অনার্স ১ম বর্ষের পরীক্ষা সামাজিক সমস্যা,ব্যতিক্রম সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ

অনার্স ১ম বর্ষের পরীক্ষা সামাজিক সমস্যা,ব্যতিক্রম সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ, অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা বই pdf,অনার্স ১ম বর্ষের সামাজিক সমস্যা বই,রকেট সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষ,

জাতীয় বিশ্ববিদ্যালয়
BA, BSS, BBA & BSC অনার্স ১ম বর্ষের
[২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী]
সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষের
 [Social Problems] সাজেশন অনার্স ১ম বর্ষের
Department of : Sociology
Subject Code: 21007
2024 এর অনার্স ১ম বর্ষের ১০০% কমন সাজেশন

অনার্স ১ম বর্ষের পরীক্ষার সাজেশন 2024(PDF) লিংক

সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2024

PDF Download সামাজিক সমস্যা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সামাজিক সমস্যা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন,

বিষয়: সামাজিক সমস্যা, বিষয় কোড: ২১২০০৭।

সামাজিক সমস্যা বই pdf সাজেশন

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. সামাজিক সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার নাম উল্লেখ কর।
উত্তর: সামাজিক-সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন দুটি সামাজিক সমস্যার নাম হল: ১. বিবাহ বিচ্ছেদ ও ২. আচরণগত রোগ।

২. সামাজিক সমস্যা অধ্যায়নে লেভেলিং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সামাজিক সমস্যা অধ্যায়নে লেভেলিং তত্ত্বের প্রবক্তা অপরাধ তাত্ত্বিক হাওয়ার্ড বেকার।

৩. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী?
উত্তর: শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে বুঝায় যখন জন্ম ও বহিরাগতের সমষ্টি এবং মৃত্যু ও বহির্গমনের সমষ্টির সমান হয়।

৪. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1 দশমিক 1. 37%।

৫. দারিদ্র রেখা কী?
উত্তর: জীবনধারণের জন্য দৈনিক ন্যূনতম যে পরিমাণ ক্যালোরি গ্রহণ প্রয়োজন তাকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই দারিদ্র রেখা বলে।

৬. পরিবেশ দূষণ কী
উত্তর: পানি, বাতাস, মাটিসহ পরিবেশের কোন উপাদানের যখন এমন কোন ভৌত রাসায়নিক তেজস্ক্রিয় পরিবর্তন ঘটে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবজগতের ওপর নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলে তখন সে অবস্থাকে পরিবেশ দূষণ বলে।

৭. যেকোনো একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখ।
উত্তর: দুটি গ্রিনহাউস গ্যাসের নাম হল: ১. কার্বন-ডাই-অক্সাইড, ২. মিথেন গ্যাস।

৮. মেগাসিটি কাকে বলে?
উত্তর: বড় কোন শহরে একটি কিংবা তার বেশি জনসংখ্যা বাস করে তখন ওই শহরটিকে মেগাসিটি বলে।

৯.‘ বিশ্ব ধরিত্রী’ সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ‘বিশ্ব ধরিত্রী’ পরিবেশ সম্মেলন 1992 সালের ব্রাজিলের সাবেক রাজধানী রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।

১০. আদিবাসী সংস্কৃতি কি?
উত্তর: আদিবাসীদের সামগ্রিক জীবন প্রণালী সম্বিত রুপি আদিবাসী সংস্কৃতি।

১১. বিচ্ছিন্নতা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘বিচ্ছিন্নতাবোধ’ শব্দটি কার্ল মার্কস প্রথম ব্যবহার করেন।

১২. শ্রেণী কী?
উত্তর: শ্রেণি হল সেসব গোষ্ঠী বা মানুষের বিশেষ বিভাগ যাদের সমাজে একটা বিশেষ মর্যাদা রয়েছে এবং যার ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর সাথে তাদের সম্পর্ক স্থায়ী ভাবে নির্ধারিত হয়।

১৩. সংখ্যালঘু কারা?
উত্তর: কোন দেশের বা সমাজের বৃহৎ জনগোষ্ঠীর তুলনায় কম সংখ্যক জনগোষ্ঠী তাদের পৃথক ভাষা ধর্ম সংস্কৃতি ও জীবনযাত্রা বিরাজমান তাদেরকে সংখ্যালঘু বলে।

১৪. লাইফস্টাইল ডিজিজ কী?
উত্তর: মানুষ তার কাজকর্মের ত্রুটির কারণে যেসব রোগে আক্রান্ত হয় সেগুলো কে জীবনাচরণ রোগ বলা হয়।

১৫. অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গি প্রবক্তা কে?
উত্তর: অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গি প্রবক্তা হলেন সিজার লমব্রসো।

১৬. সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে কী বলা হয়?
উত্তর: সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজকে বিচ্যুতি বলা হয়।

১৭. পর্ণগ্রাফি কি?
উত্তর: যে চিত্রকর্ম কিংবা সাহিত্য কুরুচিপূর্ণ নগ্ন অশ্লীল যাতে মানুষের বিবেক ও নৈতিকতা এবং যার প্রভাবে অসুস্থ সমাজের সৃষ্টি হয় তাকে পর্নোচিত্র বলে।

১৮. গ্রী হাউস ইফেক্ট প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর: গ্রীনহাউস ইফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিশ রসায়নবিদ সোভানটে আরহেনিয়াস।

১৯. “Major Social Problem” বইটি কে লিখেছেন?
উত্তর: “Major Social Problem” বইটি লিখেছেন সমাজবিজ্ঞানী রর্বার্টসন।

২০. `Social Problems: The Contemporary Debates’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: `Social Problems: The Contemporary Debates’ গ্রন্থের রচয়িতা সমাজতান্ত্রিক উইলিয়ামসন।

২১. `Cultural Lag’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ‘সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বের’ প্রবক্তা হলেন উইলিয়াম এফ অগর্বান।

২২. STD এর পূর্ণরূপ কী?
উত্তর: STD এর পূর্ণরূপ হল: Sexually Transmitted Diseases.

২৩. Peer Group কারা?
উত্তর: পিয়ার দল বলতে বিদ্যালয়ে, খেলার মাঠে, গল্পগুজব, আড্ডার সময় শিশুর যাদের সাথে সময় অতিবাহিত করে তাদেরকে বুঝায়।

২৪. বৈশ্বিক উষ্ণায়ন বলতে কী বুঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় সূর্যের তাপ প্রবাহ এবং গ্রীন হাউস গ্যাস সমূহ পৃথিবীর স্বাভাবিক আবহাওয়াকে ক্রমশ থেকে উষ্ণতার করে তুলেছে তাই বৈশ্বিক উষ্ণায়ন।

২৫. সুনামি কী?
উত্তর: সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক তরঙ্গ বা ঢেউ।

২৬. নদী ভাঙ্গন কী?
উত্তর: নদী ভাঙ্গন হল নদীর পানি প্রবাহের ফলে নদীর তীর বা পাড়ের ভাঙ্গন।

২৭. ঘূর্ণিঝড় সিডর কত সালে সংঘটিত হয়?
উত্তর: ঘূর্ণিঝড় সিডর 2007 সালের 15 নভেম্বর সংঘটিত হয়।

২৮. দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ সমূহ কী কী?
উত্তর: দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় তিনটি। যেমন: ১. দুর্যোগ পূর্ব পর্যায়, ২. দুর্যোগকালীন পর্যায় ও ৩. দুর্যোগ পরবর্তী পর্যায়।

৩০. CFC এর পূর্ণরূপ কী?
উত্তর: CFC এর পূর্ণরূপ হল Chlorofluorocarbon.

৩১. ভদ্রবেশী অপরাধের দুটি উদাহরণ দাও?
উত্তর: ভদ্রবেশী অপরাধের দুটি উদাহরণ হল ১. কর ফাঁকি ও ২. দুর্নীতি।

খ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. সামাজিক সমস্যার প্রকৃতি লেখ।
অথবা, সামাজিক সমস্যার প্রকৃতি বর্ণনা কর।
২. সামাজিক সমস্যার প্রধান কারণগুলো উল্লেখ কর।
৩. কাম্য জনসংখ্যা তত্ত্ব কী?
৪. অতি নগরায়নের কারণ সমূহ কী কী?
৫. অতি নগরায়নের সৃষ্ট সমস্যাসমূহ কী?

৬. নগর দারিদ্র্যের প্রধান কারণসমূহ চিহ্নিত কর।
৭. দারিদ্র ও বস্তি কীভাবে সম্পর্কিত?
৮. সাংস্কৃতিক ব্যাপ্তি কী?
৯. সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ কী?
১০. সামাজিক অসমতার সংজ্ঞা দাও।

১১. লিঙ্গ বৈষম্য বলতে কী বুঝ?
১২. লিঙ্গ বৈষম্যর নির্দেশনাগুলো কী?
১৩. পারিবারিক সহিংসতা কী?
১৪. স্বাস্থ্যহীনতার কারণগুলো লেখ।
১৫. হেপাটাইটিস-বি প্রতিরোধের উপায় নির্দেশ কর।

১৬. কিশোর অপরাধ কী?
১৭. বিচ্যুৎআচরণ কী?
১৮. অপরাধ বিচ্যুতির চারটি পার্থক্য লেখ।
অথবা, অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লেখ।
১৯. প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়
২০. পরিবেশ দূষণ বলতে কী বুঝ?

[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলী

১. সমাজ বিজ্ঞানের একটি শাখা হিসেবে সামাজিক সমস্যা পঠন পাঠন এর গুরুত্ব আলোচনা কর।
২. সামাজিক সমস্যা অধ্যায়নে লেভেলিং দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
৩. সামাজিক সমস্যা বিশ্লেষণে মূল্যবোধ সংঘাত তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, সামাজিক সমস্যা অধ্যায়নে মূল্যবোধের দৃষ্টিভঙ্গি আলোচনা কর।
৪. জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসীয় তত্ত্বটি পর্যালোচনা কর।
অথবা, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বিশ্লেষণ কর।

৫. উন্নয়নশীল দেশে নগরায়নের প্রক্রিয়া আলোচনা কর।
৬. অতি নগরায়ন ও দারিদ্র্যের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা কর।
৭. ‘বিশ্বায়ন হল নব্য সাম্রাজ্যবাদ।’ -উক্তিটি ব্যাখ্যা কর।
৮. নারী নির্যাতন বলতে কি বুঝ বাংলাদেশে নারী নির্যাতনের কারণসমূহ বর্ণনা কর।
৯. স্বাস্থ্যের ওপর আচরণগত উপাদানের প্রভাব বিশ্লেষণ কর।

১০. এইডস কী? এর বিস্তৃতির মাধ্যমসমূহ আলোচনা কর।
১১. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাসমূহ আলোচনা কর।
১২. বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থার সমস্যাসমূহ আলোচনা কর।
১৩. বাংলাদেশের কিশোর অপরাধের সাম্প্রতিক ধারা আলোচনা কর।
১৪. সাম্প্রতিক বাংলাদেশের সংঘটিত অপরাধের কারণগুলো আলোচনা কর।
অথবা বাংলাদেশে অপরাধের কারণসমূহ ব্যাখ্যা কর।

১৫. বাংলাদেশে মাদকাসক্তির কারণ ও প্রতিকার আলোচনা কর।
১৬. মাদকাসক্তির কারণ ও প্রভাব আলোচনা কর।
১৭. বাংলাদেশ পতিতাবৃত্তির কারণসমূহ আলোচনা কর।

১৮. বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর।
১৯. বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার পদক্ষেপসমূহ আলোচনা কর।
২০. দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ পর্যালোচনা কর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 এর PDF Download সামাজিক সমস্যা অনার্স ১ম বর্ষ সুপার সাজেশন | সামাজিক সমস্যা অনার্স ১ম বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড |সামাজিক সমস্যা সাজেশন অনার্স ১ম বর্ষের| অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন

Honors 1st year Common Suggestion 2024

পরীক্ষায় ১০০% কমন পেতে অতিরিক্ত যা যা পড়বেন

বিষয়:জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন

ক বিভাগ

সামাজিক সমস্যা বলতে কি বুঝ?

বাংলাদেশের সামাজিক সমস্যা গুলো কী

সমাজ বিজ্ঞানী হেরান্ড ও ফেলপস কয় ধরনের সামাজিক সমস্যার কথা বলেছেন

জনসংখ্যা কী

বাংলাদেশের প্রধান সামাজিক সমস্যা কী

জনসংখ্যা সম্পর্কিত ম্যালথাসের গ্রন্হের নাম কী

An Eassy on the principles of population গ্রন্হের রচয়িতা কে

পরিবেশ দূষণ কী

মরুকরন কী

নগরায়ন কী

নগর মানসিকতার বলতে কি বুঝ

মেগাসিটি কাকে বলে

সংস্কৃতি কী

অবস্তুগত সংস্কৃতি বলতে কী বুঝ

cultural lag তও্বের প্রবক্তা কে

বিচ্ছিন্নতাবদের শব্দটি কে প্রথম ব্যবহার করেন

শ্রেণি কী

সংখ্যালঘু কারা

স্বাস্হ্য সেবা কী

স্বাস্হ্যহীনতা কী

HIV এর পূর্ণ রুপ কী

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

প্রতিষ্ঠাম কী

শিক্ষানীতি কি?

প্রছন্ন বেকার কারা

অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে

কিশোর কারা সমাজের মূল্যবোধ পরিপন্হি কাজকে কী বলা হয়

পতিতাবৃওি কি

দূর্যোগ কাকে বলে

গ্রিনহাউজ ইফেষ্ট প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন

বৈশ্বিক উষ্ঞায়ন বলতে কী বুঝায়

ঘূর্ণিঝড় সিডর কোন সালে সংঘটিত হয়

খ বিভাগ

সামাজিক সমস্যা কী

সংক্ষেপে সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর

পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে আলোচনা কর

কাম্য জনসংখ্যা তও্ব কী

অতিনগরায়ন কী

নগর দারিদ্র্যের প্রধান কারন সমূহ চিহৃত কর

বাংলাদেশে নগর অপরাধের প্রধান দিকগুলো তুলে ধর

সাংস্কৃতি ব্যপ্তি কি

সামস্কৃতি বিশ্বায়ন কাকে বলে

বাংলাদেশে সামাজিক অসমতার প্রকৃতি আলোচনা কর

বয়স বৈষম্য বলতে কি বুঝায়

পারিবারিক সহিংসহা কী

স্বাস্হ্যহীনতা বলতে কি বুঝ?

AIDS বিস্তৃতির মাধ্যমগুলো উল্লেখ কর

বাংলাদেশের শিক্ষাব্যবস্হার পাঁচটি এুটি উল্লেখ কর

পেশাগত অসুস্হতার কারণসমূহ কী

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

অপরাধের কারণসমূহ কী

ভদ্রবেশী অপরাধ কী

মাদকাসক্তি কী

যৌন বাণিজ্য কী

যৌন ব্যবসা কীভাবে সামাজিক নিয়ন্ত্রণ ও নৈতিকতার অবক্ষয় ঘটায় আলোচনা কর

প্রাকৃতিক দূর্যোগ কী

দূর্যোগ ব্যবস্হাপনার ধাপগুলো আলোচনা কর

গ বিভাগ

সামাজিক সমস্যার অধ্যয়নের সাংস্কৃতি ব্যবধান তত্ব আলোচনা কর

সামাজিক সমস্যা অধ্যয়নে লেবেলিং দৃষ্টিভঙ্গি আলোচনা কর

পরিবেশের ওপর জনসংখ্যার প্রভাব আলোচনা কর

উন্নয়নশীল দেশসমূহ জনসংখ্যা বৃদ্ধির কারণ আলোচনা কর

নগরায়নের সংজ্ঞা দাও? বাংলাদেশের সমাজের ওপর নগরায়নের প্রভাব আলোচনা কর

অতি নগরায়ণ এবং দারিদ্র্যের মধ্যে আন্তঃ সম্পর্ক আলোচনা কর

উন্নয়নশীল দেশসমুহে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের প্রভাব আলোচনা কর

উন্নয়নশীল দেশের সমাজব্যবস্হার ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর

সামাজিক অসমতা কী? সামাজিক অসমতার সামাজিক নির্ধারকসমূহ আলোচনা কর

নারী নির্যাতন বলতে কি বুঝ? বাংলাদেশে নারী নির্যাতনের কারণ সমুহ বর্ণনা কর

বাংলাদেশে স্বাস্হ্যসেবা ব্যবস্হার সমস্যাসমূহ আলোচনা কর

এইডস বিধিটি ব্যাখ্যা কর

বাংলাদেশে বেকার সমস্যার প্রকৃতি ও স্বরুপ বিশ্লেষণ কর

বাংলাদেশে অপরাধের কারণ সমূহ ব্যাখ্যা কর

মাদকাসক্তির কারণ ও প্রভাব আলোচনা কর

বাংলাদেশে পতিতাবৃওির কারণ সমূহ আলোচনা কর

অভিবাসন ও পাচারের মধ্যে পার্থক্য নির্দেশ কর ৷ পাচারের সামাজিক কারণ ও ফলাফল ব্যাখ্যা কর

বণ ধ্বংসকরণ কী? বাংলাদেশে বণভূমি ধ্বংসের কারণসমূহ চিহৃিত কর

বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা কর

সাজেশন সম্পর্কে প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে Google News <>YouTube : Like Page ইমেল : assignment@banglanewsexpress.com

Leave a Comment