বেদান্ত দর্শন কী?, বেদান্ত দর্শন বলতে কী বুঝ?, বেদান্ত দর্শনের পরিচয় দাও।, বেদান্ত দর্শন কাকে বলে?, বেদান্ত দর্শন বলতে কোন দর্শনকে বোঝায়?

প্রশ্ন সমাধান: বেদান্ত দর্শন কী?, বেদান্ত দর্শন বলতে কী বুঝ?, বেদান্ত দর্শনের পরিচয় দাও।, বেদান্ত দর্শন কাকে বলে?, বেদান্ত দর্শন বলতে কোন দর্শনকে বোঝায়?

ভূমিকা : ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়গুলোর মধ্যে বেদান্ত দর্শন অত্যন্ত প্রাচীন। মহর্ষি বাদরায়ন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। প্রাচীন বৈদিক দর্শনের অধ্যাত্মবাদী চিন্তাধারা বেদান্ত দর্শনে পূর্ণতা লাভের প্রয়াস পায়। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বেদান্ত দর্শনে ভারতীয় দর্শনের সমগ্র ঐতিহ্যটির উপস্থাপনা করে। ব্রহ্মসূত্রমএবং এটির ভাষ্যসমূহেৃভারতীয় প্রায় সমস্ত সম্প্রদায়ের দার্শনিক মতামত উল্লেখ করা হয়।


বেদান্ত দর্শন : মহর্ষি বারায়ন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা। বেদান্ত শব্দের ব্যূৎপত্তিগত অর্থ ‘বেদের অন্ত’ বা ‘শেষ’। বেদান্ত বলতে মুখ্যত উপনিষদকে বুঝায়। অর্থাৎ উপনিষদকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেদান্ত দর্শন। কারণ হলো বেদের শেষ অংশই উপনিষদ। বেদের চারটি অংশের মধ্যে প্রথম- সংহিতা, দ্বিতীয়— ব্রাহ্মণ, তৃতীয়— আরণ্যক এবং সর্বশেষ উপনিষদ।

এ উপনিষদেই বৈদিক চিন্তাধারার পূর্ণ বিকাশ ঘটেছে। আর এ কারণেই উপনিষদ বেদান্ত নামে পরিচিত। উপনিষদকে কেন্দ্র করে বেদান্ত দর্শন গড়ে উঠেছে এবং উপনিষদ বেদের সর্বশেষ অংশ বলে একে বেদান্ত দর্শন নামে অভিহিত করা হয়। ব্রহ্ম হলো বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়। উল্লেখ্য, উপনিষদকে বেদান্ত দর্শনের ভিত্তি বলে মনেকরা হলেও বেদান্ত দর্শনের ভিত্তি হলো তিনটি।


আরো ও সাজেশন:-

যথা : উপনিষদ, ভগবদ্গীতা এবং বিভিন্ন ভাষ্যসহ ব্রহ্মসূত্র। এ তিনটিকে একত্রে প্রস্থানত্রয় বলা যায়। এ তিনটিকে স্তম্ভ হিসেবে গ্রহণ করে বেদান্ত দর্শনের ইমারত গড়ে উঠেছে। এ দর্শন পাঠ করলে যেমন এর বিচিত্র এবং ব্যাপক মৌলিক চিন্তার সঙ্গে পরিচিত হওয়া যায়, তেমনি চার্বাক, জড়দর্শন, অন্যান্য লোকায়ত দৰ্শন, জৈন, বৌদ্ধ, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পর্ব মীমাংসা প্রভৃতি দর্শন সম্পর্কে তুলনামূলক বিচার এবং সমালোচনার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জ্ঞান হয়।


উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি, বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ ও প্রাচীন । এ বেদান্ত দর্শনেই প্রাচীন বৈদিক দর্শনের অধ্যাত্মবাদী ভাবধারা পূর্ণতা লাভ করেছে। বেদান্ত দর্শন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমগ্র ভারতীয় দর্শনের উপর প্রভাব বিস্তার করেছে।


প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

Leave a Comment