
১৩। ইহুদি ব্যবসায়ীগণ কত সালে ফ্রান্স থেকে বিতাড়িত হয়? ক) ১১৮০ খ) ১১৮২ গ) ১১৮৩ ঘ) ১১৮৪
১৪। কত সালে লন্ডনে অনেক বড় অগ্নিকাণ্ড ঘটে?
ক) ১৫৬৬ খ) ১৫৭০ গ) ১৬৬৬ ঘ) ১৬৭০
১৫। নিচের কোন ঝুঁকি বীমাযোগ্য নয়?
i. ভূমিকম্প
ii. শেয়ারে বিনিয়োগ
iii. অর্থনৈতিক মন্দা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৬। বর্তমানে বাংলাদেশে প্রচলিত বীমা আইন কত সালের?
ক) ১৯৩৮ খ) ১৯৯১ গ) ১৯৯৩ ঘ) ২০১০
উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও
মি. বাহারের একটি ডেইরি ফার্ম রয়েছে। ভবিষ্যৎ অনিশ্চিত তাই বিপদ-আপদ এবং আর্থিক সুবিধার কথা চিন্তা করে একটি বীমা চুক্তি করেছেন।
১৭। দেশের অর্থনীতিতে এ ধরনের বীমা যে প্রভাব ফেলতে পারে তা হলো—
i. কর্মসংস্থান সৃষ্টি ii. রপ্তানি আয় বৃদ্ধি iii. জাতীয় উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। মি. বাহার কোন ধরনের বীমা চুক্তি করেছেন?
ক) শস্য বীমা
খ) স্বাস্থ্য বীমা গ) দুর্ঘটনা বীমা ঘ) গবাদি পশু বীমা
উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর
দাও
মি. আকাশ অনেক দিন যাবৎ একটি মেশিন ভাড়ায় ব্যবহার করে আসছেন। তিনি নিজ নামে উক্ত মেশিনের বীমা করতে চাইলে বীমা কোম্পানি তার প্রস্তাবে অস্বীকৃতি জানায়।
১৯। মি. আকাশ কোন ধরনের বীমা করতে চেয়েছিলেন?
ক) দায় বীমা
খ) সম্পত্তি বীমা গ) বেকার বীমা
ঘ) অগ্নি বীমা
২০। কী কারণে বীমা কোম্পানি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে?
ক) চূড়ান্ত সদ্বিশ্বাসের অভাব
খ) ঝুঁকির আধিক্য
গ) বৈধ প্রতিদানের অভাব
ঘ) বীমাযোগ্য স্বার্থের অভাব
উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও
জনাব আমিন একজন কাপড় ব্যবসায়ী। তিনি তার পণ্যের গুদাম বীমা করেছেন। চুক্তিপত্রে গুদামে রক্ষিত পণ্যের সঠিক পরিমাণ উল্লেখ না করায় বীমা কোম্পানি তার চুক্তি বাতিল করেছে।
২১। জনাব আলিম কোন ধরনের বীমা করেছিল?
ক) অগ্নি খ) দুর্ঘটনা গ) দায় ঘ) নৌ
২২। কোন নীতির ভঙ্গের কারণে জনাব আলিমের প্রথম চুক্তিটি বাতিল হয়েছে?
ক) স্থলাভিষিক্তকরণ খ) সদ্বিশ্বাস গ) প্রত্যক্ষ কারণ
ঘ) নির্দিষ্টতা
বহু নির্বাচনী প্রশ্নের উত্তর : ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ঘ ২১. ক ২২. খ।
H.S.C
- জ্ঞান মূলক প্রশ্ন -১ম অধ্যায়: ব্যবসায়ের মৌলিক ধারণা এইচএসসি প্রস্তুতি
- একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বই ডাউনলোড করুন
- বহু নির্বাচনী প্রশ্ন – এইচএসসি প্রস্তুতি বিষয়: বাংলা ১ম পদ্য: সাম্যবাদী
- বহুনির্বাচনী প্রশ্ন একাদশ-দ্বাদশ – ফিন্যান্স ২য় পত্র ১০ ম অধ্যায় , পাঠ -১
- একাদশ-দ্বাদশ – ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, বীমা সম্পর্কে মৌলিক ধারণা ১০ অধ্যায়
- একাদশ-দ্বাদশ শ্রেণি : হিসাববিজ্ঞান ২য় পত্র, ৩য় অধ্যায়, নগদ প্রবাহ বিবরণী
- H.S.C – Preparation বিষয়: হিসাব বিজ্ঞান ৩য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন
- ৭ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে
- SMS এইচএসসির ফলাফল জানা নিয়ম
- ‘SSC পরীক্ষা জুনে, HSC আগস্টে’