একটু গভীরভাবে চিন্তা দেখবেন আমাদের মত এর আগে আমাদের পূর্বপুরুষের কেউ এভাবে হস্তমৈথুন করতেন না|যেহেতু আমরা জেনে না জেনে ভুল কাজ করে ফেলেছি এখন আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং ক্ষমা চাও|
একটা জিনিস মনে রাখবেন আল্লাহর কাছে চাওয়ার মত চাইলে সবই পাওয়া যায়|আর আল্লাহ ছাড়া এখন থেকে কেউ উদ্ধার করতে পারবে না|এখন আমাদের উচিত সব সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ যেন আমাদের যৌবন শক্তি ফিরিয়ে দেন|
সব সময় এস্তেগফার করতে থাকুন এবং আল্লাহর কাছে নিজের এবং সকল মুসলিম ভাই-বোনদের জন্য ক্ষমা চাই, তাহাজ্জুতের নামাজ পড়ে নিজের দোষ গুলো আল্লাহর কাছে তুলে ধরো,ইনশাল্লাহ আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করে দিবেন এবং সুস্থ করে দিবেন|
মুসলিম ভাই ও বোনদের মারাত্মক ক্ষতি থেকে বাঁচার জন্য এই লেখনী । আল্লাহর কাছে দোয়া করি সবাই যাতে এই ভয়ানক গোনাহ্ থেকে বেঁচে থাকতে পারে । আর যারা যুক্তি উপস্থাপন করে হস্তমৈথুনকে বৈধতা দিতে চায় বা বৈধ করতে চায়, তাদের থেকে ১০০ হাত দূরত্ব বজায় রাখবেন ।
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-১
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-২
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৩
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৪
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৫
হস্তমৈথুন ! লজ্জা নয়, জানতে হবে। পাঠ-৬
কারন এরা নিজেরাও ক্ষতির মধ্যে নিমজ্জিত এবং আপনাকেও ক্ষতির সম্মুখীন করতে চায় । এরা নিজেরাও গোমরাহ/বিপদগ্রস্ত, আপনাকেও তাই করে ছাড়বে । কারন এরা নিজেরাই হস্তমৈথুন করে বিধায় সমাজে লোকদের বলে বেড়ায় এটা বৈধ ! আস্তাগফিরুল্লাহ ।
তাই এ সমস্ত লোকদের সাথে চলাফিরা বা উঠাবসা করা যাবেনা ।
আল্লাহ তা’আলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুন এবং এই গোনাহ্ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ।
আমীন !
অতীতে যা হবার হয়ে গেছে, এখন তোর চিন্তা করে লাভ নেই, কিভাবে মুক্তি পাওয়া যায় আসুন কুরআন হাদিসের আলোকে জানি,
আসলেই সত্যি কথা হলো যে একক ভাবে রোগের কোন নির্দিষ্ট দোয়া নেই|আল্লাহতালা যে সকল জিনিস কে সকল রোগের শেফা হয়েছে কুরআন ও হাদিসের আল্লাহকে খুশি করে অলৌকিক ভাবে এখান থেকে আরোগ্য নিতে হবে|
পবিত্র কুরআনে সূরা ফাতিহা ও এবং মধুকে সকল প্রকার রোগ মুক্তির শেফা বলা হয়েছে|আর হাদিসে কালিজিরা কে সকল রোগের ওষুধ বলা হয়েছে|
আল্লাহতালা বলেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 17:82
وَ نُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا ہُوَ شِفَآءٌ وَّ رَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ ۙ وَ لَا یَزِیۡدُ الظّٰلِمِیۡنَ اِلَّا خَسَارًا ﴿۸۲﴾
And We send down of the Qur’an that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss
আমি কুরআন হতে (ক্রমশঃ) অবতীর্ণ করি যা মু’মিনদের জন্য আরোগ্য ও রহমাত, কিন্তু তা যালিমদের ক্ষতিই বৃদ্ধি করে।
কে সকল রোগ মুক্তির ঔষধ বলা হয়েছে|
এখন আমাদের কর্তব্য হচ্ছে যে যেগুলা পড়া যায় সেগুলোর উপর আমল করা এবং যেগুলা সেবন করা যায় সেগুলো সেবন করে আল্লাহর কাছে ক্ষমা চাও|
আপনি কেন বুঝছেন না যে আল্লাহ তায়ালার কাছে আসলে সবকিছু ফিরে পাওয়া যাবে|চলুন সবাই দোয়া করি এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন|
হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ সবাই আমরা মন থেকে বলি ইনশাল্লাহ আমাদের সকল মুসলিম ভাই ও বোনদের রোগ ও অপরাধ ক্ষমা করে দিন এবং সবাইকে সুস্থতা দান করেন|আল্লাহ তা’আলা সকল মুসলিম ভাই ও বোনদের অলৌকিক ভাবে আরোগ্য দান করুক|
আমীন সুম্মা আমীন
সকল ভাই ও বোনদের কাছে অনুরোধ অন্য ভাই-বোনদের উপকার করার জন্য পোস্টটি বেশি বেশি শেয়ার করবেন| ইনশাল্লাহ যাতে আপনার মাধ্যমে একজন হলেও সতর্ক হতে পারে এবং তার জীবনকে পরিবর্তন করতে পারে|
Plz plz plz শেয়ার এবং কপিও করতে পারেন সবকিছুরই অনুমতি দেওয়া আছে|
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- হাঁপানি রোগী জন্য পরামর্শ ও হাঁপানি রোগীর ঘরোয়া চিকিৎসা উপায়গুলো
- ২০২৫ এর সেরা ১০ জন তারকারা গুগলিং সার্চে করে
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
আমিন