অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা সাজেশন 2024
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC অনার্স ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] মধ্যযুগের কবিতা (Poetry of Medieval Age) সুপার সাজেশন Department of : Bangla & Other Department Subject Code: 221003 |
2024 এর অনার্স ২য় বর্ষের ১০০% কমন সাজেশন |
অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা সাজেশন,মধ্যযুগের কবিতা অনার্স ২য় বর্ষ সাজেশন, চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা, অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা ব্যতিক্রম সাজেশন pdf, অনার্স ২য় বর্ষের ১০০% কমন মধ্যযুগের কবিতা সাজেশন,
অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন 2024 (PDF) লিংক
সর্বশেষ সংশোধিত ও সাজেশন টি আপডেটের করা হয়েছে 2024
মধ্যযুগের কবিতা অনার্স ২য় বর্ষ সাজেশন 2024
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. চণ্ডীমণ্ডল কাব্যের আদিকবি কে?
উত্তর: চণ্ডীমণ্ডল কাব্যের আদিকবি মানিক দত্ত।
২. ‘কবিকঙ্কন’ কোন কবির উপাধি?
উত্তর: ‘কবিকঙ্কন’ কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি।
৩. কালকেতুর পিতার নাম কী?
উত্তর: কালকেতুর পিতার নাম ধর্মকেতু।
৪. কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
উত্তর: কালকেতুর নাম ধারণ করে পৃথিবীতে স্বর্গের নীলাম্বড় জন্ম নেয়।
৫. ফুল্লরা কীসের প্রতিক?
উত্তর: ফুল্লরা দুঃখীনি নারীর প্রতিক।
৬. কালকেতু কার সহযোগিতায় কারামুক্ত হয়?
উত্তর: কালকেতু দেবীর সহযোগিতায় কারামুক্ত হয়?
৭. চেতিশা কী?
উত্তর: চৌতিশায় একাধিক চরণে প্রথম শব্দটি একই বর্ণ দ্বারা গঠিত হয়। বাংলা বর্ণমালার মধ্যে চৌতিশ বর্ণমালা বা অক্ষর ব্যবহার করে রচিত খ- কবিতাকে চৌতিশ বলা হয়।
৮. ভারতচন্দ্রের জীবনকাল কত?
উত্তর: ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২-১৭৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
৯. ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
উত্তর: ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন?
১০. ভারতচন্দ্র কার আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন?
উত্তর: ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এর আদেশে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন।
১১. স্বর্গে ভবানন্দের নাম কী ছিল?
উত্তর: স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকূবর।
১২. ঈশ্বরী পাটুনী কে?
উত্তর: ঈশ্বরী পাটুনী গাঙ্গিনী নদীর খেয়া পারাপারের মাঝি।
১৩. ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
উত্তর: ঈশ্বরী পাটুনী দেবীর কাছে তার সন্তান দুধে-ভাতে থাকার বর চেয়েছিল।
১৪. ঈশ্বরী পাটুনী দেবী কী বর দেয়?
উত্তর: ঈশ্বরী পাটুনীকে দেবী বর দেয়, ‘দুধে-ভাতে থাকিবেক তোমার সন্তান॥’
১৫. ‘লাইলী-মজনু’ কোন ধরনের কাব্য?
উত্তর: ‘লাইলী-মজনু’ বিয়োগান্ত রোমান্টিক প্রণয়োপাখ্যান জাতীয় কাব্য।
১৬. ‘আসক’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘আসক’ শব্দের অর্থ আল্লাহর প্রেমিক।
১৭. মজনুর প্রকৃত নাম কী?
উত্তর: মজনুর প্রকৃত নাম কএস।
১৮. লাইলী-মজনুর কাব্যে ঋতু পরিক্রমা কোন ভাষায় লেখা?
উত্তর: লাইলী-মজনুর কাব্যে ঋতু পরিক্রমা ব্রজবুলি ভাষায় লেখা।
১৯. কে মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায়?
উত্তর: রাজা নয়ফল মজনুর সাথে লাইলির মিলন ঘটিয়ে দিতে চায়।
২০. রাজা নয়ফল নজদ বনে কেন গিয়েছিল?
উত্তর: রাজা নয়ফল নজদ বনে পশু শিকার করতে গিয়েছিল।
২১. লাইলি কোন বনে মজনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল?
উত্তর: লাইলি নজদ বনে মজনুর সঙ্গে দেখা করতে গিয়েছিল।
২২. মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে কী অনুরোধ করেছিল?
উত্তর: মৃত্যুর পূর্বে লাইলি তার মাকে অনুরোধ করেছিল, তার মৃত্যু সংবাদ যেন মজনুর কাছে পৌঁছে দেওয়া হয়।
২৩. আলাওলের পৃষ্ঠপোষক কে?
উত্তর: আলাওলের পৃষ্ঠপোষক কোরেশী মাগন ঠাকুর।
২৪. ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি কোন ভাষা থেকে অনূদিত?
উত্তর: ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি হিন্দি ভাষা থেকে অনূদিত।
২৫. সুখপাখির নাম কী?
উত্তর: সুখপাখির নাম হীরামণ।
২৬. রত্নসেনের প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর: রত্নসেনের প্রথম স্ত্রীর নাম নাগমতি।
২৭. ‘পদ্মাবতী’ কাব্যের শেষ অধ্যায় কী?
উত্তর: ‘পদ্মাবতী’ কাব্যের শেষ অধ্যায় উপসংহার।
Honors Suggestion Links | প্রশ্ন সমাধান সমূহ |
Degree Suggestion Links | BCS Exan Solution |
HSC Suggestion Links | 2016 – 2024 জব পরীক্ষার প্রশ্ন উত্তর |
SSC & JSC Suggestion Links | বিষয় ভিত্তিক জব পরিক্ষার সাজেশন |
মধ্যযুগের কবিতা অনার্স ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2024
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মুকুন্দুরমাকে দুঃখবাদী কবি বলা হয় কেন?
২. ভাঁরুদত্ত চরিত্রটি সংক্ষেপে আলোচনা কর।
৩. দেবী অন্নদা ঈশ্বরী পাটুনির কাছে কীভাবে নিজের পরিচয় দেন?
৪. মানসিংহের বাংলায় আগমনের কারণ কী?
৫. দাসু-বাসু কে? সংক্ষেপে তাদের পরিচয় দাও।
৬. যাবনী মিশাল ভাষা কী? ব্যাখ্যা কর।
৭. রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
৮. লাইলী-মজনুর পর্বরাগের বর্ণনা দাও।
৯. লাইলির রূপ বর্ণনা কর।
১০. লাইলি গৃহন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্যে কী কী কৌশল অবলম্বন করে?
১১. ‘কুলের নন্দিনী হৈয়া নাহি কুলরাজ, কলঙ্ক রাখিলি তুই আরব সমাজ ॥’ – সপ্রসঙ্গ ব্যাখ্যা কর।
১২. সংক্ষেপে পদ্মাবতীর রূপের বর্ণনা কর।
১৩. ‘পড়শী হৈল শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হৈলে ক্রোধ দেশত নাই ঠাঁই।’ – কে, কোন প্রসঙ্গে বলেছিল?
১৪. ‘পদ্মাবতী’ কাব্যে সুখপাখির ভূমিকা সংক্ষেপে লেখ।
Poetry of Medieval Age Honors 2nd Year Suggestion PDF 2024
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
১. ‘মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।’ – আলোচনা কর।
২. ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে মুরারী শীল চরিত্রটি বিশ্লেষণ কর।
৩. রাজসভা কবি ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য।’ এ উক্তিটির আলোকে ভারতচন্দ্রের শিল্পকুশলতার পরিচয় দাও।
৪. ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ – এ ভারতচন্দ্র রায়গুণাকরের ভাষা-ছন্দ ও অলঙ্কারের শৈল্পিক ব্যবহারের পরিচয় দাও।
৫. ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’ – অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস নৈপুণ্যের পরিচয় দাও।
৬. ‘মানসিংহ-ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও।
৭. ‘‘‘লাইলি-মজনু’ কাব্যে আরবীয় জীবনের আবরণে বাংলাদেশ ও বাঙালী জীবনের ছবি অঙ্কিত হয়েছে।’’ আলোচনা কর।
৮. ‘লাইলি-মজনু’ কাব্যের নাট্যগুণ আলোচনা কর।
৯. রোমান্টিক প্রণয়োপাখ্যান হিসেবে ‘লাইলি-মজনু’ কাব্যের সার্থকতা বিচার কর।
১০. ‘পদ্মাবতী অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক।’ উক্তিটি যৌক্তিকতা দেখাও।
১১. ‘পদ্মাবতী মূলত মানবপ্রেমের কাব্য।’ বিশ্লেষণ কর।
১২. ‘পদ্মাবতী’ কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের বর্ণনা দাও।
Honors Poetry of Medieval Age Suggestion 2024
সংক্ষিপ্ত প্রশ্ন:
১. ফুল্লরার বারোমাস্যার পরিচয় দাও।
২. মুকুন্দরামকে দুঃখবাদী কবি বলা হয় কেনাে?
৩. কালকেতুর বিবাহের বর্ণনা দাও।
৪. কালকেতুর ভোজনের বিবরণ দাও।
৫. ভাড়ুদত্তের পরিচয় দাও।
৬. বিধাতা করিল মােরে দরিদ্রের কান্তা/ চারি প্রহর করি সেই উদারের চিন্তা।- কে, কোন প্রেক্ষাপটে বলেছে?
৭. পিপিড়ার পাখাউড়ে মরিবার তরে, কাহার ঘােড়শী কন্যা আনিয়াছাে ঘরে- ব্যাখ্যা কর।
৮. শ্বশুর ননদী নাহি, নাহি তাের সতা কার সঙ্গে দ্বন্দ্ব করহি চক্ষু কৈলি রতা।- ব্যাখ্যা কর।
৯. সােনা রূপা নয় বাপা এ বেঙ্গা পিতল ঘসিয়া মাজিয়া বাপু করেছ উজ্জ্বল। – ব্যাখ্যা কর।
১০. আছিলাম একাকিনী বসিয়া কাননে/ আনিয়াছে তোর স্বামী বানিধ নিজগুণে- ব্যাখ্যা কর।
১১. মানসিংহ বাংলায় এসেছিল কেনাে?
১২. অতিবড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপূণ- ব্যাখ্যা কর।
১৩. দেবী কীভাবে নিজের পরিচয় দেয়?
১৪. দাসু- বাসুর পরিচয় দাও।
১৫. আমার সন্তান যেন থাকে দুধে ভাতে- ব্যাখ্যা কর।
১৬. যাবনী মিশাল ভাষা বলতে কী বােঝ?
১৭. সাধী – মাধীর পরিচয় দাও।
১৮. সোনার সেঁউতি দেখি পাটুনীর ভয়/ এ ত মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়- ব্যাখ্যা কর?
১৯. লায়লী মজনুর প্রথম পরিচয়ের বর্ণনা দাও।
২০. লায়লী মজনুর পূর্বরাগের বর্ণনা দাও।
২১. যাবৎ জীবন প্রেম না করিমু ভঙ্গ- ব্যাখ্যা কর।
২২. লায়লীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
২৩. মজনু কী কৌশলে লায়লীর সাথে দেখা করে।
২৪. কণ্ঠ শুকাইল মোর পয়োনিধি কূলে- ব্যাখ্যা কর।
২৫. তোর লাগি জন্মিছিল জগত মাঝার- কে, কার সম্পর্কে কেন উক্তিটি করেছে?
২৬. পদ্মাবতীর সংক্ষিপ্ত রূপ বর্ণনা কর।
২৭. রোম্যান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে?
২৮. তাম্বুল রাতুল হইল অধর পরশে-ব্যাখ্যা কর।
২৯. পন্ডিত হইয়া কেহ গর্ব না করিও? আপনারে সব হইতে হীন আকলিও। ব্যাখ্যা কর।
৩০. পড়শী হৈলে শত্রু হইলে গৃহে শুখ নাই/ নৃপতি হৈলে ক্রোধ দেশেতে নাই ঠাই। ব্যাখ্যা কর।
৩১. জল বিনু মীন যেন ছটফট করে- ব্যাখ্যা কর।
2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর 2024 অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা পরীক্ষার সাজেশন, 2024 অনার্স দ্বিতীয় বর্ষ মধ্যযুগের কবিতা সাজেশন
রচনামূলক প্রশ্ন:
১.‘মুকন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন’-ব্যাখ্যা কর।
২.“মুকুন্দরাম চক্রবর্তী’ বাঙালি সমাজ জীবনের চিত্র অঙ্কন করেছেন -বিশ্লেষণ কর।
৩.কালকেতু চরিত্র আলোচনা কর।
৪.মুকুন্দরাম চক্রবর্তীর মত বাস্তবধর্মী জীবনবাদী কবি আর জন্মগ্রহণ করেনি- ব্যাখ্যা কর।
৫.অপ্রধান চরিত্র সৃষ্টিতে মুকন্দরাম চক্রবর্তীর কৃতিত্ব বিচার কর।
৬.মুরারী শীলের চরিত্র বিশ্লেষণ কর।
৭.‘মানসিংহ ভবানন্দ’ উপাখ্যানে বিধৃত তৎকালীন সমাজ সংস্কৃতির পরিচয় দাও।
৮. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের ব্যঙ্গরস নৈপুণ্যের পরিচয় দাও।
৯.‘ভারতচন্দ্র ছিলেন নাগরিক কবি’ মানসিংহ ভবানন্দ উপাখ্যান অবলম্বনে ব্যাখ্যা কর।
১০.মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যান অবলম্বনে ভারতচন্দ্রের শিল্প সফলতার পরিচয় দাও।
১১. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যানে ঐতিহাসিক চরিত্র আছে কিন্তু ইতিহাস নেই’- আলোচনা কর।
১২. মানসিংহ ভবানন্দ ’ উপাখ্যানে ভারতচন্দ্র রায গুণাকরের ভাষা ছন্দ ও অলঙ্কারের পরিচয় দও।
১৩.লায়লী মজনু কাব্যে প্রতিফলিত সমাজচিত্র ও সংস্কৃতি আলােচনা কর।
১৪.লায়লী মজনু কাব্যে নাট্যগুণ আলোচনা কর ।
১৫.রোম্যান্টিক প্রণয়োপাধ্যান হিসেবে লায়লী মজনু কাব্যের সার্থকতা বিচার কর।
১৬.লায়লী মজনুর প্রেম লৌকিক নয়, অধ্যাত্ম প্রেমের রূপক- আলোচনা কর।
১৭.পদ্মাবতী কাব্য অনুবাদমূলক কাব্য হলেও আলাওলের কবি প্রতিভা মৌলিক। ব্যাখ্যা কর।
১৮.পদ্মাবতী মূলত মানব প্রেমের কাব্য- আলোচনা কর।
১৯.পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহলদ্বীপের বর্ণনা দাও।
২০.পদ্মাবতী কাব্যে শুক পাখির ভূমিকা আলোচনা কর।
২১.‘নাগমতি চরিত্র ট্র্যাজেডিতে আচ্ছন্ন’- আলোচনা কর।
Honors 2nd year Common Suggestion 2024
আজকের সাজেশান্স: চূড়ান্ত সাজেশন অনার্স ২য় বর্ষের মধ্যযুগের কবিতা 2024 মধ্যযুগের কবিতা চূড়ান্ত সাজেশন 2024