মাধ্যমিক শ্রেণী ৯ম-১০ শ্রেণী ১ম অধ্যায় বিষয়: জীববিজ্ঞান, বহু নির্বাচনী প্রশ্ন – এসএসসি প্রস্তুতি

প্রথম অধ্যায়

জীবন পাঠ

১।        শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?

            ক) জীবের বিবর্তন        খ) সালোকসংশ্লেষণ

            গ) ভ্রুণের বিকাশ           ঘ) টিস্যুর বিন্যাস

২।         হিস্টোলজিতে আলোচনা করা হয় কোনটি?

            ক) জননকোষের উৎপত্তি            খ) জীবদেহের টিস্যুসমূহের গঠন

            গ) জীবদেহের কোষের গঠন      ঘ) জীবের শারীরবৃত্তীয় কাজ

৩।        জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?

            ক) হিস্টোলজি       খ) সাইটোলজি

            গ) ইকোলজি                ঘ) এন্ডোক্রাইনোলজি

 ৪।        জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়?

            ক) শারীরবিদ্যা     খ) ভ্রুণবিদ্যা   গ) বংশগতিবিদ্যা          ঘ) অঙ্গসংস্থানবিদ্যা

৫।        কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত?

            ক) পেনিসিলিয়াম         খ) প্যারামেসিয়াম     গ) নস্টক          ঘ) অ্যামিবা

৬।        ডায়াবেটিস চিকিৎসার উপাদান তৈরিতে কোন রাজ্যের জীব ব্যবহার করা হয়?

            ক) মনেরা         খ) প্রোটিস্টা              গ) ফানজাই      ঘ) প্ল্যান্টি

৭।        নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে?

            ক) পেনিসিলিয়াম         খ) অ্যামিবা   গ) প্যারামেসিয়াম        ঘ) নীলাভ সবুজ শৈবাল

৮।       নীলাভ সবুজ শৈবালের কোষে

            i. সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত

            ii. মাইটোকন্ড্রিয়া থাকে না

            iii. উঘঅ অথবা জঘঅ থাকে

            নিচের কোনটি সঠিক

            ক) i ও ii           খ) i ও iii   গ) ii ও iii         ঘ) i, ii ও iii

৯।        কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়ায় উপস্থিত থাকে?

            ক) মাইটোকন্ড্রিয়া         খ) প্লাস্টিড

            গ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম    ঘ) রাইবোজোম

১০।      চিত্র-A-এর জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

            ক) মনেরা         খ) প্রোটিস্টা

            গ) ফানজাই                  ঘ) অ্যানিমেলিয়া

১১।      ফানজাই রাজ্যের জীব কোনটি?

            ক) মাশরুম       খ) অ্যামিবা  গ) প্যারামেসিয়াম        ঘ) নীলাভ সবুজ শৈবাল

            নিচের চিত্রটি লক্ষ করো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও

১২।      উদ্দীপকের জীবটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত?

            ক) Protista  খ) Fungi  গ) মনেরা           ঘ) প্ল্যান্টি

১৩।      উক্ত রাজ্যের বৈশিষ্ট্য হলো

            i. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে

            ii. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান

            iii. কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) ii ও iii  গ) i ও iii      ঘ) i, ii ও iii

১৪।      কিংডম ফানজাইয়ের জন্য প্রযোজ্য?

            i. মৃতজীবী

            ii. নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত

            iii. ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii           খ) ii ও iii  গ) i ও iii      ঘ) i, ii ও iii

১৫।      অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি?

            ক) যৌন ও অযৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে   খ) এরা আর্কিগোনিয়েট

            গ) ভ্রুণীয় স্তর সৃষ্টি হয়    ঘ) দেহে সরল টিস্যুতন্ত্র বিদ্যমান

১৫।      কোন রাজ্যের সদস্যরা হেটেরোট্রফিক?

            ক) মনেরা         খ) ফানজাই  গ) প্রোটিস্টা  ঘ) অ্যানিমেলিয়া

১৭।      কেভলিয়ার স্মিথ জীবজগেক মোট কয়টি রাজ্যে ভাগ্য করেছেন?

            ক) ৬    খ) ৫  গ) ৪     ঘ) ৩

১৮।     দ্বিপদ নামকরণের সর্বশেষ ধাপ কোনটি?

            ক) গোত্র            খ) প্রজাতি গ) জগৎ       ঘ) বর্গ

১৯।      উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি কোনটি?

            ক) ICZN         খ) IMVN  গ) IMCB     ঘ) ICBN

২০।      Systema Nature গ্রন্থটির রচয়িতা কে?

            ক) অ্যারিস্টটল             খ) মারগুলিস

            গ) থিওফ্রাসটাস            ঘ) ক্যারোলাস লিনিয়াস

২১।      ঢাকায় আবিষ্কৃত ব্যাঙটির বৈজ্ঞানিক নাম কী?

            ক) Gakerana dhaka     খ) Jekerena dhaka

            গ) Zakerana dhaka      ঘ) Zekirana dhaka

২২।       Nymphaca nouchali কোনটির বৈজ্ঞানিক নাম?

            ক) শাপলা         খ) কাঁঠাল গ) জবা        ঘ) আম

২৩।      পেঁয়াজের বৈজ্ঞানিক নামের গণ অংশ কোনটি?

            ক) Apis     খ) Solanum গ) Allium   ঘ) Oryza

২৪।      Corchorus capsularis  কোনটির বৈজ্ঞানিক নাম?

            ক) পাট             খ) ধান

            গ) কাঁঠাল         ঘ) শাপলা

২৫।      ধানের বৈজ্ঞানিক নাম কী?

            ক) Mangifera indica        খ) Oryza sativa

            গ) Artocarpus heterophyllus    (ঘ) Homo sapiens

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর  –  ১. খ ২. খ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. গ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. খ।

শিক্ষা

Leave a Comment