বোঝা -শ্যামল বণিক অঞ্জন
সবার কাঁধেই দেখি বোঝা
আমি অবাক হয়ে,
পৃথিবীতে সবাই মোরা
যাচ্ছি বোঝা বয়ে।
বইছে কেউবা মনের বোঝা
কেউবা আবার ধনের,
কেউবা বইছে ঋণের বোঝা
বইছে কেউবা জনের।
বইছে কেউ কলঙ্কের বোঝা
কেউবা সুনামে,
কেউবা বইছে দায়ের বোঝা
পৃথিবীর মাঝখানে।
কেউবা বইছে জ্ঞানের বোঝা
কেউবা আবার খ্যাতির,
কেউবা বইছে আশার বোঝা
হয়ে যে অস্থীর।
কেউবা বইছে চাওয়ার বোঝা
কেউবা বইছে পাওয়ার,
বইছে কেউ সংসারের বোঝা
অশান্তিরই হাওয়ায়।
কেউবা বইছে শান্তির বোঝা
আছে বড় সুখে,
দু:খের বোঝা বয়ে চলে
কেউবা আবার বুকে।
- মার্চেন্ট ব্যাংকের কার্যাবলি আলোচনা কর, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম বর্ণনা কর
- সপ্তাহে কতবার সহবাস সন্তান ধারণের জন্য উপযোগী?, সপ্তাহে কতবার যৌন মিলন সম্পর্ক গভীর করে?
- যেভাবে সহবাস করলে বাচ্চা হয় বিস্তারিত,মহিলারা গর্ভবতী হবার জন্য কখন যৌনমিলনে লিপ্ত হবেন,গর্ভধারণের জন্য সেরা সেক্স পজিশন
- বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কি কি ব্যবস্থা প্রচলিত আছে বিস্তারিত লিখুন
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো