মনোবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন 2025
জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস এবং সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের BA, BSS, BBA & BSC ডিগ্রী ২য় বর্ষের [২০১৩-১৪ এর সিলেবাস অনুযায়ী] সমাজ মনোবিজ্ঞান (Social Psychology) সুপার সাজেশন মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের Psychology 4th paper Suggestion Degree 2nd year Subject Code: 123403 |
PDF Download মনোবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সুপার সাজেশন, মনোবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন পিডিএফ ডাউনলোড, মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের, ডিগ্রী ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন, মনোবিজ্ঞান ৪র্থ পত্র ডিগ্রী ২য় বর্ষ সাজেশন
ডিগ্রী ২য় বর্ষে পরীক্ষার সাজেশন 2025(PDF) লিংক
সর্বশেষ সংশোধিত সাজেশন আপডেটের করা হয়েছে 2025
Psychology 4th paper Degree 2nd Year Suggestion PDF 2025
ক-কিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
১. ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘দি রিপাবলিক’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
২. সমাজ মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের জনক কার্ট লুইন।
৩. সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ কর।
উত্তর: সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত দুটি পদ্ধতির নাম হল: ১. পর্যবেক্ষণ পদ্ধতি ও ২. পরীক্ষণ পদ্ধতি।
৪. সামাজিক শিখন প্রক্রিয়াকে এককথায় কী বলা হয়?
উত্তর: সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এককথায় জীবনব্যাপী প্রক্রিয়া বলা হয়।
৫. সামাজিকীকরণ কী ধরনের প্রক্রিয়া?
উত্তর: সামাজিকীকরণ একটি জীবনব্যাপী চলমান শিক্ষণ প্রক্রিয়া।
৬. সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের প্রক্রিয়াগুলো হল- ১. অনুকরণ, ২. শিক্ষণ, ৩. সাংস্কৃতিক দিক্ষা ইত্যাদি।
৭. সামাজিকীকরণের মাধ্যমগুলো কী?
উত্তর: সামাজিকীকরণের মাধ্যমগুলো হল পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় আদর্শ, সংঙ্গী ও খেলার সাথী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গণমাধ্যম, রাষ্ট্র, সাহিত্য ইত্যাদি।
৮. মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি কয় বিন্দু বিশিষ্ট?
উত্তর: মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি পাঁচ বিন্দু বিশিষ্ট।
৯. মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লেখ।
উত্তর: মনোভাব গঠনের দুটি উপাদানের নাম হল: ১. জ্ঞান বা অভিজ্ঞতা ও ২. অনুভূতিমূলক উপাদান।
১০. যোগাযোগ প্রক্রিয়ার ধাপসমূহ লেখ।
উত্তর: যোগাযোগ প্রক্রিয়ার ধাপ সমূহ হলো: পেরক বা উৎস- লিপিবদ্ধকরণ বা এনকোডিং- তথ্য প্রেরণ যন্ত্র বা মাধ্যম- তথ্য প্রেরণের পথ- তথ্য গ্রহণ- শ্রোতা বা গন্তব্যস্থল।
১১. প্রধান অবাচনিক সংকেতগুলোর মধ্য থেকে যে কোন চারটি নাম লেখ।
উত্তর: প্রধান চারটি সংকেতের নাম হলো- ১. দৈহিক স্পর্শ, ২. ইশারা, ৩. মাথা নাড়ানো ও ৪. নৈকট্য।
১২. তিনটি অবাচনিক যোগাযোগের নাম লেখ।
উত্তর: তিনটি অবাচনিক যোগাযোগের নাম হল- ১. মুখভঙ্গি, ২. দেহভঙ্গি ও ৩. ইশারা।
১৩. নেতৃত্তের উপাদান কয়টি ও কী কী?
উত্তর: নেতৃত্তের উপাদান তিনটি। যথা: ১. নেতা, ২. অনুগামী ও ৩. পরিস্থিতি।
১৪. নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে কয়টি উপাদান লক্ষ্য করা যায়?
উত্তর: নেতৃত্ব প্রক্রিয়ার মধ্যে তিনটি উপাদান লক্ষ করা যায়।
১৫. কোন প্রকার নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন?
উত্তর: কেন্দ্রীয় নেতা দলের সদস্যদের ভোটে নির্বাচিত হন।
১৬. যে কোন চারটি যৌথ আচরণের নাম লেখ।
উত্তর: চারটির যৌথ আচরণের নাম হল- ১. জনতা, ২. প্রচারণা ও ৩. পূর্বসংস্কার, ৪. জনমত।
১৭. জনমত সৃষ্টির পর্যায় কয়টি?
উত্তর: জনমত সৃষ্টির পর্যায় চারটি।
১৮. ঊশৃঙ্খল জনতা কত প্রকার ও কী কী?
উত্তর: ঊশৃঙ্খল জনতা চার প্রকার। যথা: ১. আক্রমনাত্মক উশৃংখল জনতা ২. আতঙ্কিত উশৃঙ্খল জনতা, ৩. সংগ্রহপ্রবণ উশৃংখল জনতা এবং ৪. অভিব্যক্তি উশৃংখল জনতা।
১৯. কত সালে আমেরিকায় প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপতি হয়?
উত্তর: ১৯৪৭ সালে আমেরিকায় প্রচারণা বিশ্লেষণ ইনস্টিটিউট স্থাপিত হয়।
২০. হল্যান্ডার এর মতে নেতৃত্তের উপাদান কয়টি?
উত্তর: হল্যান্ডার এর মতে নেতৃত্তের উপাদান তিনটি। যেমন- ১. নেতা, ২. অনুগামী ও ৩. পরিস্থিতি।
২১. গৌণ দলের দুটি উদাহরণ দাও।
উত্তর: গৌণ দলের দুটি উদাহরণ হল- ১. শিক্ষক সমিতি ও ২. ট্রেড ইউনিয়ন।
২২. নির্দেশক দল কী?
উত্তর: কোন দলের সদস্য না হয়েও যদি কোন ব্যক্তি সেই গোষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে কল্পনা করে গর্ববোধ করে ওই গোষ্ঠীর প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে এবং নিজেকে ওই দলের সাথে একান্ত করে ফেলে তাকে নির্দেশক দল বলে।
২৩. প্রাথমিক দলের একটি উদাহরণ দাও।
উত্তর: প্রাথমিক দলের একটি উদাহরণ হল পরিবার।
২৪. পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত?
উত্তর: পৃথিবীতে গণতান্ত্রিক নেতৃত্ব সর্বাধিক সমাদৃত।
২৫. অর্ন্তগোষ্ঠী কাকে বলে?
উত্তর: যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর মমত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে অর্ন্তগোষ্ঠী বলে।
২৬. জনমত গঠনে শক্তিশালী মাধ্যম কোনটি?
উত্তর: জনমত গঠনে শক্তিশালী মাধ্যম হলো প্রচারণা।
২৭. ব্লুমার এর মতে জনতা কত প্রকার?
উত্তর: ব্লুমার এর মতে জনতা চার প্রকার।
২৮. `The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `The Psychology of Rumour’ গ্রন্থটির রচয়িতা আলপোর্ট ও পোস্টম্যান।
২৯. `Introduction to Social Psychology গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: `Introduction to Social Psychology গ্রন্থটির রচয়িতা এইচ. সি. লিন্ডগ্রিন।
মনোবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন,মনোবিজ্ঞান ৪র্থ পত্র চূড়ান্ত সাজেশন 2025
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. সমাজ মনোবিজ্ঞান বলতে কী বুঝায়?
২. বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের চারটি বৈশিষ্ট্য লেখ।
৩. সমাজ মনোবিজ্ঞানের পর্যবেক্ষণ পদ্ধতি বর্ণনা কর।
৪. সামাজিকীকরণ বলতে কী বুঝায়?
৫. শিশুর সামাজিকীকরণে ধর্মের ভূমিকা কী?
৬. ভূমিকা শিক্ষণ কী?
৭. মনোভাব মতামত ও মূল্যবোধ ব্যাখ্যা কর।
৮. যোগাযোগের ক্ষেত্রে ভাষার ভূমিকা কী?
৯. সফল নেতার বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
১০. অবাচনিক যোগাযোগ বলতে কী বুঝায়?
১১. জনমত গঠনে বেতার ও টেলিভিশনের ভূমিকা লেখ।
১২. জনতা ও উৎশৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য দেখাও।
১৩. গুজব সৃষ্টির কারণসমূহ উল্লেখ কর।
১৪. প্রচারণা বলতে কী বুঝ?
১৫. কিভাবে পূর্বসংস্কার হ্রাস করা যায়?
১৬. বদ্ধমূল ধারণা ব্যাখ্যা কর।
১৭. সামাজিক দল বলতে কী বুঝায়?
১৮. নেতা ও নেতৃত্বের মধ্যে পার্থক্য কর।
১৯. ব্যক্তি প্রত্যক্ষণ নির্ণয়কারী উপাদানসমূহ ব্যাখ্যা কর।
ডিগ্রী ২য় বর্ষের মনোবিজ্ঞান ৪র্থ পত্র স্পেশাল সাজেশন 2025
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। কৃষ্টি বলতে কি বুঝায়?
২। পূর্বসংস্কার বলতে কি বুঝায়?
৩। দল বলতে কি বুঝায়?
৪। সমাজ মনোবিজ্ঞান বলতে কি বুঝ?
৫। ভূমিকা শিক্ষণ বলতে কি বুঝ?
৬। নেতৃত্ব কী? নেতৃত্বের ধরনসমূহ লিখ।
৭। জনতা ও উচ্ছৃঙ্খল জনতার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৮। সমাজ মনোবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর
৯। জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
অথবা, জনমত গঠনে বেতার ও টেলিভিশনের ভূমিকা লিখ।
১০। সমাজীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা আলোচনা কর।
১১। মানব যোগাযোগ প্রক্রিয়া বর্ণনা কর।
১২। মনোভাব কি? মনোভাব পরিবর্তনের প্রক্রিয়া বর্ণনা কর।
১৩। অবাচনিক যোগাযোগ বলতে কি বুঝ?
১৪। সামাজিক গোষ্ঠী ও সামাজিক মাপনী কী?
১৫। প্রচারণা কি? প্রচারণার কৌশলগুলো লিখ।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। সমাজ মনোবিজ্ঞান কি? সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
২। প্রচারণা কি? প্রচারণার কৌশলগুলো বর্ণনা কর।
৩। মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদ আলোচনা কর। একটি পদ্ধতি বর্ণনা কর।
৪। দল বলতে কি বুঝায়? দলের প্রকারভেদ বর্ণনা কর।
৫। নেতৃত্বের সংজ্ঞা দাও। নেতৃত্বের প্রকারভেদ আলোচনা কর।
৬। প্রচারণা কী? ফলপ্রসূ প্রচারণার নীতিসমূহ বর্ণনা কর। অথবা, কার্যকরী প্রচারণার বিভিন্ন কৌশলসমূহ বর্ণনা কর।
৭। সমাজীকরণ কাকে বলে? সমাজীকরণ প্রক্রিয়া বর্ণনা কর। অথবা, শিক্ষণ প্রক্রিয়া হিসেবে সামাজিকীকরণ বর্ণনা কর।
৮। সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতিগুলোর নাম উল্লেখপূর্বক যেকোনো
অথবা, সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতিসমূহ আলোচনা কর।
৯। নেতৃত্ব কী? প্রভুত্বব্যঞ্জক ও গণতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর।
১০। সামাজিকীকরণের মাধ্যম হিসাবে পরিবার এবং বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
১১। সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বর্ণনা কর।
১২। গুজব কী? কীভাবে গুজবের উৎপত্তি হয় এবং ছড়ায়?
১৩। মুখ্যদল ও গৌণদলের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৪। ফলপ্রসু নেতৃত্বের বৈশিষ্ট্য ও কার্যাবলি বর্ণনা কর।
১৫। পারস্পরিক যোগাযোগে ভাষার গুরুত্ব ব্যাখ্যা কর।
মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ডিগ্রী ২য় বর্ষের 2025
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ বর্ণনা কর।
২. সমাজ মনোবিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক নিরূপণ কর।
৩. প্রশ্নমালা ও অনুসূচী বলতে কী বূঝ? প্রশ্নমালা অনুসুচিত মধ্যকার পার্থক্য আলোচনা কর।
৪. সামাজিকীকরণের মাধ্যমগুলো আলোচনা কর।
৫. শিক্ষণ প্রক্রিয়া হিসেবে সামাজিকীকরণ বর্ণনা কর।
৬. সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
৭. সামাজিকীকরণের ওপর কৃষ্টির প্রভাব আলোচনা কর।
৮. মনোভাব বলতে কী বুঝায়? মনোভাব গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা কর।
৯. মনোভাবের সংজ্ঞা দাও। মনোভাব পরিবর্তন প্রক্রিয়াগুলো আলোচনা কর।
১০. ভাষা কী? সমাজ জীবনে ভাষার প্রয়োজনীয়তা বর্ণনা কর।
১১. অবাচনিক যোগাযোগের প্রধান সংকেতগুলো বিশ্লেষণ কর।
১২. একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১৩. ফলপ্রসূ নেতৃত্বের বৈশিষ্ট্য ও কার্যাবলী বর্ণনা কর।
১৪. জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা কর।
১৫. গুজব কী? কিভাবে গুজবের উৎপত্তি হয় এবং ছড়ায়?
১৬. মুখ্য জোয়ার ও গৌণ দলের মধ্যে পার্থক্য আলোচনা কর।
১৭. সামাজিক দল কী? মানব জীবনের সামাজিক দলের গুরুত্ব বর্ণনা কর।
১৮. দল/দলীয় ও প্রত্যক্ষণের বিষয়বস্তু আলোচনা কর।
১৯. নেতৃত্ব কী? প্রভুত্বব্যজক নেতৃত্ব ও গণতান্ত্রিক পার্থক্য নির্দেশ কর।
২০. মনোভাব বলতে কী বুঝ? প্রক্রিয়াগুলো আলোচনা কর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025 এর 2025 ডিগ্রী ২য় বর্ষের মনোবিজ্ঞান ৪র্থ পত্র পরীক্ষার সাজেশন
Degree 2nd year Common Suggestion 2025
আজকের সাজেশান্স: ডিগ্রী ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2025, চূড়ান্ত সাজেশন ডিগ্রী ২য় বর্ষের মনোবিজ্ঞান ৪র্থ পত্র 2025 ডিগ্রী ২য় বর্ষের ১০০% কমন মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন 2025
BA/BSS/BBA ডিগ্রী ২য় বর্ষের সাজেশন 2025
বিষয় | সুপার সাজেশন |
---|---|
বাংলা জাতীয় ভাষা (Bangla) Subject Code: 131003 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৩য় পত্র (Political Science 3rd Paper) Subject Code: 121901 | সুপার সাজেশন লিংক |
রাষ্ট্রবিজ্ঞান ৪র্থ পত্র (Political Science 4th Paper) Subject Code: 121903 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৩য় পত্র (Sociology 3rd paper) Subject Code: 122001 | সুপার সাজেশন লিংক |
সমাজবিজ্ঞান ৪র্থ পত্র (Sociology 4th paper ) Subject Code: 122003 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৩য় পত্র (Social work 3rd paper) Subject Code: 122101 | সুপার সাজেশন লিংক |
সমাজকর্ম ৪র্থ পত্র ( Social work 4th paper) Subject Code: 122103 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৩য় পত্র ( History 3rd paper ) Subject Code: 121501 | সুপার সাজেশন লিংক |
ইতিহাস ৪র্থ পত্র (History 4th paper ) Subject Code: 121503 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৩য় পত্র (History of Islam 3rd paper) Subject Code: 121601 | সুপার সাজেশন লিংক |
ইসলামের ইতিহাস ৪র্থ পত্র (History of Islam 4th paper) Subject Code: 121603 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৩য় পত্র ( Philosophy 3rd paper) Subject Code: 121701 | সুপার সাজেশন লিংক |
দর্শন ৪র্থ পত্র ( Philosophy 4th paper ) Subject Code: 121703 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ও পরিবেশ ৩য় পত্র (Geography 3rd Paper) Subject Code: 123201 | সুপার সাজেশন লিংক |
ভূগোল ৪র্থ পত্র (Geography 4th paper) Subject Code: 123203 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৩য় পত্র (Psychology 3rd paper ) Subject Code: 123401 | সুপার সাজেশন লিংক |
মনোবিজ্ঞান ৪র্থ পত্র (Psychology 4th paper ) Subject Code: 123403 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৩য় পত্র ( Islamic Studies 3rd Paper) Subject Code: 121801 | সুপার সাজেশন লিংক |
ইসলামিক স্টাডিজ ৪র্থ পত্র (Islamic Studies 4th Paper ) Subject Code: 121803 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৩য় পত্র (Economics 3rd paper ) Subject Code: 122201 | সুপার সাজেশন লিংক |
অর্থনীতি ৪র্থ পত্র (Economics 4th paper ) Subject Code: 122203 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৩য় পত্র ( Management 3rd paper ) Subject Code: 122601 | সুপার সাজেশন লিংক |
ব্যবস্থাপনা ৪র্থ পত্র ( Management 4th paper) Subject Code: 122603 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৩য় পত্র (Accounting 3rd Paper) Subject Code: 122501 | সুপার সাজেশন লিংক |
হিসাববিজ্ঞান ৪র্থ পত্র (Accounting 4th Paper ) Subject Code: 122503 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৩য় পত্র (Finance and Banking 3rd Paper ) Subject Code: 122401 | সুপার সাজেশন লিংক |
ফিন্যান্স এন্ড ব্যাংকিং ৪র্থ পত্র (Finance and Banking 4th Paper) Subject Code: 122403 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৩য় পত্র (Marketing 3rd paper ) Subject Code: 122301 | সুপার সাজেশন লিংক |
মার্কেটিং ৪র্থ পত্র (Marketing 4th paper ) Subject Code: 122303 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৩য় পত্র ( Zoology 3rd paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
প্রাণিবিজ্ঞান ৪র্থ পত্র (Zoology 4th paper ) Subject Code: 123101 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৩য় পত্র (Chemistry 3rd paper) Subject Code: 122801 | সুপার সাজেশন লিংক |
রসায়ন ৪র্থ পত্র (Chemistry 4th paper) Subject Code: 122803 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৩য় পত্র (Botany 3rd paper ) Subject Code: 123001 | সুপার সাজেশন লিংক |
উদ্ভিদবিজ্ঞান ৪র্থ পত্র (Botany 4th paper ) Subject Code: 123003 | সুপার সাজেশন লিংক |
পদার্থবিজ্ঞান ৩য় পত্র ( Physics 3rd paper ) Subject Code: 122701 | সুপার সাজেশন লিংক |
পদার্থ বিজ্ঞান ৪র্থ পত্র ( Physics 4th paper) Subject Code: 122703 | সুপার সাজেশন লিংক |
গণিত ৩য় পত্র (Math 3rd paper) Subject Code: 123701 | সুপার সাজেশন লিংক |
গণিত ৪র্থ পত্র ( Math 4th paper) Subject Code: 123703 | সুপার সাজেশন লিংক |