মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year psychology 3rd paper suggestion (pdf) 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] বিকাশ মনোবিজ্ঞান (Developmental Psychology) সুপার সাজেশন মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Psychology 3rd paper Suggestion Degree 2nd year Subject Code: 123401 |
PDF Download মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন, মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন (pdf) ডিগ্রি ২য় বর্ষ,degree 2nd year psychology 3rd paper suggestion (pdf),ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন,ডিগ্রি ২য় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
Psychology 3rd paper Degree 2nd Year Suggestion PDF 2025
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
১. বিকাশ কী?
উত্তর: বায়োবৃদ্ধির বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত দিকের যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয় তাই বিকাশ।
২. জীবনচক্রে কয়টি ধাাপ আছে?
উত্তর: জীবনচক্রে দশটি ধাাপ আছে।
৩. মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা মনোবিজ্ঞানী এরিকসন।
৪. ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক কে?
উত্তর: ‘Developmental Psychology’ গ্রন্থটির লেখক ই. বি. হারলক।
৫. আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য হলো- ১. আঁতুড়কালে বিকাশ দ্বারা শ্লথগতি হয়ে থাকে ও ২. আঁতুড়কাল বিকাশমূলক পর্যায়ের সংক্ষিপ্ত সময়।
৬. জিন কী?
উত্তর: ক্রোমোসোমের ক্ষুদ্রাতিক্ষুদ্র একক বা বংশগতির বাহককে জিন বলে।
৭. Meiosis কী?
উত্তর: Meiosis হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুইবার বিভাজিক হলেও ক্রোমোসের বিভাজন ঘেেট মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়।
৮. জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লেখ।
উত্তর: জন্মপূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম হলো- ১. জাইগোট পর্যায় বা প্রস্ফুটিত ডিম্বকাল, ২. ভ্রƒণকাল ও ৩. ফেটাস পর্যায়।
৯. মরুলা কী?
উত্তর: যখন এককোষী জাইগোট ফ্যালোপিয়ান টিউব দিয়ে নামার সময় কোষ বিভাজনের মাধ্যমে একগুচ্ছ কোষের র্সষ্টি করে তখন তাকে মরুলা বলে।
১০. Blastocyst কী?
উত্তর: মরুলাওক গ্রহণ করার জন্য জরায়ুর পাত্র একটু স্ফীত হয়ে ওঠে এবং যখন মরুলা জরায়ুতে প্রবেশ করে তখন তাকে ব্লাস্টোসিস্ট বলে।
১১. ভ্রুণকোষ কী?
উত্তর: পুরুষ ও স্ত্রীর যৌন মিলনে একটি শুক্রকিট মাত্র একটি ডিম্বাণুতে প্রবেশ করে যে যে ভ্রুণ তৈরি করে তাই ভ্রুণকোষ।
১২. গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী?
উত্তর: গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম ভ্রুণপর্যায়/কাল।
১৩. গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কী?
উত্তর: গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম ফেটাস পর্যায়।
১৪. ফেটাস কী?
উত্তর: গর্ভধারণের ৮ সপ্তাহের শেষ ভাগ থেকে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময়ই হলো ফেটাস।
১৫. জীবন প্রসারের কোন সময়কে ‘নবজাতক’ (ঘবড়হধঃব) কাল বলা হয়?
উত্তর: জীবন প্রসারের জন্মের পর থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময়কে ‘নবজাতক’ (ঘবড়হধঃব) কাল বলা হয়।
১৬. Myxedema কী?
উত্তর: মিক্সেডেমা ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
১৭. জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?
উত্তর: জন্মের সময় সাধারণত নবজাতকের গড় ওজন হয় প্রায় ৩-৪ কেজি (প্রায় ৭.৫ পাউন্ড)।
১৮. বাল্যকালের পরিসর উল্লেখ কর।
উত্তর: বাল্যকালের পরিসর জন্মের ২য় সপ্তাহ থেকে ২বছর।
১৯. মনঃসমীক্ষণের প্রবক্তা কে?
উত্তর: মনঃসমীক্ষণের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড।
২০. ব্যাবলিং কী?
উত্তর: শিশুর অর্থহীন শব্দের পুনরাবৃত্তিই হলো ব্যাবলিং।
২১. বাক ত্রুটি কত প্রকার ও কী কী?
উত্তর: বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এপ্রাক্সিয়া (Apraxia), ২. ডিসর্থ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও, ৪. ভয়েস (Voice)।
২২. ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?
উত্তর: ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান ৩টি। ১. আদিসত্তা, ২. অহম ও ৩. অধিসত্তা।
২৩. দলগত বয়স কী?
উত্তর: জীবন প্রসারের ৭থেকে ১১ বছরের মধ্যে বয়সই দলগত বয়স।
২৪. ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?
উত্তর: ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো হলো- ১. শব্দ উচ্চারণ, ২. বাক্য গঠন।
২৫. পাঁচটি নিস্ক্রয় খেলার নাম উল্লেখ কর।
উত্তর: পাঁচটি নিস্ক্রয় খেলার নাম উল্লেখ করা হলো- ১. টেলিভিশন দেখা, ২. গল্প শোনা, ৩. ছবি দেখা, ৪. গান শোনা, ৫. বই পড়া।
২৬. বয়ঃসন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম লেখ।
উত্তর: বয়ঃসন্ধিকালের দুটি মুখ্য যৌন বৈশিষ্ট্যের নাম হলো-১. অ-াশয়ের পরিপক্কতা লাভ ও ২. জরায়ুর বৃদ্ধি।
২৭. মানবদেহে কয় জোড়া ক্রোমোসোম আছে?
উত্তর: মানবদেহে ২৩ জোড়া ক্রোমোসোম আছে।
২৮. ডাউন সিনড্রোম কী?
উত্তর: যেসব শিশু ৪৭টি ক্রমোসোম নিয়ে জন্মগ্রহণ করে তাদের মানসিক ব্যাহত হয়, জিহ্বাস্ফীত হয়, চেহারা তেরছা থাকে, হৃৎপি-ের ক্রিয়া অস্বাভাবিক হয়। এসব বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর অবস্থাই ডাউন সিনড্রোম।
২৯. তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে অখ্যায়িত করা হয়?
উত্তর: তারুণ্যের প্রথম পর্যায়কে প্রাক তারুণ্যে নামে অখ্যায়িত করা হয়।
৩০. কিশোর অপরাধ কী?
উত্তর: সাধরিণত ৭-১৬ বছর বয়সি কিশোরদ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে।
যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
১। পূর্ণরূপ লিখ-RNA, DNA
২। জন্ম প্রক্রিয়ার ধাপ কয়টি?
উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ হলো তিনটি।
৩।’Embryo শব্দের অর্থ কী?
উঃ ‘Embryo শব্দের অর্থ ভ্রুণ।
৪। বাল্যকালের পরিসর কত?
উ: দুই বছর।
৫। প্যারিটি কী?
উঃ প্যারিটি শব্দের অর্থ হলো সমতা।
৬। ‘Adolescence’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উ: ‘Adolescence’ শব্দটির উৎপত্তি Adolescere শব্দ থেকে। এটি একটি ল্যাটিন শব্দ।
৭। দলগত বয়স কি?
উঃ শৈশব কাল হলো দল গঠনের বয়স। এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনে আগ্রহী হয়। অন্যদের সাথে এবং দলের সবার আনুকূল্য পেতে সে উদগ্রীব থাকে। এ উদ্দেশ্যে সে দলগত পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে, কথা বলে এবং সে অনুযায়ী আচরণ করে। এ ব্যয়সকে দলগত বয়স বলে।
৮। মনোসমীক্ষণের প্রবক্তা কে?
উঃ ফ্রয়েড।
৯। দু’টি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম লিখ।
উঃ ১. গলার স্বরের পরিবর্তন ও ২. মাংসপেশির পরিবর্তন।
১০। জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ রজার ব্রাউন।
১১। তিনটি সক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ ৯, খেলনা নিয়ে খেলা, ২. সাধারণ খেলাধূলা ৩০. নাটকীয় খেলা।
১২। গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কি?
উঃ ভ্রূণ বিকাশকাল।
১৩। গর্ভধারণের স্তর কয়টি?
উঃ গর্ভধারণের স্তর ৩টি। যথা- ১. ভ্রুণ অঙ্কুরিত পর্যায়, ২. ভ্রূণ পর্যায় ও ৩. পূরাঙ্গ দেহ গঠন পর্যায়।
১৪। জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল কত?
উঃ জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল ২০-২৮০ দিন।
১৫। নবজাতক কালের সময়সীমা উল্লেখ কর।
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দু সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৬। ফেটাস কী?
উঃ ভ্রূণের ৮ সপ্তাহের শেষভাগ থেকে জন্ম গ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালই হলো ফেটাস!।
১৭। দু’টি বিকাশমূলক পরিবর্তনের নাম লিখ।
উঃ ১. আকৃতিগত পরিবর্তন ও ২. অনুপাতের পরিবর্তন। ১৮। জীবন প্রসরের কোন সময়কে ‘নবজাতক’ (Neonate) কাল বলা হয়?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৯। ভ্রূণ বিকাশের সময়কাল উল্লেখ কর।
উঃ ভ্রূণ বিকাশের সময়কাল দ্বিতীয় সপ্তাহের শেষ হতে দুইমাস পর্যন্ত। অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত।
২০। জাইগোট কি?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশকরলে জাইগোট উৎপন্ন হয়।
২১। ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?
উঃ কান্না ও অঙ্গ-ভঙ্গি। বয়ঃসন্ধিকালের দুটি
২২। পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ (1) অন্যের কাজ দেখা; (ii) ছবি দেখা;(iii) গল্প শোনা; (iv) কর্মিক পাঠ ও (v) গান শোনা।
২৩। গর্ভ-পরিবেশের তাপমাত্রা কত?
উঃ গর্ভ-পরিবেশের তাপমাত্রা ১০০ বা ১০১’ ফারেনহাইট।
২৪। গর্ত-পরিবেশের তাপমাত্রা কত?
উঃ গর্ভ-পরিবেশের তাপমাত্রা ১০০ বা ১০১° ফারেনহাইট।
২৪। জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?
উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৭.৫ পাউন্ড এবং দৈর্ঘ্য ২০ ইঞ্চি (erider & others 1983).
২৫। মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলে জার্মান মনোবিজ্ঞানী এরিকসন।
২৬। নবজাতকের সময়কাল কত?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুসপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
২৭। বর্ধন কী?
উঃ পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয়।
২৮। জিন কী?
উঃ জিন হলো জীবদেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।
২৯। কিশোর অপরাধ কি?
উঃ সাধারণত ৭-১৬ বছর বয়সী কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে।
৩০। ব্যাবলিং কি?
উঃ অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে ব্যাবলিং বলে।
৩১। Myxedema কি?
উঃ মিক্সেডেয়া অর্থ হাইপোথাইরয়েডিজম। এটি ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
৩২। Blastocyst কি?
উঃ বাস্টোসাইস্ট স্তন্যপায়ীদের প্রাথমিক বিকাশে গঠিত একটি অভ্যন্তরীণ কোষ ভর যা পরবর্তীকালে ভ্রুণ গঠন করে।
৩০। বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।
উঃ এসময় ছেলেদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় ও আরো মধুর হয়।
৩৪। বাস্টুলা কী?
উঃ কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্টুলা গঠিত হয়।
৩৫। জন্মকাল এর বিস্তৃতি কত?
উঃ জন্মকাল এর বিস্তৃতি ২ মাস বা ৮ মাস।
৩৬। Meiosis (মাইসিস) কাকে বলে?
উঃ কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষে ২৩টি ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের এ প্রক্রিয়াকে Meiosis (মাইসিস) বলে।
৩৭। বাক ত্রুটি কত প্রকার ও কি কি?
উঃ বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এ প্রাক্সিয়া (Apraxia),
২. ডিসাথ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও ৪. ভয়েজ (Voice) |
৩৮। আঁতুড়কালের স্থায়িত্ব কত?
উঃ আঁতুড়কালের স্থায়িত্ব হলো হওয়ার পর থেকে দুই সপ্তাহ। শিশু ভূমিষ্ঠ
৩৯। শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ (i) অন্যের কাজ দেখা ও (ii) ছবি দেখা।
৪০। তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে আখ্যায়িত করা হয়?
উঃ তারুণ্যের প্রথম পর্যায়কে বয়ঃসন্ধিকাল নামে আখ্যায়িত করা হয়।
৪১। ডাউন সিনড্রোম কী?
উঃ ডাউন সিনড্রোম ট্রাইসমি ২১ নামেও পরিচিত। এটি ক্রোমোজোম ২১ এর তৃতীয় অনুলিপির সমস্ত বা আংশিক উপস্থিতি দ্বারা সৃষ্ঠ একটি জিনগত ব্যাধি।
৪২। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী?
উঃ গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম- ভ্রুণ বিকাশ পর্যায়।
৪৩। আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ ১. সংক্ষিপ্ততা, ২. আঁতুড়কাল সম্পূর্ণ নতুন ধরনের অভিযোজনের সময়।
৪৪। ভ্রুণকোষ কী?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে যে কোষ উৎপন্ন হয় তাকে জাইকোট,ভ্রনকোষ বলে।
৪৫। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?
উঃ ফ্রয়েডের মতে নাস্তিকের উপাদান হলো ৩ টি।
৪৬। গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ করো?
ডিগ্রী ২য় বর্ষের মনোবিজ্ঞান ৩য় পত্র স্পেশাল সাজেশন 2025
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও?
২. বিকাশ মনোবিজ্ঞানের লক্ষগুলো লেখ।
৩. প্রস্থচ্ছেদ পদ্ধতি ব্যাখ্যা কর।
৪. কেস স্টাডি পদ্ধতি কী?
৫. জীন ও ক্রোমোজম কী?
৬. জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৭. জন্মপূর্ববর্তী বিকাশে প্রভাব বিস্তারকারী মাতৃত্বজনিত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা কর।
৮. জীবনচক্রে নবজাতককাল এত গুরুত্বপূর্ণ কেন?
৯. গর্ভধারনের পর্যায়সমূহ বর্ণনা কর।
১০. আঁতুরকালের বৈশিষ্ট্যসমূহ কী?
১১. বিকাশমূলক কার্যক্রম কী?
১২. প্রতিবর্তী ক্রিয়া কী?
১৩. প্রাক শৈশবকালের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১৪. জন্মের প্রকারভেদ উল্লেখ কর।
১৫. বয়ঃসন্ধিকালের প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৬. শৈশবকালীন ভাষা বিকাশের স্তরগুলো বর্ণনা কর।
১৭. শৈশবকালের আবেগের ধরন আলোচনা কর।
১৮. শৈশবে খেলা প্রয়োজন কেন?
১৯. বয়ঃসন্ধিকাল বলতে কী বুঝায়?
২০. বয়ঃসন্ধিতে অঙ্গপ্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা কর।
মনোবিজ্ঞান ৩য় পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন PDF Download 2025
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। কিভাবে জীবনের সূচনা হয়?
২। বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
৩। বয়ঃসন্ধির চারটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৪। জীবন চক্রের ধাপসমূহ উল্লেখ কর।
৫। বাল্যকাল কি? বাল্যকালের বৈশিষ্ট্যসমূহ কী? এদের থেকে সাবধান!
৬। আঁতুড়ঘর কী? আঁতুড় কালের বৈশিষ্ট্যসমূহ লিখ।
৭। ‘নাটকীয় খেলা’ ও ‘গঠনমূলক খেলা বর্ণনা কর।
৮। কেস স্টাডি পদ্ধতি ও সাক্ষাৎকার কী?
৯। জন্মপ্রক্রিয়া ও প্রতাবর্তী ক্রিয়া কি? বর্ণনা কর।
১০। ইমপ্লান্টেশন, গর্ভধারণ কী? অথবা, বিকাশমূলক কার্যক্রম কী?
১১। দীর্ঘায়িত ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা কর।
১২। বাল্যকালকে সমগ্র জীবনের মূলভিত্তি বয়স হিসেবে ধরা হয় কেন?
১৩। নিষিদ্ধকরণ কী? ব্যাখ্যা কর।
১৪। জীবনচক্রে নবজাতক কাল এতো গুরুত্বপূর্ণ কেন?
১৫। বয়ঃসন্ধিকালে প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বিকাশ মনোবিজ্ঞানের পরিধি, পরিসর ও বিষয়বস্তু আলোচনা কর।
২। বিকাশ মনোবিজ্ঞান অনুধ্যানে দীর্ঘায়িত ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা কর।
৩। জন্ম প্রক্রিয়া কি? জন্ম প্রক্রিয়ার জটিলতাসহ বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা কর।
৪। নবজাতক কি? নবজাতকের দৈহিক বিকাশ ও সংবেদনশীলতা আলোচনা কর।
৫। বাল্যকাল কি? বাল্যকালে ভাষা বিকাশের পর্যায়গুলো আলোচনা কর।
৬। বয়ঃসন্ধিকাল কি? তারুণ্যের বা বয়ঃসন্ধিকালীন বিপত্তিসমূহ আলোচনা কর।
৭। শৈশবকাল কী? শৈশবকালে আবেগের ধরনসমূহ বর্ণনা কর।
৮। শৈশবকালের সামাজিক বিকাশে সমবয়সী দলের ভূমিকা আলোচনা কর।
৯। বয়ঃসন্ধিকালীন/তারুণ্যের দৈহিক পরিবর্তনসমূহ বর্ণনা কর। অথবা, বয়ঃসন্ধিতে অঙ্গ-প্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা কর।
১০। শিশুর আবেগীয় বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
১১। শিশুর নৈতিক বিকাশে পুরস্কার ও শাস্তির ভূমিকা মূল্যায়ন কর।
১২। বাল্যকালের শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা কর।
১৩। অতুতকালের শারীরিক বিকাশ ও কার্যাবলি বর্ণনা কর।
১৪। তরুণ বয়সের মানসিক কার্যাবলি আলোচনা কর। ৯৮%
১৫। সাক্ষাৎকার কি? বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতিবর্ণনা করা।
চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের মনোবিজ্ঞান ৩য় পত্র 2025
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. বিকাশের নীতিসমূহ আলোচনা কর।
২. মানবীয় বিকাশ বলতে কী বুঝায়? মানবীয় বিকাশের পর্যায়সমূহ আলোচনা কর।
৩. গর্ভকালীন বিকাশের পর্যায়গুলো আলোচনা কর।
৪. শৈশবের খেলার ধরণগুলো বর্ণনা কর।
৫. বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর।
৬. জন্মপূর্ব বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর।
৭. বিকাশের পুরবেশগত নিয়ামকসমূহ বর্ণনা কর।
৮. বয়ঃসন্ধিকালীন দৈহিক পরিবর্তনসমূহ বর্ণনা কর।
৯. শিশুর সামাজিক বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা কর।
১০. আঁতুরকালের শারীরিক বিকাশ ও কার্যাবলি বর্ণনা কর।
১১. নবজাতকের শারীরবৃত্তীয় কার্যাবলি আলোচনা কর।
১২. নবজাতকের প্রতিবর্তী ক্রিয়াসমূহ বর্ণনা কর।
১৩. বাল্যকালের আবেগীয় বিকাশ আলোচনা কর।
১৪. শিশুর নৈতিক বিকাশে পুরুস্কার ও শাস্তির ভূমিকা আলোচনা কর।
১৫. শৈশবকালীন আবেগের ধরন আলোচনা কর।
১৬. বাল্যকালের শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা কর।
১৭. শৈশবকালে আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা কর।
১৮. তরুণ বয়সের মানসিক কার্যাবলি আলোচনা কর।
১৯. বয়ঃসন্ধিকালীন মুখ্য যৌন বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
২০. তারুণ্যের দৈহিক পরিবর্তন আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন 2025
Degree 2nd year Common Suggestion 2025