আজকের বিষয়: বুকিং সহকারী এর কাজ করতে কি কি যোগ্যতা দরকার, বুকিং সহকারী কাজটি কি আপনার জন্য, একজন বুকিং সহকারী প্রতিদিনের কাজের তালিকা
বাংলাদেশ রেলওয়ের ১৪ টি ডিপার্ট্মেন্ট রয়েছে তার মধ্যে একটি হলো ট্রাফিক ডিপার্ট্মেন্ট। ট্রাফিক ডিপার্ট্মেন্টের একটি পদের নাম বুকিং সহকারী। বাংলাদেশের এমন কিছু চাকরি রয়েছে যার পদের নাম দেখলেই এসব পদে কি কাজ তা বলা যায়।
কারো মনে যদি বুকিং সকারীর কাজ কি প্রশ্ন আসে তাহলে খুবই সহজেই বলা যায় বাংলাদেশ রেলওয়েতে যিনি টিকিট কাউন্টারে টিকিট বিক্রয় করার কাজ করে থাকেন। যেসব যাত্রীর মালামাল এক স্টেশন থেকে অন্য স্টেশনে স্থানান্তর করার জন্য কাগজপত্রের দায়িত্বে থাকে সেইই হলেন বুকিং সহকারী।
বুকিং সহকারী কাজ কি (প্রধান কাজ)
- টিকিট ক্রয় বিক্রয় করা
- টিকিট বুকিং নেওয়া
- ৮ ঘন্টা করে শিফটিং ডিউটি
বুকিং সহকারীর পদোন্নতি
- ছয় বছর পর প্রমোশন পেয়ে থাকে
- গার্ড, ইন্সপেক্টর, এসিস্ট্যান্ট ইন্সপেক্টর এ পদোন্নতি পেয়ে থাকেন।
বুকিং সহকারীর বেতন কত
বুকিং সহকারীর বেতন হলো ৯,৭০০ টাকা থেকে শুরু। এছাড়াও রয়েছে টিফিন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, রেশন ভাতা এবং চাকরির বয়স ৫ বছর অতিক্রম হবার পর ধোলাই ভাতা পাবেন।
টিকিট কালেক্টরের কাজ কি
যে ব্যাক্তি যাত্রীদের নিকট টিকিট যচাই করে থাকেন তাকে টিকিট কালেক্টর বলে
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি
বুকিং সহকারী গ্রেড ২ এর কাজ কি তা কিছুটা বুকিং সহকারীর মতই।
রেলওয়ে নিয়োগ পরীক্ষা কোথায় হয়
রেলওয়ে নিয়োগ পরীক্ষা সাধারণত চট্টগ্রাম এবং রাজশাহীতে অনুষ্ঠিত হয়।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- AEO vs SEO গুগল ট্রাফিক
- বাংলাদেশের সেরা FTP সার্ভারগুলি এক সাথে
- Best FTP Servers in Bangladesh FTP + 200 High
- BA/BSS/BBA ডিগ্রী ৩য় বর্ষের সাজেশন
- adult ftp server
- FTP Server