ব্যবসায়িক লেনদেনের পরিচিতি
সহায়ক তথ্যঃ সাদাফ এন্টারপ্রাইজের মালিকের নিকট হতে ২০২০ সালের জুন মাসে জনাব সাদাফের নিকট হতে নিম্নোক্ত ঘটনাসমূহ জানা যায়:
জুন-১: মালিক নগদ ২০০০০ টাকা ও ৩৫০০০ টাকা আসবাবপত্র ব্যবসায় বিনিয়ােগ করল।
জুন-৯: ভাড়া পরিশােধ ৮০০০ টাকা।
জুন-১৩: মালিক ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে নিজে ব্যবহারের জন্য
৩০০০০ টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনল।
জুন-২০: রাদিফ এন্ড সন্সের কাছ থেকে ধারে ক্রয় ৭০০০ টাকা।
জুন-২৩: পাওনাদারকে পরিশােধ ৭০০০ টাকা।
জুন-২৬: ৪০০০ টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন হলাে।
জুন-৩০: ১৮০০০ টাকা বেতনে ম্যানেজার নিয়ােগ করা হলাে।
নির্দেশনা:
প্রশ্ন (ক): লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা;
প্রশ্ন (খ): ঘটনা হতে লেনদেন চিহ্নিত করণ এবং কারণ সহ ব্যাখ্যা;
প্রশ্ন (গ): হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা কর;
প্রশ্ন (ঘ): জুন ২০ তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুতকরণ;
সংকেত/ধাপ/পরিধি:
১. সহায়ক তথ্য ভালােভাবে পড়ে নিতে হবে।
২. লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে।
৩. ঘটনা হতে লেনদেন চিহ্নিত করতে হবে।
৪. হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা করতে হবে।
৫. সহায়ক তথ্য ব্যবহার করে লেনদেনের উৎস দলিল হিসেবে চালান প্রস্তুত করতে হবে।
উত্তর সমূহ:
প্রশ্ন (ক): লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা;
উত্তরঃ আমরা জানি, প্রত্যেকটি লেনদেনই ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। লেনদেনের ধারণা বিশ্লেষণ করলে নিম্নোক্ত প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়:
১) অর্থের অঙ্কে পরিমাপযােগ্য: লেনদেনের একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হলাে ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযােগ্য হতে হবে নতুবা উক্ত ঘটনা লেনদেন হবেনা।
যেমন: ব্যবসায়ের জন্য ম্যানেজার নিয়ােগ অর্থের অঙ্কে পরিমাপযােগ্য না কিন্তু আগুনে পণ্য বিনষ্ট ২০,০০০ ব্যবসায়ের জন্য বিরাট ক্ষতি যা অর্থের অঙ্কে পরিমাপযােগ্য।
২) আর্থিক অবস্থার পরিবর্তন: কোনাে ঘটনা দ্বারা যদি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, তবেই উক্ত ঘটনা লেনদেন হিসেবে বিবেচিত হবে।
যেমন: ৫,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয়। এখানে সরঞ্জাম ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধির পাশাপাশি নগদ অর্থ হ্রাস পেয়েছে। অর্থাৎ এই ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত, তাই এটি লেনদেন।
কিন্তু আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান কেবলমাত্র একটি ঘটনা কারণ উক্ত ঘটনায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়নি।
৩) দ্বৈত স্বত্বা: প্রতিটি লেনদেন দুটি পক্ষ অবশ্যই থাকতে হবে। একপক্ষ সুবিধাগ্রহণকারী আর অপর পক্ষ সুবিধা প্রদানকারী। যেমন : কর্মচারীর বেতন প্রদান ৩,০০০। এখানে একপক্ষ বেতন হিসাব অন্যপক্ষ নগদান হিসাব।
৪) স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র: লেনদেনের আরেকটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হলাে প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। অর্থাৎ একটি আরেকর্টি থেকে সম্পূর্ণ আলাদা।
যেমন-৭,০০০টাকার পণ্য ক্রয় করা হল ও উক্ত টাকা ৭দিন পর প্রদান করা হলাে। এখানে একটি ধারে ক্রয় আর ৭ দিন পর দেনা পরিশােধ আরেকটি লেনদেন।
৫) দৃশ্যমানতা: লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। যেমন : আসবাবপত্র ক্রয় ৩০০০ টাকা দৃশ্যমান লেনদেন আবার আসবাবপত্রের অবচয় ১০০০ টাকা একটি অদৃশ্যমান লেনদেন।
৬) ঐতিহাসিক ঘটনা: যেসকল লেনদেন পূর্বে ঘটে গেছে সেগুলােকে ঐতিহাসিক ঘটনা বলা হয়।ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়।
আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন সব ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করলে সেসকল ঘটনা অবশ্যই লেনদেন বলে বিবেচিত হবে। যেমন- অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি।
প্রশ্ন (খ): ঘটনা হতে লেনদেন চিহ্নিত করণ এবং কারণ সহ ব্যাখ্যা;
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন (গ): হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বর্ণনা কর;
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]
প্রশ্ন (ঘ): জুন ২০ তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুতকরণ;
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল কপিরাইট: (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের ৯ম/১০ শ্রেণি ভোকেশনাল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২১ সালের HSC (বিএম-ভোকে- ডিপ্লোমা-ইন-কমার্স) ১১শ ও ১২শ শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১০ম শ্রেণীর পরীক্ষার্থীদের SSC ও দাখিল এসাইনমেন্ট উত্তর লিংক
- ২০২২ সালের ১১ম -১২ম শ্রেণীর পরীক্ষার্থীদের HSC ও Alim এসাইনমেন্ট উত্তর লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন ডিগ্রি ৩য় বর্ষ , degree 3rd year islamic studies 5th paper suggestion,ডিগ্রি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন, ডিগ্রী ৩য় বর্ষের ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন PDF Download
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 politics and citizenship solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week politics and citizenship solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 bangladesh and world identity solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 science solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week science solution 2022]
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 finance and banking solution (6th week) 2022
- মাধ্যমিক ৯ম/নবম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২,৯ম শ্রেণির জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান ২০২২, class 9 biology solution (6th week) 2022, class 9 answer 2022 [6th week biology solution 2022]