মহানবি (সা.) দুধ মাতার নাম কী, হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন, হিলফুল ফুজুল অর্থ কি
হযরত মুহাম্মদ (সা.) কত সালে ও কোথায় জন্ম করেন?
উত্তর :হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিঃ মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন।
মুহাম্মদ শব্দের অর্থ কী?
উত্তর :মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত
কুরাইশ শব্দের অর্থ কি?
উত্তর :সওদাগর বা বণিক।
মহানবির (সা.) পিতা ও মাতার নাম কী?
উত্তর :মহানবির (সা.) পিতার নাম আব্দুল্লাহ্ এবং মাতার নাম আমিনা ।
মহানবি (সা.) দুধ মাতার নাম কী?
উত্তর :মহানবির (সা.) দুধ মাতার নাম বিবি হালিমা ।
আরো ও সাজেশন:-
হিলফুল ফুজুল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :হযরত মুহাম্মদ (সা.)।
হিলফুল ফুজুল অর্থ কি?
উত্তর :শান্তিসংঘ।
‘আল-আমিন’ কার উপাধি ছিল?
উত্তর :হযরত মুহম্মদ (সা.)-এর উপাধি ছিল ।
হাজরে আসওয়াদ কি?
উত্তর :পবিত্র মক্কা নগরীর কাবা ঘরে অবস্থিত কৃষ্ণ পাথর ।
মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নাম কী? ৯৯%
উত্তর :মুহাম্মদ (সা.)-এর প্রথম স্ত্রীর নাম বিবি খাদিজা (রা.)।
সর্ব প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে?
উত্তর :হযরত খাদিজা (রা.)।
[ বি:দ্র: উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]
মেরাজ শব্দের অর্থ কি?
উত্তর :মেরাজ শব্দের অর্থ সে আরোহণ করেছিল। তারা আরও বলে শব্দ দুটির মধ্যে পার্থক্য হলো রাকিয়া দ্বারা দৈহিক আরোহণ বোঝায়।
মহানবি (সা.) কত খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন?
উত্তর :মহানবি (সা.) ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন ।
হযরত মুহাম্মদ (সা.) কখন ও কোথায় হিজরত করেছিলেন?
উত্তর :৬২২ সালে, মদিনায় !
আল-আকাবায় কতটি শপথ অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর :৩টি।
মদিনার পূর্ব নাম কী?
উত্তর :মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।
ইসলামের সর্বপ্রথম মসজিদের নাম কি?
উত্তর :মসজিদে নববী ।
পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? অথবা, সর্বপ্রথম লিখিত সনদ কোনটি?
উত্তর :মদিনা সনদ ।
মদিনা সনদের ধারা কয়টি?
উত্তর :৪৭টি।
মদিনা সনদ কত সালে প্রণীত হয়?
উত্তর :৬২৪ সালে।
বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
উত্তর :বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ ই মার্চ সংঘটিত হয় ।
খন্দক শব্দের অর্থ কি?
উত্তর :খন্দক শব্দের অর্থ পরিখা।
হুদায়বিয়ার সন্ধি’ কত সালে স্বাক্ষরিত হয়।
উত্তর :৬২৮ খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ।
কোন সন্ধিকে পবিত্র কুরআনে কাउহুম মুবিন’ বলে অভিহিত করা হয়েছে?
উত্তর :হুদাইবিয়ার সন্ধিকে।
বিদায় হজ্ব কত সালে হয়েছিল?
উত্তর :৬৩২ সালে।