মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান 2022,Department of Secondary and Higher Education Exam Question and Answer 2022,DSHE Question Solution 2022

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পরিক্ষার ধরন: লিখিত

পরিক্ষার তারিখ: ১৩-০৫-২০২২

পূর্নমান: ৭০

১। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
ক. আবু ইসহাক খ. সুনীল গঙ্গোপাধ্যায় 
গ.  প্রমথনাথ বিশী  ঘ.  প্রমথ চৌধুরী 
 উত্তরঃ প্রমথ চৌধুরী  


২। ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় কত সালে? 
ক. ১৮৬০ খ. ১৯৬৫  গ. ১৯৫৯ ঘ. ১৯৬১  
উত্তরঃ ১৯৬১


৩। ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? 
ক. দেশি  খ. বিদেশি  গ. তদ্ভব  ঘ. অর্ধ-তৎসম
উত্তরঃ অর্ধ-তৎসম


৪। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অর্ণব খ. অর্ক গ. প্রসূন  ঘ. পল্লব
উত্তরঃ অর্ক


৫। ‘চন্দ্রাবতী’ কি? 
ক. নাটক   খ. কাব্য  গ. পদাবলি  ঘ. পালাগান 
উত্তরঃ খ. কাব্য 


৬। কোন শব্দ শুদ্ধ বানানে লেখা হয়েছে?
 ক. শূণ্য      
 খ. ত্রিভুজ      
 গ. পূন্য
 ঘ. ভূবন উ. খ


৭। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
 ক. ৭টি    
 খ. ৮ টি     
 গ. ৬টি                
 ঘ. ১১ টি উ. ক


৮। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
ক. বুদ্ধদেব বসু 
খ. দীনেশরঞ্জন দাস 
গ. সজনীকান্ত দাস  
ঘ. প্রেমেন্দ্র মিত্র উ. খ 


৯। ‘জলে-স্থলে কী সমাস?
ক. সমার্থক দ্বন্দ্ব
খ. বিপরীতার্থক দ্বন্দ্ব 
গ. অলুক দ্বন্দ্ব 
ঘ. একশেষ দ্বন্দ্ব উ. গ

Online Model Test মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন !!

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক


১০। “আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
ক. আল মাহমুদ
খ. অমিয় চক্রবর্তী 
গ. শামসুর রাহমান
ঘ. আব্দুল মান্নান সৈয়দ
উ. ঘ


১১। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
ক. সুবচন নির্বাসনে 
খ. পায়ের আওয়াজ পাওয়া যায় 
গ. নূরুলদীনের সারাজীবন 
ঘ. রক্তাক্ত প্রান্তর 
উ. খ


১২। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? 
ক. ব্রজাঙ্গনা।
খ. বিলাতের পত্র 
গ. বীরাঙ্গনা
ঘ. হিমালয়
উ. গ 


১৩। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?
ক. রিজের বেদন 
খ. সর্বহারা 
গ. আলেয়া
ঘ. কুহেলিকা উ. ঘ


১৪। ‘বাবা কোন ভাষা হতে আগত শব্দ? 
ক. সংস্কৃত
খ. হিন্দি 
গ. তুর্কি
ঘ. অহমিয়া উ. গ


১৫। ‘আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যটি কার লেখা?
কু. শামসুর রাহমান 
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ.  আবুল ফজল 
ঘ. আল মাহমুদ 
উ. খ


১৬। দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? 
ক. দীপ+আয়ন 
খ. দ্বীপ+অয়ন
গ. দ্বিপ+আয়ন 
ঘ. দ্বীপ+আয়ন উ. খ


১৭। “তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল
ভাঙল।’- এটি কোন বাক্য? 
ক, সরল 
খ. মিশ্র 
গ. জটিল
ঘ. যৌগিক উ. খ


১৮। কোনটি ইংরেজি শব্দ? 
ক. ম্যাজেন্টা 
খ. পিস্তল
গ. কমা
ঘ. আলমারি উ. গ


১৯। ভাষা আন্দোলন বিষয়ক রচনা কোনটি?
ক. আরেক ফাল্গুন 
খ. জীবন ঘষে আগুন 
গ. নন্দিত নরকে
ঘ. পিঙ্গল আকাশ উ. ক


২০। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? 
ক. বর্ণ
খ. শব্দ 
গ. অক্ষর
ঘ. ধ্বনি
উ. ক

21। Arshi has no interest … music. 
ক. for খ. with গ. in ঘ. at উ. গ


২২।. He was invited … our party. 
ক. to
খ. of 
গ. on
ঘ. with উ. ক


২৩।. Don’t make a noise while your father …
ক. a sleep খ. sleep
গ. is sleeping ঘ. has slept উ. গ 


২৪। I cannot … to pay such high prices. 
ক. but
খ. afford গ. able
ঘ. try উ. খ


২৫। English is … in many countries. 
ক. spoke
খ. speak  গ. speaking ঘ. spoken উ. ঘ


26। I got the work (do). 
ক. did
খ. have done গ. done ঘ. none
উ. গ 


২৭। I must … you to do the work. 
ক. Make খ. have গ. get ঘ. made
উ. ক 


২৮।  Which one is correct?
ক. Give me a glass of water to drink. 
খ. Give me a glass of water to drinking. 
গ. Give me a glass of water for drink. 
ঘ. Give me a glass of water for drinking. উ. ক

Online Model Test মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন !!

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক


২৯। Choose the correct sentence?
ক. Rich is not always happy. 
খ. The Rich is not always happy.
গ. The Rich is not happy always.
ঘ. The Rich are not always happy. উ. ঘ


৩০। ‘Get rid of” means
ক. finished খ. to be free from
গ. pretend ঘ. express উ. খ
৩১। ‘A castle in the air’ means?
ক. Giving effort খ. Making building
গ. Absurd imagination ঘ. Silly dream উ. গ


৩২। Babui had written the letter. Choose the correct passive form —
ক. The letter was written by Babui.
খ. The letter was being written by Babui.
গ. The letter was wrote by Babui. 
ঘ. The letter had been written by Babui. উ. ঘ
৩৩।. A pilgrim’ is a person undertakes a journey to a —-
ক. holy place খ. mosque
গ. new country ঘ. bazaar উ. ক


৩৪। The synonym of ‘remarkable’ is—-
ক. Thankful খ. Cleenful
গ. Well known ঘ. Attention উ. গ
৩৫।. What is the antonym of the word “Rectify’? 
ক. Make worse খ. Make bad
গ. Apologize ঘ. Correct উ. ক


৩৬। Which one is correct?
ক. He gave the examination. 
খ. He appeared at examination. 
গ.. He went for examination.
ঘ. He passed at examination.উ. খ
৩৭।. The war criminals … a crime.
ক. committed
খ. did 
গ. do 
ঘ. have  উ. ক


৩৮।. May Allah help you what kind of the sentence is this?
ক. Assertive 
খ. Imperative
গ. Exclamatory 
ঘ. Optative উ. ঘ


৩৯।. ‘Out and Out’ means
ক. Nothing 
খ. Partly 
গ. Thoroughly 
ঘ. Lovely উ. গ


৪০। What is the verb of the the word “Ability”? 
ক. Ably

খ. Enable 
গ. Able 
ঘ. Ableness
উ.খ


৪১। a + b = 17 এবং ab = 60 হলে a – b = কত?
 ক. 7 খ. 8. গ. 9 ঘ. 10
 উ. ক 


৪২। ধানে চাল ও তুষের অনুপাত ৭: ৩ হলে এতে শতকরা কি
পরিমাণ চাল আছে? 
ক. ৬০%
খ. ৭০% 
গ. ৩০%
ঘ. কোনটিই নয় উ. খ


৪৩। ১ থেকে ১০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক. ২টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৩টি
উ. গ


৪৪। কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ ৫০° হলে অপরটি কত?
ক. ৩০ ডিগ্রি খ. ৫০ ডিগ্রি গ. ২০ ডিগ্রি ঘ. ৪০ ডিগ্রি উ. ঘ
৪৫।  ভাজক ভাগফলের ১০ গুণ, ভাজক ০.৫ হলে ভাজ্য কত?
ক. ০.২৫  খ. ০.০২৫ গ. ২৫  ঘ. ২.৫ উ. খ


৪৬। পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত? 
ক. ৩৫ খ. ৪৫ গ. ৪০ ঘ. ৩০ উ. গ
৪৭। 4(x + y), 10(x – y) এবং 12(x-y) এর গ.সা.গু
কত? 
ক. x – y
খ. x + y। 
গ. 2
ঘ. 12(x – y) উ. গ 

Online Model Test মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের চাকরি পরীক্ষার দিয়ে নিজের মেধা পরিক্ষা করুন !!


৪৮। একটি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ১৮ মিটার ক্ষেত্রফল ২০ বর্গমিটার হলে, এর দৈর্ঘ্য ও প্রস্থ কত? 
ক. ১২ মিটার ও ৬ মিটার 
খ. ৫ মিটার ও ৪ মিটার 
গ. ৯ মিটার ও ২ মিটার 
ঘ. ১০ মিটার ও ২ মিটার   উ. খ 


৪৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9,
সংখ্যাটি হতে 9 বিয়ােগ করলে এর অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
 ক. 34  খ. 62 গ. 54 ঘ, 23
 উ. গ 

বিগত সালের সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক


৫০। ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে? 
ক. ৫০০ টাকা
খ. ৬০০ টাকা 
গ. ৪৫০ টাকা
ঘ, ৬৫০ টাকা    উ. গ 


৫১। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুইটির
ক্ষেত্রফলের অনুপাত কত? 
ক. ৯ : ৪ খ. ২ : ৩
গ. ৬ : ৪ ঘ, ৪ : ৯ উ. ক
৫২। কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
উ. গ 


৫৩। ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে, ৪৫টি
ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে? 
ক. ৭টি
খ. ৮টি গ. ৯টি
ঘ. ১০টি উ. ঘ


৫৪। x সংখ্যক আমের দাম y টাকা হলে, x টাকায় কতটি আম
পাওয়া যাবে?
ক. উ. খ
৫৫। ১৯, ৩৩, ৫১, ৭৩, ….. শেষের সংখ্যাটি কত? 
ক. ৯১
খ. ৯৯ 
গ. ৮৯ 
ঘ. ৯৫ উ. খ


৫৬। জাতীয় শিশু দিবস কবে?
ক. ১৭ এপ্রিল  খ. ১৭ মার্চ
গ. ১৭ মে       ঘ. ১৭ জুন  উ. খ
৫৭। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিকের ডিজাইনার কে?
ক. এ এন সাহা      খ. কামরুল হাসান 
গ. রফিকুন্নবী        ঘ. জয়নুল আবেদিন উ. খ


৫৮। ‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক. আলমগীর কবির খ. জহির রায়হান 
গ. তারেক মাসুদ ঘ. খান আতাউর রহমান উ. গ
৫৯। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
ক. শহীদ মিনার খ. লালবাগের কেল্লা 
গ. সােনা মসজিদ ঘ. জাতীয় স্মৃতিসৌধ উ. ক
৬০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি’ গানটির সুরকার কে? 
ক. আব্দুল আহাদ। খ, আলতাফ মাহমুদ 
গ. আব্দুল লতিফ। ঘ. মাহমুদুন্নবী উ. খ


৬১। কোন মােঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতাবাদ’? 
ক. হুমায়ুন খ. বাবর 
গ. জাহাঙ্গীর ঘ. আকবর উ. ক
৬২। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে  বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়? ক. ৫ জন খ. ৬ জন 
গ. ৭ জন ঘ. ২ জন উ. ঘ 
৬৩। ‘ইরাটম’ কি??
ক. উন্নত জাতের ইক্ষু খ. উন্নত জাতের ধান 
গ. উন্নত জাতের পাট ঘ. উন্নত জাতের গম উ. খ 
৬৪। মুজিবনগর দিবস কোনটি? 
ক. ১৭ মার্চ খ. ১৭ এপ্রিল 
গ. ১৭ মে ঘ. ১৭ জুন উ. খ


৬৫। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? 
ক. কুমিল্লা খ. পঞ্চগড় গ. যশাের ঘ. টাঙ্গাইল উ. গ 
৬৬। বাংলাদেশ OIC’র সদস্য হয় কত সালে? 
ক. ১৯৭৩ খ. ১৯৭৪ 
গ. ১৯৭৫ ঘ. ১৯৭৬ উ. খ 


৬৭। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে?
ক. ১৯৯৯ খ. ২০০০ গ. ২০০১ ঘ. ২০০২ উ. ক
৬৮। আন্তর্জাতিক নারী দিবস কোনটি? 
ক. ৭ মার্চ খ. ৮ মার্চ 
গ. ৯ মার্চ ঘ. ১০ মার্চ উ. খ
৬৯। জাপানের পার্লামেন্টের নাম কি?
ক. সিনেট খ. ডায়েট 
গ. উয়ান ঘ. কংগ্রেস উ. খ


৭০। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
ক. ইতালি খ. জেনেভা গ. টোকিও ঘ. মস্কো  উ. খ

[ বি:দ্র: নমুনা উত্তর দাতা: রাকিব হোসেন সজল ©সর্বস্বত্ব সংরক্ষিত (বাংলা নিউজ এক্সপ্রেস)]

সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান লিংক

প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কে ইমেল : info@banglanewsexpress.com

আমরা আছি নিচের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুলোতে ও

চাকুরি

Leave a Comment