ভূমিক্ষয়ের কারণ গুলো কি কি, ভূমিক্ষয়ের ক্ষতিকর দিকগুলো কি কি, কী কী কারণে ভূমিক্ষয় হয়?, ভূমিক্ষয়ের কারণ কি, ভূমিক্ষয় কেন হয়,ভূমিক্ষয়ের কারণ
ভূমিকা : ভূমিক্ষয় একটি প্রাকৃতিক দুর্যোগ, যার ফলে চাষযোগ্য জমি ধ্বংস করে ফেলে। বাতাস, পানি, বরফ ইত্যাদির প্রভাবের ফলে ভূমির স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়। ভূমিক্ষয়ের ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তাই ভূমিক্ষয় উৎপাদনের পরিপন্থি।
→ ভূমিক্ষয়ের কারণ : ভূমিক্ষয় নানাবিধ কারণ আছে। নিম্নে তা আলোচনা করা হলো :
১. বৃষ্টিপাত : ভূমিক্ষয় প্রধানত বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে । ভূমিক্ষয়ের মাটি বৃষ্টির পানির সাথে ধুয়ে চলে যায় ।
২. বায়ু প্রবাহ : জোরে বায়ু প্রবাহের কারণে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। ৩. অবকাঠামো নির্মাণ : বিভিন্ন ধরনের অবকাঠামো যেমন বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি তৈরির জন্য রাস্তার পাশের মাটি কেটে নেয়া হয়। ফলে মাটির উর্বরতা শক্তি লোপ পায় ।
৪. জৈব সারের অভাব : কোন জমিতে জৈব সারের অভাব দেখা দিলে জমি ভূমিক্ষয় হতে থাকে।
৫. যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব
আরো ও সাজেশন:-
ভূমিকে যদি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করা হয় তবে ভূমিক্ষয় হতে থাকে ।
৬. বরফ প্রবাহ : অনেক সময় বরফ প্রবাহের কারণে ভূমিক্ষয় হয়ে থাকে ।
৭. বন নিধন : একটি দেশের সকল ধরনের উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা অনস্বীকার্য। বন বা গাছপালা মাটিকে আঁকড়ে ধরে ।
৮. চাষাবাদ পদ্ধতির পরিবর্তন : বর্তমানে চাষাবাদ পদ্ধতির পরিবর্তন না করার কারণে ভূমিক্ষয় বেড়েই চলেছে। কারণ একই জমিতে একইভাবে চাষাবাদ করলে জমির উর্বরতা নষ্ট হবার পাশাপাশি ভূমিক্ষয় হয়।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভূমিক্ষয় চাষাবাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এর ফলে একদিকে যেমন উৎপাদন হ্রাস পায়, অন্যদিকে তেমনি অভাব, দারিদ্র্য বেড়ে যায়। যা মানব সমাজের জন্য বেশ ক্ষতিকর ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলে । তাই ভূমিক্ষয় রোধ করা দরকার।
রচনা ,প্রবন্ধ | উত্তর লিংক | ভাবসম্প্রসারণ | উত্তর লিংক | Paragraph | উত্তর লিংক |
আবেদন পত্র ও Application | উত্তর লিংক | অনুচ্ছেদ রচনা | উত্তর লিংক | Composition | উত্তর লিংক |
চিঠি ও Letter | উত্তর লিংক | প্রতিবেদন | উত্তর লিংক | CV | উত্তর লিংক |
ইমেল ও Email | উত্তর লিংক | সারাংশ ও সারমর্ম | উত্তর লিংক | Seen, Unseen | উত্তর লিংক |
Essay | উত্তর লিংক | Completing Story | উত্তর লিংক | Dialog/সংলাপ | উত্তর লিংক |
অনুবাদ | উত্তর লিংক | Short Stories/Poems/খুদেগল্প | উত্তর লিংক | Sentence Writing | উত্তর লিংক |
প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com
আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও
- সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা করসিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ সম্পর্কে আলোচনা কর সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকির …
- সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা করসিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ সম্পর্কে আলোচনা কর সিকিউরিটি এক্সচেঞ্জ বিধি ১৯৮৭ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিধিমালা। …
- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা করসিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ সম্পর্কে আলোচনা কর সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণ ও তদারকির জন্য একটি …
- প্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্যপ্রাথমিক বাজেরে ও মাধ্যমিক বাজারে পার্থক্য । প্রাথমিক বাজেরে vs মাধ্যমিক বাজারে পার্থক্য প্রাথমিক বাজার ও মাধ্যমিক বাজারের পার্থক্য (ছক …
- ঠান্ডা ইস্যু বাজারের ধারণা ব্যাখ্যা কর,ঠান্ডা ইস্যু বাজার সম্পর্কে আলোচনা করঠান্ডা ইস্যু বাজারের ধারণা ব্যাখ্যা কর,ঠান্ডা ইস্যু বাজার সম্পর্কে আলোচনা কর ঠান্ডা ইস্যু বাজার (Cold Issue Market) কি? ঠান্ডা ইস্যু …
- নতুন আইপিও বাজারের কার্যাবলী আলোচনা করনতুন আইপিও বাজারের কার্যাবলী আলোচনা কর নতুন আইপিও বাজারের কার্যাবলী (Functions of the IPO Market) আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) বাজার একটি …
- পাবলিক ইস্যুতে শেয়ার বিক্রয়ের পদ্ধতিগুলো আলোচনা করপাবলিক ইস্যুতে শেয়ার বিক্রয়ের পদ্ধতিগুলো আলোচনা কর পাবলিক ইস্যুতে শেয়ার বিক্রয়ের পদ্ধতিসমূহ কোনো কোম্পানি যখন জনসাধারণের কাছে শেয়ার বিক্রয়ের মাধ্যমে …
- কেন আইপিও অবমূল্যায়ন হয়,আইপিও অধীনে ইস্যুকৃত শেয়ার কেন অবমূল্যায়িত হয়কেন আইপিও অবমূল্যায়ন হয়,আইপিও অধীনে ইস্যুকৃত শেয়ার কেন অবমূল্যায়িত হয় আইপিওর শেয়ার অবমূল্যায়ন (IPO Underpricing) কেন হয়? আইপিওতে শেয়ারের প্রাথমিক …