৩. মধ্যপ্রাচ্যের খনিজ তেল যথাযথ ব্যবস্থাপনার ওপেক OPEC কি ভূমিকা পালন করে ।
মধ্যপ্রাচ্যের দেশসমূহ নাম লিখবে।
ওপেক কি লিখবে।
ওপেক এর ভূমিকা উল্লেখ করবে।
উত্তর সমূহ:
মধ্যপ্রাচ্যের দেশসমূহ নাম লিখবে।
উত্তর :
মধ্যপ্রাচ্য হল এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী একটি অঞ্চল। মধ্যপ্রাচ্যের ইতিহাস আদিকাল থেকেই প্রসিদ্ধ ছিল এবং এর ইতিহাস থেকেই এটি সারা বিশ্বের এক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।
ইতিহাসের আদিকাল কাল থেকে এই অঞ্চল নানান কারণে বিখ্যাত ছিল। ধর্মীয় কারণে এই অঞ্চল যুগে যুগে বিখ্যাত ও শ্রদ্ধেয় হয়ে রয়েছে পৃথিবীর বুকে যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ইত্যাদি ধর্মের আবির্ভাব প্রচার ও প্রসার এই অঞ্চলে হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যে শুস্ক ও গরম জলবায়ু বিদ্যমান।
এর চারপাশে প্রধান কিছু নদী রয়েছে যা সীমিত এলাকায় কৃষি ব্যবস্থায় সহায়তা করে। মধ্যপ্রাচ্যের অনেক দেশ পারস্য উপসাগর তীরে অবস্থিত এবং প্রচুর অশোধিত পেট্রোলিয়াম জ্বালানী তেল সম্পদে ভরপুর। মধ্যপ্রাচ্য আধুনিক বিশ্বে অর্থনৈতিকভাবে, রাজনৈতিক, এবং সাংস্কৃতিক দিক থেকে এক গুরুত্বপূর্ণ অঞ্চলে বা জনপদে পরিণত হয়েছে।
মধ্যপ্রাচ্যের নাম দেশ
- বাহরাইন
- ইরান
- ইরাক
- ইসরায়েল
- জর্দান
- কুয়েত
- লেবানন
- ওমান
- ফিলিস্তিন
- কাতার
- সৌদি আরব
- সিরিয়া
- সংযুক্ত আরব আমিরাত
- ইয়েমেন
[বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মধ্যপ্রাচ্যের নাম শহর
- বাগদাদ – ইরাক
- বৈরুত – লেবানন
- দামেস্ক – সিরিয়া
- দুবাই – সংযুক্ত আরব আমিরাত
- আবুধাবি – সংযুক্ত আরব আমিরাত
- মানামা – বাহরাইন
- রামাল্লাহ – ফিলিস্তিন
- রিয়াদ – সৌদি আরব
- সানা – ইয়েমেন
- দোহা – কাতার
- তেহরান – ইরান
- জেরুসালেম – ইসরায়েল
- তেল আভিভ – ইসরায়েল
- কুয়েত সিটি – কুয়েত
[বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ওপেক কি লিখবে।
উত্তর :
ওপেক কি? What is OPEC?
অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে অয়েল(Oil)-এ ট্রেড করতে পছন্দ করেন। কিন্তু অয়েল দিয়ে ট্রেড করতে হলে জানতে হবে পৃথিবীর সব থেকে বড় তেলের রপ্তানীকারক দেশ সম্পর্কে এবং তেলের মূল্য কিভাবে নির্ধারিত হয়। আর অয়েলে ট্রেড করতে গেলে এবং এ সংক্রান্ত মার্কেট আপডেট পেতে গেলে আপনি প্রায়ই ওপেক বা ওপেকভুক্ত দেশগুলো সম্পর্কে নিউজ পাবেন।
ওপেক হচ্ছে তেল রপ্তানীকারক দেশগুলোর একটি সংগঠন যার পূর্ন নাম হচ্ছে “The Organization of the Petroleum Exporting Countries” এর সংক্ষিপ্ত রূপ। বলা হয়ে থাকে যে, তেল রপ্তানীকারক দেশগুলোর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে ওপেক।
[বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
অথবা নতুন উত্তর:
১৯৬০ সালে মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সমন্বয়ে এই সংগঠন গড়ে ওঠে। মূলত, খনিজ তেলের দাম ও খনিজ তেলের উত্তোলনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এই তেলকে অস্ত্র হিসাবে ব্যবহার করে সাম্রাজ্যবাদী দেশগুলিকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে এটি গড়ে তোলা হয়। ইরাক, ইরান, কুয়েত, ইত্যাদি দেশগুলি হল এর সদস্যরাষ্ট্র।
ওপেক এর ভূমিকা উল্লেখ করবে।
উত্তর :
অনেকেই আছেন যারা ফরেক্স মার্কেটে অয়েল(Oil)-এ ট্রেড করতে পছন্দ করেন। কিন্তু অয়েল দিয়ে ট্রেড করতে হলে জানতে হবে পৃথিবীর সব থেকে বড় তেলের রপ্তানীকারক দেশ সম্পর্কে এবং তেলের মূল্য কিভাবে নির্ধারিত হয়। আর অয়েলে ট্রেড করতে গেলে এবং এ সংক্রান্ত মার্কেট আপডেট পেতে গেলে আপনি প্রায়ই ওপেক বা ওপেকভুক্ত দেশগুলো সম্পর্কে নিউজ পাবেন।
ওপেক হচ্ছে তেল রপ্তানীকারক দেশগুলোর একটি সংগঠন যার পূর্ন নাম হচ্ছে “The Organization of the Petroleum Exporting Countries” এর সংক্ষিপ্ত রূপ। বলা হয়ে থাকে যে, তেল রপ্তানীকারক দেশগুলোর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে ওপেক।
ওপেক প্রতিষ্ঠার উদ্দেশ্যঃ
ওপেকের উদ্দেশ্য হচ্ছে সদস্য দেশগুলোর জ্বালানী তেল রপ্তানীকরণ পলিসিতে সমন্নয় ও মতৈক্য সাধন করে তেলের মূল্য সঠিক রাখা। অতীতে, যখনই বিশ্ববাজারে তেলের মূল্য পড়ে গিয়েছে, ওপেকভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমিয়ে এনে তেলের মূল্যবৃদ্ধিতে ভুমিকা রেখেছে।
ওপেকভুক্ত দেশসমূহঃ
পৃথিবীতে তেল উত্পাদনকারী শীর্ষ ৫ টি দেশ হচ্ছে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনিজুয়েলা । আর এই পাঁচটি দেশের উদ্যোগে ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বাগদাদ কনফারেন্সে ওপেক (OPEC) প্রতিষ্ঠিত হয় । পরে এই পাঁচটি দেশের সাথে আরো অনেক দেশ যোগ দেয়। এদের মধ্যে কাতার, ইন্দোনেশিয়া, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, ইকুয়েডর, আঙ্গোলা এবং গেবন রয়েছে। তবে, ইন্দোনেশিয়া ২০০৯ সালের জানুরারী মাসে তাদের নিজস্য পরিকল্পনা অনুযায়ী ও রাজনৈতিক কারনে ওপেক (OPEC) থেকে তাদের সদস্যপদ বাতিল করে নেয় ।
[বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
ওপেক এর বৃত্তান্তঃ
ওপেক এর প্রতিষ্ঠাঃ ১৯৬০ সালের ১০-১৪ সেপ্টেম্বর, বাগদাদ কনফারেন্সে।
বর্তমানে ওপেক এর সদর দপ্তরঃ ভিয়েনা, অস্ট্রিয়া (১ সেপ্টেম্বর ১৯৬৫ থেকে)
প্রতিষ্ঠাকালীন ৫ টি দেশ হচ্ছেঃ সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত ও ভেনিজুয়েলা
ওপেকভুক্ত অন্যান্য দেশ হচ্ছেঃ কাতার, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, নাইজেরিয়া, ইকুয়েডর, আঙ্গোলা, গেবন এবং ইন্দোনেশিয়া (বর্তমানে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে)
বৃহৎ তেল উৎপাদন করে কিন্তু ওপেকের সদস্য নয় এমন দেশ সমূহঃ রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, মেক্সিকো ।
[বি:দ্র: নমুনা উত্তর দাতা: Md Rakib Hossain Sojol (বাংলা নিউজ এক্সপ্রেস)]
H.S.C
- বাংলাদেশের শিল্প কি?, রপ্তানিমুখী শিল্প কি?,শিল্প শ্রমিকদের সার্বিক নিরাপত্তার সম্পর্ক?
- ভূগোল কি, বাণিজ্যিক ভূগোল কি এর বৈশিষ্ট্য ও গুরুত্ব
- জনসংখ্যার সমস্যা কি, কোভিদ ১৯ কি লিখবেন, রোগ প্রতিরোধে ভূমিকা কি লিখবে
- এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্যক ভূগোল (১৭১৭) এ্যাসাইনমেন্ট সম্পূর্ণ উত্তর
- বিএম মার্কেটিং নীতি ও প্রয়োগ (১৮১৮) অ্যাসাইনমেন্ট উত্তর
- “মধ্যস্থ করবারির উৎপাদক, ভােক্তা ও সামজের প্রতি বিভিন্ন ধরণের কার্যবলি রয়েছে। এ উক্তির যর্থাথতা উল্লেখ কর।
- বাংলাদেশ কৃষি পন্যের বাজারজাতকরণে প্রধান প্রধান সমস্যা
- ব্যয়যােগ্য মূল্য নির্ধারণ ও ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি বেশি উপযুক্ত বলে তুমি মনে কর
- পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তরে বাজারজাতকরণ প্রয়োগ পূর্বক মতামত দাও
- “প্রত্যাশিত অবস্থান দখলের জন্য পরিকল্পলিতভাবে মার্কেটিং কৌশল গ্রহণ করতে হয়।”
1 thought on “মধ্যপ্রাচ্যের দেশসমূহ নাম ওপেক কি এর ভূমিকা উল্লেখ করবে”