♥ বেড়েছে কি আয়? ♥
♦ শ্যামল বণিক অঞ্জন♦
হয়না কেনার সাধ্য, তাই
খাইনা কপি শিম,
দ্রব্যমূল্যের পাগলা ঘোড়াই
খাওয়াচ্ছে হিমশিম!
আগে তবু শখ করে ভাই
খেতাম ভর্তা ডাল,
আজ যে ওটা ধনীর খাবার
মূল্যে বেসামাল!
তপ্ত ভীষণ সবজি সকল
এমন কি সব শাক!
দামের আগুন হৃদয় পোড়ায়
যাই লেগে তাই তাক!
মুলা বেগুন পাতা কপি
বুকটা ওঠে কেঁপে,
ওদের সাথে তাল মিলিয়ে
স্মার্ট ও কাঁচা পেঁপে!
বাজার জুড়ে হিরো পিঁয়াজ
লঙ্কা জ্বলায় ঝালে,
পাল্লা দিয়ে সমান তালে
চলছে তেলে চালে!
এমন করে চললে যে হায়
বাঁচা বড় দায়!
বেড়েছে ব্যয় বেড়েছে কি
মধ্যবিত্তের আয়?
- গর্ভাবস্থায় ভুল ধারণা
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর
- প্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্য
2 thoughts on “বেড়েছে কি আয়? শ্যামল বণিক অঞ্জন”