এইচএসসি ভূগোল ২য় পত্র সাজেশন ২০২৫
উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) সুপার সাজেশন ২০২৫ বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ এইচএসসি [ ২০২৫ এর সিলেবাস অনুযায়ী] ভূগোল ২য় পত্র (Geography 2nd paper) সুপার সাজেশন ২০২৫ subject code: 126 |
২০২৫ এর এইচএসসি ১০০% কমন সাজেশন |
এইচএসসি ভূগোল ২য় পত্র সাজেশন,ভূগোল ২য় পত্র এইচএসসি সাজেশন, চূড়ান্ত সাজেশন এইচএসসি ভূগোল ২য় পত্র, hsc ভূগোল ২য় পত্র সাজেশন pdf, এইচএসসি ১০০% কমন ভূগোল ২য় পত্র সাজেশন,
এইচএসসি পরীক্ষার সাজেশন ২০২৫ (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে ২০২৫
ভূগোল ২য় পত্র এইচএসসি সাজেশন ২০২৫
মানচিত্রে মহাদেশ গুলাের অবস্থান ও পরিচিতি।
অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; মানব ভূগােল;
শিখনফল/বিষয়বস্তু:
১. পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা করতে পারবে।
২. পৃথিবীর দেশ ও মহাদেশভিত্তিক মানচিত্র অংকন করতে পারবে এবং বাংলাদেশের মানচিত্রে প্রশাসনিক অঞ্চল প্রদর্শন করতে পারবে;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. পৃথিবীর মানচিত্র;
খ. মানচিত্রে মহাদেশ ও মহাসাগর;
গ. মহাদেশ সম্পর্কিত তথ্য;
উত্তর: লিংক
বাংলাদেশে জনসংখ্যার আধিক্য এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তু:
১. ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বণ্টন ও বন্টনের কারণ ব্যাখ্যা করতে পারবে।
২. বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, বাসস্থান, আবাদজমি, খাদ্যশস্য ও যাতায়াত ব্যবস্থার উপর কিভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করতে পারবে।
৩. প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যার মধ্যে সম্পর্ক এবং কাম্য। জনসংখ্যা বর্ননা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ ব্যাখ্যা।
খ. বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব।
গ. প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক।
উত্তর: লিংক
বাংলাদেশের প্রেক্ষিতে জনসংখ্যার জনমিতিক উপাদান, বৈশিষ্ট্য ও বন্টন বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তুঃ
জনসংখ্যার জনমিতিক উপাদান ব্যাখ্যা করতে পারবে।
জনসংখ্যার অভিগমনের কারণ, ধরণ ও প্রভাব ব্যাখ্যা করতে পারবে।
বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে।
জনমিতিক ট্রানজিশনাল মডেলের আলােকে বাংলাদেশের জনসংখ্যা ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনাঃ
জনসংখ্যার জনমিতিক উপাদান।
জনসংখ্যার অভিগমনের কারণ, ধরণ ও প্রভাব।
বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য।
জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ।
উত্তর: লিংক
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন পিডিএফ
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র বহুনির্বাচনী সাজেশন পিডিএফ
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2025 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
ভূগোল ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন pdf download ২০২৫
ভূগোল দ্বিতীয় পত্র
রচনামূলক
১. অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও। অর্থনৈতিক ভূগোলের পরিধি আলোচনা করো।
২. ধান চাষের ভৌগোলিক উপাদান উল্লেখপূর্বক উন্নয়নশীল বিশ্বে ধান চাষের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা করো।
৩. পৃথিবীর খনিজ তেল বলয়গুলোর নাম লেখো। মধ্যপ্রাচ্যের খনিজ তেলের উৎপাদন ও বণ্টন দেখাও।
৪. লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণসমূহ বর্ণনা করো এবং লৌহ ও ইস্পাত শিল্পের সমস্যা ও এর সমাধান আলোচনা করো।
৫. বাংলাদেশের ভূ-প্রকৃতির বর্ণনা দাও।
৬. চিনি শিল্প গড়ে ওঠার কারণসমূহ উল্লেখ করো। বিশ্বের/বাংলাদেশের চিনি শিল্পের সমস্যা ও সমাধান আলোচনা করো।
৭. বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলোর নাম লেখো। বাংলাদেশের সার শিল্পের বর্ণনা দাও।
৮. বাংলাদেশের বনজ সম্পদের বর্ণনা দাও।
৯. বাংলাদেশের মৎস্য সম্পদের বর্ণনা দাও।
১০. গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ আলোচনা করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. পরিবেশের সংজ্ঞা দাও।
২. প্রগাঢ় কৃষির বর্ণনা দাও।
৩. বিশ্বের ১০টি চিনি উৎপাদনকারী দেশের নাম লেখো।
৪. সুয়েজখাল পথের বর্ণনা দাও বা গুরুত্ব আলোচনা করো।
৫. বাংলাদেশের কৃষির সমস্যাগুলো বর্ণনা করো।
৬. বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলো কী?
৭. সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো।
৮. কর্ণফুলী বহুমুখী প্রকল্পের বর্ণনা দাও।
৯. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ কী?
১০. বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যগুলোর নাম লেখো।
১১. বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য আলোচনা করো।
১২. বাংলাদেশের সড়কপথের সমস্যাগুলো উল্লেখ করো।
১৩. বাংলাদেশের খাদ্যশস্য ও অর্থকরী ফসলের নাম লেখো।
১৪. মংলা সমুদ্রবন্দরের বর্ণনা দাও।
১৫. বাংলাদেশের প্রধান প্রধান সেচ প্রকল্পগুলোর নাম লেখো।
১৬. বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব লেখো।
১৭. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব লেখো।
১৮. বিমানপথের সুবিধা-অসুবিধা আলোচনা করো।
১৯. বাংলাদেশের বরেন্দ্র ভূমির বর্ণনা দাও।
২০. কালবৈশাখী কী?
২১. নদীর নাম উল্লেখপূর্বক পাঁচটি নদীবন্দরের নাম লেখো।
২২. বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য লেখো।
২৩. প্রগাঢ় ও ব্যাপক কৃষির পার্থক্য দেখাও।
★২য় অধ্যায়
- জনসংখ্যার অভিগমনের কারন
- জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ
- বয়ঃপিড়ামিড অঙ্কন ও বিশ্লেষণ
- বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাব
★৪র্থ অধ্যায়
- কৃষিকার্যের ভোগলিক নিয়ামক
- বিশ্বব্যাপি ধান,গম, আখ ও চা উৎপাদন বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব
- ঋতুভিত্তিক ফসল ও বাংলাদেশের জলবায়ু
pdf download ভূগোল ২য় পত্র এইচএসসি সুপার সাজেশন ২০২৫
★৫ম অধ্যায়
- বাংলাদেশের খনিজ ও শক্তিসম্পদ
★১০ম অধ্যায়
- মানচিত্র অভিক্ষেপ অংকন ও প্রয়োগ
- জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ও এর প্রয়োজনীয়তা
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন পিডিএফ
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র বহুনির্বাচনী সাজেশন পিডিএফ
২০২৫ ভূগোল ২য় পত্র এইচএসসি সাজেশন পিডিএফ ডাউনলোড
HSC /Alim Common Suggestion 2025
আজকের সাজেশস: ২০২৫ এইচএসসি ভূগোল ২য় পত্র পরীক্ষার সাজেশন, ২০২৫ এইচএসসি বর্ষ ভূগোল ২য় পত্র সাজেশন,
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, যশোর, বরিশাল,সিলেট দিনাজপুর,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড,মাদ্রাসা শিক্ষা বোর্ড, এর কমন সাজেশন ২০২৫
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন পিডিএফ
অধ্যায় ভিত্তিক এইচএসসি ভূগোল ২য় পত্র বহুনির্বাচনী সাজেশন পিডিএফ
এইচএসসি ভূগোল ২য় পত্র স্পেশাল সাজেশন ২০২৫, hsc Geography 2nd paper suggestion 2025
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক মাধ্যম গুলোতে ও