প্রশ্ন সমাধান: “ব্যবসায় উদ্যোক্তারা জন্মগতভাবেই ব্যবসায় উদ্যোক্ত এবং সৃষ্টিমূলক বটে”-ব্যাখ্যা কর, “শিল্পোদ্যোক্তাগণ জন্মগতভাবেই শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে” ব্যাখ্যা কর
কোনো দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্পের উন্নতিতে শিল্পোদ্যোক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ।
উদ্যোক্তা হলো এমন একজন ব্যক্তি যিনি ঝুঁকি গ্রহণ করেন এবং ব্যবসা বাণিজ্য ও পরিচালনা করেন। তিনি একটি নির্দিষ্ট দামে কাঁচামাল ক্রয় করেন এবং অনিশ্চিত দামে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করেন। তিনি কারবার পরিচালনা করেন এবং ঝুঁকিপূর্ণ কোন সুযোগ গ্রহণ করেন। কারবার অর্থনৈতিক প্রতিনিধি হিসাবে উদ্যোক্তা বিভিন্ন বাজারের মধ্যে সম্পর্কে স্থাপন করেন ।
বাজারে পণ্য ও সেবার ঘাটতি পূরণকারী হিসাবে ভূমিকা রাখেন । তিনি উৎপাদনের উপকারণসমূহের মাঝে সমন্বয়সাধন করেন এবং তিনি প্রতিষ্ঠান সৃষ্টি বা বৃদ্ধির জন্য সময়ভিত্তিক উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করেন।
তিনি কোন একটি বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় দায়দায়িত্ব ও ঝুঁকি মোকাবিলা করে উদ্যোগের বিষয়টিকে বাস্তবে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণপূর্বক তা বাস্তবায়নের জন্য কতকগুলো বিশেষ গুণাবলি থাকার দরকার হয়। একজন সফল উদ্যোক্তার মাঝে সৃজনশীলতা, সাফল্যার্জনের তীব্র আকাঙ্ক্ষা, উদ্ভাবন করার ক্ষমতা।
আরো ও সাজেশন:-
অধ্যবসায় ও কঠোর পরিশ্রম করার অভ্যাস, বলিষ্ঠ ব্যক্তিত্ব। উচ্চাকাঙ্ক্ষা, বাজার সম্বন্ধে জ্ঞান, প্রেষণা দানের ক্ষমতা ইত্যাদি ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য ও গুণাবলি বিদ্যামান থাকে। উল্লেখিত গুণাবলির মধ্যে কিছু জন্মগতভাবে বিদ্যমান থাকে। আবার কিছু পরিবেশ থেকে অর্জন করতে হয়। কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন শিল্পোদ্যোক্তাগণ।
জন্মগতভাবেই প্রয়োজনীয় গুণাবলির অধিকারী হন যা তাদের উদ্যোক্তা হতে সহায়তা করে আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন জন্মগতভাবে কেউ শিল্পোদ্যোক্তার গুণাবলির নিয়ে জন্মগ্রহণ করেন না বরং নিজস্ব প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক এবং অর্থনৈতিক সুযোগসুবিধা গ্রহণের মাধ্যমে নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেন।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
সর্বোপরি বর্তমান বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক সুযোগসুবিধা গ্রহণের মাধ্যমে নিজেকে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করেন। সর্বোপরি বর্তমান বিজ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা বেশির ভাগ মনোবিজ্ঞানী, গবেষক, সমাজবিজ্ঞানী অর্থনীতিবিদ মনে করেন, শিল্পোদ্যোক্তাগণ জন্মগতভাবে যেমন শিল্পোদ্যোক্তা তেমনি সৃষ্টিশীলও বটে ।
বিভিন্ন সফল শিল্পোদ্যোক্তার জীবনী এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয় যে, জন্মগতভাবে অনেকের মাঝে কতিপয় গুণাবলির সমাবেশ ঘটে এবং তার মাধ্যমে তারা সহজেই মানুষের হৃদয় জয় করে কর্মক্ষেত্র সফলতা অর্জন করতে পারে। আবার এমন অনেক মানুষ আছে যাদের মধ্যকার অনেক গুণ বা বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় এবং প্রয়োজনীয় শিক্ষা ও অনুকূল পরিবেশ পেলে থাকে পরিবেশ পেলে বিকশিত হয় ।
আবার অনেক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করে ও স্বীয় প্রতিভা এবং ধৈর্য ও নিরলস সাধনার মাধ্যমে সফল উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত। যেমন, বিশ্ববিখ্যাত শিল্পোদ্যোক্তা ফোর্ড টায়াটা, বিলগেটস এবং আমাদের দেশে জহুরুল ইসলাম, রণদা প্রসাদ সাহা প্রমুখ উদ্যোক্তা অত্যন্ত সাধারণ পরিবেশে থেকে ও সফল উদ্যোক্তা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন।
পরিশেষে বলা যায় যে, উপরিউক্ত আলোচনা এবং বাস্তব অবস্থা বিবেচনা করে আমরা নির্দ্বিধায় বলতে পারি, শিল্পোদ্যোক্তা জন্মগতভাবে শিল্পোদ্যোক্তা এবং সৃষ্টিমূলকও বটে।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সোয়াপ (SWAP) কাকে বলে? , সোয়াপ (SWAP) কতো প্রকার বিস্তারিত আলোচনা করো
- ব্যবসায়িক ঝুকি বলতে কি বুঝায় উদাহরণ সহ আলোচনা করো
- বিনিয়োগ ব্যাংকের ট্রেডিং ব্যবস্থা আলোচনা করো
- খিলাফত রাষ্ট্র ও আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য । খিলাফত রাষ্ট্র vs আধুনিক মুসলিম রাষ্ট্র পার্থক্য
- What do you near by Business communication?, Explain the concept of business communication
- Describe the barriers to effective communication in business organization