প্রশ্ন সমাধান: ব্যাংক প্রদত্ত ঋণের প্রকারভেদ আলোচনা কর, ব্যাংক প্রদত্ত ঋণের শ্রেণিবিভাগ কর।
ব্যাংক ঋণ বিভিন্ন প্রকার হতে পারে। নিম্নে বিভিন্ন প্রকার ব্যাংক ঋণ সম্পর্কে আলোচনা করা হলো :
ঋণ : ব্যাংক মক্কেলের নামে একটি ঋণের হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য টাকা ঋণ বা আগ্রাম প্রদান করলে তাকে ঋণ বলে ।
ঋণদানকারে ব্যাংক ঋণের টাকা ঋণ গ্রহীতার ঋণ হিসাবে ডেবিট করে রাখে। ঋণের যে টাকা উঠানো হয় না তা চলতি হিসাবে জমা করে রাখা হয় ।
→ নিম্নে বিভিন্ন ঋণ সম্পর্কে আলোচনা করা হলো :
১. ব্যক্তিগত ঋণ : ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য মঞ্জুরিকৃত ঋণকে ব্যক্তিগত ঋণ বলে। ইহা শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। যেমন : আসবাবপত্র ক্রয়, বাড়ি তৈরি ও উচ্চ শিক্ষার জন্য এই ঋণ দেয়া হয় ।
২. মেয়াদি ঋণ : একটি নির্দিষ্ট সময়ের জন্য মঞ্জুরিকৃত ঋণকে মেয়াদি ঋণ বলে। এ ঋণ স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি বা দীর্ঘমেয়াদি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাংকের মেয়াদি ঋণ স্বল্পমেয়াদি হয়ে থাকে।
৩. যৌথ ঋণ : একাধিক আর্থিক প্রতিষ্ঠান যৌথভাবে বড় অংকের কোন ঋণ গ্রহণ করলে তাকে যৌথ ঋণ বলে। একটি বড় অংকের ঋণের ঝুঁকি এড়ানোর জন্য যৌথভাবে এ ঋণ গ্রহণ করা হয়।
আরো ও সাজেশন:-
৪. কনসোর্টিয়ান ঋণ : একাধিক ব্যাংক একই ঋণ নিজেরা বা শেয়ার বিক্রয় করে মঞ্জুর করলে তাকে কনসোর্টিয়ান ঋণ বলে। কোন ব্যাংক অধিক পরিমাণ ঋণ প্রদানে অসমর্থ হলে বা ঝুঁকি এড়াতে এরূপ ঋণ মঞ্জুর করে ।
২. নগদ ঋণ : ব্যাংক মক্কেলের হিসাবে জামানতের ভিত্তিতে নগদ ঋণ প্রদান করলে তাকে নগদ ঋণ বলে। মক্কেল হিসাব হতে প্রয়োজনীয় অর্থ উত্তোলন করে এবং তার উপর নির্ধারিত
হারে সুদ প্রদান করে ।
৩. জমাতিরিক্ত ঋণ : অনেক সময় ব্যাংক এর কোন চলতি হিসাবের মালিককে তার আমানতের জমাকৃত টাকার অতিরিক্ত টাকা উত্তোলন করতে অনুমতি প্রদান করে। ইহাকে ব্যাংকের পরিভাষায় জমাতিরিক্ত ঋণ বলে ।
৪. অন্যান্য ঋণ : উপরোল্লিখিত তিন প্রকারের ঋণ ছাড়াও ব্যাংক আবারও বিভিন্নভাবে ঋণ প্রদান করে থাকে । যেমন-
(i) স্বল্পকালীন ঋণ : যে ঋণ স্বল্পকালীন সময়ের জন্য প্রদান করা হয় তাকে স্বল্পকালীন ঋণ করে থাকেন ।
(ii) চাহিবামাত্র দেয় ঋণ : খুব স্বল্প সময়ের জন্য এরূপ ঋণ প্রদান করা হয়। ব্যাংক তারল্য বজায় রেখে আমানতের অর্থ মক্কেলদের চাহিবামাত্র প্রদানের শর্তে প্রদান করে থাকে ।
(iii) বিনিময় বিল ক্রয় : ব্যাংক মক্কেলদের পক্ষে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিল ক্রয় বা বাট্টা করে এরূপ ঋণ প্রদান করে থাকে। উপরিউক্ত বিভিন্ন প্রকারের ঋণ ছাড়াও ব্যাংক অগ্রিম প্রদান, বিলে স্বীকৃতি প্রদান ইত্যাদি মাধ্যমে মক্কেলদেরকে স্বল্পমেয়াদি বিভিন্ন ঋণ প্রদান করে থাকে ।
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- ইজারা অর্থায়ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা কর
- লিভারেজ ইজারার সুবিধা ও অসুবিধা সমূহ লিখ
- লিভারেজ ইজারা বলতে কি বুঝ বিস্তারিত আলোচনা করো
- IAS 17 ও IFRS 16 পার্থক্য, IAS 17 vs IFRS 16 পার্থক্য, IAS 17 ও IFRS 16 মধ্যে পার্থক্য আলোচনা
- আইএফআরএস ১৬ ও আইএসি ১৭ পার্থক্য । আইএফআরএস ১৬ vs আইএসি ১৭ পার্থক্য
- আই এ এস (IAS) অনুযায়ী ইজারা গ্রহীতার হিসাববিজ্ঞানের নীতিসমূহ লেখ