বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে, বুয়াইয়া বংশের শাসনকাল কত, বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়
বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বুয়াইয়া বংশের প্রতিষ্ঠাতা আহমদ ইবনে সুজা ।
বুয়াইয়া বংশের শাসনকাল কত?
উত্তর : ৯৪৫-১০৫৫ খ্রিস্টাব্দ।
বুয়াইয়া রাজবংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
বুয়াইয়ারা কত বছর শাসন করেছিলেন?
উত্তর : বুয়াইয়ারা প্রায় ১১১ বছর শাসন করেছিলেন।
বুয়াইয়া শাসকদের উপাধি কি ছিল?
উত্তর : বুয়াইয়া শাসকদের উপাধি ছিল আমির-উল-উমারাহ ।
বুয়াইয়াগণ কোন ধর্মমতাবলম্বী ছিল? উত্তর : শিয়া ধর্মমতাবলম্বী ।
সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর : গুজরাটের কাথিওয়ারের সমূদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত ।
বুয়াইয়া বংশের প্রথম আমির কে ছিলেন?
উত্তর : মুইজ-উদ- দৌলা ।
মুইজ-উদ-দৌলার প্রকৃত নাম কি?
উত্তর : আহমদ ।
আজদ-উদ-দৌলার শাসন কাল কত?
উত্তর : ৯৬৭-৯৮৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ।
আজদ-উদ-দৌলার উপাধি কি ছিল?
উত্তর : তাজ উল মিলাত ৷
বুয়াইয়াদের রাজপ্রাসাদের নাম কি ছিল?
উত্তর : বুয়াইয়া রাজপ্রসাদের নাম “দার-আল-মামলাকা” ।
সর্বশেষ বুয়াইয়া শাসক কে ছিলেন?
উত্তর : খসরু ফিরোজ মালিক অর-রহিম।
বুয়াইয়া বংশের অবসান ঘটে কত সালে?
উত্তর : বুয়াইয়া বংশের অবসান ঘটে ১০৫৫ সালে।
সেলজুক বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সেলজুক বংশের প্রতিষ্ঠাতা তুম্রিল বেগ ।
সেলজুকদের আদি বাসস্থান ছিল কোথায়?
উত্তর : সেলজুকদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়ায় ৷
সেলজুক বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : সেলজুক বংশ প্রতিষ্ঠিত হয় ৯৫৫ খ্রিস্টাব্দে।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
তুম্রিল বেগের রাজধানী কোথায় ছিল?
উত্তর : তুগ্রিল বেগের রাজধানী ছিল মার্ভে।
কোন সেলজুক শাসককে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর : সুলতান তুঘ্রিল বেগকে ‘প্রাচ্য ও প্রতীচ্যের রাজা’ উপাধিতে ভূষিত করা হয়।
জালালি দিনপঞ্জি কে তৈরি করেন?
উত্তর : জালালি দিনপঞ্জি মালিক শাহ তৈরি করেন।
মালাজকার্দের যুদ্ধ সংঘটিত হয় কবে?
উত্তর : মালাজকার্দের যুদ্ধ সংঘটিত হয় ১০৭১ খ্রিস্টাব্দে।
নিজামুল মূলক কে ছিলেন?
উত্তর : নিজামুল মুলক সেলজুক সুলতান আলপ আরসলানের সুযোগ্য মন্ত্রী ছিলেন।
নিজামুলমুলক কার উজির ছিলেন?
উত্তর : সেলজুক শাসক মালিক শাহের মন্ত্রী।
‘আতাবেগ’ কার উপাধি ছিল?
উত্তর : ‘আতাবেগ” উপাধি ছিল নিজাম-উল-মূলক এর ।
সিয়াসাতনামা বইয়ের রচয়িতা কে?
উত্তর : সিয়াসাতনামা গ্রন্থটি নিজামুল মূলক রচনা করেন।
নিজামিয়া মাদ্রাসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর : নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল মূলক ।