বিত্তবানদের সম্পদের তৃষ্ণা অত্যন্ত প্রবল। তারা যত পায়, ততই চায়। গরিবের ধন কুক্ষিগত করে তারা আরো সম্পদশালী হতে চায়।
ধন-সম্পদ উপার্জনের অদ্ভুত রকমের তৃষ্ণা মানুষকে ক্রমাগত তাড়িত করে। মানুষ স্বভাবতই যত পায়, তত চায়। তার চাওয়ার শেষ নেই। এ জগতে যার যত বেশি আছে, সে তত বেশি চায়। যে লাখ টাকার মালিক, সে কোটিপতি হতে চায়। যার কোটি টাকা আছে, সে হাজার কোটি টাকা পেতে চায়।
রাজার বিপুল সম্পদ আছে, তবু তার রাজ্য জয়ের প্রবল আকাঙ্ক্ষা। কেননা তার আরো সম্পদ চাই। আরো ভোগ, আরো বিলাসিতা প্রয়োজন তার। এই আরো পাওয়ার ইচ্ছা মানুষকে অমানুষ করে তোলে। নিজের মানবতাকে বিসর্জন দিয়ে, মিথ্যার আশ্রয় নিয়ে তারা গরিবের সর্বস্ব কেড়ে নেয়। তারা তাদের ভোগ-লালসা মেটাতে গরিবের সামান্য সম্পদ আত্মসাৎ করে নিজেরা ফুলে-ফেঁপে ওঠে। ধনীদের এই লোভে সমাজের দীনহীন গরিব মানুষগুলো প্রতিনিয়ত হচ্ছে প্রতারিত; সহায়-সম্বলহীন পথের ফকির।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
এতে ধনীদের মনে সামান্যতম করুণাও হয় না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতায় দেখা যায়, জমিদারের অনেক সম্পত্তি আছে, তবু সে উপেনের মাত্র দুই বিঘা জমিও জোর করে কেড়ে নেয়। আবু ইসহাকের ‘জোঁক’ গল্পে দেখা যায়, অর্থশালী ওয়াজেদ চৌধুরী ও তার ছেলে ইউসুফ দুজনে মিলে ওসমান ও করিম গাজীর মতো অনেক গরিব অসহায় নিরক্ষর কৃষকের সঙ্গে চালাকি করে ঠকিয়েছে।
আবুল মনসুর আহমদের ‘ফুড-কনফারেন্স’ গল্পেও দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহযোগিতার জন্য সরকারিভাবে ত্রাণসামগ্রী বিতরণ হলে গ্রামের মাতব্বর, চেয়ারম্যান, মেম্বার সাধারণ মানুষকে সামান্য ত্রাণসামগ্রী দিয়ে নিজেরাই অনেক বেশি ভাগবাটোয়ারা করে আত্মসাৎ করে নিয়েছে।
পুঁজিবাদী ধনিক শ্রেণির শোষণভিত্তিক এ সমাজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গ্রাস করছে অনাহারী, নিপীড়িত দরিদ্র মানুষের কষ্টার্জিত সম্পদ। সমাজের বিত্তবান এসব অতৃপ্ত মানুষের সর্বগ্রাসী আকাঙ্ক্ষা সামাজিক বৈষম্যকে বাড়িয়ে তুলছে বহুগুণে।
তাই এ ক্ষেত্রে সমাজে শান্তি ফিরে আনার জন্য অবৈধ ধনিক শ্রেণির মানুষের লোলুপ চাহিদা পরিহার করে ধর্মীয় অনুশাসনে মানবিক হওয়া, যাতে তারা গরিব শ্রেণির মানুষের ওপর আর যেন জুলুম না করে।
[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল (বাংলা নিউজ এক্সপ্রেস)]
- ১১ম -১২ম শ্রেণীর এইচএসসি ও আলিম এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ১০ম শ্রেণীর এসএসসি ও দাখিল এসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ ,৭ম,৮ম ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৯ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৮ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
- ৬ষ্ঠ শ্রেণীর এ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লিংক
এখানে সকল প্রকাশ শিক্ষা বিষয় তথ্য ও সাজেশন পেতে আমাদের সাথে থাকুন ।
- একটি রচনা লিখুন লকডাউন,লকডাউন রচনা
- অনুচ্ছেদ নৈতিকতা, ‘নৈতিকতা’ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন, অনুচ্ছেদ লিখুন নৈতিকতা
- Write a paragraph on ‘Green Investment in Tourism’
- write five sentences about Green Investment in Tourism
- ২৫০ শব্দের এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা অনুচ্ছেদ লিখুন
- অনুচ্ছেদ লিখুন এসডিজি অর্জনে পর্যটনের ভূমিকা