অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায়/ভারতীয় দর্শন নাস্তিক স্কুল (Indian Philosophy Atheistic School) সুপার সাজেশন Department of : Philosophy & Other Department Subject Code: 221705 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় অনার্স ২য় বর্ষ সাজেশন, অনার্স ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন , চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায়, অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় ব্যতিক্রম সাজেশন pdf, ইমরান সাজেশন অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক. বিভাগ: অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: ভারতীয় দর্শনের প্রধান দুটি সম্প্রদায়ের নাম হল- বেদান্ত সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়।
২. ভারতীয় দর্শনের যুগ কয়টি ও কী কী?
উত্তর: ভারতীয় দর্শনের চারটি বৈদিক যুগ। যথা- ১. মহাকাব্যের যুগ, ২. সূত্র সাহিত্যের যুগ,এবং ৩. পাণ্ডিত্যের যুগ ৪. বৈদিক যুগ।
৩. ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত যেকোনো দুটি অভিযোগ লেখ।
উত্তর: ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো হলো- ১. ভারতীয় দর্শন নির্বিচারবাদী, ২. ভারতীয় দর্শন দুঃখবাদী এবং ৩. ভারতীয় দর্শন কেবল নীতি ও ধর্মে সীমাবদ্ধ।
৪. ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলো কী কী?
উত্তর: ভারতীয় দর্শনের মৌলিক ধারণাগুলো হলো কর্মবাদ বা কর্ম নিয়ম বিধি, আত্ম, মোক্ষ বা মুক্তি, ভারতীয় দর্শনে পুরুষার্থ এবং পরমার্থ লাভের ভিন্ন পথ (জ্ঞান মার্গ কর্ম মার্গ এবং ভক্তি মার্গ)।
৫। কর্মবাদ এর সাথে অন্য কোন মতবাদ জড়িত?
উত্তর: কর্মবাদ এর সঙ্গে জন্মান্তর জড়িত।
৬. পরম পুরুষার্থ কয়টি ও কী কী?
উত্তর:পরম পুরুষার্থ ৩ টি। যথা: ১. জ্ঞানমার্গ, ২. কর্ম মার্গ এবং ৩. ভক্তি মার্গ।
৭. মায়াবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে এই বিশ্ব ভূখণ্ড ব্রহ্মাণ্ড মায়ার সৃষ্টি অলীক ও মিথ্যা এটা একেবারে অসৎ ও নয় আবার সৎও নয় তাকে মায়াবাদ বলে
৮. যোগ দর্শনের প্রবর্তক কে?
উত্তর: এই যোগ দর্শনের প্রবর্তক পতঞ্জলি মুনি।
৯. ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম দা গৌতম ঋষি।
১০. চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: কেউ কেউ বলেন চার্বাক নামে কোন এক ঋষি ছিলেন। তিনি চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা। আবার কারো কারো মতে, চার্বাক জড়বাদের প্রবর্তক হলেন লোকপুত্র বৃহস্পতি।
১১. চার্বাকরা কয়টি মহাভূতের কথা স্বীকার করেন?
উত্তর: চার্বাকরা চারটি মহাভূতের কথা স্বীকার করেন। যথা; ১. মাটি, ২. পানি, ৩. আগুন ও ৪. বাতাস।
১২. ঋণং কৃত্বা ঘৃতং পিবেং- কথাটির অর্থ কী?
উত্তর: ঋণং কৃত্বা ঘৃতং পিবেং- কথাটির অর্থ হল – ঋণ করে হলেও ঘি খাও।
১৩. “প্রত্যক্ষ একমাত্র প্রমাণ উক্তিটি কোন দার্শনিক সম্প্রদায়ের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ।”- উক্তিটি কার?
উত্তর: “প্রত্যক্ষ একমাত্র প্রমাণ উক্তিটি কোন দার্শনিক সম্প্রদায়ের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ।”- উক্তিটি চার্বাকদের।
১৪. চার্বাক মতবাদকে স্বভাববাদ বলা হয় কেন?
উত্তর: চার্বাকদের বিশ্বাস ক্ষিতি, অপ, তেজ মরুৎ এই চতুর্ভুজ নিজ নিজ স্বাভাবিক ধর্ম অনুসারে পরস্পরের সাথে মিলিত হয়ে জগত কে সৃষ্টি করেছে। এতে ঐশ্বরিক শক্তির কোন অস্তিত্ব নেই।তাই চার্বাক মতবাদকে মতবাদকে স্বভাববাদ বলা হয়।
১৫. পার্শ্বনাথ কে ছিলেন?
উত্তর: পার্শ্বনাথ একজন তীর্থঙ্কর ছিলেন।
১৬. জৈন দর্শনে জয়ের অপর নাম কী?
উত্তর: জৈন দর্শনের জয়ের অপর নাম জীন।
১৭. চার্বাকদের একটি নীতিতত্ত্ব উল্লেখ কর।
উত্তর: চার্বাকদের একটি নীতিতত্ত্ব উল্লেখ হলো “যতদিন বাঁচো সুখেই বাঁচো, কি করে হলেও ঘি খাও।”
১৮. জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তর: জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান যার অপর নাম মহাবীর।
১৯. জৈন মতে, প্রমা বা যথার্থ জ্ঞান কত প্রকার ও কী কী?
উত্তর: জৈন মতে,প্রমা বা যথার্থ জ্ঞান ৫ প্রকার। যথা; ১. মতি,২. শ্রুত,৩. অবধি,৪. মনঃপর্যায় ও ৫. কেবল।
২০. জৈনদের দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: জৈনদের দুটি সম্প্রদায়ের নাম হল- ১. শ্বেতাম্বর ও ২. দিগম্বর।
২১. সর্বশেষ তীর্থঙ্কর এর নাম কী?
উত্তর: সর্বশেষ তীর্থঙ্করের নাম বর্ধমান যার অপর নাম মহাবীর।
২২. মনঃপর্যায় কী?
উত্তর: জৈন মতে, রাগ, হিংসা, দ্বেষকে জয় করতে পারলে মানুষের মাঝে এমন একটি আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হয়, যার দ্বারা মানুষ অন্যের সুখ, দুঃখ প্রভৃতি মানসিক অবস্থা জানতে পারে। এ আধ্যাত্মিক শক্তি হল মনঃপর্যায়।
২৩. বৌদ্ধদর্শন মতে দুঃখের প্রধান কারণ কী?
উত্তর: বৌদ্ধদর্শন মতে দুঃখের মূল কারণ আবিদ্যা ও অজ্ঞতা।
২৪. গৌতম বুদ্ধের প্রকৃত নাম কী?
উত্তর: গৌতম বুদ্ধের প্রকৃত নাম সিদ্ধার্থ।
২৫. বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লেখ।
উত্তর: দুটি প্রধান বৌদ্ধ সম্প্রদায়ের নাম হল- ১. মহাযান সম্প্রদায় ২. হীনযান সম্প্রদায়।
২৬. অষ্টাঙ্গিক মার্গের নামগুলো লেখ।
উত্তর: অষ্টাঙ্গিক মার্গের নাম গুলো হল- ১. সম্যক দৃষ্টি, ২. সম্যক বাক, ৩. সম্যক আজিব, ৪. সম্যক ব্যায়াম, ৫. সম্যক স্মৃতি, ৬. সম্যক কর্মান্তে, ৭. সম্যক সমাধি, ৮. সম্যক সংকল্প।
২৭. বৌদ্ধমতে ভাব মানে কী?
উত্তর: ‘ভব’ মানে ‘হওয়া’ অর্থাৎ পুনরায় জন্ম গ্রহণের জন্য ব্যাকুলতা।
২৮. নির্বানের পথ কোনটি?
উত্তর: নির্বানের পথ একটি এবং তা হল অষ্টাঙ্গিক মার্গ।
২৯. বোধিসত্ত্ব শব্দের অর্থ কী?
উত্তর: বোধিসত্ত্ব শব্দের অর্থ পরম জ্ঞান।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. চার্বাক দর্শনকে চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন।
২. ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য সমূহ লেখ।
৩. ভারতীয় দর্শন কি হিন্দু? দর্শন আলোচনা কর।
৪. ভারতীয় দর্শনের সংজ্ঞা দাও।
৫. ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে আলোচনা কর।
৬. ভারতীয় দর্শনে পরমার্থ লাভের উপায় গুলো আলোচনা কর
৭. ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক বলতে কি বুঝায়
৮. ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কী কী?
৯. জৈন নিরীশ্বরবাদের পক্ষে প্রধান যুক্তিগুলো কী কী?
১০. চার্বাক শব্দটির উৎপত্তি ব্যাখ্যা কর।
১১. চার্বাক দর্শনকে চার্বাক দর্শন বা লোকায়ত দর্শন বলা হয় কেন।
১২. ‘প্রত্যক্ষনের একমাত্র উৎস।’- সচার্বাক দর্শন অনুযায়ী ব্যাখ্যা কর।
১৩. জৈন দর্শনে ‘স্যাদবাদ’ কী? সংক্ষেপে আলোচনা কর।
১৪ জৈন মতে দ্রব্য কী?
১৫. জৈন নিরীশ্বরবাদের পক্ষে প্রধান যুক্তিগুলো কী কী?
১৬. জৈন নীতিশাস্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৭. নির্বাণের স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা কর।
১৮. বৌদ্ধদর্শনে কর্মবাদ বলতে কী বোঝ?
১৯. বৌদ্ধ দর্শনে অনাত্মবাদ কী?
২০. বৌদ্ধ দর্শন ঈশ্বরের স্বরূপ কী?
PDF Download ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন 2024
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. ভারতীয় দর্শনে ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মাতগুলি লেখ।
২. ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ভারতীয় দর্শনকে কী হিন্দু দর্শন বলা যায়?
৩. ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের সম্পর্ক আলোচনা কর।
৪. ভারতীয় দর্শনে কর্মবাদ বা কর্মনিয়ম বিধি আলোচনা কর।
৫. ভারতীয় দর্শনে মোক্ষ সাধনার পথগুলো কী কী? এ প্রসঙ্গে জ্ঞানমার্গ ব্যাখ্যা কর।
৬. চার্বাক জড়বাদ ও পাশ্চাত্য জড়বাদের তুলনামূলক আলোচনা কর।
৭. বৌদ্ধ দর্শনে বাস্তববাদী ধারার একটি বিবরণ দাও। তার স্বার্থের বাস্তববাদী ধারার সাথে এর তুলনা কর।
৮. চার্বাক দর্শন কী? চার্বাক অধিবিদ্যা আলোচনা কর।
৯. নির্বাণের স্বরূপ সম্পর্কিত মতবাদগুলো আলোচনা কর।নির্বাণ লাভের উপায় গুলো আলোচনা কর।
১০. প্রমাণ সম্পর্কে চার্বাক মতবাদ ব্যাখ্যা কর?
১১. চার্বাক দর্শন কী? চার্বাক নীতিবিদ্যা আলোচনা কর।
১২. জৈন দর্শনে ‘স্যাদবাদ’ তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৩. জৈন দর্শন থেকে আত্মা সম্বন্ধে তোমার কি ধারনা হয় ব্যাখ্যা কর।
১৪. জৈন দর্শনে দ্রব্য সম্বন্ধে ধারণা ব্যাখ্যা কর।
১৫. জৈন নিরীশ্বরবাদ সমালোচনাসহ আলোচনা কর।
১৬. বৌদ্ধ দর্শন অনুসারে অনিত্যবাদ আলোচনা কর।
১৭. বৌদ্ধ অনাত্মবাদ সমালোচনাসহ আলোচনা কর।
১৮. বুদ্ধের দার্শনিক তত্ত্ব হিসেবে প্রতীত্যসমুৎপাদবাদ আলোচনা কর।
১৯. বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কী বুঝায়? নির্বাণ লাভের উপায় আলোচনা কর।
২০. হিনযান ও মহাযান সম্প্রদায়ের মতবাদ আলোচনা কর।এ প্রসঙ্গে তাদের মতপার্থক্য উল্লেখ কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
খ – বিভাগ ( সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভারতীয় দর্শন বলতে কী বুঝ?
২। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন ?
2024 ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় অনার্স ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড
৩। ভারতীয় দর্শনে কর্মবাদ বলতে কি বুঝায় ?
৪। বৌদ্ধ দর্শনে ‘ প্রতীত্য সমুৎপাদ ’ নীতি কী ?
৫। জৈন মতে ‘ সপ্তভঙ্গী নয় ’ আলোচনা কর।
৬। “ প্রত্যক্ষই জ্ঞানলাভের একমাত্র উৎস – চার্বাক দর্শন অনুযায়ী ব্যাখ্যা কর।
৭। জৈন নিরীশ্বরবাদের পক্ষে প্রধান যুক্তিগুলো কি কি ?
৮। জৈনরা কীভাবে চার্বাকদের প্রমাণ সম্পর্কিত মতবাদ খণ্ডন করেন ?
৯। জৈন মতে, সাদ্যবাদ” ব্যাখ্যা কর।
১০। নির্বাণের স্বরূপ ব্যাখ্যা কর।
১১। চার্বাক নীতিবিদ্যা আলোচনা কর।
১২। ভারতীয় দর্শন কী হিন্দু দর্শন? আলোচনা কর।
১৩। ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কে সংশ্লেষণী বলা হয় কেন?
১৪। ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক বলতে কি বুঝ?
১৪। চার্বাক মতানুসারে জীবনের চরম উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ – বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ভারতীয় দর্শন কী? ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২। চার্বাক দর্শন কী?চার্বাক অধিবিদ্যা ব্যাখ্যা কর।
৩। ভারতীয় দর্শনে ঈশ্বর সম্পর্কে যে কোনো দুটি মতবাদ সংক্ষেপে আলোচনা কর।
৪। হীনযান ও মহাযান সম্প্রদায়ের মধ্যে পার্থক্যসমূহ আলোচনা কর।
অথবা, হীনযান ও মহাযান সম্প্রদায়ের মতবাদ আলোচনা কর।
৫। বৌদ্ধ দর্শনের অনাত্মবাদ ব্যাখ্যা কর ।
৬। ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের সম্পর্ক আলোচনা কর।
৭। জৈনমতে দ্ৰব্য সম্পর্কিত ধারণা ব্যাখ্যা কর।
অথবা, দ্রব্য সম্পর্কে জৈন ধারণা ব্যাখ্যা কর।
৮। নির্বাণ কি? নির্বাণ লাভের উপায়গুলো ব্যাখ্যা কর।
৯। বৌদ্ধ দর্শন অনুসারে মানব জীবনের উপায়গুলো আলোচনা কর।
১০। প্রতীত্ব সমুতপাদ তত্ত্বটি ব্যাখ্যা কর।
১১। চার্বাক দর্শন কি? চার্বাক নীতিবিদ্যা আলোচনা কর।
১২। ভারতীয় দর্শনে কর্মবাদের প্রকৃতি আলোচনা কর।
১৩। জৈন নিরীশ্বরবাদ কি? জৈন নিরীশ্বরবাদের একটি সমালোচনামূলক ব্যাখ্যা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: অনার্স ২য় বর্ষের ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় স্পেশাল সাজেশন 2024, Honors 2nd Year Indian Philosophy Atheistic School Suggestion 2024