মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর DSHE এর ল্যাবরেটরি সহকারী পদের প্রশ্ন সমাধান ২০২১,DSHE Laboratory Assistant Exam Question Solution 2021, মাউশি এর ল্যাবরেটরি সহকারী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২১

পদের নামঃ ল্যাবরেটরি সহকারী

পরীক্ষার তারিখঃ ২২ অক্টোবর ২০২১

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে? উত্তর: কর্ণফুলী 

২. কারাগারের রোজনামচা- গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? উত্তর: শেখ হাসিনা 

৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর: নয়াদিল্লী [ভারত] 

৪. বলকান রাষ্ট্র নয় কোনটি? উত্তর: বলিভিয়া 

৫. ডং-কোন দেশের মুদ্রা? উত্তর: ভিয়েতনাম 

৬. সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে? উত্তর: সন্দ্বীপ 

৭. ‘মাদিবা’ কোন বিশ্বনেতার ডাক নাম? উত্তর: নেলসন ম্যান্ডেলা 

৮. GUI- এর পূর্ণরূপ কী? উত্তর: Graphical User Interface

৯. ২০১৮ সালে মহিলা T-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশ শিরোপা জিতেছে? উত্তর: ভারত 

১০. ছিটমহল বিনিময় কার্যকর শুরু হয় কোন তারিখে? উত্তর: ৩১.৭.২০১৫ [৩১ জুলাই ২০১৫] 

১১. অলিম্পিক- ২০২১ এ দ্রুততম মানব কে হয়েছেন? উত্তর: মার্সেল জ্যাকব [ইতালী] 

১২. এ বছর SDG’s অগ্রগতি পুরস্কার পেয়েছেন? উত্তর: শেখ হাসিনা 

১৩. পৃথিবীর গভীরতম খালের নাম কী? উত্তর: পানামা খাল [পানামা খালের খালের গভীরতা ১৪ মিটার] 

১৪. বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা কে করেন? উত্তর: শিবনারায়ণ দাস

১৫. কবি জসীম উদ্দিনের “কবর” কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর: কল্লোল 

ইংরেজি অংশ সমাধানঃ   

১৬. You had better——the offer. উত্তর: accept 

১৭. He ran fast lest he ——-miss the train. উত্তর: should 

১৮. “I have a cat” Make it passive. উত্তর: A cat is had by me. 

১৯. Sayeed said, “I was busy” বাক্যটির indirect speech- উত্তর: Sayeed said that he had been busy. 

২০. We need to buy some new—–. উত্তর: furniture

২১. We need as —-people as possible. উত্তর: many 

২২. Juthy will discuss the issue with Mizan—phone. উত্তর: by

২৩. Which of the following statements is correct? উত্তর: If I were a bird. 

২৪. The phrase `End in smoke’ means- উত্তর: come to nothing 

২৫. What is the meaning of the idiom- `finger in the pie?’ উত্তর: involving in something 

২৬. সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে- সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর: It has been drizzling since morning

২৭. Iron is–useful metal উত্তর: a 

২৮. Choose the correct sentence. উত্তরঃ The rich are not always happy. 

২৯. The word `precedence’ means. উত্তরঃ priority

৩০. What is the synonym of the world `pauper’. উত্তর: destitution 

৩১. Patience is a virtue. Here the word, `patience’- উত্তর: Noun 

৩২. I water the plants. The word `water’ is used as উত্তরঃ verb 

৩৩. Chose the correct tag question, `Anjuman knows how to swim,———-? উত্তরঃ doesn’t she? 

৩৪. Select the feminine gender. উত্তর: Nun 

৩৫. The greater the demand,——- the price. উত্তর: the higher 

গণিত অংশ সমাধানঃ   

৩৬. কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? উত্তর: ৭০ 

৩৭. a+b=7 এবং a2+b2=25 হলে ab এর মান কোনটি? উত্তর: 12

৩৮. 3×3 + 2×2– 21x -20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে- উত্তর: x + 1 

৩৯. ১^২+২^২+৩^৩+–+৫০^২=কত? উত্তরঃ ৪২৯২৫ 

৪০. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত? উত্তর: ৪১ বছর 

৪১. টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ৫০% 

৪২. ক ও খ একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে, খ একা কাজটি করতে পারবে-  উত্তর: ৩০ দিনে 

৪৩. 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভুমির সাথে 300 কোণ উৎপন্ন করে। খুঁটিটির কত উচুঁতে ভেঙ্গেছিল? উত্তর: ১৬ মিটার 

৪৪. x+y=7 এবং xy=10 হলে (x-y)2এর মান কত? উত্তর: 9

৪৫. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? উত্তরঃ ৫৪০ ডিগ্রি

৪৬. বার্ষিক ৪১২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা সুদে আসলে ৮২৬ টাকা হবে?  উত্তর: ৭০০ টাকা 

৪৭. উত্তর: একটি বগক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফৃুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর: ১২৮ বর্গফুট 

৪৮. 1 + 2 + 3 + ——– + 99 = কত? উত্তর: ৪৯৫০ 

৪৯. ১.১. .০১ ও .০০১১ এর সমষ্টি কত? উত্তর: ১.১১১১ 

৫০.  x2– 8x – 8y +16 + y2এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। উত্তর: 2xy

বাংলা অংশ সমাধানঃ    

৫১. মুনীর চৌধুরীর “মুখরা রমণী বশীকরণ” একটি? উত্তর: অনুবাদ নাটক 

৫২. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? উত্তর: ১৮৬১ সালে 

৫৩. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্ধের নাম কী? উত্তর: Buddhist mystic songs

৫৪. বহুব্র্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? উত্তর: জনশ্রুতি 

৫৫. ’তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল’- এটি কোন বাক্য? উত্তরঃ মিশ্র 

৫৬. কোন কবি নিজেকে বাঙালি পরিচয় দিয়েছেন? উত্তর: ভুসুকুপা 

৫৭. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত? উত্তরঃ মাত্রাবৃত্ত 

৫৮. বাংলা ভাষার প্রথম ব্যকরণ রচনা করেন কে? উত্তরঃ রাজা রামমোহন রায়

৫৯. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর: ১৯৫৫ সালে  

৬০. উপরোধ শব্দের অর্থ কী? উত্তর: অনুরোধ

৬১. ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কী? উত্তরঃ মাছ + উয়া 

৬২. টা, টি, খানা ইত্যাদি- উত্তরঃ পদাশ্রিত নির্দেশক

৬৩. রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ কে সম্পাদনা করেন? উত্তর: হাসান হাফিজুর রহমান

৬৪. ‘জয়ের জন্য যে উৎসব’ এক কথায় কী হবে? উত্তরঃ জয়ন্তী 

৬৫. জাতি বাচক বিশেষ্যের দৃষ্টান্ত- উত্তরঃ নদী 

৬৬. ‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি? উত্তরঃ অপাদানে ২য়া 

৬৭. ‘সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে’, এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? উত্তর: বিশেষ্য 

৬৮. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে? উত্তর: ফারসি + ইংরেজি 

৬৯. কোনটি রবীন্দ্রনাথের রচনা? উত্তর: চতুরঙ্গ

৭০. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ গূঢ়

সবার আগে Google News আপডেট পেতে Follower ক্লিক করুন

চাকুরি

    Leave a Comment