প্রশ্ন সমাধান: বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আবদুল ওদুদের ভূমিকা কিরূপ?,বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আবদুল ওদুদের গুরুত্ব কতটুকু?,বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আবদুল ওদুদের অবদান আলোচনা কর
ভূমিকা : মুসলিম সাহিত্য সমাজের অন্তর্গত বুদ্ধির মুক্তি আন্দোলনের যে কয়েকজন সদস্য রয়েছেন কাজী আবদুল ওদুদ তাদের মধ্যে অন্যতম। তিনি মুক্তবুদ্ধির প্রবক্তা, মননশীল, প্রগতিশীল শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। তার দর্শনচিন্তায় প্রাচ্য ও পাশ্চাত্য চিন্তাবিদদের প্রভাব লক্ষণীয়। এদের মধ্যে জার্মান কবি গ্যাটে, রাজা রামমোহন রায়, মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথের নাম অগ্রগণ্য। তিনি পশ্চাৎপদ, কুসংস্কারাচ্ছন্ন, গোঁড়া মুসলিম সমাজে মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক মনোভাব জাগ্রতকরণে বিশেষ অবদান রাখেন।
বুদ্ধির মুক্তি আন্দোলনে কাজী আবদুল ওদুদের ভূমিকা : বিশ শতকের গোড়ার দিকে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব বাংলায় যে প্রগতিশীল দার্শনিক আন্দোলন গড়ে উঠে যা বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত। এ আন্দোলনের সাথে যারা জড়িত হয়েছিলেন তার মধ্যে কাজী আবদুল ওদুদ অন্যতম।
আরো ও সাজেশন:-
তিনি আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল প্রাণশক্তি ও ভারযোগী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি ধর্ম বলতে আচার- সর্বস্ব ধর্মের কথা বুঝাননি। তার ধর্মের নাম ছিল বিকাশ ধর্ম। তার দর্শনচিন্তায় প্রাচ্য ও পাশ্চাত্যের বহু চিন্তাবিদদের প্রভাবের পরিচয় মেলে। তিনি যুক্তির আলে সব কিছুকে মূল্যায়ন করতেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
বুদ্ধি মুক্তির আন্দোলনে তার যে ভূমিকা সেখানেও তার যুক্তিবাদিতার পরিচয় মেলে। এ প্রসঙ্গে ওয়াকিল আহমদ তার, “মুসলিম সাহিত্য সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলন” গ্রন্থে বলেন, সাহিত্য সমাজ শুদ্ধ জ্ঞান ও চিন্তা চর্চা করেনি; তা ছিল স্বাধীন ও মুক্ত। এতে কোনো ভাবাবেগ বা উগ্র মনোভাব ছিল না। এর পিছনে যুক্তিবাদী মন এবং সত্য সন্ধানী দৃষ্টি ছিল। আবদুল ওদুদ বুদ্ধি মুক্তির আন্দোলনের মধ্য দিয়ে যুক্তিবাদিতা, মানবতাবাদ, কল্যাণ রাষ্ট্রের ধারণা প্রচার করেন। বুদ্ধির মুক্তির মাধ্যমে তিনি যে সমাজ গঠনের কথা ভেবেছিলেন তা ছিল অসাম্প্রদায়িক।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, কাজী আবদুল ওদুদের চিন্তাচেতনা ছিল প্রগতিশীল ও সুসংগঠিত। বুদ্ধির মুক্তি আন্দোলন গড়ে তোলা থেকে শুরু করে এর প্রচার ও প্রসারে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে মুসলিম সাহিত্য সমাজের অনেকের চেয়ে তার অবদান অনেক বেশি। তিনি তার চিন্তা ও মননের দ্বারা এ আন্দোলনকে বেগবান করেছিলেন।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization