৩০ নভেম্বর 2021 বেলা তিনটায় গ্রন্থাগার সহকারী পদের লিখিত পরীক্ষা ,
৩ ডিসেম্বর 2021 সকাল সাড়ে ১০টায় অফিস সহায়ক পদের পরীক্ষা
১০ ডিসেম্বর 2021 সকাল সাড়ে ১০টায় ও ওয়্যারলেস অপারেটর পদের পরীক্ষা
নিয়োগ প্রাপ্ত প্রতিষ্ঠন সম্পকে জ্ঞান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচিতি
বাংলাদেশের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে মাদকদ্রব্যের ব্যবহার অতি প্রাচীন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতবর্ষে প্রথম আফিম চাষ ও আফিম ব্যবসা শুরু করেছিল এবং এর জন্য একটি ফরমান জারী ও কিছু কর্মকর্তা নিয়োগ করে। বৃটিশরা ভারতবর্ষে আফিম উৎপাদন করে চীনসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে বিপুল অর্থ উপার্জন করে এবং এদেশে আফিমের দোকান চালু করে । ১৮৫৭ সনে আফিম ব্যবসাকে সরকারি নিয়ন্ত্রণাধীন এনে প্রথম আফিম আইন প্রবর্তন এবং ১৮৭৮ সনে আফিম আইন সংশোধন করে আফিম ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। অতঃপর গাঁজা ও মদ থেকেও রাজস্ব আদায় শুরু হয় এবং ১৯০৯ সনে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট ও বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়। আফিম, মদ ও গাঁজা ছাড়াও আফিম ও কোকেন দিয়ে তৈরী বিভিন্ন ধরনের মাদকের প্রসার ঘটলে ১৯৩০ সনে সরকার The Dangerous Drugs Act-1930 প্রণয়ন করে। একইভাবে সরকার আফিম সেবন নিয়ন্ত্রণের জন্য ১৯৩২ সনে The Opium Smoking Act-1932 প্রণয়ন এবং ১৯৩৯ সনে The Dangerous Drugs Rules-1939 প্রণয়ন করে। ১৯৪৭ সনে পাকিস্তান প্রতিষ্ঠার পর মুমলমানদের জন্য মদ পান নিয়ন্ত্রণের জন্য ১৯৫০ সনে TheProhibtion Rules-1950 তৈরী হয়। পাকিস্তান আমলে ১৯৫৭ সনে The Opium sales Rules-1957 প্রণীত হয়। এরপর ষাটের দশকে বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টকে এক্সাইজ এন্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্ট হিসেবে নামকরণ করে অর্থমন্ত্রণালয়ের অধীন ন্যস্ত করা হয়।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৬ সনে এক্সাইজ এন্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্টকে পুনরায় পুনর্বিন্যাসকরণের মাধ্যমে নারকটিকস এন্ড লিকার পরিদপ্তর নামে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন ন্যস্ত করা হয়। 1982 সনে কোডিন মিশ্রিত কফ সিরাপ, এ্যালকোহলযুক্ত কতিপয় হেলথ টনিক, ট্যাবলেট, সিরাপ ইত্যাদির উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করা হয়। ১৯৮৪ সনে আফিম ও মৃতসঞ্জীবনী সুরা নিষিদ্ধকরণ এবং ১৯৮৭ সনে গাঁজার চাষ বন্ধ ও ১৯৮৯ সনে সমস্ত গাঁজার দোকান তুলে দেয়া হয়।
১৯৮৯ সন পর্যন্ত নারকটিকস এন্ড লিকার পরিদপ্তরের মূল লক্ষ্য ছিল দেশে উৎপাদিত মাদকদ্রব্য থেকে রাজস্ব আদায় করা। আশির দশকে সারা বিশ্বে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। বাংলাদেশে এ সমস্যার মোকাবেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধ, মাদকের ক্ষতিকর প্রতিক্রিয়া সম্পর্কে গণসচেতনতার বিকাশ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনকল্পে ১৯৮৯ সনের শেষের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮৯ জারী করা হয়। অতঃপর ২ জানুয়ারী, ১৯৯০ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,১৯৯০ প্রণয়ন করা হয় এবং নারকটিকস এন্ড লিকারের স্থলে একই বছর তৎকালীন রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। এরপর ৯ সেপ্টেম্বর ১৯৯১ তারিখ এ অধিদপ্তরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাস্ত করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালেয়র অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দেশে অবৈধ মাদকের প্রবাহ রোধ, ঔষধ ও অন্যান্য শিল্পে ব্যবহার্য বৈধ মাদকের শুল্ক আদায় সাপেক্ষে আমদানি, পরিবহন ও ব্যবহার নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের সঠিক পরীক্ষণ, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিরোধ কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন, জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে নিবিড় কর্ম-সম্পর্ক তৈরির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অধিদপ্তেরর প্রধান দায়িত্ব।
নাম মোঃ আব্দুস সবুর মন্ডল পিএএ
পদবি মহাপরিচালক
অফিস প্রধান কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
নাম মো: আজিজুল ইসলাম
পদবি অতিরিক্ত মহাপরিচালক
অফিস প্রধান কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ই-মেইল adg@dnc.gov.bd
নাম মো: আজিজুল ইসলাম
পদবি পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব)
অফিস প্রধান কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ই-মেইল diradmin@dnc.gov.bd
নাম কুসুম দেওয়ান
পদবি পরিচালক (অপারেশনস্)
অফিস প্রধান কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
নাম মু. নুরুজ্জামান শরীফ
পদবি পরিচালক (নিরোধ শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অধিশাখা)
অফিস প্রধান কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ই-মেইল dirpr@dnc.gov.bd
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর : সেবা সমূহ
- লাইসেন্স/লাইসেন্সের অংশ স্থানান্তর
- বেসরকারি পর্যায়ে মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনার লাইসেন্স প্রদান
- সালফিউরিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিড আমদানির লাইসেন্স এর অনাপত্তিপত্র প্রদান
- মাদকদ্রব্য খুচরা বিক্রির লাইসেন্স প্রদান
- মাদকাসক্ত রোগীদের চিকিৎসা প্রদান
- মদপানের পারমিট প্রদান
- লাইসেন্সকৃত প্রতিষ্ঠান স্থানান্তর
- মাদকদ্রব্য ব্যবহারের পারমিট প্রদান
- মাদকদ্রব্য আমদানি লাইসেন্স প্রদান
- বিলাতি মদের লাইসেন্স প্রদান
- রেক্টিফাইড স্পিরিটের লাইসেন্স প্রদান
- বার লাইসেন্স প্রদান
- মাদকদ্রব্য রপ্তানি লাইসেন্স প্রদান
- মাদকদ্রব্য বহন/পরিবহন পাস প্রদান
- মাদকদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স প্রদান
- এলকোহল উৎপাদন (ডিষ্টিলারি/ব্রিউয়ারি) লাইসেন্স প্রদান
- মাদকদ্রব্য রপ্তানির ছাড়পত্র প্রদান
- মাদকদ্রব্য শুল্ক খালাসের অনাপত্তিপত্র প্রদান
- মাদকদ্রব্য আমদানি লাইসেন্স প্রদান
- মাদকদ্রব্য আমদানির ছাড়পত্র প্রদান
- মাদকবিরোধী কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এর নিবন্ধন নম্বর ইস্যু
- মাদক অপরাধ দমন কার্যক্রম পরিচালনা
- মদ্যজাতীয় পানীয় আমদানির অনুমতি প্রদান
- ডিনেচার্ড স্পিরিটের লাইসেন্স প্রদান
- লাইসেন্স/ ব্যবহারের পারমিটে কোটা বৃদ্ধি
- দেশি মদের লাইসেন্স প্রদান
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকে।
ক্রমিক নং | লাইসেন্স/পারমিট/পাস | ফি | সময় |
১। | মাদকদ্রব্য জাতীয় ঔষধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স | ১০,০০০ টাকা | ৯০ দিন |
২। | মাদকদ্রব্য আমদানী /মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর লাইসেন্স | ১০,০০০ টাকা | ৯০ দিন |
৩। | মাদকদ্রব্য আমদানী /মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানীর ছাড়পত্র | — | ৩০ দিন |
৪। | মাদকদ্রব্য খুচরা বিক্রির লাইসেন্স | ১,০০০ টাকা | ৩০ দিন |
৫। | মাদকদ্রব্য ব্যবহারের পারমিট | ১,০০০ টাকা | ৩০ দিন |
৬। | মাদকদ্রব্য বহন-পরিবহন পাস | — | ৩০ দিন |
৭। | মদ বিক্রি/মদ্যপানের বার লাইসেন্স | ১০,০০০ টাকা | ১২০ দিন |
৮। | দেশী মদ মজুদ ও বিক্রয়ের লাইসেন্স পৌর এলাকায় অন্যান্য এলাকায় | ১৪,০০০ টাকা ৬,০০০ টাকা | ৯০ দিন |
৯। | প্রিকারসর কেমিকেলসআমদানি/খুচরাবিক্রি/ব্যবহারের পারমিট আমদানি খুচরাবিক্রি ব্যবহার | ১০,০০০ টাকা ১,০০০ টাকা ১,০০০ টাকা | ৯০ দিন ৬০ দিন ৩০ দিন |
১০। | এ্যালকোহল উৎপাদন( ডিস্টিলারী/ব্রিউয়ারী) লাইসেন্স | ২০,০০০ টাকা | ১২০ দিন |
১১। | মদ্যপানের পারমিট- বিলাতি মদ- দেশী মদ- | ২,০০০ টাকা ৮০ টাকা | ৩০ দিন ৩০ দিন |
১২। | বেসরকারী মাদকাসক্তি নিরাময় বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স ১০ বেড পর্যন্ত ১১-২০বেড পর্যন্ত ২০ বেডের ঊর্দ্ধে | ২০,০০০ টাকা ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা | ৯০ দিন |
১৩। | বেসরকারী সংস্থা (NGO)নিবন্ধন | ১,০০০ টাকা |
ক) উপরোক্ত লাইসেন্স, পারমিট, পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
খ) আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ আঞ্চলিক কার্যালয়ে হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।
গ) অধিদপ্তরের website www.dnc.gov.bd থেকেও ফরম Downloadকরা যাবে।
ঘ) পূরণকৃত ফরম প্রধান কার্যাল/সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।
ঙ) পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরজমিন তদন্তক্রমে উপযুক্ততার ভিত্তিতে আইনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।
চ) আবেদন ফরমে উল্লেখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে।
ছ) সকল শর্তাবলী পূরণের পরও মাদকদ্রব্যের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি প্রদান কর্তৃপক্ষের এখতিয়ারাধীন।
জ) বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবত বিধি/আইন অনুযায়ী বর্ণিত হারে ফি ট্রেজারী চালানের মাধ্যমে ১০০১ কোডে জমা দিয়ে জমার রশীদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ অর্থ গ্রহন করা যাবে না।
মাদকসক্তদের চিকিৎসা সেবা প্রদানঃ
অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকাস্থ ৪০ শয্যার কেন্দীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রতিটি ৫ শয্যার চট্টগ্রাম,
খুলনা, রাজশাহী নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা প্রদান করা হয়। নিরাময় কেন্দ্র সমূহের যোগাযোগের
ঠিকানা, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নম্বর নিম্নে উল্লেখ করা হলো-
ক্রমিক নং | নিরাময় কেন্দ্রের নাম | ঠিকানা | দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার পদবী | ফোন নম্বর |
১। | কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | ৪৪৩, তেজগাঁও, ঢাকা। | চীফ কনস্যালটেন্ট | ০২-৯৮৮০২৬৯ |
২। | চট্টগ্রাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | ১১৫, পাঁচলাইশ আ/এ, চট্টগ্রাম। | তত্ত্বাবধায়ক | — |
৩। | রাজশাহী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | ২০৪/২, উপ-শহর, ক্যান্টনমেন্ট, রাজশাহী। | তত্ত্বাবধায়ক | — |
৪। | খুলনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র | ২, কেডিএ, এভিনিউ, ময়লাপোতা রোড, খুলনা। | তত্ত্বাবধায়ক | — |
ক) মাদকাসক্ত যে কোন ব্যক্তি সরকারী এ নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন।
খ) দরিদ্র মাদকাসক্তগণ বিনামূল্যে এবং অন্যান্য মাদকাসক্তদের স্বল্প মূল্যে আবাসিক ও অনাবাসিক চিকিৎসা পরামর্শ সেবা প্রদান করা হয়।
গ) এতদ্ভিন্ন অধিদপ্তরের অনুমোদিত বেসরকারী চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রসমূহ হতেও চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করা যায়।
১ম থেকে ৪৩তম বিসিএস প্রশ্ন ও সমাধান লিংক
Professor Primary Assistant Teacher book লিংক
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
ইংরেজি
ইংরেজি ব্যাকরণ
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা
বাংলা ব্যাকরণ
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
বাংলা সাহিত্য
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
গণিত
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
কম্পিউটার
প্রশ্ন | বিগত ৩০ বছরের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর |
তথ্য ও প্রযুক্তি লিখিত প্রশ্ন উত্তর | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
LAN, WAN কম্পিউটার নেটওয়ার্ক | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
গুগল | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
৩জি,৪জি, ৫ জি | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
বিভিন্ন দেশের ইন্টারনেট স্পীড | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
কম্পিউটার সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
সেটেলাইট-১ | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক |
বিগত সালের নিয়োগ পরীক্ষায় আসার প্রশ্ন ও উত্তর লিংক | |
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
General Knowledge (GK) সাধারণ জ্ঞান ও বিজ্ঞান
নিয়োগ পরীক্ষার নৈবিত্তিক ও লিখিত প্রশ্ন সমাধান লিংক
লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলাদেশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
ইংরেজি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
আন্তর্জাতিক বিষয়াবলী লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বিজ্ঞান ও প্রযুক্তি লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
বাংলা ১ম ও ২য় পত্র লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান | সমাধান / উত্তর লিংক |
সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সুপার সাজেশন ও উত্তর, প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক সাজেশন,প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সংক্ষিপ্ত সাজেশন,কম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্রস্তুতি নেবেন যেভাবে
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার সাজেশন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাজেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EEDMOE) উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)’ ও ‘ড্রাফটসম্যান’ নিয়োগ পরীক্ষার সাজেশন