মাদ্রাসা বোর্ডের জেডিসি ২০২০ এর ফরম ফিলাপ বিজ্ঞপ্তি

২০২০ সালের জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২০ সালের অটোপাসকৃত শিক্ষার্থীদের অনলাইনে EFF পূরণের বিবরণ, তারিখ ও পদ্ধতিতে সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ১৭ জানুয়ারি ২০২০; মাদ্রাসা বোর্ডের জেডিসি ২০২০ এর ফরম ফিলাপ বিজ্ঞপ্তি।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত ২০২০ সালের জেডিসি পরীক্ষার শিক্ষার্থীদের Online এ ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়-
করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে।

ইতােমধ্যে এ সকল শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার উত্তীর্ণ সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষে online এ ফরম পূরণের নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো।

Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable list) প্রদর্শন ও শিক্ষার্থীদের তথ্য সম্বলিত তালিকা মাদ্রাসা শিক্ষা বাের্ডের ওয়েবসাইট (www.ebmeb.gov.bd/ www.bmeb.gov.bd) – এ ২৯/০১/২০১১ ইং তারিখে দেয়া হবে।

উক্ত সম্ভাব্য তালিকা হতে ২৩/০১/২০২১ থেকে ৩১/০১/২০২১ তারিখের মধ্যে online এ নিম্ন বর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

(ক) প্রতিষ্ঠানসমূহকে মাদ্রাসা বাের্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে eFF এ ক্লিক করে EIIN ও
Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং print করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন
দিয়ে পরীক্ষার্থী Select করতে হবে।
(খ) উক্ত হার্ড কপি Probable list এ টিক চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে Select করতে হবে।
(গ) Temporary List Print করে ভালভাবে যাচাই বাছাই করে প্রয়োজন হলে Select /Unselect করা যাবে।
(ঘ) Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় মাদ্রাসা প্রধান স্বাক্ষর করবেন।
(ঙ) Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অনাখায় ফরম পূরণ সম্পন্ন হবে না।
(চ) Final submit সম্পন্ন না হলে উত্তীর্ণ সনদ দেয়া হবে না।
২ ফরম পূরণ করতে কোন ফি প্রয়ােজন হবে না।
মাদ্রাসা বোর্ডের জেডিসি ২০২০ এর ফরম ফিলাপ বিজ্ঞপ্তি

20210118205323205430 1

শিক্ষা

Leave a Comment