যেকোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অপরিহার্য। তাই চাকরিপ্রার্থীদের প্রস্তুতির জন্য বিগত বছরের বিভিন্ন প্রশ্নোত্তর থেকে তুলে আনা হয়েছে ২০টি উপাদান। আজ ‘বাংলাদেশের ভৌগলিক অবস্থান’ নিয়ে আজকের আয়োজনের ২য় পর্ব-
১. প্রশ্ন : ভারতের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ৪,১৫৬ কিলোমিটার।
২. প্রশ্ন : ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষর হয়?
উত্তর : ১৬ মে ১৯৭৪।
৩. প্রশ্ন : মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা কতটুকু?
উত্তর : ২৭১ কিলোমিটার।
৪. প্রশ্ন : বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে?
উত্তর : পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট।
৫. প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণে কোন দ্বীপ অবস্থিত?
উত্তর : সেন্টমার্টিন।
৬. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।
৭. প্রশ্ন : দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কী?
উত্তর : পূর্বাশা দ্বীপ বা নিউমুর।
৮. প্রশ্ন : দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায়?
উত্তর : লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায়।
৯. প্রশ্ন : দহগ্রামের আয়তন কত?
উত্তর : ৩৫ বর্গ কিলোমিটার।
১০. প্রশ্ন : তিনবিঘা করিডরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে?
উত্তর : বেরুবাড়ী।
১১. প্রশ্ন : তিনবিঘা করিডরের পরিমাপ কত?
উত্তর : ১৭৮ মিটার ও ৮৫ মিটার।
১২. প্রশ্ন : কোন তারিখে তিনবিঘা করিডর ভারত খুলে দেয়?
উত্তর : ২৬ জুন ১৯৯২।
১৩. প্রশ্ন : লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত?
উত্তর : ৮০ মাইল।
১৪. প্রশ্ন : আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি জেলায়।
১৫. প্রশ্ন : ‘চন্দ্রনাথের পাহাড়’ কেন বিখ্যাত?
উত্তর : হিন্দুদের তীর্থস্থানের জন্য।
১৬. প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত থানাশহর কোনটি?
উত্তর : টেকনাফ।
১৭. প্রশ্ন : বাংলাদেশের সর্বউত্তরে অবস্থিত থানা শহর কোনটি?
উত্তর : তেতুলিয়া।
১৮. প্রশ্ন : বাংলাদেশের সর্বপশ্চিমে থানা শহর কোনটি?
উত্তর : শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ)।
১৯. প্রশ্ন : বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি?
উত্তর : থানচি।
২০. প্রশ্ন : আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি?
উত্তর : শ্যামনগর।
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
MCQ বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু
১. বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
ক) দক্ষিণ
খ) পূর্ব
গ) দক্ষিণ-পশ্চিম
ঘ) দক্ষিণ-পূর্ব
২. লালমাই অঞ্চলের মাটি কেমন?
ক) লালচে
খ) লাল
গ) ধূসর
ঘ) নীলাভ
৩. নেপালে মূলত কয়টি ঋতু পরিলক্ষিত হয়?
ক) তিনটি
খ) দুটি
গ) চারটি
ঘ) ছয়টি
৪. বাংলাদেশের মোট বৃষ্টিপাতের কতভাগ বর্ষাকালে হয়ে থাকে?
ক) পাঁচ ভাগের দুই ভাগ
খ) পাঁচ ভাগের তিন ভাগ
গ) পাঁচ ভাগের চার ভাগ
ঘ) পাঁচ ভাগের পাঁচ ভাগ
৫. মধুপুর ও ভাওয়ারের সোপানভূমির মাটি কেমন?
ক) কালো, ছাই রঙের
খ) সাদা রঙের
গ) নীলাভ রঙের
ঘ) লালচে ও ধূসর
৬. টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কত ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
৭. সিলেটের পাহাড়িয়া অঞ্চলে কী পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত হয়?
ক) ৩৩৮ সে.মি.
খ) ৩৪০ সে.মি.
গ) ৩৪২ সে.মি.
ঘ) ৩৪৪ সে.মি.
৮. সাম্প্রতিককারের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত –
ক) স্রোতজ সমভূমি
খ) চত্বরভূমি
গ) উপকূলীয় সমভূমি
ঘ) উপরের সব সঠিক?
৯. লিনিয়ামোট আসাম থেকে ডাকার কোন স্থাপ পর্যন্ত বিস্তৃত?
ক) নারায়ণগঞ্জ
খ) টঙ্গী
গ) পাগলা
ঘ) ডেমরা
১০. খুলনা বাংলাদেশের কোন ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক) প্রথমটিতে
খ) দ্বিতীয়টিতে
গ) তৃতীয়টিতে
ঘ) চতুর্থটিতে
১.সঠিক উত্তর: (ক)
২.সঠিক উত্তর: (ক)
৩.সঠিক উত্তর: (খ)
৪.সঠিক উত্তর: (গ)
৫.সঠিক উত্তর: (ঘ)
৬.সঠিক উত্তর: (ক)
৭.সঠিক উত্তর: (খ)
৮.সঠিক উত্তর: (গ)
৯.সঠিক উত্তর: (গ)
১০.সঠিক উত্তর: (গ)
১১. বাংলাদেশের প্লাইস্টোসিন কালের সোপানসমূহ মোট ভূমির কত এলাকা নিয়ে গঠিত?
ক) ৫%
খ) ৬%
গ) ৭%
ঘ) ৮%
১২. ভাওয়ালের সোপানভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো –
ক) মাটির রং লালচে
খ) মাটির রং অনেকটা ধূসর
গ) মাটির রং বাদামি
ঘ) উপরের সব সঠিক?
১৩. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহের গড় উচ্চতা কত?
ক) ৪০০ মিটার
খ) ৬১০ মিটার
গ) ৫৫০ মিটার
ঘ) ৬০০ মিটার
১৪. নেপালে নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত –
ক) অত্যন্ত শুষ্ক থাকে
খ) আর্দ্র থাকে
গ) বৃষ্টিহীন থাকে
ঘ) উপরের সব সঠিক?
১৫. বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহের মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ যেসব এলাকায় অবস্থিত –
ক) রাঙ্গামাটি
খ) বান্দরবান
গ) খাগড়াছড়ি
ঘ) উপরের সব সঠিক?
১৬. জানুয়ারি মাসে নেপালের কাঠমুন্ডুতে তাপমাত্রা কত থাকে?
ক) ৯ ডিগ্রি সে.
খ)১০ ডিগ্রি সে.
গ) ১১ ডিগ্রি সে.
ঘ) ১২ ডিগ্রি সে.
১৭. নেপালে কয়টি ঋতু পরিলক্ষিত হয়?ক
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) ছয়টি
১৮. আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
ক) চত্বরভূমি
খ) প্লাবন সমভূমি
গ) স্রোতজ সমভূমি
ঘ) ব-দ্বীপ সমভূমি
১৯. বাংলাদেশের অবস্থান কোথায়?
ক) পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার অববাহিকায়
খ) পদ্মার অববাহিকায়
গ) ঝিলাম ও গঙ্গার অববাহিকায়
ঘ) ইরাবতির অববাহিকায়
২০. ভূমিকম্প কিরূপ দুর্যোগ?
ক) সাধারণ
খ) স্বাভাবিক
গ) প্রাকৃতিক
ঘ) কৃত্রিম
২১. বঙ্গোপসাগরে সাধারণত নিম্নচাপ সৃষ্টি হয় –
ক) এপ্রিল মাসে
খ) জানুয়ারি মাসে
গ) মে মাসে
ঘ) উপরের সব সঠিক?
২২. জুলাই মাসে কাঠমুন্ডুর তাপমাত্রা কত?
ক) ১০ ডিগ্রি সে.
খ) ২৪.৪ ডিগ্রি সে.
গ) ২৭.৪ ডিগ্রি সে.
ঘ) ২৮.৪ ডিগ্রি সে.
২৩. ভারতের মরু অঞ্চলের উত্তাপ কত ডিগ্রি সে. পর্যন্ত দেখা যায়?
ক) ২৩
খ) ২৭
গ) ৪৩
ঘ) ৪৮
২৪. মধুপুর ও ভাওয়ালের সোপান ভূমির অন্তর্ভুক্ত কোন জেলাগুলো?
ক) ঢাকা, ফরিদপুর, রাজবাড়ি
খ) ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ
গ) নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী
ঘ) বরগুনা, পটুয়াখালী, ভোলা
২৫. স্রোতজ সমভূমি বিস্তৃত –
ক) খুলনা জেলায়
খ) ফরিদপুর জেলায়
গ) পটুয়াখালী জেলায়
ঘ) উপরের সব সঠিক?
২৬. মায়ানমারে বর্ষাকালের ব্যাপ্তি কোন কোন মাসে?
ক) মে-সেপ্টেম্বর
খ) মে-অক্টোবর
গ) জুন-সেপ্টেম্বর
ঘ) জুন-অক্টোবর
২৭. মায়ানমারের গড় তাপমাত্রা গ্রীষ্মকালে কত ডিগ্রি সে. এ পৌঁছায়?
ক) ১৯
খ) ২৭
গ) ২৯
ঘ) ৩২
২৮. কোন পাহাড়টি উচ্চতায় সবচেয়ে নিচু?
ক) লালমাই
খ) চিকনাগুল
গ) খাসিয়া
ঘ) জয়ন্তিয়া
২৯. আকস্মিক পদ্ধতিতে ভূপরিবর্তনকারী শক্তির মধ্যে প্রধান –
ক) ভূমিধস
খ) আগ্নেয়গিরি
গ) ভূমিকম্প
ঘ) উপরের সব সঠিক?
৩০. কত সালে বাংলাদেশের ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্র তৈরি করা হযেছে?
ক) ১৯৮০
খ) ১৯৮৫
গ) ১৯৮৯
ঘ) ১৯৯৫
১১.সঠিক উত্তর: (ঘ)
১২.সঠিক উত্তর: (ক)
১৩.সঠিক উত্তর: (খ)
১৪.সঠিক উত্তর: (গ)
১৫.সঠিক উত্তর: (ঘ)
১৬.সঠিক উত্তর: (খ)
১৭.সঠিক উত্তর: (ক)
১৮.সঠিক উত্তর: (ক)
১৯.সঠিক উত্তর: (ক)
২০.সঠিক উত্তর: (গ)
২১.সঠিক উত্তর: (ঘ)
২২.সঠিক উত্তর: (খ)
২৩.সঠিক উত্তর: (ঘ)
২৪.সঠিক উত্তর: (খ)
২৫.সঠিক উত্তর: (গ)
২৬.সঠিক উত্তর: (খ)
২৭.সঠিক উত্তর: (গ)
২৮.সঠিক উত্তর: (ক)
২৯.সঠিক উত্তর: (খ)
৩০.সঠিক উত্তর: (গ)
৩১. কোনগুলো দক্ষিণ এশিয়ার নদী?
ক) মারে ডার্লিং, ইয়াংসিকিয়াং
খ) টেমস, হোয়াংহো
গ) পদ্মা, ইরাবতি
ঘ) পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা
৩২. বাংলাদেশে অধিক বৃষ্টিপাতের ফলে অনেক সময় কী সৃষ্টি হয়?
ক) অতিবৃষ্টি ও ঝড়
খ) অতিবৃষ্টি ও অকাল বন্যা
গ) অনাবৃষ্টি ও দুর্যোগ
ঘ) বন্যা ও সুনামি
৩৩. মায়ানমারে উত্তর-পূর্ব আয়ন বায়ু শীতকালে কোন দিকে প্রবাহিত হয়?
ক) দক্ষিণ-পূর্ব
খ) দক্ষিণ-পশ্চিম
গ) উত্তর-পূর্ব
ঘ) উত্তর-পশ্চিম
৩৪. গ্রীষ্মকালে মায়ানমারে নিম্নচাপের সৃষ্টি হয় কেন?
ক) এ সময় সূর্য উত্তর গোলার্ধে অবস্থান করে
খ) এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে
গ) এ সময় মায়ানমারে সূর্যের উত্তাপ কমে যায়
ঘ) এ সময় মায়ানমারের প্রাকৃতিক পরিবর্তন হয়
৩৫. ভারতের ওপর দিয়ে শীতকালে কোন মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
ক) পূর্ব মৌসুমি
খ) পশ্চিম মৌসুমি
গ) উত্তর মৌসুমি
ঘ) দক্ষিণ মৌসুমি
৩৬. বাংলাদেশের কোন জেলা ভূমিকম্পের ডেঞ্জার ফন্ট লাইনে অবস্থান করছে?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) রংপুর
ঘ) সিলেট
৩৭. বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত এবং বর্ষাকাল দেরিতে আসার কারণ কী?
ক) আবহাওয়ার পরিবর্তন
খ) পরিবেশের পরিবর্তন
গ) বনভূমি ধ্বংস
ঘ) জলবায়ু পরিবর্তন
৩৮. জুন মাসের শেষে অতিরিক্ত তাপ ভারতের কোন এলাকায় প্রবল শক্তিসম্পন্ন নিম্নচাপ বলয়ের সৃষ্টি করে?
ক) পশ্চিমবঙ্গে
খ) উড়িষ্যায়
গ) মেদিনীপুরে
ঘ) পাঞ্জাবে
৩৯. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.৩৭
খ) ১.৩৮
গ) ১.৪২
ঘ) ১.৪৮
৪০. বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
ক) লালমাই
খ) মোদকমুয়াল
গ) তাজিনডং
ঘ) কিওক্রাডং
৪১. বিজ্ঞানীরা এ পর্যন্ত ভূমিকম্পের কয়টি কারণ চিহ্নিত করেছেন?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৪২. গ্রীষ্মকালে মায়ানমারের কোথায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়?
ক) ইয়াঙ্গুনে
খ) মান্দালয়ে
গ) ভামোতে
ঘ) টেনাসেরিমে
৪৩. বাংলাদেশে কোন ভূমিকম্প বলয়কে লঘু বলে বর্ণনা করা হয়েছে?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
৪৪. বর্ষাকালের সময় কোন কোন মাসে খুব বেশি গরম পড়ে?
ক) মে ও জুলাই
খ) এপ্রিল ও আগস্ট
গ) জুন ও সেপ্টেম্বর
ঘ) মে ও অক্টোবর
৪৫. বাংলাদেশে শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৮ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩১ ডিগ্রি সে.
৪৬. ভারতের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৪৭. আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক?
ক) পশ্চিম দিক দিয়ে
খ) দক্ষিণ দিক দিয়ে
গ) পূর্ব দিক দিয়ে
ঘ) উত্তর দিক দিযে
৪৮. বাংলাদেশের কত ভাগ ভূমি নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি?
ক) ৭০%
খ) ৭৫%
গ) ৮০%
ঘ) ৮৫%
৪৯. জলবায়ুর পরিবর্তনের ফলে –
ক) মানুষের পেশাগত পরিবর্তন ঘটছে
খ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে
গ) বিভিন্ন প্রজাতির প্রাণী বিপন্ন হচ্ছে
ঘ) উপরের সব সঠিক?
৫০. কোন ধরনের মাটি দ্বারা সমতল নদী অববাহিকা অঞ্চল সৃষ্ট?
ক) বালি
খ) কংকর মিশ্রিত
গ) পলি
ঘ) দোআঁশ
৫১. ভূ-পৃষ্ঠে অনুভূমিক পার্শ্বচাপের প্রভাব পড়ে?
ক) আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে
খ) ভূমিধসে
গ) ভূ-ত্বকের কম্পনে
ঘ) ভূমিকম্পের ঝাঁকুনিতে
৫২. ভূমিকম্পের বিপদ থেকে বাঁচতে হলে বিদ্যুৎ ও গ্যাস লাইন কী রকম রাখতে হবে?
ক) বন্ধ করে
খ) চলমান
গ) স্বাভাবিক
ঘ) ত্রুটিমুক্ত
৫৩. ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ অবস্থিত –
ক) ইন্ডিয়ান প্লেট সীমানায়
খ) মায়ানমার প্লেট সীমানায়
গ) ইউরোপিয়ান প্লেট সীমানায়
ঘ) উপরের সব সঠিক?
৫৪. বাংলাদেশের কিছু অংশ দেবে যাচ্ছে কিংবা কিছু অংশ ওঠে যাচ্ছে এর ফলে –
ক) ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে
খ) ভূমিকম্পের সম্ভাবনা কমে যাচ্ছে
গ) খনিজ সম্পদ উত্তোলনে সমস্যা দেখা দিচ্ছে
ঘ) উপরের সব সঠিক?
৫৫. বাংলাদেশের পশ্চিমে কী অবস্থিত?
ক) ভারতের নদীয়া
খ) ভারতের ত্রিপুরা
গ) ভারতের আসাম
ঘ) ভারতের পশ্চিমবঙ্গ
৫৬. পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোকে কয়টি প্রধান অংশে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৫৭. একটি পানির ঢাল প্রবাহিত হলে সর্বশেষ সেটি কোথায় গিয়ে পতিত হবে?
ক) মেঘনা নদীতে
খ) পদ্মা নদীতে
গ) যমুনা নদীতে
ঘ) বঙ্গোপসাগরে
৫৮. গ্রীষ্ম ঋতুতে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কত হয়?
ক) ২০ ডিগ্রি সে.
খ) ২১ ডিগ্রি সে.
গ) ২২ ডিগ্রি সে.
ঘ) ২৩ ডিগ্রি সে.
৫৯. North westerlies কী?
ক) দক্ষিণ-পশ্চিম বায়ু
খ) আশ্বিনা বায়ু
গ) উত্তর-পশ্চিম বায়ু
ঘ) কালবৈশাখী
৬০. ভারতের জলবায়ু বিচিত্র হওয়ার কারণ কী?
ক) দেশটি সাগরবেষ্টিত তাই
খ) দেশটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে
গ) দেশটিতে নদ-নদী কম
ঘ) এটি বিশাল আয়তনের দেশ
৬১. সমুদ্রে ভূমিকম্প আঘাত হানলে –
ক) সমুদ্রের পানি তীর থেকে নিচে নেমে যেতে পারে
খ) সমুদ্রের নিচে নেমে যাওয়া পানি ১৫-২০ মিটার উঁচু হয়ে কূলে আঘাত হানতে পারে
গ) অনেক সময় সুনামি আঘাত হানে
ঘ) উপরের সব সঠিক?
৬২. নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সে.মি.
ক) ১৪৩
খ) ১৪৪
গ) ১৪৬
ঘ) ১৪৫
৬৩. বাংলাদেশের জলবায়ু –
ক) উষ্ণ
খ) শীতল
গ) সমভাবাপন্ন
ঘ) উপরের সব সঠিক?
৬৪. ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক) দুইটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
৬৫. গ্রীষ্মকালে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়?
ক) ২৭ ডিগ্রি সে.
খ) ২৯ ডিগ্রি সে.
গ) ৩০ ডিগ্রি সে.
ঘ) ৩৮ ডিগ্রি সে.
৬৬. ভূমিকম্পের অন্যতম কারণ কী?
ক) পৃথিবীর অভ্যন্তরের শূন্যস্থান পূরণ
খ) ভিত্তিশিলা ক্ষয় এবং ক্ষয়ের স্থানচ্যুতি
গ) ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ-আলোড়ন
ঘ) পৃথিবীর অভ্যন্তরের তরল পদার্থের স্থানান্তর
৬৭. ভূমিকম্পের সময় জনসাধারণের করণীয় নিজেকে –
ক) চিন্তামুক্ত রাখা
খ) ধীরস্থির রাখা
গ) শান্ত রাখা
ঘ) উপরের সব সঠিক?
৬৮. নুড়ি, বালি ও কংকর মিশ্রিত লালচে মাটি কোথায় দেখা যায়?
ক) ঢাকা
খ) কুমিল্রা
গ) ভোলা
ঘ) বরগুনা
৬৯. বাংলাদেশে ভূমিকম্প বলয়ের কোনটি বিপজ্জনক?
ক) প্রথম বলয়
খ) দ্বিতীয় বলয়
গ) তৃতীয় বলয়
ঘ) চতুর্থ বলয়
৭০. বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে কোন প্লেটের সংঘর্ষের কারণে?
ক) লিনিয়ামোট
খ) টেকটনিক
গ) ইন্ডিয়ান
ঘ) কনসোর্টিয়াম
৭১. কোন দিকে বাংলাদেশের ভূখন্ড ক্রমশ ঢালু?
ক) উত্তর হতে দক্ষিণে
খ) পূর্ব হতে পশ্চিমে
গ) দক্ষিণ হতে উত্তরে
ঘ) পশ্চিম হতে পূর্বে
৭২. কোন মৌসুমি বায়ুর প্রভাবে বর্ষাকালে মায়ানমারে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক) উত্তর-পূর্ব
খ) দক্ষিণ-পূর্ব
গ) উত্তর-পশ্চিম
ঘ) দক্ষিণ-পশ্চিম
৭৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?
ক) চট্টগ্রাম
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) রাঙ্গামাটি
৭৪. সাধারণত টিলার উচ্চতা কত হয়ে থাকে?
ক) ১০-৩০ মিটার
খ) ৩০-৯০ মিটার
গ) ৪০-৮০ মিটার
ঘ) ৬০-৭০ মিটার
৭৫. কী দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়?
ক) ইস্পাত
খ) কংক্রিট ঢালাই
গ) ফেরো সিমেন্ট
ঘ) কাঠের ব্রেসিং
৭৬. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ গঠিত –
ক) শেল পাথর দ্বারা
খ) চুনাপাথর দ্বারা
গ) কর্দম দ্বারা
ঘ) উপরের সব সঠিক?
৭৭. বর্ষাকালে বাংলাদেশে সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় সংঘটিত হয়?
ক) পাবনায়
খ) ঢাকায়
গ) কুমিল্রায়
ঘ) শ্রীমঙ্গলে
৭৮. বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ বিস্তৃত –
ক) ময়মনসিংহ জেলার উত্তরাংশে
খ) হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে
গ) সিলেট জেলার উত্তরাংশে
ঘ) উপরের সব সঠিক?
৭৯. মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল বিরাজ করে –
ক) বাংলাদেশে
খ) ভারতে
গ) মায়ানমারে
ঘ) উপরের সব সঠিক?
৮০. গড় হিসাবে বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি?
ক) মার্চ
খ) মে
গ) এপ্রিল
ঘ) জুন
৮১. ভূমিকম্পের কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূ-পৃষ্ঠস্থ স্থানের নাম কী?
ক) চ্যুতি
খ) কেন্দ্র
গ) উপকেন্দ্র
ঘ) উপত্যকা
৮২. কোন বায়ুর প্রভাবে এপ্রিল মাসে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়?
ক) মৌসুমি বায়ু
খ) স্থানীয় বায়ু
গ) সাময়িক বায়ু
ঘ) সামুদ্রিক বায়ু
৮৩. বাংলাদেশের ভূমিকম্প বলয়সমূহ কী নামে পরিচিত?
ক) বিপজ্জনক জোন
খ) কনসোর্টিয়াম জোন
গ) সিসমিক রিস্ক জোন
ঘ) লিনিয়ামোট জোন
৮৪. বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পাহাড়সমূহ কোন অঞ্চলের পাহাড়ের উদাহরণ?
ক) দক্ষিণাঞ্চলের
খ) দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
গ) পূর্বাঞ্চলের
ঘ) দক্ষিণ-পূর্বাঞ্চলের
৮৫. ২০০১ সারে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত?
ক) ১.৪৮
খ) ১.৪৯
গ) ১.৪৬
ঘ) ১.৪৪
৮৬. ভারতের কোনো কোনো স্থানে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়?
ক) শীতকারে
খ) গ্রীষ্মকালে
গ) বর্ষাকালে
ঘ) শরৎ ও হেমন্তকারে
৮৭. শীতে ভারতের আকাশ থাকে –
ক) স্বচ্ছ
খ) মেঘমুক্ত
গ) জলীয় বাষ্পপূর্ণ
ঘ) উপরের সব সঠিক?
৮৮. ১৯৭৪ সাল থেকে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত কমেছে?
ক) ০.০৩ একর
খ) ০.০০৩ একর
গ) ০.০২ একর
ঘ) ০.০২৫ একর
৮৯. সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা হলো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের –
ক) ক্যালিফোর্নিয়া
খ) জাপান
গ) আলাস্কা
ঘ) উপরের সব সঠিক?
* উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
রিস্তানা ডিসেম্বর মাসের এক বিকেলে বাবা-মায়ের সাথে মেলায় যায়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলে তারা দ্রুত একটি গাছের নিচে আশ্রয় নেয়। তবে সামান্য বৃষ্টিপাতের পরেই মেঘ কেটে যায়।
৯০. রিস্তানার দেখা বৃষ্টিপাতটি কোন বায়ুর প্রভাবে ঘটেছে?
ক) উত্তর-পূর্ব মৌসুমি বায়ু
খ) উত্তর-পশ্চিম শীতল বায়ু
গ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
ঘ) দক্ষিণ-পশ্চিম শুষ্ক বায়ু
৯১. উক্ত বৃষ্টিপাতটির ফলে কোন ফসল উৎপাদন করা যায়?
ক) ভুট্টা
খ) গম
গ) পাট
ঘ) তুলা
===========================
উত্তরমালা
৩১.সঠিক উত্তর: (ঘ)
৩২.সঠিক উত্তর: (খ)
৩৩.সঠিক উত্তর: (খ)
৩৪.সঠিক উত্তর: (ক)
৩৫.সঠিক উত্তর: (খ)
৩৬.সঠিক উত্তর: (ঘ)
৩৭.সঠিক উত্তর: (ঘ)
৩৮.সঠিক উত্তর: (ঘ)
৩৯.সঠিক উত্তর: (ক)
৪০.সঠিক উত্তর: (ঘ)
৪১.সঠিক উত্তর: (খ)
৪২.সঠিক উত্তর: (খ)
৪৩.সঠিক উত্তর: (গ)
৪৪.সঠিক উত্তর: (গ)
৪৫.সঠিক উত্তর: (খ)
৪৬.সঠিক উত্তর: (গ)
৪৭.সঠিক উত্তর: (ক)
৪৮.সঠিক উত্তর: (গ)
৪৯.সঠিক উত্তর: (ঘ)
৫০.সঠিক উত্তর: (গ)
৫১.সঠিক উত্তর: (ঘ)
৫২.সঠিক উত্তর: (ঘ)
৫৩.সঠিক উত্তর: (গ)
৫৪.সঠিক উত্তর: (ক)
৫৫.সঠিক উত্তর: (ঘ)
৫৬.সঠিক উত্তর: (খ)
৫৭.সঠিক উত্তর: (ঘ)
৫৮.সঠিক উত্তর: (খ)
৫৯.সঠিক উত্তর: (ঘ)
৬০.সঠিক উত্তর: (ঘ)
৬১.সঠিক উত্তর: (ঘ)
৬২.সঠিক উত্তর: (ঘ)
৬৩.সঠিক উত্তর: (গ)
৬৪.সঠিক উত্তর: (খ)
৬৫.সঠিক উত্তর: (ঘ)
৬৬.সঠিক উত্তর: (গ)
৬৭.সঠিক উত্তর: (খ)
৬৮.সঠিক উত্তর: (খ)
৬৯.সঠিক উত্তর: (খ)
৭০.সঠিক উত্তর: (খ)
৭১.সঠিক উত্তর: (ক)
৭২.সঠিক উত্তর: (ঘ)
৭৩.সঠিক উত্তর: (গ)
৭৪.সঠিক উত্তর: (খ)
৭৫.সঠিক উত্তর: (গ)
৭৬.সঠিক উত্তর: (গ)
৭৭.সঠিক উত্তর: (ক)
৭৮.সঠিক উত্তর: (ঘ)
৭৯.সঠিক উত্তর: (ঘ)
৮০.সঠিক উত্তর: (গ)
৮১.সঠিক উত্তর: (গ)
৮২.সঠিক উত্তর: (ঘ)
৮৩.সঠিক উত্তর: (গ)
৮৪.সঠিক উত্তর: (ঘ)
৮৫.সঠিক উত্তর: (ক)
৮৬.সঠিক উত্তর: (ঘ)
৮৭.সঠিক উত্তর: (ক)
৮৮.সঠিক উত্তর: (ক)
৮৯.সঠিক উত্তর: (খ)
৯০.সঠিক উত্তর: (খ)
৯১.সঠিক উত্তর: (খ)
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
বাংলাদেশের ভৌগলিক অবস্থান: ভৌগোলিক বিচারে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়, ভারত ও মিয়ানমারের মাঝখানে। এর ভৌগোলিক অবস্থান ২০°৩৪´ উ থেকে ২৬°৩৮´ উ অক্ষাংশ এবং ৮৮°০১´ পূ থেকে ৯২°৪১´ পূ দ্রাঘিমাংশে। এর ভূখন্ড ১ লক্ষ ৪৭ হাজার ৬১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের পশ্চিম, উত্তর, আর পূর্ব জুড়ে রয়েছে ভারত। পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য। পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম।
Geographical Location of Bangladesh: Bangladesh, to the east of India on the Bay of Bengal, is a South Asian country marked by lush greenery and many waterways. It can be located on a map using the geographic coordinates of 24°N, 90°E. On the southern coast, the Sundarbans, an enormous mangrove forest shared with Eastern India, is home to the royal Bengal tiger.
(বাংলাদেশের ভৌগলিক অবস্থান ) |
---|
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত ? উঃ ১,৪৭,৬১০ বর্গ কিঃ মিঃ। |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের স্থান কত ? উঃ ৯২ তম। |
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি? উঃ বাংলাদেশ। |
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চল এবং কতখানি জায়গা নিয়ে বরেন্দ্রভূমি বিস্তৃত? উঃ রাজশাহী অঞ্চলে প্রায় ৯৩২০ বর্গ কিঃ মিঃ। |
প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? উঃ গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইল। |
প্রশ্ন: মধুপুর ও ভাওয়াল গড়ে আয়তন কত? উঃ প্রায় ৪৩১০ কিঃ মিঃ। |
প্রশ্ন: লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা কত? উঃ আয়তন ৩৩.৬৫ বর্গ কিঃমিঃ এবং গড় উচ্চতা ২১ মি: |
প্রশ্ন: বাংলাদেশের পলল সমভুমি এলাকার আয়তন কত? উঃ প্রায় ১,২৪,২৬৬ বর্গ কিঃমিঃ। |
প্রশ্ন: পস্নাবন ভুমি এলাকার গড় উচ্চতা কত? উঃ সমুদ্র পৃষ্ট হতে প্রায় ৯.১৪ মিটার বা ৩০ ফুট। |
প্রশ্ন: সমুদ্র তল থেকে দিনাজপুরের উচ্চতা কত? উঃ ৩৭.৫০ মিটার। |
প্রশ্ন: সমুদ্রতল থেকে বগুড়ার উচ্চতা কত ? উঃ ২০ মিটার। |
প্রশ্ন: সমুদ্রতল থেকে নারায়নগঞ্জ এবং রাজশাহীর উচ্চতা কত? উঃ ৮ মিটার। |
প্রশ্ন: বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত ? উঃ ৫,১৩৮ কিলোমিটার। (৭১১ কিঃমিঃ সমুদ্র উপকূলসহ) |
প্রশ্ন: বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ? উঃ ৭১১ কিঃ মিঃ বা ৪২২ মাইল। |
প্রশ্ন: কক্সবাজার সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত ? উঃ ১৫৫ কিলোমিটার। |
প্রশ্ন: বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? উঃ ১২ নটিক্যাল মাইল। |
প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? উঃ ২০০ নটিক্যাল মাইল। |
প্রশ্ন: ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত? উঃ ৪,১৫৬ কিঃমিঃ।(পশ্চিমবঙ্গ-২২৬২ কিঃমিঃ, আসাম-২৬৪ কিঃমিঃ, মেঘালয়-৪৩৬ কিঃমিঃ,ত্রিপুরা-৮৭৪ কিঃমিঃ ও মিজোরাম-৩২০ কিঃমিঃ) |
প্রশ্ন: ভারতের সাথে বাংলাদেশের অমিমাংশিত সীমান্ত কত? উঃ ৬.৫ কিলোমিটার।(২০১১ সালে সীমানা চিহ্নিত করা হয়েছে, কিন্তু এখনও কোন দেশের সংসদে অনুমোদিত হয়নি) |
প্রশ্ন: ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি কখন স্বাক্ষরিত হয়? উঃ ১৬ মে, ১৯৭৪। |
প্রশ্ন: মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত? উঃ ২৭১ কিঃমিঃ। |
প্রশ্ন: বাংলাদেশের কোথায় কোথায় পর্বত আছে? উঃ পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে। |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে কোন দ্বীপ অবস্থিত? উঃ সেন্টমার্টিন। |
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উঃ সেন্টমার্টিন। |
প্রশ্ন: দক্ষিণ তালপট্টির ভারতীয় নাম কি? উঃ পূর্বাশা দ্বীপ বা নিউমুর। |
প্রশ্ন: দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত কোথায় ? উঃ লালমানরহাট জেলার পাটগ্রাম থানায়। |
প্রশ্ন: দহগ্রামের আয়তন কত ? উঃ ৩৫ বর্গ কিঃ মিঃ। |
প্রশ্ন: ভারতের ভেতরের বাংলাদেশের কতটি ছিটমহল আছে ? উঃ ৫১ টি। |
প্রশ্ন: বাংলাদেশী ছিটমহলগুলো ভারতের কোন জেলার অর্ন্তগত? উঃ পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার। |
প্রশ্ন: বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল আছে ? উঃ ১১১টি। লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, নীলফামারীতে ৪টি এবং কুড়িগ্রামে ১২ টি। |
প্রশ্ন: ভারতের মধ্যে বাংলাদেশী ছিটমহলগুলোর আয়তন কত? উঃ ৭১১০.০২ একর। |
প্রশ্ন: তিনবিঘা করিডোরের বিনিময়ে ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে ? উঃ বেরুবাড়ী। |
প্রশ্ন: তিনবিঘা করিডরের পরিমাপ কত? উঃ ১৭৮ মিটার ও ৮৫ মিটার। |
প্রশ্ন: কোন তারিখে তিনবিঘা করিডোর ভারত খুলে দেয়? উঃ ২৬ জুন, ১৯৯২। |
প্রশ্ন: লালমনিরহাট জেলা থেকে তিনবিঘার দূরত্ব কত? উঃ ৮০ মাইল। |
প্রশ্ন: আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ? উঃ খাগড়াছড়ি জেলায়। |
প্রশ্ন: “চন্দ্রনাথের পাহাড়” কেন বিখ্যাত ? উঃ হিন্দুদের তীর্থ স্থানের জন্য। |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত থানা শহর কোনটি ? উঃ টেকনাফ। |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত থানা শহর কোনটি ? উঃ তেতুলিয়া। |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পশ্চিমে থানা শহর কোনটি ? উঃ শিবগঞ্জ (চাপাইনবাবগঞ্জ) |
প্রশ্ন: বাংলাদেশের সর্ব পূর্বের উপজেলা কোনটি ? উঃ থানচি। |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম থানা কোনটি? উঃ শ্যামনগর। |
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে ক্ষূদ্রতম থানা (আয়তনে)? উঃ লালবাগ। |
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় কোনটি ? উঃ গারো পাহাড়। |
প্রশ্ন: লালমাই পাহাড় কোথায় অবস্থিত ? উঃ কুমিল্লা। |
প্রশ্ন: বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? উঃ তাজিওডাং (বিজয়) উচ্চতা-১২৩১ মিটার। |
প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? উঃ কেওক্রাডাং, উচ্চতা ১২৩০ মিটার। |
প্রশ্ন: দুবলার চর কোথায় অবস্থিত ? উঃ নোয়াখালী। |
প্রশ্ন: কোন জেলায় চর মানিক ও চর জব্বার অবস্থিত ? উঃ ভোলা জেলায়। |
প্রশ্ন: চর কুকড়ি মুকড়ি ও চর নিউটন কোথায় অবস্থিত? উঃ ভোলা জেলার চরফ্যাশনে। |
প্রশ্ন: মুহুরীর চর কোথায় অবস্থিত ? উঃ ফেনী জেলায়। |
প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি ? উঃ চলনবিল। |
প্রশ্ন: চলনবিল কোথায় অবস্থিত ? উঃ পাবনা ও নাটোর জেলায়। |
প্রশ্ন: তামাবিল কোথায় অবস্থিত? উঃ সিলেট জেলায়। |
প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি ? উঃ হাকালুকি হাওর। |
প্রশ্ন: হাকালুকি হাওর কোথায় অবস্থিত? উঃ সিলেট জেলায়। |
প্রশ্ন: বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত কোনটি ? উঃ মাধবকুন্ড জলপ্রপাত। |
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাত কোথায় অবস্থিত ? উঃ মৌলভীবাজার জেলার বড়লেখায়। |
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতের উৎপত্তিস্থল কোথায় ? উঃ মৌলভীবাজার জেলায়। |
প্রশ্ন: মাধবকুন্ড জলপ্রপাতে কতফুট ওপর থেকে পানি নিচে পতিত হয় ? উঃ ২৫০ ফুট। |
প্রশ্ন: বাংলাদেশের সাথে সরাসরি সীমান্ত যোগাযোগ আছে কোন কোন দেশের সাথে? উঃ ভারত ও মায়ানমারের সাথে। |
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত আছে? উঃ ৫ টি (পশ্বিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম) |
প্রশ্ন: কোন যুগে বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত হয়? উঃ টারশিয়ারী যুগে। |
প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোনটি? উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। |
প্রশ্ন: বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন দ্বীপপুঞ্জ আছে? উঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। |
প্রশ্ন: অবস্থান অনুসারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে ? উঃ দুই ভাগে। |
প্রশ্ন: বাংলাদেশের মোট নদ নদীর দৈর্ঘ্য প্রায়-? উঃ ২৪,১৪০ বর্গ কিঃমিঃ। |
প্রশ্ন: বাংলাদেশ-ভারত সীমান্তে নো ম্যানস ল্যান্ড হিসেবে ব্যবহৃত হয়? উঃ জিরো পয়েন্টে উভয় দিকে ৪৫০ ফুট পর্যন্ত জমি। |
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
1.বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ⓐ দিনাজপুর
ⓑ ঠাকুরগাঁও
ⓒ লালমনিরহাট
ⓓ পঞ্চগড়★★★
2.বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
ⓐ সেন্টমার্টিন★★★
ⓑ লালপুর
ⓒ হিলি
ⓓ লালমোহন
3.ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে?
ⓐ ১৫টি
ⓑ ১৩টি★★★
ⓒ ১৪টি
ⓓ ১৮টি
4.ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোন সীমান্ত নাই?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ মিজোরাম
ⓓ নাগাল্যান্ড★★★
5.বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
ⓐ ৫১৩৮ কি.মি
ⓑ ৪৩৭১ কি.মি
ⓒ ৪১৫৬ কি.মি★★★
ⓓ ৩৯৭৮ কি.মি
6.উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সীমানা কত?
ⓐ ২৫০নটিকেল মাইল
ⓑ ২০০নটিকেল মাইল★★★
ⓒ ২২৫নটিকেল মাইল
ⓓ ২১২নটিকেল মাইল
7.বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
ⓐ বান্দরবান★★★
ⓑ চাঁপাইনবাবগঞ্জ
ⓒ পঞ্চগড়
ⓓ দিনাজপুর
8.পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
ⓐ ৩টি★★★
ⓑ ৫টি
ⓒ ৭টি
ⓓ ৯টি
9.বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের-
ⓐ নেপাল, ভুটান
ⓑ পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম★★★
ⓒ পশ্চিমবঙ্গ, আসাম
ⓓ পশ্চিমবঙ্গ, কুচবিহার
10.তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ পঞ্চগড়★★★
ⓒ জয়পুরহাট
ⓓ রাঙামাটি
11.ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি?
ⓐ ২৮টি
ⓑ ৩০টি★★★
ⓒ ৩১টি
ⓓ ৩৫টি
12.মায়ানমারের সাথে বাংলাদেশের ক’টি জেলার সীমান্ত রয়েছে?
ⓐ ২টি
ⓑ ৩টি★★★
ⓒ ৪টি
ⓓ ৫টি
13.ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
ⓐ ১৬২টি
ⓑ ১১১টি★★★
ⓒ ৫১টি
ⓓ ১০১টি
14.গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
ⓐ ৬★★★
ⓑ ৫:৩০
ⓒ ৬:৩০
ⓓ ৫
15. SPARRSO কোন মন্ত্রণায়ের অধীনে?
ⓐ শিল্প
ⓑ শিক্ষা
ⓒ পরিবেশ
ⓓ প্রতিরক্ষা★★★
16.গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?
ⓐ উত্তাপ অনেক বেড়ে যাবে
ⓑ নিম্নভূমি নিমজ্জিত হবে★★★
ⓒ সাইক্লোনের প্রবণতা বাড়বে
ⓓ বৃষ্টিপাত কমে যাবে
17.বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
ⓐ ব্র্যাক ব্যাংক
ⓑ ডাচ-বাংলা ব্যাংক★★★
ⓒ এবি ব্যাংক
ⓓ সোনালী ব্যাংক
18.বাংলাদেশের প্রথম রাষ্টপতির নাম কী?
ⓐ সৈয়দ নজরুল ইসলাম
ⓑ তাজউদ্দিন আহমদ
ⓒ শেখ মুজিবুর রহমান★★★
ⓓ ক্যাপটেন মনসুর আলী
19.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে?
ⓐ ৪টি★★★
ⓑ ৬টি
ⓒ ৫টি
ⓓ ২টি
20.কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ⓐ প্রথম ১০টি
ⓑ প্রথম ৪টি★★★
ⓒ প্রথম ৬টি
ⓓ প্রথম ৫টি
21.বাংলাদেশের জাতীয় সংগীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
ⓐ বাংলার প্রকৃতির কথা★★★
ⓑ বাংলার মানুষের কথা
ⓒ বাংলা ইতিহাসের কথা
ⓓ বাংলা সংস্কৃতির কথা
22.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ⓐ কামরুল হাসান★★★
ⓑ জয়নুল আবেদীন
ⓒ হাশেম খান
ⓓ হামিদুর রহমান
23.কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারীভাবে গৃহীত হয়?
ⓐ ১৭ই জানুয়ারি, ১৯৭২★★★
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭১
ⓒ ২৬শে মার্চ, ১৯৭১
ⓓ ১৭ই এপ্রিল, ১৯৭১
24.শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ⓐ বিয়াম
ⓑ নায়েম★★★
ⓒ টিটিসি
ⓓ ইউজিসি
25.উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ⓐ ড. রমেশচন্দ্র মজুমদার
ⓑ ড.মাহমুদ হাসান
ⓒ সৈয়দ মোয়াজ্জেম হাসান
ⓓ স্যার এ এফ রহমান★★★
26.রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ⓐ ১৯৫২সালে
ⓑ ১৯৫৩সালে★★★
ⓒ ১৯৬৭সালে
ⓓ ১৯৬৮সালে
27.কৃষি বিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ⓐ ড. এস ডি চৌধুরী
ⓑ ড. কাজী ফজলুর রহিম
ⓒ ড.ওসমান গণি★★★
ⓓ অধ্যাপক মোসলেহ উদ্দিন
28. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা-
ⓐ রাজশাহী
ⓑ দিনাজপুর
ⓒ খুলনা
ⓓ চট্টগ্রাম★★★
29.বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি?
ⓐ ময়নামতি
ⓑ পাহাড়পুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ সোনারগাঁ
30.বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল গোষ্ঠীর অন্তর্ভূক্ত?
ⓐ দ্রাবিড়
ⓑ নেগ্রিট
ⓒ ভোটচীন
ⓓ অস্ট্রিক★★★
31.প্রাচীন ‘পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত?
ⓐ ময়নামতি
ⓑ বিক্রমপুর
ⓒ মহাস্থানগড়★★★
ⓓ পাহাড়পুর
32.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ⓐ পুন্ড্র★★★
ⓑ তাম্রলিপ্ত
ⓒ গৌড়
ⓓ হরিকেল
33.বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ⓐ সমতট
ⓑ পুন্ড্র
ⓒ বঙ্গ★★★
ⓓ হরিকেল
34.পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ⓐ রামপাল
ⓑ ধর্মপাল★★★
ⓒ চন্দ্রপাল
ⓓ আদিশূর
35.রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত-
ⓐ সমভূমি
ⓑ বরেন্দ্রভূমি★★★
ⓒ উত্তরবঙ্গ
ⓓ মহাস্থানগড়
36.প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ⓐ কুষ্টিয়া
ⓑ বগুড়া
ⓒ কুমিল্লা
ⓓ চাঁপাইনবাবগঞ্জ★★★
37.বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
ⓐ আলী মর্দান খিলজি
ⓑ তুঘরিল খান
ⓒ সামছুদ্দিন ফিরোজ
ⓓ বখতিয়ার খিলজি★★★
38.বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে?
ⓐ ১২১২
ⓑ ১২০০
ⓒ ১২০৪★★★
ⓓ ১২১১
39.নিচে মরক্কোর কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ⓐ ফা-হিয়েন
ⓑ ইবনে বতুতা★★★
ⓒ মার্কো পোলো
ⓓ হিউয়েন সাং
40.সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী?
ⓐ সোনারগাঁও
ⓑ জাহাঙ্গীরনগর
ⓒ ঢাকা
ⓓ গৌড়★★★
41.গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
ⓐ হোসেন শাহ★★★
ⓑ ফখরুদ্দিন মোাবরক শাহ
ⓒ শায়েস্তা খাঁ
ⓓ ঈশা খাঁ
42. ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
ⓐ গিয়াসউদ্দীন আযম শাহ★★★
ⓑ আলাউদ্দীন হুসেন শাহ
ⓒ ফখরুদ্দীন মোবারক শাহ
ⓓ ইলিয়াস শাহ
43.নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন?
ⓐ আকবর
ⓑ বাবর★★★
ⓒ শাহজাহান
ⓓ হুমায়ুন
44.বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ মুর্শিদ কুলী খান★★★
ⓒ ইলিয়াস শাহ
ⓓ আলাউদ্দিন হুসেন শাহ
45.ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন?
ⓐ ইসলাম খাঁ★★★
ⓑ ইব্রাহীম খাঁ
ⓒ শায়েস্তা খান
ⓓ মীর জুমলা
46.ঢাকা কখন বাংলার রাজধানী হয়েছিল?
ⓐ ১২৫৫সালে
ⓑ ১৬১০সালে★★★
ⓒ ১৯০৫সালে
ⓓ ১৯৪৭সালে
47.ঢাকার ‘দোলাই খাল’ কে খনন করেন?
ⓐ পরিবিবি
ⓑ ইসলাম খান
ⓒ শায়েস্তা খান
ⓓ ঈশা খান
48.কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ⓐ ইসলাম খান
ⓑ রাজ মানসিংহ
ⓒ মীর জুমলা
ⓓ শায়েস্তা খান★★★
49.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত-
ⓐ চকবাজারে★★★
ⓑ সদরঘাটে
ⓒ লালবাগ
ⓓ ইসলামপুর
50.বিবি পরী কে ছিলেন?
ⓐ আওরঙ্গজেবের কন্যা
ⓑ শায়েস্তা খানের কন্যা★★★
ⓒ মুর্শিদকুলি খানের কন্যা
ⓓ আজিমুসশানের মাতা
51.কোন নগরীতে মুঘল আমলে সুবে-বাংলার রাজধানী ছিল?
ⓐ সোনারগাঁও★★★
ⓑ বঙ্গ
ⓒ গৌড়
ⓓ রাঢ়
51.কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন?
ⓐ নবাব সিরাজউদ্দৌলা
ⓑ নবাব মুর্শিদকুলি খান★★★
ⓒ সুবেদার ইসলাম খান
ⓓ নবাব শায়েস্তা খান
52.’ছিয়াত্তরের মন্বন্তর’ বাংলা কোন সনে হয়েছিল?
ⓐ ১০৭৬সালে
ⓑ ১৩৭৬সালে
ⓒ ১১৭৬সালে★★★
ⓓ ১২৭৬সালে
53.বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
ⓐ ১৭০০সালে
ⓑ ১৭৬২সালে
ⓒ ১৯৬৫সালে
ⓓ ১৭৯৩সালে★★★
54.বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ⓐ লর্ড কর্নওয়ালিস★★★
ⓑ ক্লাইভ
ⓒ মেয়ার
ⓓ ওয়ারেন হেস্টিংস
55.বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন-
ⓐ ইংরেজরা
ⓑ ওলন্দাজরা
ⓒ ফরাসিরা
ⓓ পর্তুগিজরা★★★
56.ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উরিয়েছিলেন-
ⓐ রাজা ত্রিদিব রায়
ⓑ রাজা ত্রিভুবন চাকমা
ⓒ জুম্মা খান★★★
ⓓ জোয়ান বকস খাঁ
57.ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী লাভ করেন?
ⓐ ১৬৯০সালে
ⓑ ১৭৬৫সালে★★★
ⓒ ১৭৯৩সালে
ⓓ ১৮২৯সালে
58.বাংলার ‘ছিয়াত্তরের মন্বন্তর’ এর সময় কাল-
ⓐ ১৭৭০ খ্রিস্টাব্দ★★★
ⓑ ১৭৬০ খ্রিস্টাব্দ
ⓒ ১৭৬৫ খ্রিস্টাব্দ
ⓓ ১৭৫৬ খ্রিস্টাব্দ
59.সতীদাহ প্রথা কত সালে রহিত হয়?
ⓐ ১৮১৯সালে
ⓑ ১৮২৯সালে★★★
ⓒ ১৮৩৯সালে
ⓓ ১৮৪৯সালে
60.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
ⓐ লর্ড কার্জন
ⓑ লর্ড মাইন্টব্যাটেন★★★
ⓒ লর্ড বেন্টিঙ্ক
ⓓ লর্ড ওয়াভেল
61.লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
ⓐ চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
ⓑ দ্বৈত শ্বাসন ব্যবস্থা
ⓒ সতীদাহ নিবারণ ব্যবস্থা
ⓓ পুলিশ ব্যবস্থা★★★
62.বাংলায় ফরায়েজি আন্দলোনের উদ্যোক্ত কে ছিলেন?
ⓐ মাওলানা কেরামত আলী
ⓑ শাহ ওলিউল্লাহ
ⓒ হাজী শরিয়ত উল্লাহ★★★
ⓓ পীর মুহসীনুদ্দিন
63.বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করে?
ⓐ সৈয়দ আমীর আলী
ⓑ নওয়াব আব্দুল লতিফ★★★
ⓒ নওয়াব স্যার সলিমুল্লাহ
ⓓ স্যার সৈয়দ আহমদ খান
64.পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলন-
ⓐ লর্ড রিপন
ⓑ লর্ড কার্জন★★★
ⓒ লর্ড মিন্টো
ⓓ লর্ড হার্ডিঞ্জ
65.বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?
ⓐ ১৯০৫সালে
ⓑ ১৯১৬সালে
ⓒ ১৯২৩সালে
ⓓ ১৯১১সালে★★★
66. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন?
ⓐ লর্ড মিন্টো
ⓑ লর্ড চেমসফোর্ড
ⓒ লর্ড কার্জন★★★
ⓓ লর্ড মাইনব্যাটেন
67.১৯০৫সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
ⓐ ব্যামফিল্ড ফুলার★★★
ⓑ লর্ড মিন্টো
ⓒ লর্ড কার্জন
ⓓ ওয়ারেন হেস্টিংস
68. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ দিল্লি
ⓓ চট্টগ্রাম
69.ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের-
ⓐ ফেব্রুয়ারিতে★★★
ⓑ মে মাসে
ⓒ জুলাই মাসে
ⓓ আগষ্টে
70.১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল-
ⓐ ধানের শীষ
ⓑ নৌকা★★★
ⓒ লাঙ্গল
ⓓ বাইসাইকেল
71.ঐতিহাসিক ৬-দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
ⓐ বিল অব রাইটস
ⓑ ম্যাগনাকার্টা★★★
ⓒ পিটিশন অব রাইটস
ⓓ মুখ্য আইন
72.পাকিস্তানি শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ⓐ আবুল হাসেম
ⓑ শেখ মুজিবুর রহমান
ⓒ ড. মুহাম্মদ শহীদুল্লাহ
ⓓ ধীরেন্দ্রনাথ দত্ত★★★
73.১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ⓐ নূরুল আমীন
ⓑ লিয়াকত আলী
ⓒ মোহাম্মদ আলী
ⓓ খাজা নাজিমুদ্দীন★★★
74.বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়?
ⓐ ১৯৫৪সালে
ⓑ ১৯৫৩সালে
ⓒ ১৯৫৬সালে★★★
ⓓ ১৯৫২সালে
75.ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ⓐ ঢাকা
ⓑ লাহোর★★★
ⓒ করাচি
ⓓ নারায়ণগঞ্জ
76.৬ দফা দাবী কোন সালে পেশ করা হয়েছিল?
ⓐ ১৯৬৫সালে
ⓑ ১৯৬৬সালে★★★
ⓒ ১৯৬৭সালে
ⓓ ১৯৬৮সালে
77.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রাভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
ⓐ ৩১জানুয়ারি, ১৯৫২★★★
ⓑ ২ফেব্রুয়ারি, ১৯৫২
ⓒ ১৮ফেব্রুয়ারি, ১৯৫২
ⓓ ২০জানুয়ারি, ১৯৫২
78.মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ⓐ ক্যাপ্টেন এম মনসুর আলী
ⓑ তাজউদ্দিন আহমেদ
ⓒ এ.এইচ.এম কারুজ্জামান★★★
ⓓ খন্দকার মোস্তাক আহমেদ
79.বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ⓐ আলমগীর কবির★★★
ⓑ খান আতাউর রহমান
ⓒ হুমায়ন আহমেদ
ⓓ সুভাষ দত্ত
80.বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
ⓐ ইন্দোনেশিয়া
ⓑ মালয়েশিয়া★★★
ⓒ মালদ্বীপ
ⓓ পাকিস্তান
81.মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
ⓐ ২৬ মার্চ ১৯৭১
ⓑ ১০ এপ্রিল ১৯৭১★★★
ⓒ ৬ সেপ্টেম্বর ১৯৭১
ⓓ ১০ নভেম্বর ১৯৭১
82.আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ⓐ ১০এপ্রিল, ১৯৭১★★★
ⓑ ১৭এপ্রিল, ১৯৭১
ⓒ ৭মার্চ, ১৯৭১
ⓓ ২৫মার্চ, ১৯৭১
83.মুজিবনগর কোথায় অবস্থিত?
ⓐ সাতক্ষীরা
ⓑ মেহেরপুর ★★★
ⓒ চুয়াডাঙ্গা
ⓓ নবাবগঞ্জ
84.”লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না”। দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল?
ⓐ জেনারেল নিয়াজি
ⓑ জেনারেল টিক্কা খান★★★
ⓒ জেনারেল ইয়াহিয়া খান
ⓓ জেনারেল হামিদ খান
85.’দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা-
ⓐ রফিকুল ইসলাম
ⓑ রশীদ করিম
ⓒ জেনারেল সুখওয়ান্ত সিং★★★
ⓓ কর্নেল সিদ্দিক মালিক
86.’একাত্তরের চিঠি’ কোন জাতীয় রচনা?
ⓐ মুক্তিযুদ্ধের বিবরণ
ⓑ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
ⓒ ভিন্নধর্মী ডায়েরী
ⓓ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন★★★
87.মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
ⓐ আগারগাঁও★★★
ⓑ শাহবাগ
ⓒ মগবাজার
ⓓ মতিঝিল
88.বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ জিয়াউর রহমান
ⓑ মে.জে এইচএম এরশাদ
ⓒ মে.জে. শফিউল্লাহ
ⓓ জে.আতাউল গনি ওসমানী★★★
89.১৯৭১সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ⓐ ৪টি
ⓑ ৭টি
ⓒ১১টি★★★
ⓓ১৪টি
90.মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ⓐ জে.আতাউল গনি ওসমানী
ⓑ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার★★★
ⓒ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ⓓ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর
91.বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে ‘বীর উত্তম’ উপাধীতে ভূষিত করা হয়?
ⓐ ২৫৭জন
ⓑ ১৬৩জন
ⓒ ৪৪জন
ⓓ ৬৯জন★★★
92.বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায়?
ⓐ নাটোর
ⓑ চাঁপাইনবাবগঞ্জ★★★
ⓒ জয়পুরহাট
ⓓ নওগাঁ
93.বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
ⓐ সিপাহী★★★
ⓑ ল্যান্স নায়েক
ⓒ হাবিলদার
ⓓ ক্যাপ্টেন
94.বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোন তারিখে মৃত্যু বরণ করেন?
ⓐ ১৮এপ্রিল ১৯৭১★★★
ⓑ ১৬জুন ১৯৭১
ⓒ ১২মার্চ ১৯৭১
ⓓ ১১এপ্রিল ১৯৭১
95.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
ⓐ যুক্তরাজ্য
ⓑ পূর্ব জার্মানি★★★
ⓒ স্পেন
ⓓ গ্রিস
96. ১৯৭৫সালের ১৫আগষ্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান কে ছিলেন?
ⓐ মে.জে.জিয়াউর রহমান
ⓑ মে.জে.এইচএম শফিউল্লাহ
ⓒ মে.জে. মঞ্জুর
ⓓ মে.জে.কে এম শফিউল্লাহ★★★
97.রাজেন্দ্রপুর সেনানিবাস অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কী?
ⓐ বিজয়স্তম্ভ
ⓑ বিজয়নিকেতন
ⓒ স্বীধানতা সোপান
ⓓ রক্ত সোপান★★★
98. ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
ⓐ রমনা পার্ক
ⓑ পল্টন ময়দান
ⓒ তৎকালীন রেসকোর্স ময়দান★★★
ⓓ ঢাকা
99.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
ⓐ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান★★★
ⓑ জেনারেল এম.এ.জি. ওসমানী
ⓒ কর্ণেল শফিউল্লাহ
ⓓ মেজর জিয়াউর রহমান
100.বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
ⓐ শেখ মুজিবুর রহমান
ⓑ জেনারেল আঃ গনি ওসমানী★★★
ⓒ তাজউদ্দীন আহমেদ
ⓓ ক্যাপ্টেন মনসুর আলী
_________________________________________
101.গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
ⓐ ১০জানুয়ারি, ১৯৭৩
ⓑ ১৬ডিসেম্বর, ১৯৭২★★★
ⓒ ৪নভেম্বর, ১৯৭২
ⓓ ১১অক্টোবর, ১৯৭২
102.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-
ⓐ ৩০বছর
ⓑ ৩৫বছর★★★
ⓒ ৪০বছর
ⓓ ৪৫বছর
103.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
ⓐ ৩বছর
ⓑ ৪বছর
ⓒ ৫বছর★★★
ⓓ ৬বছর
104.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
ⓐ ধারা ২৬
ⓑ ধারা ২৭★★★
ⓒ ধারা ২৮
ⓓ ধারা ২৯
105.সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কমিশনের গঠনের উল্লেখ আছে?
ⓐ ১৩০
ⓑ ১৩১
ⓒ ১৩৭★★★
ⓓ ১৪০
106.সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত?
ⓐ ৬(১)
ⓑ ৬(২)★★★
ⓒ ৭
ⓓ ৮
107.বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত বছর?
ⓐ ২৫বছর★★★
ⓑ ৩০বছর
ⓒ ৩৫বছর
ⓓ ৪০বছর
108.কোরামের জন্য জাতীয় সংসদে কত জন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
ⓐ ৫০
ⓑ ৬০★★★
ⓒ ৭০
ⓓ ৮০
109.তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
ⓐ ১২তম
ⓑ ১৩তম
ⓒ ১৪তম
ⓓ ১৫তম★★★
110.বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
ⓐ ৭মার্চ, ১৯৭৩★★★
ⓑ ৫মার্চ, ১৯৭৩
ⓒ ৬এপ্রিল, ১৯৭৩
ⓓ ১১এপ্রিল, ১৯৭৩
111.মাত্র ১টি সংসদীয় আসন-
ⓐ লক্ষীপুর জেলায়
ⓑ মেহেরপুর জেলায়
ⓒ ঝালকাঠী জেলায়
ⓓ রাঙামাটি জেলায়★★★
112.Who is the architecture to the Parliament building of Bangladesh?
ⓐ John Homes
ⓑ Louis Kahn★★★
ⓒ Frank Loyed Wright
ⓓ Shomen Saha
113.জাতীয় সংসদে ‘কাস্টিং’ ভোট কি?
ⓐ সংসদ নেতার ভোট
ⓑ হুইপারের ভোট
ⓒ স্পীকারের ভোট★★★
ⓓ রাষ্ট্রপতির ভোট
114.বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
ⓐ এক কক্ষ★★★
ⓑ দুই বা দ্বিকক্ষ
ⓒ তিন কক্ষ
ⓓ বহুকক্ষ বিশিষ্ট
115.বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কত?
ⓐ ২৬
ⓑ ২৭★★★
ⓒ ২৮
ⓓ ২৯
116.বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
ⓐ ১১★★★
ⓑ ২১
ⓒ ৯
ⓓ ১৫
117.প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারেন?
ⓐ প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
ⓑ প্রধান বিচারপতি নিয়োগ★★★
ⓒ অডিটর জেনারেল নিয়োগ
ⓓ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান
118.বাংলাদেশে বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ⓐ ৩★★★
ⓑ ৪
ⓒ ৫
ⓓ ৬
119.বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে?
ⓐ ১৯৭২সালে
ⓑ ১৯৭৩সালে
ⓒ ১৯৭৪সালে★★★
ⓓ ১৯৭৭সালে
120.বাংলাদেশে কখন থেকে বয়স্কভাতা চালু হয়?
ⓐ ১৯৯৮সালে★★★
ⓑ ১৯৯৯সালে
ⓒ ২০০০সালে
ⓓ ১৯৯৭সালে
121.বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট/কেন্দ্র কোথায় অবস্থিত?
ⓐ ফরিদপুর★★★
ⓑ চাঁদপুর
ⓒ চট্টগ্রাম
ⓓ নারায়ণগঞ্জ
122.বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
ⓐ ব্রহ্মপুত্র★★★
ⓑ পদ্মা
ⓒ মেঘনা
ⓓ যমুনা
123.যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ⓐ পদ্মা★★★
ⓑ বঙ্গোপসাগর
ⓒ ব্রহ্মপুত্র
ⓓ মেঘনা
124.বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি?
ⓐ যমুনা
ⓑ ব্রহ্মপুত্র
ⓒ পদ্মা
ⓓ মেঘনা★★★
125.কীসের স্রোতে নদীখাতে গভীর হয়?
ⓐ সমুদ্রস্রোত
ⓑ বানের স্রোত
ⓒ নদীস্রোত
ⓓ জোয়ার-ভাটার স্রোত★★★
126.বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
ⓐ ভৈরব
ⓑ চাঁদপুর
ⓒ দেওয়ানগঞ্জ
ⓓ আজমিরীগঞ্জ★★★
127.বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
ⓐ রাজশাহী
ⓑ পাবনা
ⓒ বগুড়া★★★
ⓓ সিরাজগঞ্জ
128.পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ⓐ চাঁদপুর
ⓑ বাহাদুরপুর
ⓒ গোয়ালন্দ★★★
ⓓ ভোলা
129.বাংলাদেশে প্রবেশের পর গঙ্গা নদী, ব্রহ্মপুত্র যমুনার সাথে নিম্নোক্ত একটা জায়গায় মেশে-
ⓐ গোয়ালন্দ★★★
ⓑ বাহাদুরপুর
ⓒ ভৈরববাজার
ⓓ নারায়ণগঞ্জ
130.পুনর্ভবা, নাগর ও টাঙন কোন নদীর উপনদী?
ⓐ মহানন্দা★★★
ⓑ ভৈরব
ⓒ কুমার
ⓓ বরাল
131.ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?
ⓐ শীতলক্ষা
ⓑ বুড়িগঙ্গা★★★
ⓒ ধরলা
ⓓ বংশী
132.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ⓐ ত্রিপুরা পাহাড়
ⓑ কৈলাস শৃঙ্গ★★★
ⓒ সিকিম অঞ্চল
ⓓ মিজোরাম পাহাড়
133.টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ পদ্মা
ⓑ যমুনা
ⓒ নাফ★★★
ⓓ কর্ণফুলী
134.সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ⓐ আড়িয়াল খাঁ
ⓑ সুরমা★★★
ⓒ চন্দনা
ⓓ রূপসা
135.বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
ⓐ গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
ⓑ তিস্তা সেচ প্রকল্প★★★
ⓒ কাপ্তাই সেচ প্রকল্প
ⓓ ফেনী সেচ প্রকল্প
136.বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
ⓐ তাজিংডং
ⓑ গারো★★★
ⓒ কেওক্রাডং
ⓓ জয়ন্তিয়া
137.দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ⓐ নাফ
ⓑ তেঁতুলিয়া
ⓒ আড়িয়াল খাঁ
ⓓ হাড়িয়াভাঙা★★★
138.পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
ⓐ নিঝুম দ্বীপ
ⓑ সন্দ্বীপ
ⓒ দক্ষিণ তালপট্টি★★★
ⓓ কুতুবদিয়া
139.বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ⓐ সেন্টমার্টিন
ⓑ মহেশখালী★★★
ⓒ ছেঁড়াদ্বীপ
ⓓ নিঝুম দ্বীপ
140.দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
ⓐ কুতুবদিয়া
ⓑ সোনাদিয়া
ⓒ বান্দরবান
ⓓ পূর্বাশা দ্বীপ★★★
141.সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ⓐ ৮★★★
ⓑ ১০
ⓒ ১২
ⓓ ১৪
142.বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ⓐ ভোলা
ⓑ নোয়াখালি
ⓒ চট্টগ্রাম
ⓓ কক্সবাজার★★★
143.বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
ⓐ পারাইল
ⓑ টাঙ্গুয়ার হাওড়
ⓒ চলন বিল
ⓓ হাকালুকি★★★
144.’হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
ⓐ কক্সবাজার★★★
ⓑ খাগড়াছড়ি
ⓒ রাঙামাটি
ⓓ কাপ্তাই
145.’শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?
ⓐ রাঙামাটি★★★
ⓑ বান্দরবান
ⓒ মৌলভীবাজার
ⓓ সিলেট
146.প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম-?
ⓐ মালদ্বীপ
ⓑ হাতিয়া
ⓒ বরিশাল★★★
ⓓ সন্দ্বীপ
147.বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
ⓐ চট্টগ্রাম
ⓑ সিলেট★★★
ⓒ ঢাকা
ⓓ খুলনা
148.সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
ⓐ টেকনাফ
ⓑ কক্সবাজার
ⓒ পটুয়াখালী★★★
ⓓ খুলনা
149.বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
ⓐ ফার্নেস অয়েল
ⓑ কয়লা
ⓒ প্রাকৃতিক গ্যাস★★★
ⓓ ডিজেল
150.আলুর একটি জাত-
ⓐ ডায়মান্ড★★★
ⓑ রূপালী
ⓒ ড্রামহেড
ⓓ ব্রিশাইল
151.বাংলাদেশে সবচেয়ে উৎপাদিত হয়-
ⓐ আউশ ধান
ⓑ আমন ধান
ⓒ বোরো ধান★★★
ⓓ ইরি ধান
152.বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
ⓐ সিলেটের মালনিছড়ায়★★★
ⓑ সিলেটের তামাবিলে
ⓒ খাগড়াছড়িতে
ⓓ সিলেটের জাফনায়
153.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-
ⓐ নাইট্রোজেন গ্যাস
ⓑ মিথেন গ্যাস★★★
ⓒ হাইড্রোজেন গ্যাস
ⓓ কার্বন মনোঅক্সাইড
154.প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
ⓐ BARI
ⓑ BRRI
ⓒ BADC★★★
ⓓ BINA
155.বর্ণালী ও শুভ্র কী?
ⓐ উন্নত জাতের ভুট্টা★★★
ⓑ উন্নত জাতের তামাক
ⓒ উন্নত জাতের ধান
ⓓ উন্নত জাতের বেগুন
156.বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ গোপালপুর
ⓒ পাকশী
ⓓ ঈশ্বরদী★★★
157.বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ দিনাজপুর
ⓑ রংপুর
ⓒ ঈশ্বরদী★★★
ⓓ যশোর
158.খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?
ⓐ চাপালিশ
ⓑ কেওড়া
ⓒ গেওয়া
ⓓ সুন্দরী★★★
159.বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ⓐ সিলেট
ⓑ ভাওয়াল ও মধুপুর★★★
ⓒ পার্বত্য চট্টগ্রাম
ⓓ খুলনা, বরিশাল ও পটুয়াখালী
160.সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগলিক সীমার মধ্যে পড়েছে?
ⓐ ৫০%
ⓑ ৫৮%
ⓒ ৬২%★★★
ⓓ ৬৬%
161.ম্যানগ্রোভ কী?
ⓐ কেওড়া বন
ⓑ শালবন
ⓒ উপকূলীয় বন★★★
ⓓ চিরহরিৎ বন
162.সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
ⓐ পাগ-মার্ক★★★
ⓑ ফুট মার্ক
ⓒ GIS
ⓓ কোয়ার্ডবেট
163.বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ⓐ কয়লা
ⓑ চুনাপাথর
ⓒ সাদামাটি
ⓓ গ্যাস★★★
164.বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে-
ⓐ রাণীগঞ্জ
ⓑ বিজয়পুর★★★
ⓒ টেকেরহাট
ⓓ বাগালীবাজার
165.দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কীসের খনি প্রকল্পের কাজ চলছে?
ⓐ কঠিন শিলা
ⓑ কয়লা★★★
ⓒ চুনাপাথর
ⓓ সাদামাটি
166.বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
167.বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
ⓐ নারায়ণগঞ্জ
ⓑ কক্সবাজার
ⓒ চট্টগ্রাম
ⓓ খুলনা★★★
168.খুলনা নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহার হয়-
ⓐ সেগুন কাঠ
ⓑ সুন্দরী কাঠ★★★
ⓒ গেওয়া কাঠ
ⓓ বাঁশ
169.কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
ⓐ রাজশাহী
ⓑ ফরিদপুর
ⓒ রংপুর
ⓓ যশোর★★★
170.বাংলাদেশে কত সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
ⓐ ১৯৫৫
ⓑ ১৯৫৭★★★
ⓒ ১৯৬৭
ⓓ ১৯৭২
171.দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় হচ্ছে?
ⓐ গজারিয়া★★★
ⓑ গাজীপুর
ⓒ সাভার
ⓓ ভালুকা
172.বাংলাদেশের বিদ্যুৎ শক্তির উৎস-
ⓐ খনিজ তেল
ⓑ প্রাকৃতিক গ্যাস
ⓒ খরস্রোতা নদী
ⓓ সবকটি★★★
173.জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নামি কী?
ⓐ অ্যামোনিয়া
ⓑ টিএসপি
ⓒ ইউরিয়া★★★
ⓓ সুপার ফসফেট
174.বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে?
ⓐ সিরাজগঞ্জ★★★
ⓑ দিনাজপুর
ⓒ বরিশাল
ⓓ ফরিদপুর
175.বাংলাদেশে কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ⓐ রাজশাহী
ⓑ চট্টগ্রাম
ⓒ সিলেট
ⓓ সাভার★★★
176.বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ?
ⓐ ১৮
ⓑ ২০
ⓒ ২৩★★★
ⓓ ২৫
177.বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
ⓐ ঢাকায়
ⓑ খুলনায়
ⓒ নারায়ণঞ্জে
ⓓ চাঁদপুরে★★★
178.বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়?
ⓐ পঞ্চাশ দশক
ⓑ ষাট দশক
ⓒ সত্তর দশক
ⓓ আশি দশক★★★
179.নিম্নের কোন পণ্যটি বাংলাদেশের ‘হোয়াইট গোল্ড’ নামে পরিচিত?
ⓐ পাট
ⓑ ধান
ⓒ চিনি
ⓓ চিংড়ি★★★
180.বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা কত?
ⓐ ৬টি
ⓑ ৮টি★★★
ⓒ ১০টি
ⓓ ১২টি
181. ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ⓐ অর্থমন্ত্রী
ⓑ প্রধানমন্ত্রী★★★
ⓒ পরিকল্পনা মন্ত্রী
ⓓ স্পিকার
182.মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে চালু হয়?
ⓐ ১জুলাই, ১৯৯১★★★
ⓑ ১জুলাই, ১৯৯৩
ⓒ ১জুলাই, ১৯৯৫
ⓓ ১জুলাই, ১৯৯৬
183.বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত?
ⓐ সাভার
ⓑ চট্টগ্রাম★★★
ⓒ মংলা
ⓓ ঈশ্বরদী
184.বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে?
ⓐ চা
ⓑ পাটজাত দ্রব্য
ⓒ পোশাক★★★
ⓓ চিংড়ি
185.স্বাধীন বাংলাদেশ ১০০টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
ⓐ ১৬মার্চ ১৯৭২
ⓑ ১৬ডিসেম্বর ১৯৭২
ⓒ ৪মার্চ ১৯৭২★★★
ⓓ ৪জানুয়ারি ১৯৭৩
186.অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?
ⓐ চট্টগ্রাম
ⓑ ঢাকা★★★
ⓒ মংলা
ⓓ খুলনা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন