N.G.O বা বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর। অথবা, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর।
দেশের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা প্রদানের লক্ষ্যে এনজিও প্রতিষ্ঠিত হয়। এটি দেশের দরিদ্র ও ভূমিহীন জনগণকে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।
বেসরকারি সংস্থার কার্যাবলি আলোচনা কর, বেসরকারি সংস্থার কার্যক্রম বর্ণনা কর
N.G.O বা বেসরকারি সংস্থার কার্যাবলি : নিম্নে এনজিও এর কার্যাবলি আলোচনা করা হলো :
১. জামানতবিহীন ঋণদান : বিত্তহীন পুরুষ ও মহিলাদের জামানতবিহীন ব্যাংকিং সুবিধা প্রদান করা এনজিওসমূহের প্রধান কাজ ।
২. সহজ শর্তমতে : দেশের ভূমিহীন ও দরিদ্র কৃষকদের মাঝে সহজ শর্তে ঋণ দান করে এনজিও-এর অন্যতম কাজ ।
৩. ঋণের সহজলভ্যতা : ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা এনজিওসমূহের অন্যতম কাজ ।
৪. আয় সৃষ্টিতে ঋণ প্রদান : দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন আয় সৃষ্টিকারী কাজের জন্য বেকার যুবসমাজকে ঋণ প্রদান করে।
৫. পণ্য ঋণ প্রদান : এনজিও তার কিছু কিছু সদস্যদের মাঝে নগদ অর্থের পরিবর্তে ঋণ হিসেবে পণ্য প্রদান করে থাকে ।
৬. ঋণের যথাযথ ব্যবহার : ঋণগ্রহীতার ঋণের পর্যবেক্ষণ করা এনজিওসমূহের অন্যতম কাজ ।
৭. সদস্যদের দলীয় সংগঠন : এনজিওসমূহের অন্যতম কাজ হলো সদস্যদের দলীয়ভাবে সংগঠিত করা।
৮. আত্মনির্ভরশীল : এনজিওসমূহের আরেকটি কাজ হচ্ছে গ্রামের জনগোষ্ঠীর ঋণ সহায়তার মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
৯. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি : কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এনজিওসমূহের অন্যতম কাজ।
১০. দারিদ্র্য দূরীকরণ : গ্রামের শোষক শ্রেণির হাত থেকে দরিদ্র মানুষের অবমুক্ত করা এনজিওসমূহের একটি উল্লেখযোগ্য কাজ ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত কার্যক্রমগুলো বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজ। যা দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে ।
একাডেমিক শিক্ষা বিষয়ক লিখিত প্রশ্ন সমাধান পেতে ক্লিক করুন।