বোঝা -শ্যামল বণিক অঞ্জন
সবার কাঁধেই দেখি বোঝা
আমি অবাক হয়ে,
পৃথিবীতে সবাই মোরা
যাচ্ছি বোঝা বয়ে।
বইছে কেউবা মনের বোঝা
কেউবা আবার ধনের,
কেউবা বইছে ঋণের বোঝা
বইছে কেউবা জনের।
বইছে কেউ কলঙ্কের বোঝা
কেউবা সুনামে,
কেউবা বইছে দায়ের বোঝা
পৃথিবীর মাঝখানে।
কেউবা বইছে জ্ঞানের বোঝা
কেউবা আবার খ্যাতির,
কেউবা বইছে আশার বোঝা
হয়ে যে অস্থীর।
কেউবা বইছে চাওয়ার বোঝা
কেউবা বইছে পাওয়ার,
বইছে কেউ সংসারের বোঝা
অশান্তিরই হাওয়ায়।
কেউবা বইছে শান্তির বোঝা
আছে বড় সুখে,
দু:খের বোঝা বয়ে চলে
কেউবা আবার বুকে।
- সুদের হার অর্থকে তার সময় মূল্য দেয় ব্যাখ্যা কর
- বার্ষিক বৃত্তি Annuity উপাদান বা বৈশিষ্ট্য কী কী?
- বিজনেস ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য আলোচনা
- মুদ্রা বাজার ও মূলধন বাজার মধ্যে পার্থক্য কি?
- মার্চেন্ট ফাইন্যান্স ও কর্পোরেট ফাইন্যান্স মধ্যে পার্থক্য কি?