আজকের বিষয়: মাথা ব্যথার দোয়া,মাথা ব্যথা দূর করার দোয়া,মাথা ব্যথার দোয়া বাংলা,মাথা ব্যথা দূর করার দোয়া ও আমল,মাথা ব্যথা দূর করার আমল,মাথা ব্যথার দোয়া,মাথা ব্যাথার দোয়া
মানুষের মাথা ব্যথা হওয়াটা স্বাভাবিক। মাথা ব্যথা হয় না এমন একজন ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। কম ঘুম বা বেশি দুশ্চিন্তা বা অন্যান্য কারণেও মাথা ব্যথা হতে পারে। মাথা ব্যথা খুবই যন্ত্রণাদায়ক একটি রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সুস্থ ও আরামদায়ক জীবন যাপনের জন্য মাথা ব্যথাসহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি। আজ আমরা আলোচনা করবো মাথা ব্যথার দোয়া সম্পর্কে।
মাথা ব্যথা হলে কোন দোয়া পড়তে হবে তা কুরআন-হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি। তবে আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞগণ কুরআন ও হাদীসের আলোকে ভিন্ন ভিন্ন রীতি নির্ধারণ করেছেন। তারা বিভিন্ন দোয়ার কথাও উল্লেখ করেছেন। সে অনুযায়ী আমল করলে মাইগ্রেনের পাশাপাশি মাথা ব্যথা দ্রুত উপশম হবে, ইনশাআল্লাহ। যারা মাইগ্রেনসহ নানা কারণে আক্রান্ত হন। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া তাদের জন্য খুবই জরুরি। কোরআনুল কারিম-এ মাথা ব্যথার জন্য নির্দষ্ট কোন দোয়া না থাকলেও কিছু দোয়া ও আমল রয়েছে যা নিয়মিত আমল করলে ভালো সুফল পাওয়া যাবে। নিন্মে মাথা ব্যথার দোয়া সমূহ উল্লেখ করা হলঃ
আল কোরআনের সূরা সমূহ বাংলা অনুবাদ, ফজিলত, আয়ত, রুকু আরবি ও বাংলা উচ্চারণ
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
বাংলা উচ্চারণ : লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।’ (সুরা ওয়াকিয়া : আয়াত ১৯)
কারো মাথাব্যথা হলে ডান হাতে মাথা চেপে ধরে এই দোয়াটি ৩ বার পড়বে।
আরোও কিছু দোয়া নিন্মে দেওয়া হলঃ
এক. নিচের দরূদটি সাতবার পাঠ করুন-
বাংলা উচ্ছারণঃ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন, ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
দুই. উনিশ বার “আউযুবিল্লাহি মিনাশ শাইতায়ানির রাজীম” পাঠ করুন। এবং বিশতম বার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করুন।
তিন. এই দোয়াটি তিনবার পড়ুন-
বাংলা উচ্চারণ: আউজু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।
অর্থ: আমি যে দুঃখ-কষ্টে ভুগছি এবং যে মন্দতায় ভুগছি, তা থেকে মুক্তি চাই আল্লাহর পূর্ণ বাণীর মাধ্যমে।
এই দোয়াটি একবার পড়ুন-
বাংলা উচ্চারণ: ইসকান আইয়ুহাল ওয়াজউ বিল্লাহিল লাজি সাকানা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ্বি; ওয়া হুয়াস সামিউল আলিম।
অর্থ: হে ব্যথা-যন্ত্রণা! আল্লাহর সন্তুষ্টির জন্য স্থির হও, যাঁর আদেশে নভোমন্ডল ও পৃথিবীর সবকিছু শান্ত এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
চার. এই দোয়াটি একবার পড়ুন
বাংলা উচ্চারণ: বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহি কাফি; আল্লাহুম্মাশ ফিনি ওয়াফিনি ওয়া‘ফু আন্নি
অর্থ: নিরাময়কারী আল্লাহর নামে, পরিপূর্ণতা দাতা আল্লাহর নামে; হে আল্লাহ! আমাকে স্বাস্থ্য দিন, আমাকে সুস্থ করুন এবং আমাকে ক্ষমা করুন।
পাঁচ. ছয়বার ‘আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম’ এবং একবার ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পাঠ করা।
এগুলো পড়ার পর সম্ভব হলে হাত দিয়ে মাটিতে তিনবার আলতো করে আঘাত করুন, যাতে ব্যথা মাটিতে স্থানান্তরিত হয়।
ছয়. বর্ণিত আছে যে, উসমান ইবনে আবিল আস (রাঃ) নবী কারীম (সাঃ) কে জানিয়েছিলেন যে, তিনি ইসলাম গ্রহণ করার পর থেকেই তার শরীরে ব্যথা অনুভব করছিলেন।
তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, যে স্থানে তুমি ব্যথা অনুভব করছ সেখানে হাত রেখে তিনবার “বিসমিল্লাহ” বল। সাতবার ‘আউজু বিকুদরাতিহি মিন শাররি মা তুআনি ওয়া তাজিদু ওয়া তুহাজিরু।
(শুরুহুল হাদিস, হাদিস : ১৫৮)
আল্লাহ তায়ালা এই দোয়ার মাধ্যমে মাথা ব্যথায় আক্রান্ত সকল ব্যক্তিকে মুক্ত থাকার তৌফিক দান করুন। কুরআনের বর্নীিত দোয়ার মাধ্যমে আল্লাহ সকল প্রকার অসুস্থতা থেকে সবাইকে রক্ষা করুন।